Tag: T20 Cricket

T20 Cricket

  • India: ১৮ বলেই ৫০! বিশ্বরেকর্ড বাংলার রিচার, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় ভারতের

    India: ১৮ বলেই ৫০! বিশ্বরেকর্ড বাংলার রিচার, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-২০ সিরিজ জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সহজ জয় পেল ভারতের মহিলা দল (India)। এই জয়ের ফলে সিরিজ নিজের নামে করল তারা। ভারতের হয়ে এই ম্যাচেও অধিনায়কত্ব করেন স্মৃতি মান্ধানা। এদিন ব্যাট করতে নেমে পাঁচটি নজির গড়েছেন স্মৃতি। একইসঙ্গে বিশ্বরেকর্ডের কৃতিত্ব অর্জন করেন বাংলার মেয়ে রিচা। ২১ বলে ৫৪ রানের ঝোড়ো ইনিংস খেলেন রিচা ঘোষ। মাত্র ১৮ বলেই তিনি হাফ সেঞ্চুরি করেন। এটি মহিলাদের আন্তর্জাতিক টি২০-তে দ্রুততম। প্রসঙ্গত, এর আগে সোফি ডিভাইন ও ফোবে লিচফিল্ডও ১৮ বলে অর্ধশতরান করেছিলেন। সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন বাংলার রিচা ঘোষ। ৩টি বাউন্ডারি ও ৫টি ছক্কা হাঁকান বঙ্গকন্যা। মূলত এই দুই ব্যাটারের ব্যাটে ভর করে ২১৭ রান করে ভারত।

    স্মৃতির রেকর্ড

    তৃতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ২০ ওভারে মাত্র ৪ উইকেট হারিয়ে ২১৭ রান করে ভারত (India)। ওপেন করতে নেমে অধিনায়ক স্মৃতি ৪৭ বলে ৭৭ রানের একটি অনবদ্য ইনিংস খেলেন। এই সিরিজে ১৯৩ রান করেছেন মান্ধানা, যা দ্বিপাক্ষিক সিরিজে কোনও ভারতীয় মহিলা (India) ক্রিকেটার হিসেবে সর্বাধিক রান। ৬৪.৩৩ গড় রয়েছে তাঁর। ২০২৪ সালে আটটি অর্ধশতরান করেছেন স্মৃতি, যা সর্বাধিক। এর আগে ২০১৮ সালে এর আগে ২০১৮ সালে সাতটি অর্ধশতরান করেছিলেন মিতালি রাজ।

    ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান করে ওয়েস্ট ইন্ডিজ

    জবাবে ওয়েস্ট ইন্ডিজ (West Indies) ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৫৭ রান করে। প্রথম থেকেই রান তোলার গতি অনেক কম ছিল ওয়েস্ট ইন্ডিজের। এর ফলে বেশ বোঝা যাচ্ছিল, লড়াইয়ে তারা খুব বেশি নেই। শেষ পর্যন্ত ৬০ রানে হারতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। ভারতের (India) বোলারদের মধ্যে দূর্দান্ত বল করেন রাধা যাদব। ৪ ওভারে ২৯ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন তিনি। ১টি করে উইকেট নেন রেণুকা, সাজানা, তিতাস ও দীপ্তি। চিনেল্লে হেনরি ১৬ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজের হয়ে। নিজের ইনিংসে তিনটি বাউন্ডারি ও ৪টি ছক্কা হাঁকান তিনি। এছাড়া কোনও ব্যাটারই আর সেভাবে রান পাননি।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট-মূল্য ১৭ লক্ষ! কী বলছে আইসিসি?

    T20 World Cup 2024: টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট-মূল্য ১৭ লক্ষ! কী বলছে আইসিসি?

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হতে চলেছে আইসিসি টি-টয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024)। টুর্নামেন্টের সবচেয়ে হাইভোল্টেজ ম্য়াচটি আছে আগামী ৯ তারিখ। সেদিন ২২ গজে ভারত-পাকিস্তান (India vs Pakistan) দ্বৈরথ। কিন্তু এই ম্য়াচের টিকিটের দাম নিয়ে শুরু হয়েছে বিতর্ক। এই ম্যাচের টিকিটের দাম নাকি আকাশ ছোঁয়া, দাবি প্রাক্তন ক্রীড়াপ্রশাসক ললিত মোদির। যদিও আইসিসি-র দাবি কম দামের টিকিটও ছিল কিন্তু তা সব শেষ। বেশি দামের টিকিটেরও কালো বাজারি চলছে, বলে অনুমান। তাই টিকিট নিয়ে ত হাহাকার।

