Tag: T20

T20

  • India vs Bangladesh: বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার! গোয়ালিয়রে ম্যাচের দিন বনধ ডাকল হিন্দু মহাসভা

    India vs Bangladesh: বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার! গোয়ালিয়রে ম্যাচের দিন বনধ ডাকল হিন্দু মহাসভা

    মাধ্যম নিউজ ডেস্ক: পদ্মাপাড়ে হিন্দুদের উপর ‘নারকীয়’ অত্যাচারের প্রতিবাদে বাংলাদেশ দলকে ভারতে খেলতে দিতে নারাজ হিন্দু মহাসভা (Hindu Mahasabha)। ভারত-বাংলাদেশ টি২০ ম্যাচের দিনই গোয়ালিয়র বনধের ডাক দিল হিন্দু মহাসভা। ৬ অক্টোবর গোয়ালিয়রে ভারত-বাংলাদেশ (India vs Bangladesh) ম্যাচ রয়েছে। সেই দিন, ‘ম্যাচ হতে দেব না’ বলে হুমকি দিয়েছেন হিন্দু মহাসভার নেতারা। পুলিশ অবশ্য জানিয়েছে, তারা আইন-শৃঙ্খলা বজায় রাখতে যাবতীয় ব্যবস্থা নেবে।

    হিন্দু মহাসভার দাবি

    হিন্দু মহাসভার (Hindu Mahasabha) জাতীয় সহ-সভাপতি জয়বীর ভরদ্বাজ অভিযোগ করেছেন,“হিন্দুরা বাংলাদেশে (India vs Bangladesh) নির্যাতিত হচ্ছে। বাংলাদেশে একের পর এক মন্দির ধ্বংস করা হচ্ছে। আমরা কিছুতেই বাংলাদেশকে ভারতের মাটিতে খেলতে দেব না। আমাদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে বাংলাদেশ যখন গোয়ালিয়রে খেলতে আসবে, আমরা প্রতিবাদ জানাব।”  জয়বীর জানিয়েছেন, তাঁরা এই বনধের আওতা থেকে নিত্যপ্রয়োজনীয় সামগ্রীকে ছাড় দিয়েছেন। পালটা গোয়ালিয়র পুলিশের তরফে জানানো হয়েছে, “ওই দিন অন্যান্য কাজের দিনের মতই নিরাপত্তা বজায় রাখা হবে। আমরা সবরকম ব্যবস্থা করে ফেলেছি।”  গোয়ালিয়রে শেষবার আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়েছিল ২০১০ সালে। তার ১৪ বছর পর ৬ অক্টোবর কোনও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হতে চলেছে গোয়ালিয়রে। 

    আরও পড়ুন: সকাল থেকেই আকাশের মুখভার! দফায় দফায় বৃষ্টি, ৯ জেলায় জারি হলুদ সতর্কতা

    কানপুরেও প্রতিবাদ

    ভারত-বাংলাদেশ টেস্ট (India vs Bangladesh) সিরিজের দ্বিতীয় ম্যাচের জন্য কানপুরেও নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হচ্ছে। হিন্দু মহাসভার (Hindu Mahasabha) ‘হুমকি’র পর আশ্বস্ত করল উত্তরপ্রদেশ পুলিশ। কানপুর পুলিশের এসিপি হরিশ চান্দের জানিয়েছেন, শুক্রবারের ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত স্টেডিয়াম। নিরাপত্তা নিয়ে আশঙ্কার কোনও কারণ নেই। কানপুর পুলিশ জানিয়েছে, স্টেডিয়াম থেকে ক্রিকেটারদের হোটেল সর্বত্র নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হচ্ছে। সবকটি এলাকাকে আলাদা আলাদা জোনে ভাগ করা হয়েছে। প্রতিটি জোনে উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। এই ম্যাচের জন্য নিযুক্ত নোডাল অফিসার শারওয়ান কুমার সিং জানিয়েছেন, “ম্যাচের আগে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা হবে। আমরা এ বিষয়ে আইবি এবং রাজ্য ও কেন্দ্রের বিভিন্ন সংস্থার সঙ্গে যোগাযোগ রাখছি।” কানপুরে শাকিবরা খেলতে এলে তাঁদের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো হবে। এমনকী, ম্যাচের আয়োজন করতে না দেওয়ার হুমকিও দিয়েছে হিন্দু মহাসভা। তাদের দাবি, বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই প্রতিবেশী দেশে হিন্দুদের গণহত্যা চলছে। অত্যাচার, মন্দির ভাঙা রোজকার ঘটনা। এই পরিস্থিতিতে বাংলাদেশ দল কানপুরে খেলতে এলে ঘোর বিক্ষোভের মধ্যে পড়বে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Gautam Gambhir: শ্রীলঙ্কা সিরিজের আগে দ্রাবিড়ের বার্তা গম্ভীরকে, কী বললেন জানেন?

