Tag: T-20 World Cup

T-20 World Cup

  • T-20 World Cup: বৃষ্টির জন্য ভেস্তে গেল বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ড প্রস্তুতি ম্যাচ! ভারত-পাকিস্তান ম্যাচেও কি বৃষ্টির আশঙ্কা?

    T-20 World Cup: বৃষ্টির জন্য ভেস্তে গেল বিশ্বকাপে ভারত-নিউজিল্যান্ড প্রস্তুতি ম্যাচ! ভারত-পাকিস্তান ম্যাচেও কি বৃষ্টির আশঙ্কা?

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তেজনার সব রসদ মজুত থাকলেও ভারত-পাকিস্তান (India vs Pakistan) হাইভোল্টেজ লড়াইয়ে এখন বাধা হয়ে দাঁড়াচ্ছে বৃষ্টি । ইতিমধ্যেই ম্যাচের সব টিকিট বিক্রি হয়ে গিয়েছে ।  তবে, বৃষ্টি হলে কে আটকাবে? গত কয়েকদিন ধরে মেলবোর্ন এবং সংলগ্ন এলাকায় বৃষ্টি হচ্ছে । আবহাওয়া দফতর রবিবার অর্থাৎ ২৩ অক্টোবরও বৃষ্টির পূর্বাভাস দিয়েছে । এদিন মেলবোর্নে সারাদিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আর স্থানীয় সময় অনুযায়ী, সন্ধে ৬টার দিকে বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। এদিকে, সন্ধে ৭টা নাগাদ ভারত-পাকিস্তান ম্যাচ শুরু হওয়ার কথা রয়েছে । তাই মনে করা হচ্ছে বৃষ্টির কারণে ভারত-পাকিস্তান ম্যাচ ভেস্তে যাওয়ার আশঙ্কা রয়েছে। যদি বৃষ্টির কারণে এই ম্যাচে একটাও বল না গড়ায় তাহলে দুটো দলই ১ পয়েন্ট করে পেয়ে যাবে। সুপার-১২ পর্বের জন্য কোনও রিজার্ভ ডে রাখা হয়নি। যদিও দুই দলের সমর্থকেরা ইতিমধ্যেই ঈশ্বরের কাছে প্রার্থণা করতে শুরু করেছেন যে ওই বিশেষ দিনে যাতে বৃষ্টি না হয়।

    আরও পড়ুন: নয়া কমিটি ভারতীয় ক্রিকেটকে নতুন উচ্চতায় নিয়ে যাবে! বিনিকে শুভেচ্ছা সৌরভের

    ব্রিসবেনের ঐতিহাসিক গাব্বা ক্রিকেট গ্রাউন্ডে আজ, বুধবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলার কথা ছিল ভারতীয় দলের। কিন্তু এখানে টানা ভারী বৃষ্টির কারণে সেই ম্যাচও বাতিল করা হয়। এই ম্যাচে বেলা একটার দিকে টস করতে মাঠে নামতে যাচ্ছিলেন দুই দলের অধিনায়করা। কিন্তু বৃষ্টির জন্য তাঁরা মাঠে নামতেই পারেননি। অন্তত ৫ ওভার করে ম্যাচ খেলার কথা থাকলেও শেষমেষ বাতিল করা হয় প্রস্তুতি ম্যাচটি। এর আগে একই স্টেডিয়ামে বৃষ্টির জন্য পাকিস্তান বনাম আফগানিস্তান ম্যাচটিও পরিত্যক্ত হয়।

    আরও পড়ুন: আইসিসি-তে যান দাদা! সৌরভের হয়ে প্রধানমন্ত্রীর কাছে আর্জি মমতার

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে উত্তেজক জয় ছিনিয়ে নিয়েছিল ভারত। অন্যদিকে নিউজিল্যান্ড তাদের প্রথম অনুশীলন ম্যাচে বাজেভাবে হেরেছিল দক্ষিণ আফ্রিকার কাছে। এই অবস্থায় নিজেদের দ্বিতীয় তথা শেষ প্র্যাক্টিস ম্যাচে পরস্পরের বিরুদ্ধে লড়াইয়ে নামার কথা ছিল ভারত-নিউজিল্যান্ডের। বিশ্বকাপের আগে নিজেদের কম্বিনেশন যাচাই করে নেওয়ার দু’দলের সামনে এটাই ছিল শেষ সুযোগ। যদিও ম্যাচ পরিত্যক্ত হওয়ায় সেই সুযোগ হাতছাড় হয় তাদের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Mohammed Shami: দশেরায় শুভেচ্ছা জানিয়ে মৌলবাদীদের আক্রমণের মুখে মহম্মদ শামি