    ললিত মোদির দাবি

    আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) ভারত-পাকিস্তান ম্য়াচের টিকিটের দাম নাকি ধার্য করা হয়েছে ১৭ লক্ষ টাকা। নিজের এক্স হ্যান্ডেলে এই ইস্যুতে আইসিসিকে একহাত নিয়েছেন প্রাক্তন আইপিএল কর্তা ললিত মোদি। তিনি লেখেন, ”আমি সত্যি অবাক হয়ে গিয়েছি, আইসিসি ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট বিক্রি করছে ২০ হাজার ডলারে (প্রায় ১৭ লক্ষ টাকা)। ক্রিকেটের প্রসারের জন্য, সমর্থকদের আনন্দ দেওয়ার জন্য এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ হচ্ছে আমেরিকায়। টিকিট বিক্রি করে লাভ করার জন্য নিশ্চয় প্রতিযোগিতা করা হচ্ছে না।”

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Lalit Modi (@lalitkmodi)

    আইসিসি-র যুক্তি

    আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে জানানো হয়েছে ভারত-পাকিস্তান ম্যাচ বরাবরই আকর্ষণের কেন্দ্রে। এই ম্যাচের টিকিটের নূন্যতম দাম ছিল ৩০০ ডলার। কিন্তু সেই টিকিট সব শেষ। এরপর টিকিটের দাম নাকি ১০ হাজার ডলার। যা-ও এখন অমিল। চড়া দামে কালোবাজারে টিকিট বিক্রি হচ্ছে, বলে আইসিসি সূত্রে খবর। এজন্যই টিকিটের হাহাকার চোখে পড়ছে। আমেরিকার এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে। কিছু কিছু টিকিটের দাম এক কোটি টাকা। সেই খবর প্রকাশ্যে আসার পরেই ললিতের এই বক্তব্য জানা যায়।

    আরও পড়ুন: নিউ ইয়র্কে হালকা মেজাজে রোহিতরা! গেলেন না বিরাট, কবে যাবেন কিং কোহলি?

    ভারত-পাকিস্তান দ্বৈরথ

    ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 World Cup 2024) অস্ট্রেলিয়ার মেলবোর্নে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে দুর্দান্ত জয় ছিনিয়ে নিয়েছিল ভারতীয় দল (India vs Pakistan)। সেদিন বিরাট কোহলির ব্য়াটে জয় এসেছিল। কেরিয়ারের অন্যতম সেরা একটি টি২০ ম্য়াচ খেলেছিলেন কিং কোহলি। এবারও তাঁর ব্যাট জ্বলে উঠুক, এমনটাই চাইবেন ভারতীয় সমর্থকরা। রোহিত শর্মা, বিরাট কোহলির এটাই হয়ত শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ, তাই টুর্নামেন্ট স্মরণীয় করে রাখতে চাইবেন ২ তারকা। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত প্রথম ম্যাচ খেলতে নামবে ৫ জুন। আয়ারল্যান্ডের বিরুদ্ধে সেই ম্যাচ খেলবে ভারত। দ্বিতীয় ম্যাচ পাকিস্তানের বিরুদ্ধে। ভারতের গ্রুপে রয়েছে আমেরিকা এবং কানাডাও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 Cricket: ৩ ওভার ০ রান ৭ উইকেট! টি-২০ ক্রিকেটে নজির ইন্দোনেশিয়ার কিশোরীর

    T20 Cricket: ৩ ওভার ০ রান ৭ উইকেট! টি-২০ ক্রিকেটে নজির ইন্দোনেশিয়ার কিশোরীর

    মাধ্যম নিউজ ডেস্ক: অভিষেক ম্যাচেই আন্তর্জাতিক ক্রিকেটে নজর কাড়লেন ইন্দোনেশিয়ার ১৭ বছরের মেয়ে। জীবনের প্রথম আন্তর্জাতিক ম্যাচেই মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে বিশ্বরেকর্ড করলেন রোমালিয়া। অভিষেক ম্যাচে ৩.২ ওভার বল করে একটিও রান না দিয়ে ৭ উইকেট তুলে নিলেন তিনি।