    Gautam Gambhir: শ্রীলঙ্কা সিরিজের আগে দ্রাবিড়ের বার্তা গম্ভীরকে, কী বললেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, শনিবার শুরু হচ্ছে শ্রীলঙ্কা সিরিজ (Sri Lanka Series)। ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর দায়িত্ব ছেড়ে দিয়েছেন রাহুল দ্রাবিড়। সেই দায়িত্বই বর্তেছে গম্ভীরের ওপর। শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে দ্রাবিড়ের কাছ থেকে বিশেষ বার্তা পেলেন বর্তমান কোচ গম্ভীর।

    ভিডিও বার্তা (Gautam Gambhir)

    বিসিসিআইয়ের তরফে এই বার্তার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে দ্রাবিড়কে বর্তমান কোচের উদ্দেশে বলতে শোনা যাচ্ছে, “ক্রিকেট দুনিয়ার সব চেয়ে উত্তেজক দায়িত্ব ভারতের কোচ হওয়া। সেই কাজে তোমায় স্বাগত। তিন সপ্তাহ হয়ে গিয়েছে আমি দায়িত্ব ছেড়েছি। যেভাবে শেষটা হয়েছে, তা স্বপ্নের মতো। সেটা বার্বাডোজ হোক কিংবা মুম্বইয়ে। সেই মুহূর্তগুলো আমি কোনওদিন ভুলতে পারব না। আমি চাইব, কোচ হিসেবে তুমিও এই স্বাদ পাও। আশা করব, তোমার দলের সব ক্রিকেটার সুস্থ থাকবে। সব সময় তুমি তাদের পাবে। কোচদের কিছুটা ভাগ্যের সাহায্য প্রয়োজন হয়। আশা করি, তুমি সেটা পাবে।”

    অগ্নিপরীক্ষা

    দ্রাবিড়ের রেখে যাওয়া জুতোয় পা গলিয়েছেন গম্ভীর (Gautam Gambhir)। তাই এটা তাঁর অগ্নিপরীক্ষা। পরীক্ষা নয়া টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবেরও। গম্ভীরের উদ্দেশে দ্রাবিড়কে আরও বলতে শোনা যায়, “ব্যাট করার সময় তোমায় সঙ্গী হিসেবে দেখেছি, ফিল্ডার হিসেবে দেখেছি। তুমি সব সময় জয়ের জন্য ঝাঁপাতে। আইপিএলেও তোমার হার না মানার মানসিকতা দেখেছি। তোমার মধ্যে জেতার খিদে রয়েছে। তরুণ ক্রিকেটারদের মধ্যে থেকে সেরাটা বের করে নিয়ে আসার ক্ষমতাও রয়েছে। প্রত্যাশার চাপ থাকবে। সমালোচিতও হবে। কিন্তু তুমি কখনওই একা থাকবে না। ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, প্রাক্তন অধিনায়ক, ম্যানেজমেন্ট তোমার পাশে থাকবে। সেই সঙ্গে থাকবে ভারতের সমর্থকরা।”

    আরও পড়ুন: জার্মানির প্রাচীনতম মসজিদে হানা পুলিশের, কারণ জানলে ভিরমি খাবেন

    এদিকে, আজ, সিরিজ শুরুর আগে অনুশীলন সেশনে অংশ নেয় টিম ইন্ডিয়া। এই সময় হার্দিক পান্ডিয়াকে দেখা গেল স্পিন বোলিং করতে। তাঁকে পেসারের ভূমিকায়ই দেখতে অভ্যস্ত ক্রিকেটপ্রেমীরা (Sri Lanka Series)। বস্তুত, বোলিং অ্যাকশনটাকেই বদলে ফেলেছেন গম্ভীর (Gautam Gambhir)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India VS Zimbabwe: সপ্তাহের ব্যবধানে ভূলুণ্ঠিত বিজয়ীর তাজ, হারারেতে ফিকে ভারতের বিশ্বজয়ের রং

    India VS Zimbabwe: সপ্তাহের ব্যবধানে ভূলুণ্ঠিত বিজয়ীর তাজ, হারারেতে ফিকে ভারতের বিশ্বজয়ের রং

    মাধ্যম নিউজ ডেস্ক: এক শনিবার ভারতের মাথায় উঠেছিল বিজয়ীর তাজ। ঠিক তার পরের শনিবার হারারেতে (Harare Sports Club) লজ্জার হার ভারতের (India VS Zimbabwe)। ২৯ জুন, শনিবার বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারতের টি২০ দল। আর ৬ জুলাই হারারেতে জিম্বাবোয়ের কাছে ১৩ রানে ধরাশায়ী টিম ইন্ডিয়া (টি২০)।

    প্রকাশ্যে টিমের কঙ্কালসার চেহারা (India VS Zimbabwe)

    দেশের মাথায় বিশ্বজয়ীর মুকুট তুলে দিয়ে টি২০ ক্রিকেট থেকে অবসর নিয়েছেন টিম ইন্ডিয়ার তিন সুপারস্টার বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাডেজা। জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে দলের প্রবীণ তারকাদের বিশ্রাম দিয়েছে টিম ইন্ডিয়া। তার পরেই এদিনের ম্যাচে বেরিয়ে এল শুভমন গিলের নেতৃত্বে ভারতীয় তরুণদলের কঙ্কালসার চেহারা। ০ রানে আউট হন মুকেশ কুমার।

