Tag: Symptoms of lung cancer

Symptoms of lung cancer

  • World Lung Day 2022: আজ বিশ্ব ফুসফুস দিবস, এই দিনের গুরুত্ব জানেন?

    World Lung Day 2022: আজ বিশ্ব ফুসফুস দিবস, এই দিনের গুরুত্ব জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, ২৫ সেপ্টেম্বর, রবিবার বিশ্ব ফুসফুস দিবস (World Lung day 2022)। বিশ্বব্যাপী ফুসফুস-সংক্রান্ত সচেতনতা বাড়াতে ফোরাম অব ইন্টারন্যাশনাল রেসপিরেটরি সোসাইটি দিনটিকে ফুসফুস দিবস হিসেবে ঘোষণা করেছে। ফুসফুস আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা শ্বাস-প্রশ্বাসের কাজে ব্যবহৃত হয়। এর প্রধান কাজ হচ্ছে শরীর থেকে কার্বন ডাই অক্সাইড বের করে দেওয়া, এবং বাইরে থেকে অক্সিজেন গ্রহণ করে শরীরে সরবরাহ করা। ফলে আপনার বেঁচে থাকার জন্য ফুসফুসের প্রতি বিশেষ যত্ন নেওয়া উচিত।

    আপনার ফুসফুসের অবস্থা এবং শ্বাসযন্ত্রের সমস্যাগুলি জেনেটিক্স, অসুস্থতা এবং পরিবেশ দ্বারা প্রভাবিত হতে পারে। ফলে ফুসফুসের বিভিন্ন সমস্যা, ফুসফুসের গুরুত্ব সম্পর্কে সচেতন করেতই এই দিনটি পালন করা হয়। ফুসফুস রোগের প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে বায়ু দূষণ, ধূমপান, অতিরিক্ত জনসংখ্যা, দারিদ্র্যতা, সামাজিক সচেতনতার অভাব ইত্যাদি।

    আরও পড়ুন: ফের নয়া বিপদ, করোনা ভাইরাসের মতো লক্ষণ পাওয়া গেল রাশিয়ান বাদুড়ে!

    ক্যান্সার ২০২০ সালে বিশ্বব্যাপী মৃত্যুর শীর্ষ কারণ হয়ে উঠেছিল। আর অন্যান্য ক্যান্সারের মতো ফুসফুসের ক্যান্সারও দেখা দেয়। ফুসফুসের ক্যান্সারের সবচেয়ে বড় কারণ হল ধূমপান। সিগারেটের ধোঁয়া বা এর কিছু উপাদানের সংস্পর্শে অনেকের ফুসফুসে পরিবর্তন ঘটায় যা দীর্ঘ সময় ধরে থাকে। এই পরিবর্তনগুলি ফুসফুসে একটি ম্যালিগন্যান্ট টিউমার বৃদ্ধির কারণ হতে পারে। তবে এও দেখা গিয়েছে যে, ধূমপান না করলেও অনেকের ফুসফুসের ক্যান্সার হয়ে থাকে। সারা বিশ্বের গবেষণা অনুসারে, ২৫ শতাংশ মানুষ যারা কখনও ধূমপান করেননি তাদের ফুসফুসের ক্যান্সার হয়। ফুসফুসের ক্যান্সার ৬৫ বছরের বেশি বয়সীদের বেশি প্রাভাবিত করে।

    তবে ফুসফুসের ক্যান্সার হলে আপনারা আগেই জানতে পারবেন না। তাই ফুসফুস ক্যান্সারের কিছু উপসর্গ দেখা দিলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন ও ফুসফুসের স্ক্রীনিং করান। এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে, আপনার ফুসফুসের ক্যান্সার প্রাথমিক পর্যায়ে রয়েছ কিনা বা এটি নিরাময়যোগ্য কিনা। অনেক সময় এই ক্যান্সার প্রাথমিক পর্যায়েই শনাক্ত করা হলে কেমোথেরাপি এবং রেডিয়েশন থেরাপির মাধ্যমে এর থেকে মুক্তি পাওয়া যায়। ফুসফুসের ক্যান্সারের উপসর্গ হল দীঘস্থায়ী কাশি, এছাড়া শ্বাসকষ্ট, বুকে ব্যথা বা নিউমোনিয়া, গলা বসে যাওয়া, ক্ষুধামন্দা, হঠাৎ ওজন হ্রাস, ক্লান্তি, নাক বা মুখ ফুলে যাওয়া, আঙ্গুলের আকার পরিবর্তন বা কাঁধে ব্যথা ইত্যাদি। ফলে এই উপসর্গ ও কাশি চার সপ্তাহের বেশি থাকলে অবহেলা না করে শীঘ্রই ডাক্তারের কাছে যান।

LinkedIn
Share