    Mohammed Shami: দশেরায় শুভেচ্ছা জানিয়ে মৌলবাদীদের আক্রমণের মুখে মহম্মদ শামি

    মাধ্যম নিউজ ডেস্ক: দশেরার শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছিলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। আর তাতেই চরমপন্থী মুসলিমদের কুনজরে পড়লেন তিনি। পোস্টটির ছবিতে দেখা যাচ্ছে যে, রাম হাতে তীর-ধনুক নিয়ে রাবণের দিকে তীর নিক্ষেপ করার নিশানা করছেন। তিনি পোস্টটিতে লেখেন, “দশেরার দিন প্রার্থনা করব আপনাদের জীবন যেন আনন্দ সম্মৃদ্ধি এবং সাফল্য ভরে ওঠে। এই কামনা করি।” মহম্মদ শামির এই পোস্টের পরেই সোশ্যাল মিডিয়ায় তীব্র কটাক্ষের শিকার হতে হয় তাঁকে।   

     

    শামি পোস্ট করা মাত্র তাঁর পোস্টটি ভাইরাল হয় এবং মৌলবাদীরা তাঁকে কাঠগড়ায় তোলা শুরু করে। তাদের দাবি, একজন মুসলমান হয়ে কেন তিনি হিন্দুদের উৎসবের শুভেচ্ছা জানাচ্ছেন? শারীরিক  কারণে ভারতের টি-টোয়েন্টি দলে ফেরার সুযোগ হারিয়েছিলেন এই তারকা পেসার। তিনি বিশ্বকাপের দলে জায়গা পাবেন কিনা তা নিয়েও এখনো বড় প্রশ্ন চিহ্ন রয়েছে। বিশ্বকাপের (T-20 World Cup) দলে সুযোগ পাওয়ার জন্য বিধর্মীদের মতো আচরণ করছেন শামি। এমন অভিযোগও তোলা হয়েছে শামির বিরুদ্ধে। অনেকে শামির বিরুদ্ধে ফতোয়া জারি করার দাবিও জানিয়েছেন।  

    অনেকেই প্রশ্ন তুলেছেন, শামি কি সত্যিই মুসলিম? প্রকৃত মুসলিম হয়ে এই কাজ কীভাবে করলেন তিনি? কেউ কেউ বলেছেন, পথ ভুলে গিয়েছেন শামি, আল্লা তাঁকে রক্ষা করুন। অধিকাংশের মতে, অত্যন্ত লজ্জাজনক কাজ করেছেন শামি। তাঁর ট্যুইটের কমেন্ট সেকশন ভরে গিয়েছে “শেম অন শামি” বার্তায়। 

    আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেলেন শামি, কেন জানেন?
      
    কিছুদিন আগে ঠিক এমনটাই ঘটেছিল বাংলাদেশের ক্রিকেটার লিটন দাসের সঙ্গে। তিনি মহালয়া উপলক্ষে শুভেচ্ছা জানান। আর তারপরেই তাঁকে মৌলবাদীদের আক্রমণের মুখে পড়তে হয়।

    তবে সেই সময়ে লিটনের মতোই এবার শামিও নিজের পাশে পেয়েছেন। শামির পাশে দাঁড়িয়ে তাকে পাল্টা শুভেচ্ছা জানিয়েছেন বহু ভক্ত। অনেকেই লিখেছেন, এটাই ভারতবর্ষ যেখানে সব ধর্ম একসঙ্গে অবস্থান করতে পারে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     
  • IND vs AUS: ভারত – অস্ট্রেলিয়া ম্যাচের টিকিট কাটতে এসে বিশৃঙ্খলা! লাঠি চার্জ পুলিশের, আহত ২০

    IND vs AUS: ভারত – অস্ট্রেলিয়া ম্যাচের টিকিট কাটতে এসে বিশৃঙ্খলা! লাঠি চার্জ পুলিশের, আহত ২০

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হয়েছে ভারত অস্ট্রেলিয়া টি-২০ সিরিজ (India Vs Australia Series)। টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) আগে অন্যতম গুরুত্বপূর্ণ সিরিজ এটি। কিন্তু টি-২০ সিরিজের টিকিট নিয়েই শুরু হল কাড়াকাড়ি। ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) তৃতীয় টি-২০ ম্যাচের টিকিট কাটতে গিয়েই তুমুল বিশৃঙ্খলার সৃষ্টি হয় হায়দরাবাদের (Hyderabad) জিমখানা গ্রাউন্ডে। এমনকি এই পরিস্থিতিতে পদপিষ্ট হয়ে আহত হয়েছেন বহু মানুষ। ফলে বাধ্য হয়ে লাঠিচার্জ করতে বাধ্য হল স্থানীয় পুলিশ। ইতিমধ্যেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে শুরু হয়েছে ও বিভিন্ন মহল থেকে এই ঘটনার নিন্দা করা হয়েছে।