    ধরাশায়ী ভারত

    ১৮ ওভারের শেষে ভারতের (India VS Zimbabwe) স্কোর দাঁড়ায় ৯৮/৯। শেষ দুওভারে ভারতের প্রয়োজন ছিল ১৮ রান। প্রয়োজনীয় সেইটুকু রানও করতে পারেনি ভারত। ১০২ রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া। ১৩ রানে জিম্বাবোয়ের কাছে ধরাশায়ী শুভমনের ভারতীয় দল। কেবল মুকেশ নন, ব্যর্থতার নজির টিম ইন্ডিয়ার পরতে পরতে। ৮ বলে ৯ রান করে সাজঘরে ফিরে যান রবি বিষ্ণোই। জিম্বাবোয়ের ৯ উইকেটে ১১৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ১৯.৫ ওভারে ১০২ রানে অল আউট হয়ে যায় ভারত। ৩.৫ ওভারে ১৬ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন চাতারা।

    আর পড়ুন: “যাঁরা ইসলাম ধর্মে জন্মাননি, তাঁরা দুর্ভাগা”, ‘হাকিমি’ মন্তব্যে তোপ বিজেপির

    তার আগে ১৭তম ওভারে (Harare Sports Club) বল করতে নামেন সিকন্দর রাজা। ১৬.৬ ওভারে সিকন্দরের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মুকেশ। ৩ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। সিকন্দর ৪ ওভারে ২৫ রান খরচ করে তুলে নেন ৩টি উইকেট। ম্যাচের সেরা ক্রিকেটারের ট্রফি জিতে নেন জিম্বাবোয়ের ক্যাপ্টেন (India VS Zimbabwe)। এদিনের সিরিজে তিনজনের অভিষেক হয়েছে। এঁরা হলেন, অভিষেক শর্মা, রিয়ান পরাগ ও ধ্রুব জুরেল। তারুণ্যে ভরপুর দলে রয়েছেন শুভমান গিল, রুতুরাজ গায়কোয়াড়, অভিষেক শর্মা, রিঙ্কু সিং, ধ্রুব জুরেল, রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আবেশ খান, খলিল আহমেদ, মুকেশ কুমার, তুষার দেশপান্ডে, সাই সুদর্শন, জিতেশ শর্মা, হর্ষিত রানা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • India vs Australia: “শেষ ওভার স্বস্তি ফেরাল”! ভারতকে জিতিয়ে কী বললেন অর্শদীপ

    India vs Australia: “শেষ ওভার স্বস্তি ফেরাল”! ভারতকে জিতিয়ে কী বললেন অর্শদীপ

    মাধ্যম নিউজ ডেস্ক: সিরিজ জয় নিশ্চিত ছিল, তবে বিশ্বকাপে পরাজয়ের জ্বালা মেটাতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আর কোনওভাবেই হারতে রাজি ছিল না ভারত। বেঙ্গালুরুর চিন্নাস্বামীতে লো-স্কোরিং ম্যাচে রবিবার অস্ট্রেলিয়াকে ৬ রানে হারিয়ে দিল সূর্যের ভারত। ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ ভারতের পকেটে। শেষ ওভারে জয়ের জন্য অজিদের দরকার ছিল ৯ রান। কোটার প্রথম তিন ওভারে ৩৭ রান দিয়ে ১ উইকেট নিয়েছিলেন অর্শদীপ। তাঁর ইকোনমিই সবচেয়ে বেশি। তাঁর হাতেই বল তুলে দিলেন অধিনায়। নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ ওভারে মাত্র ৩ রান দিয়ে ম্যাথিউ ওয়েডের উইকেট নিয়ে স্বস্তি ফেরালেন অর্শদীপ।

    বিশেষ কোনও পরিকল্পনা ছিল না

    রুদ্ধশ্বাস ম্যাচ শেষে অর্শদীপ বলেন, ‘প্রথম তিন ওভারে প্রচুর রান দিয়েছি। ভেবেছিলাম আমিই হয়তো খলনায়ক হব। তবে ঈশ্বর আমাকে আরও একটা সুযোগ দিয়েছিল ঘুরে দাঁড়ানোর। টিম ম্যানেজমেন্ট আস্থা রেখেছিল আমার ওপর। সত্যি বলতে, শেষ ওভারে বোলিংয়ের জন্য আমার বিশেষ কোনও পরিকল্পনাই ছিল না। সূর্য ভাই বলে, যা হবে দেখা যাবে। এই জয়ের জন্য ব্যাটিংকেও কৃতিত্ব দিতে হবে। কারণ, আমাদের যা দক্ষতা সেই অনুযায়ী সার্বিক বোলিং পারফরম্যান্স খুব ভালো হয়নি। এই ম্যাচ থেকে অনেক কিছু শিখেছি। ভুলগুলো থেকে ঘুরে দাঁড়াবো।’