    অনন্য নজির

    মহিলাদের টি-টোয়েন্টি ক্রিকেটে সেরা বোলিংয়ের নজির তৈরি করলেন ইন্দোনেশিয়ার ১৭ বছরের অফ স্পিনার রোমালিয়া। অভিষেক ম্যাচে ৩.২ ওভার বল করেছেন ইন্দোনেশিয়ার অফ স্পিনার। তাঁর বলে একটি রানও নিতে পারেননি মঙ্গোলিয়ার ব্যাটারেরা। প্রথম বলেই উইকেট পেয়েছেন তিনি। আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল রোমালিয়ার বলে আউট হওয়া সাত ব্যাটারই সাজঘরে ফিরেছেন কোনও রান না করে। এমন নজির পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও নেই। পুরুষদের টি-টোয়েন্টি ক্রিকেটে একটি ম্যাচে সেরা বোলিংয়ের নজির রয়েছে মালয়েশিয়ার সিয়াজরুল ইজাত ইদরুসের দখলে। গত বছর তিনি চিনের বিরুদ্ধে ৭ উইকেট নিয়েছিলেন ৮ রান খরচ করে

    ১৭ বছর বয়সী এই অফ স্পিনারের আগে মহিলা টি-টোয়েন্টি আন্তর্জাতিকে সেরা বোলিং ফিগার ছিল নেদারল্যান্ডসের ফ্রেডেরিক ওভারডিকের নামে। তিনি ২০২১ সালের আইসিসি মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে ইউরোপ জোন কোয়ালিফায়ারে ফ্রান্সের বিপক্ষে ৪ ওভার বল করে ২টি মেডেন দিয়েছিলেন। ৩ রান দিয়ে ৭ উইকেট তুলে নিয়েছিলেন ফ্রেডেরিক। সেই নজির ছাপিয়ে গেলেন রোমালিয়া। তাঁর এই বোলিংয়ে ভর করে বালিতে পঞ্চম টি-টোয়েন্টি ম্যাচে মঙ্গোলিয়ার বিপক্ষে ইন্দোনেশিয়া সহজেই জয় তুলে নেয়। প্রথমে ব্যাট করে ইন্দোনেশিয়া ৫ উইকেট হারিয়ে ১৫১ রান করে। তিনিই ম্যাচের সর্বোচ্চ স্কোরার হন। জবাবে মঙ্গোলিয়া ১৬.২ ওভারে মাত্র ২৪ রানে অলআউট হয়ে যায়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Virat Kohli: আইপিএলে ফের ২টি রেকর্ড বিরাট কোহলির নামে, কী কী নজির গড়লেন?

    Virat Kohli: আইপিএলে ফের ২টি রেকর্ড বিরাট কোহলির নামে, কী কী নজির গড়লেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের দু’দুটি বিরাট রেকর্ড (Virat Kohli)। আইপিএলে সোমবারই ভারতীয় ক্রিকেটারদের মধ্যে টি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি ক্যাচ ধরার নজির তৈরি করেছেন কোহলি। এর পাশাপাশি, পাঞ্জাবের কিংস ইলেভেনের বিরুদ্ধে ব্যাট করতে নেমে অর্ধশতরানও করেন তিনি। এই হাফ সেঞ্চুরির মাধ্যমে স্থাপন করলেন আরও একটি রেকর্ড। ভারতের প্রথম ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০টি অর্ধশত রান করলেন তিনি। টপকে গেলেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক বাবর আজমকেও।

    সব থেকে বেশি অর্ধ শতরান রয়েছে গেইলের নামে

    প্রসঙ্গত উল্লেখ্য, টি-টোয়েন্টি ক্রিকেটে সব থেকে বেশি অর্ধ শতরানের রেকর্ড রয়েছে ক্রিস গেইলের নামে। ১১০টি হাফ সেঞ্চুরির মালিক তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। তাঁর অর্ধশত রানের সংখ্যা ১০৯টি। ১০০টি অর্ধশত রান করে কোহলি এখন বিশ্বের তৃতীয় ব্যাটসম্যান হলেন।