    জানা গিয়েছে, বৃহস্পতিবার জিমখানা গ্রাউন্ডে ভারত-অস্ট্রেলিয়ার টি-২০ সিরিজের টিকিট বিক্রির জন্য কাউন্টার খোলা হয়। আর ভোর ৫-৬টা থেকে ক্রিকেটপ্রেমীরা টিকিটের জন্য লাইনে দাঁড়াতে থাকেন। এই ম্যাচ নিয়ে উন্মাদনা তুঙ্গে। তাই টিকিট কাটতে বহু মানুষের ভিড় হয়। কিন্তু টিকিট বিক্রি হওয়ার সঙ্গে সঙ্গেই হুড়োহুড়ি শুরু হয়ে যায় ও বিশৃঙ্খলা তৈরি হয়। আর তাদের নিয়ন্ত্রণ করতে পুলিশ শুরু করে লাঠিচার্জ। ফলে আহত হন প্রায় ২০ জন। এদের মধ্যে সাতজন গুরুতরভাবে জখম হলে, তাঁদের সেকেন্দ্রাবাদ হাসপাতালে ভর্তি করা হয়।

    আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেলেন শামি, কেন জানেন?

    প্রসঙ্গত, আগামী রবিবার, ২৫ সেপ্টেম্বর হায়দ্রাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের শেষ ম্যাচ খেলতে নামবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। প্রথম ম্যাচে ভারত হেরেছে। ২৩ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ আয়োজিত হবে নাগপুরে। আর তৃতীয় ম্যাচ আয়োজিত হবে হায়দ্রাবাদে। ফলে স্বাভাবিরভাবেই এই ম্যাচ ঘিরে উন্মাদনা তুঙ্গে। আর এই উন্মাদনার জেরেই এই পরিস্থিতি। 

  • IND vs AUS 1st T20: আজ মোহালিতে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-২০, জেনে নিন কখন, কোথায় দেখতে পারবেন ম্যাচ

    IND vs AUS 1st T20: আজ মোহালিতে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টি-২০, জেনে নিন কখন, কোথায় দেখতে পারবেন ম্যাচ

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-২০ বিশ্বকাপের (T-20 World Cup) আগে আজ, মঙ্গলবার থেকে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে নামছে মেন ইন ব্লু। ভারতঅস্ট্রেলিয়া (India vs Australia) টি-২০ ক্রিকেটে এখনও পর্যন্ত ২৩টি ম্যাচে মুখোমুখি হয়েছে। যার মধ্যে ১৩টি ম্যাচে জিতেছে ভারত ও ৯টি ম্যাচে জিতেছে অজিরা। অমীমাংসিত ১টি ম্যাচ। এশিয়া কাপের ব্যর্থতা ভুলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াইয়ে নামতে বদ্ধপরিকর রোহিত শর্মার দল। অন্যদিকে, নিউজিল্যান্ডকে ৩-০ ব্যবধানে এক দিনের সিরিজে হারিয়ে ভারত সফরে এসেছে অস্ট্রেলিয়া। তাই জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।

    ফর্মে রয়েছেন বিরাট কোহলি (Virat Kohli)। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে ভারতকে খালি হাতে ফিরতে হলেও ফর্ম ফিরে পেয়েছেন বিরাট। রাহুল দ্রাবিড়কে (২৪০৬৪) ছাড়িয়ে আন্তর্জাতিক ম্যাচে ভারতের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার জন্য বিরাট কোহলির (২৪০০২) আজ প্রয়োজন ৬৩ রান। তাই বিরাটের সামনে আজ রেকর্ড গড়ার হাতছানি। এশিয়া কাপের শেষের ম্যাচগুলিতে ভাল খেলেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মাও। চোটের কারণে এশিয়া কাপে খেলা হয়নি হর্ষল প্যাটেল, জসপ্রীত বুমরার। কুড়ি-বিশের বিশ্বকাপের আগে অজিদের বিরুদ্ধে এই সিরিজে জসপ্রীত ও হর্ষল বাইশ গজে নিজেদের ঝালিয়ে নিতে পারবেন। 

    আরও পড়ুন: এক সেঞ্চুরিতেই বাজিমাত! কী কী রেকর্ড গড়লেন বিরাট, জানেন?

    ভারত বনাম অস্ট্রেলিয়ার প্রথম টি-২০ ম্যাচ শুরু আজ সন্ধ্যা  ৭টা ৩০ মিনিটে। ম্যাচের আগে ৭টা নাগাদ টস হবে।

    ম্যাচটি হবে মোহালিতে।

    ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টসে এবং মোবাইলে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। 

    ভারত বনাম অস্ট্রেলিয়া: সম্ভাব্য প্লেয়িং ১১

    ভারত (IND): রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরাহ, যুজবেন্দ্র চাহাল, হর্ষাল প্যাটেল, ভুবনেশ্বর কুমার

    অস্ট্রেলিয়া (AUS): অ্যারন ফিঞ্চ, জশ ইঙ্গলিস, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, ড্যানিয়েল সামস, জোশ হ্যাজেলউড, অ্যাডাম জাম্পা, কেন রিচার্ডসন

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share