    নয়া স্পিন জুটি

    এদিন প্রথমে ব্যাট করে ১৬০ রান তুলেছিল ভারত। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক ম্যাথু ওয়েড। আগে বল করার সুযোগ পেয়ে সেটা কাজে লাগালেন অস্ট্রেলিয়ার বোলারেরা। দ্রুত যশস্বী, ঋতুরাজ, সূর্য, রিঙ্কুর উইকেট হারিয়ে চাপে পড়ে যায় ভারত। শ্রেয়সের সঙ্গে থেকে ভারতকে ১৬০ রানে পৌঁছে দেওয়ার কাজটি করেন জিতেশ শর্মা (২৪) এবং অক্ষর পটেল (৩১)। প্রথম শ্রেয়সের সঙ্গে জিতেশ ৪৭ রানের জুটি গড়েন। পরে অক্ষরের সঙ্গে শ্রেয়স যোগ করেন আরও ৪৬ রান। তাঁরা ফিরে যাওয়ার পর শ্রেয়সও (৩৭ বলে ৫৩ রান) আউট হয়ে যান। ফলে বেঙ্গালুরুতে ভারতের ইনিংস থেমে যায় ১৬০ রানে।

    এই ম্যাচ জিততে হলে বোলারদের উপর নির্ভর করতে হত। শেষ বেলায় তাঁরাই জেতালেন। মুকেশ এবং অর্শদীপ মিলে ডেথ ওভারে যেমন রান আটকালেন, তেমনই উইকেট তুলে নিলেন। দুরন্ত স্পিন-আক্রমণ শানালেন রবি বিষ্ণোই ও অক্ষর প্যাটেল। তাঁরা দু’জনে মিলে ৩ উইকেট নিলেন সেই সঙ্গে দিলেন মাত্র ৩৩ রান। তাঁদের কৃপণ বোলিং ভারতকে জিততে সাহায্য করল।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India Vs Australia: ফের ম্যাক্স-ম্যাজিক! বড় স্কোর করেও অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের

    India Vs Australia: ফের ম্যাক্স-ম্যাজিক! বড় স্কোর করেও অস্ট্রেলিয়ার কাছে হার ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ফিরে এল ওয়াংখেড়ের স্মৃতি। ফের ম্যাক্স -ম্যাজিক দেখলেন ক্রিকেট প্রেমীরা। জয়ের জন্য অস্ট্রেলিয়ার (India Vs Australia) দরকার ছিল ৫০ বলে ১৪০ রান। সেখান থেকেই ৪৮ বলে অপরাজিত ১০৪ রান করে ভারতের জয়ের গ্রাস কেড়ে নিয়ে গেলেন গ্লেন ম্যাক্সওয়েল। জলে গেল ঋতুরাজের অপরাজিত ১২৩ রানের ইনিংস। অধরা রইল দু-ম্যাচ বাকি থাকতেই ভারতের সিরিজ জয়ের স্বপ্ন।  অজিদের জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে এখন ভারত এগিয়ে ২-১। 

    দুরন্ত শতরান ঋতুরাজের

    এদিন, টস হেরে প্রথমে ব্যাট করে ভারত। ম্যাচের শুরুতেই ২৪ রানে ২ উইকেট হারিয়ে বসে ভারত। আউট হন যশস্বী জয়সওয়াল ও ঈশান কিষাণ। এরপর দলকে টেনে তোলেন অধিনায়ক সূর্য ও ঋতুরাজ। দুর্দান্ত খেলে দলের স্কোরকার্ড দ্রুত পরিবর্তন করতে থাকেন এই দুই ব্যাটার। তবে সেটি বেশিদূর এগোয়নি। দলীয় ৮১ রানের মাথায় ২৯ বলে ৩৯ করা সূর্যকে ফেরান অ্যারন হার্ডি। সূর্য ফিরলেও দলকে বড় সংগ্রহের দিকে এগিয়ে নিয়ে যান ঋতুরাজ। শেষ পর্যন্ত ১৩টি চার ও ৭টি ছক্কায় ১২৩ রানের দুর্দান্ত অপরাজিত ইনিংস খেলেন তিনি। কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি পেলেন ঋতু।

    ম্যাক্স-ম্যানিয়া

    ঋতুরাজ দুরন্ত শতরান করলেও চাপের মুখে ম্যাক্সওয়েলের ইনিংসের কাছে কিছুই না। ভারতের দেওয়া ২২৩ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ম্যাক্সওয়েল অনবদ্য ইনিংস উপহার দেন। শেষ তিন ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ৪৯ রান। শেষ তিন ওভারে একাধিক ভুলের খেসারত দিল ভারত। শেষ বলে রুদ্ধশ্বাস জয়ে সিরিজ জিইয়ে রাখল অস্ট্রেলিয়া। ম্যাথু ওয়েডকে সঙ্গে নিয়ে  ৪৮ বলে অপরাজিত ১০৪ রানের ইনিংস খেলেন ম্যাক্সি। ২০ ওভারে ২২৫/৫ করে ম্যাচ জিতে যায় ব্যাগি গ্রিনরা। শেষ ওভারে অস্ট্রেলিয়ার প্রয়োজন ছিল ২১ রান। পঞ্চম বলে সেঞ্চুরি পূর্ণ করেন ম্যাক্সি। শেষ বলে ২ রান প্রয়োজন ছিল। বাউন্ডারিতে ম্যাচ ফিনিশ করেন ম্যাক্সি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs Australia T20: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে ৪৪ রানে জয়ী ভারত