    সব থেকে বেশি ক্যাচ

    অন্যদিকে, ফিল্ডার হিসেবে জনি বেয়ারস্টোর ক্যাচ তালুবন্দি করতেই প্রথম কোনও ভারতীয় ক্রিকেটার হিসেবে সব থেকে বেশি টি-টোয়েন্টি ম্যাচে ক্যাচ ধরার রেকর্ড গড়লেন বিরাট (Virat Kohli)। জানা গিয়েছে, এর আগে পর্যন্ত যৌথভাবে এই শীর্ষস্থান ছিল সুরেশ রায়না ও বিরাট কোহলির (Virat Kohli)। দুজনই ১৭২টি ক্যাচ নিয়েছিলেন। এবার রায়নাকে টপকে নতুন রেকর্ড করলেন বিরাট কোহলি। তৃতীয় স্থানে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক রোহিত শর্মা। তাঁর ক্যাচের সংখ্যা ১৬৭। চতুর্থ স্থানে রয়েছেন মনীশ পান্ডে। তিনি ১৪৬টি ক্যাচ নিয়েছেন। পঞ্চম স্থানে রয়েছেন সূর্য কুমার যাদব। তাঁর ক্যাচের সংখ্যা ১৩৬।

    সবচেয়ে বেশি রান

    প্রসঙ্গত, আইপিএলের প্রথম ম্যাচেই রেকর্ড তৈরি করেন বিরাট কোহলি। প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটে ১২ হাজার রান পূর্ণ করেন তিনি। ভারতীয় ক্রিকেটারদের মধ্যে শীর্ষে রয়েছেন কোহলি। দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। ভারতীয় দলের অধিনায়ক টি-টোয়েন্টি ক্রিকেটে ৮১টি অর্ধশতরানে ইনিংস খেলেছেন। তৃতীয় স্থানে পাঞ্জাবের অধিনায়ক শিখর ধাওয়ান। তিনি ৭১টি অর্ধশতরান করেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     
  • India vs South Africa: সূর্য-যশস্বীর দুরন্ত ব্যাটিং! কুলদীপ-জাদেজার ঘূর্ণিতে কাহিল দক্ষিণ আফ্রিকা

    India vs South Africa: সূর্য-যশস্বীর দুরন্ত ব্যাটিং! কুলদীপ-জাদেজার ঘূর্ণিতে কাহিল দক্ষিণ আফ্রিকা

    মাধ্যম নিউজ ডেস্ক: সূর্যকুমার যাদবের দুরন্ত সেঞ্চুরি আর বল হাতে স্পিনার কুলদীপ যাদবের ৫ উইকেট, জোড়া ফলায় ছারখার দক্ষিণ আফ্রিকা। তৃতীয় টি-২০ ম্যাচে এডেন মার্করামদের ১০৬ রানে হারিয়ে টি-২০ সিরিজ ১-১ ব্যবধানে ড্র করল ভারত।

    চেনা ছন্দে ভারত

    টসে হেরে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২০১ রান তোলে টিম ইন্ডিয়া। তবে শুরুটা ভালো হয়নি। কেশব মহরাজ তৃতীয় ওভারে পর পর তুলে নেন শুভমান গিল ও তিলক ভার্মার উইকেট। তবে সেই ধাক্কা সামলে যশস্বী জয়সওয়ালের সঙ্গে তৃতীয় উইকেটে বড় পার্টনারশিপ গড়ে তোলেন অধিনায়ক সূর্যকুমার। তাঁর হাফ-সেঞ্চুরি পূর্ণ করতে লেগেছে ৩২টি বল। আর ৩৪ বলে অর্ধশতরান করেন যশস্বী। তবে বাঁহাতি ওপেনার ৬০ রানে আউট হলেও সূর্য ছিলেন চেনা মেজাজে। ৫৫ বলে টি-২০ কেরিয়ারের চতুর্থ শতরান করেন। যদিও পরের বলেই আউটন হয়ে যান তিনি। তবে এদিন রিঙ্কু সিংকে ফর্মে পাওয়া যায়নি। ১৪ রান করেই মাঠ ছাড়তে হয় তাঁকে। ব্যর্থ জিতেশ শর্মা ও রবীন্দ্র জাদেজাও।

    আরও পড়ুন: “সাজঘরে প্রধানমন্ত্রীর উপস্থিতি মনোবল ফিরিয়ে দেয়”, মোদি-তে মুগ্ধ শামি

    কুলদীপের পাঁচ উইকেট

    গত ম্যাচে ঝড়ের গতিতে রান তুলে ম্যাচ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। মনে করা হয়েছিল, বৃহস্পতিবারও সেভাবেই শুরু করবেন রেজা হেনরিকরা। কিন্তু ভুল শুধরে ভারতীয় পেসাররা এদিন দুর্দান্ত পারফর্ম করেন। পর পর উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। সেই সুযোগ কাজে লাগান স্পিনার কুলদীপ যাদব ও রবীন্দ্র জাদেজা। মাত্র ২.৫ ওভার হাত ঘুরিয়ে ১৭ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছেন কুলদীপ। জাদেজার সংগ্রহ ৩ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট। তার ফলে ১৩.৫ ওভারে ৯৫ রানে গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