    India vs Australia T20: অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে ৪৪ রানে জয়ী ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে ধরাশায়ী হয়েছিল রোহিত শর্মার ভারত। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় টি২০ ম্যাচে (India vs Australia T20) জয়ী হল ভারত। রবিবার প্রথমে ব্যাট করতে নামে ভারত। ভারতের স্কোর হয় ২৩৫। অস্ট্রেলিয়ার সামনে ২৩৬ রানের টার্গেট বেঁধে দেয় ভারত।

    ভারতের স্কোর ২৩৫

    রবিবাসরীয় সন্ধেয় ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ভারত করে ২৩৫ রান। ভারতের তরফে অর্ধশতরান করেন যশস্বী, ঈশান ও ঋতুরাজ। শেষের দিকে ঝড় তুলেছিলেন রিঙ্কু সিংহ। ৯ বলে তিনি করেন ৩১ রান। থাকেন অপরাজিত। সূর্যকুমার যাদবের নেতৃত্বে দ্বিতীয় ম্যাচেও জয় পেল ভারত। তিরুবনন্তপুরম আন্তর্জাতিক স্টেডিয়ামে কিউদের ৪৪ রানে পরাস্ত করল সূর্যকুমারের দল। টস করেছিলেন অস্ট্রেলিয়ান স্কিপার ম্যাথু ওয়েড। টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠান তিনি। প্রথমে ব্যাট করতে নেমে ঝড়ের গতিতে খেলতে থাকে ওপেনার যশস্বী জয়সওয়াল ও ঋতুরাজ গায়কোয়াড়।

    মাঠ দাপাল ভারত 

    মাত্র (India vs Australia T20) ২৩ বলে এই ওপেনার জুটি করে ৫০ রান। এদিন ১৪.১ ওভারে ১৫০ রান করে টিম ইন্ডিয়া। তার পরেই ২৯ বলে ফের অর্ধশত রান করেন ঈশান কিষান। ৫২ বলে অবশ্য আউট হয়ে যান ঈশান। তাঁকে সাজঘরে ফিরিয়ে দেন মার্কুয়াস স্টয়নিস। ভারতের এই জয়ের জেরে টি২০ সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল সূর্যকুমারের দল। ২০ ওভারে ৯ উইকেট খুইয়ে ১৯১ রানেই থমকে যেতে হয় টিম অস্ট্রেলিয়াকে। স্টয়নিসের উইকেটটি নেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মুকেশ কুমার। অক্ষর পটেলের হাতে ক্যাচ দিয়ে ড্রেসিংরুমে ফিরে যান তিনি। অক্ষর পটেল নিয়েছেন ম্যাক্সওয়েলের উইকেট। অস্ট্রেলিয়ার পক্ষে তিনটি উইকেট নেন নাথান এলিস। আর মার্কাস নেন একটি। প্রসঙ্গত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি২০ আন্তর্জাতিক ম্যাচে এটিই ভারতের সর্বাধিক স্কোর। টি২০ আন্তর্জাতিক সেরার তালিকায় এই ইনিংস থাকছে পঞ্চম স্থানে।

    আরও পড়ুুন: “ইংরেজি বছরের শুরুতে মমতাকে ইডি-সিবিআই চা খেতে আমন্ত্রণ করবে” বিস্ফোরক দিলীপ

    টিম ইন্ডিয়ায় অলরাউন্ডার তথা স্কিপার হার্দিক পান্ডের অভাব চোখে পড়ছিল প্রথম থেকেই। গোড়ালিতে চোট পেয়ে ম্যাচ থেকে বাদ পড়েছেন তিনি। প্রসঙ্গত, ২০১৯ সালে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে খেলতে নেমে ভারত করে ৩ উইকেটে ২৪০ রান। গত বছর অক্টোবরে গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারত করে ৩ উইকেটে ২৩৭ রান। এই খেলায় ১৬ রানে জিতেছিল টিম ইন্ডিয়া (India vs Australia T20)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India Vs Ireland: দলে ফিরে চমক বুমরার! ডিএলএসে আয়ারল্যান্ডকে হারিয়ে ২ রানে জয়ী ভারত

    India Vs Ireland: দলে ফিরে চমক বুমরার! ডিএলএসে আয়ারল্যান্ডকে হারিয়ে ২ রানে জয়ী ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: কামব্যাক ম্যাচে লেটার মার্কস নিয়ে পাশ করলেন যশপ্রীত বুমরা। ১১ মাস পরে চোট সারিয়ে ভারতীয় দলে ফিরেছেন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে চার ওভার হাত ঘুরিয়ে নিলেন ২ উইকেট। ডাকওয়ার্থ লুইস নিয়মে ভারতও জিতল ২ রানে। ম্যাচের সেরা বুমরা। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ এগিয়ে গেল ভারতীয় দল।

    বুমরার সফল প্রত্যাবর্তন

    মেঘলা পরিবেশে টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন বুমরা। এই ম্যাচে ভারতের হয়ে অভিষেক হল রিঙ্কু সিং ও প্রসিদ্ধ কৃষ্ণর। প্রথমে ওভারে বল হাতে নেন বুমরা। তাঁর প্রথম বলে চার মারেন অ্যান্ড্রু বালবির্নি। দ্বিতীয় বলেই অবশ্য বদলা নেন বুমরা। বালবির্নিকে বোল্ড করেন তিনি। সেই ওভারেই লোরকান টাকারকে ফেরান বুমরা। প্রথম ওভারে বুমরার বোলিং দেখে মনে হল এখনও পুরো গতিবেগে বল করতে পারছেন না তিনি। কিন্তু বলের লাইন ও লেংথ ঠিক রয়েছে। ব্যাটারদের শরীর লক্ষ্য করে বল করছিলেন তিনি। হাত খুলে খেলার সুযোগ দিচ্ছিলেন না।

    ব্যাট হাতে নামা হল না রিঙ্কুর

    আইপিএল থেকে আন্তর্জাতিক ক্রিকেট। এই সফর অনেকেই পাড়ি দিয়েছেন। এর মধ্যে আরও একটা নাম যোগ হয়েছে, রিঙ্কু সিং। কলকাতা নাইট রাইডার্সের হয়ে নজর কেড়েছেন। সারাক্ষণ নানা ভাবে নিজেকে ম্যাচের মধ্যে যুক্ত রাখেন রিঙ্কু। আন্তর্জাতিক ক্রিকেটেও তার অন্যথা হয়নি। হলপ করে বলা যায়, ভারতীয় দল আরও একজন অনবদ্য ফিল্ডার পেল। পাওয়ার প্লে-তে তার ফিল্ডিং আয়ারল্যান্ডের কাজ আরও কঠিন করে। তবে এদিন কিছুটা হলেও হতাশ রিঙ্কু। অভিষেক ম্যাচে ব্যাট হাতে নামার সুযোগই পেলেন না আইপিএলে তারকা হয়ে ওঠা এই প্রতিভাবান ‘ফিনিশার’।

    আরও পড়ুন: ডোপ পরীক্ষায় ব্যর্থ দ্যুতি চাঁদ! চার বছর নির্বাসিত দ্রুততমা

    বৃষ্টি-বিঘ্নিত ম্যাচ

    বুমরার পাশাপাশি নজর কাড়লেন প্রসিদ্ধ। তিনিও চোট সারিয়ে ফিরছেন। টি-টোয়েন্টি অভিষেকে প্রথম ওভারে উইকেট নিলেন প্রসিদ্ধ। সাত ওভারের মধ্যেই আয়ারল্যান্ডের অর্ধেক দল সাজঘরে ফিরে যায়। অধিনায়ক হিসাবেও নজর কাড়লেন বুমরা। খুব দ্রুত বোলিং পরিবর্তন করলেন তিনি। কোনও ব্যাটারকে থিতু হওয়ার সময় দিলেন না। ফলে সমস্যায় পড়ল আয়ারল্যান্ড। একটা সময় দেখে মনে হচ্ছিল ১০০ রান করতে সমস্যায় পড়বে আয়ারল্যান্ড। কিন্তু কার্টিস ক্যাম্ফার ও ব্যারি ম্যাকার্থির ব্যাটে ১৩৯ রান করল আয়ারল্যান্ড। ৩৯ রান করলেন ক্যাম্ফার। ম্যাকার্থি ৫১ রান করে অপরাজিত থাকলেন।

    ভারতের শুরুটা ভালো হয়নি। বোর্ডে ১৪০ রানের লক্ষ্য। পাওয়ার প্লে-তে সতর্ক শুরু করেন যশস্বী ও ঋতুরাজ। নজরে ছিল ডাকওয়ার্থ লুইস স্কোরও। বৃষ্টির পূর্বাভাস ছিলই। ম্যাচ সম্পূর্ণ করার জন্য অন্তত পাঁচ ওভার হওয়া প্রয়োজন ছিল। পাওয়ার প্লে-র পরের ওভারেই পরপর দু-বলে যশস্বী জয়সওয়াল ও তিলক ভার্মাকে ফিরিয়ে জোড়া ধাক্কা দেন ক্রেগ ইয়ং। ভারতীয় ইনিংসের ৬.৫ ওভারে বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়। এরপর আর খেলা শুরু করা যায়নি। সে সময় ভারতের স্কোর ছিল ৪৭-২। ডাকওয়ার্থ লুইসে মাত্র ২ রানে জয়ী হয় ভারত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • T-20 World Cup: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশ তৈরি! টি-২০ বিশ্বকাপ শুরুর  আগে কী বললেন রোহিত?

    T-20 World Cup: পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশ তৈরি! টি-২০ বিশ্বকাপ শুরুর আগে কী বললেন রোহিত?