    এই জয় শুধু ভারতকে সিরিজ বাঁচাতে সাহায্য করল না, সেই সঙ্গে ওয়ান ডে এবং টেস্ট সিরিজের আগে মনোবল অনেকটাই বাড়িয়ে দিল। এমন পারফরম্যান্স মেলে ধরতে পারলে দক্ষিণ আফ্রিকার মাটিতে টেস্ট সিরিজ জিততে না পারার আক্ষেপ হয়তো এবার দূর হবে ভারতীয় দলের।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: জনপ্রিয়তা হারাচ্ছে এক দিনের ক্রিকেট! চ্যাম্পিয়ন্স ট্রফি ২০ ওভারে করার চাপ

    ICC World Cup 2023: জনপ্রিয়তা হারাচ্ছে এক দিনের ক্রিকেট! চ্যাম্পিয়ন্স ট্রফি ২০ ওভারে করার চাপ

    মাধ্যম নিউজ ডেস্ক: আট দলের চ্যাম্পিয়ন্স ট্রফিতে টি-টোয়েন্টি ক্রিকেট চাইছে সম্প্রচারকারী সংস্থা। টি-টোয়েন্টি ক্রিকেট নিয়েই আগ্রহ তুঙ্গে। তাই সেই ধরনের ক্রিকেটই বেশি আয়োজন হোক চাইছে সংস্থাগুলি। তিন বা সাড়ে তিন ঘন্টার ধুন্ধুমার প্যাকেজে যে বিনোদন মানুষ পান, তা ৫০ ওভারের ফর্ম্যাটে পাওয়া যাচ্ছে না। ফলে মাঠমুখো হচ্ছেন না জনতা। আগ্রহ কমছে বিনিয়োগকারীদেরও। মুনাফা হারাচ্ছে সম্প্রচারকারী সংস্থা। বিশ্বকাপে কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে সম্প্রচারকারী সংস্থা এক নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে। তারা সরাসরি আইসিসি’র কাছে তদ্বির করেছে যাতে চ্যাম্পিয়ন্স ট্রফির ফর্ম্যাট বদলে টি-২০ করা হয়। 

    কেন টি-টোয়েন্টি

    আগামী বছরেই রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। সেই প্রতিযোগিতা হবে আমেরিকা এবং ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে। জুন মাসের সেই প্রতিযোগিতায় খেলা যে সময় হবে, তা ভারতীয় দর্শক টানার পক্ষে সুখকর নয়। কারণ আমেরিকা এবং ভারতের সময়ের ব্যবধান অনেকটাই। তাই ওখানে সকালে খেলা হলেও ভারতে সেই ম্যাচ শেষ হতে অনেক রাত হয়ে যাবে। ক্ষতি হবে সম্প্রচারকারী সংস্থার। তাই তারা চাইছে চ্যাম্পিয়ন্স ট্রফি হোক টি-টোয়েন্টি ক্রিকেটে। যে প্রতিযোগিতা হওয়ার কথা পাকিস্তানে। তাহলে তাতে লাভ হবে বিনিয়োগকারীদের।

    কী হবে ভবিষ্যত

    সম্প্রচারকারী সংস্থা চাইলেও এই পরিবর্তন করা একটু কঠিন। কারণ এক দিনের বিশ্বকাপ হচ্ছে ৫০ ওভারে। সেখান থেকে যোগ্যতা অর্জন করে দলগুলিকে টি-টোয়েন্টি খেলতে বললে সমস্যা তৈরি হতে পারে। সুযোগ না পাওয়া দলগুলি প্রতিবাদ করতে পারে।