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী ২৩ অক্টোবর টি-টোয়েন্টি বিশ্বকাপের (world cup schedule t20) প্রথম ম্যাচ খেলতে নামছে ভারত। ওই ম্যাচে ভারতের মুখোমুখি চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান (india pakistan match)। ২০২১ সালে ভারত-পাক দ্বৈরথে শেষ হাসি হেসেছিল বাবর আজমরা। এবার ভারতীয় দলের উপর যে একটু বাড়তি চাপ থাকবে সে কথা বলার অপেক্ষা রাখে না। তবুও চিন্তিত নন ভারত অধিনায়ক। তিনি জানিয়ে দিয়েছেন শেষ সময়ে নয় ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে প্রথম একাদশ তৈরি করে ফেলেছেন তিনি।

    রোহিত শর্মা বলেছেন,’পাকিস্তান ম্যাচের প্রথম একাদশ ভেবে ফেলেছি। যারা খেলবে তাদের জানিয়েও দেওয়া হয়েছে। শেষ মুহূর্তের জন্য কিছু ফেলে রাখতে চাইছি না। তাই ছেলেদের আগে থেকেই সিদ্ধান্তের ব্যাপারে জানিয়ে দিয়েছি যাতে ওরা প্রস্তুত হয়ে নামতে পারে।’রোহিত আরও বলেছেন, “ভারত-পাকিস্তান ম্যাচের গুরুত্ব কতটা, সেটা আমরা ভালই জানি। তবে সব সময় এই নিয়ে কথা বলি না। এশিয়া কাপের সময়েও অন্য কথা বলে নিজেদের ব্যস্ত রেখেছিলাম। আধুনিক ক্রিকেটে সব দলই ভয়ডরহীন হয়ে গিয়েছে। আমাদের সেই মানসিকতার সঙ্গে মানিয়ে নিতে হবে। আগে টি-টোয়েন্টিতে ১৪০ রান তুললেই জেতা যেত। এখন ১৪-১৫ ওভারেই সেই রান উঠে যায়।”

    পাকিস্তানের বিরুদ্ধে দলের প্রথম একাদশ তৈরি করার কথা জানালেও, কারা থাকতে চলেছেন সেই প্রথম একাদশে তা নিয়ে এখনও কিছু খোলাসা করে জানানি টিম ইন্ডিয়ার অধিনায়ক। তিনি এখন মজে রয়েছেন ফটোশ্যুটে।  কোথায় শত্রুতা! চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে যেখানে টানটান উত্তেজনার চোরাস্ত্রোত বয়ে চলে, সেখানে রোহিত শর্মা এবং বাবর আজমের ফটোশ্যুট  অন্য গল্প বলছে। খোশমেজাজে দুই অধিনায়ককে দেখে মনে হচ্ছিল, প্রতিবেশি দুই দেশের মাঝে ভ্রাতৃত্বের বিজ্ঞাপন করছেন রোহিত-বাবর। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফটোশ্যুট ছিল অধিনায়কদের। সেখানে রোহিত এবং বাবরের ছবিতেই পরিষ্কার, যে, রাজনৈতিক বা কূটনৈতিক জটিলতা এবং টানাপোড়েন, বিদ্বেষের বাইরে বেরিয়ে রোহিত-বাবরদের সম্পর্ক কিন্তু অত্যন্ত সুন্দর। আর সেটাই যেন আরও একবার প্রমাণিত হল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Mohammed Shami:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেলেন শামি, কেন জানেন?

    Mohammed Shami:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেলেন শামি, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজে ফিরে আসতে আর কিছু দিন সময় লাগবে মহম্মদ শামির। দীর্ঘ ১০ মাস টি-টোয়েন্টি স্কোয়াডে অনুপস্থিত থাকার পর টিম ইন্ডিয়ার হয়ে খেলার সুযোগটিও হাতছাড়া হয়ে গেল ভারতের অভিজ্ঞ পেস বোলার শামির। ২০ সেপ্টেম্বর থেকে মোহালিতে অনুষ্ঠিত হতে চলা অস্ট্রেলিয়া সিরিজে অংশ নিতে পারবেন না তিনি। কারণ করোনা সংক্রমিত হয়েছেন এই পেস বোলার। তাঁর পরিবর্তে মাঠে নামানো হচ্ছে উমেশ যাদবকে। উমেশ ২০১৯ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ইংলিশ কাউন্টি ম্যাচ খেলতে গিয়ে পেশিতে চোট পাওয়ার পর থেকে রয়েছেন রিহ্যাবে।

    নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআইয়ের এক সিনিয়র আধিকারিক জানান, উমেশকে শীঘ্রই দলে যোগ দিতে বলা হয়েছে। তিনি আরও জানান, শামির কোভিডের লক্ষণগুলি সাধারণ হওয়ায় তা নিয়ে বিশেষ চিন্তার কিছু নেই। তবে তাঁকে নিভৃতবাসে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রিপোর্ট নেগেটিভ হলেই শামি পুনরায় দলে যোগ দিতে পারবেন। ওই আধিকারিক জানান, তিনি আশাবাদী যে শামি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরের সিরিজে মাঠে নামতে পারবেন। সেই সিরিজ শুরু হতে ১০ দিন বাকি। তাই আশা করা যায় যে, বল হাতে ওই সিরিজগুলিতে চেনা ছন্দেই ফের মাঠে দেখা যাবে শামিকে।