    আরও পড়ুন: রাচিনের মুখে জয় শ্রী রাম! নাতির জন্য প্রার্থনা ঠাকুমার

    চলতি বিশ্বকাপই (ICC World Cup 2023) পঞ্চাশ ওভারের ক্রিকেটের ভবিষ্যত নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। ভারতের ম্যাচগুলিতে গ্যালারি সম্পূর্ণ ভর্তি থাকলেও বিশ্বকাপে বাকি দলগুলির খেলায় দর্শকাসন অর্ধেকও ভর্তি হয়নি। কাজের দিনে ১০০ ওভারের ক্রিকেট ম্যাচ দেখতে মাঠে যাওয়া থেকে সাধারণ মানুষ মুখ ফিরিয়েছে বলেই ধারণা সকলের। রোহিত-বিরাটদের নিয়ে উন্মাদনা থাকলেও অনেক সময় দেখা গিয়েছে ম্যাচের শুরুর দিকে আসন ফাঁকা রয়েছে। ৫০ ওভার বসে খেলা দেখার সময় এখন আর মানুষের হাতে নেই বলেই মনে করছে অনেকে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

  • Mohammed Shami:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেলেন শামি, কেন জানেন?

    Mohammed Shami:অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ থেকেও ছিটকে গেলেন শামি, কেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজে ফিরে আসতে আর কিছু দিন সময় লাগবে মহম্মদ শামির। দীর্ঘ ১০ মাস টি-টোয়েন্টি স্কোয়াডে অনুপস্থিত থাকার পর টিম ইন্ডিয়ার হয়ে খেলার সুযোগটিও হাতছাড়া হয়ে গেল ভারতের অভিজ্ঞ পেস বোলার শামির। ২০ সেপ্টেম্বর থেকে মোহালিতে অনুষ্ঠিত হতে চলা অস্ট্রেলিয়া সিরিজে অংশ নিতে পারবেন না তিনি। কারণ করোনা সংক্রমিত হয়েছেন এই পেস বোলার। তাঁর পরিবর্তে মাঠে নামানো হচ্ছে উমেশ যাদবকে। উমেশ ২০১৯ সালের ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টি খেলেছিলেন। বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ইংলিশ কাউন্টি ম্যাচ খেলতে গিয়ে পেশিতে চোট পাওয়ার পর থেকে রয়েছেন রিহ্যাবে।

    নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআইয়ের এক সিনিয়র আধিকারিক জানান, উমেশকে শীঘ্রই দলে যোগ দিতে বলা হয়েছে। তিনি আরও জানান, শামির কোভিডের লক্ষণগুলি সাধারণ হওয়ায় তা নিয়ে বিশেষ চিন্তার কিছু নেই। তবে তাঁকে নিভৃতবাসে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রিপোর্ট নেগেটিভ হলেই শামি পুনরায় দলে যোগ দিতে পারবেন। ওই আধিকারিক জানান, তিনি আশাবাদী যে শামি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরের সিরিজে মাঠে নামতে পারবেন। সেই সিরিজ শুরু হতে ১০ দিন বাকি। তাই আশা করা যায় যে, বল হাতে ওই সিরিজগুলিতে চেনা ছন্দেই ফের মাঠে দেখা যাবে শামিকে।

    আরও পড়ুন : তুমিই শিখিয়েছ কত ভালভাবে টেনিস খেলা যায়! ফেডেরারের অবসরে আবেগপ্রবণ আগাসি

    এশিয়া কাপে ভারতীয় দলের হারের পর থেকেই জাতীয় দলে শামির অনুপস্থিতি নিয়ে উঠতে থাকে প্রশ্ন। এমনকি ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রীও বলেছিলেন, “শামির মতো খেলোয়াড় যদি বসে থাকে, তা আমাকে অবাক করে”। ভারতীয় এই পেশ বোলার গত নভেম্বরে ভারতীয় দলের হয়ে শেষবারের মতো টি-টোয়েন্টি খেলেছিলেন। ২০২২ সালে আইপিএল জয়ী গুজরাট লায়ন্সের হয়ে আইপিএলের ১৬টি ম্যাচে ২০টি উইকেট নিয়েছিলেন শামি। আইপিএলে পাওয়ার প্লে-র সময় ৬.৬২ ইকোনমিক রেটে সবচেয়ে বেশি উইকেট (১১টি) নিয়েছিলেন অভিজ্ঞ এই পেস বোলার।

    এদিকে, বছর পঁয়ত্রিশের উমেশ যাদবের টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলে প্রত্যাবর্তনও রূপকথার থেকে কম কিছু নয়। কারণ, মিডলসেক্সের সঙ্গে তার কাউন্টি সিরিজ শেষ হওয়ার আগেই চোটের কারণে মাঝ পথে ফিরে আসতে হয়েছিল তাঁকে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

     

LinkedIn
Share