    আরও পড়ুন : তুমিই শিখিয়েছ কত ভালভাবে টেনিস খেলা যায়! ফেডেরারের অবসরে আবেগপ্রবণ আগাসি

    এশিয়া কাপে ভারতীয় দলের হারের পর থেকেই জাতীয় দলে শামির অনুপস্থিতি নিয়ে উঠতে থাকে প্রশ্ন। এমনকি ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও বলেছিলেন, “শামির মতো খেলোয়াড় যদি বসে থাকে, তা আমাকে অবাক করে”। ভারতীয় এই পেশ বোলার গত নভেম্বরে ভারতীয় দলের হয়ে শেষবারের মতো টি-টোয়েন্টি খেলেছিলেন। ২০২২ সালে আইপিএল জয়ী গুজরাট লায়ন্সের হয়ে আইপিএলের ১৬টি ম্যাচে ২০টি উইকেট নিয়েছিলেন শামি। আইপিএলে পাওয়ার প্লে-র সময় ৬.৬২ ইকোনমিক রেটে সবচেয়ে বেশি উইকেট (১১টি) নিয়েছিলেন অভিজ্ঞ এই পেস বোলার।

    এদিকে, বছর পঁয়ত্রিশের উমেশ যাদবের টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলে প্রত্যাবর্তনও রূপকথার থেকে কম কিছু নয়। কারণ, মিডলসেক্সের সঙ্গে তার কাউন্টি সিরিজ শেষ হওয়ার আগেই চোটের কারণে মাঝ পথে ফিরে আসতে হয়েছিল তাঁকে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

  • India Squad: আইপিএলে সাফল্যের পুরস্কার! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে উমরান, অর্শদীপ

    India Squad: আইপিএলে সাফল্যের পুরস্কার! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে উমরান, অর্শদীপ

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল (IPL 2022) থেকে সোজা জাতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এমনই লম্বা উড়ান দিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) ফাস্ট বোলার উমরান মালিক (Umran Malik) এবং পাঞ্জাব কিংসের (PBKS) বোলার অর্শদীপ সিং (Arshdeep Singh)। সাউথ আফ্রিকার বিরুদ্ধে (South Africa) টি-২০ সিরিজের (T-20 Series) ১৮ জনের ভারতীয় দলে জায়গা করে নিলেন এই দুই তরুণ ক্রিকেটার। জুন মাসের ৯ তারিখ থেকে শুরু হচ্ছে এই সিরিজ। 

    চলতি বছরই উমরান মালিককে দলে টেনেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ১৩টি ম্যাচ খেলে ২১টি উইকেট নিয়েছেন তিনি। বল করার গড় গতিবেগ প্রতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার। পাঞ্জাব কিংসের হয়ে এই মরশুমে ১০টি উইকেট নিয়েছেন অর্শদীপ সিং। 

    টি-২০ সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল (KL Rahul)। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিকে (Kohli)। বিশ্রামে থাকবেন জসপ্রীত বুমরাহও (Bumrah)। লোকেশ রাহুলের সহকারীর দায়িত্ব পালন করবেন ঋষভ পন্ত (Pant)। 

    আরও পড়ুনঃ আইপিএলে অনন্য কীর্তি বিরাটের, ছুঁলেন এই মাইলস্টোন

    যেখানে বড় নামী ক্রিকেটাররা বাদ গেছেন সিরিজ থেকে সেখানে এই দুই তরুণ ক্রিকেটারদের দলে স্থান পাওয়ায় বিস্মিত হয়েছেন অনেকেই। শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) মতো অভিজ্ঞ ক্রিকেটারও এবার নিজের জায়গা করে নিতে পারেননি দলে। উমরান ও অর্শদীপ ছাড়া জায়গা পেয়েছেন হর্ষল প্যাটেল (Harshal Patel) ও আবেশ খান (Avesh Khan)। 

    রাহানে এবং চিতেশ্বর পুজারা এবছরের শুরুতেই শ্রীলঙ্কা সিরিজে নিজেদের জায়গা করতে পারেননি। যদিও পরবর্তীতে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলার সুযোগ পেয়েছিলেন। চারটে সেঞ্চুরি নিয়ে কামব্যাক করেন রাহানে। 

    আরও পড়ুনঃ উমরান মালিক থেকে লকি ফার্গুসন, একনজরে দেখে নিন আইপিএলের ফাস্ট বোলারদের

    পুরোনোদের মধ্যে দীনেশ কার্তিক (Dinesh Karthik) এবং হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) রয়েছেন দলে। ফর্মে না থাকা সত্ত্বেও স্থান পেয়েছেন ইশান কিষান (Ishan Kishan)। 

    এক নজরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় টি-২০ দল: 

    লোকেশ রাহুল (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, ইশান কিষাণ, দীপক হুডা, শ্রেয়স আয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার ও সহ-অধিনায়ক), দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, ভেঙ্কটেশ আয়ার, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, আবেশ খান, অর্শদীপ সিং ও উমরান মালিক।  

     
     

LinkedIn
Share