Tag: T20 Lowest Run

T20 Lowest Run

  • T20 Lowest Run: মাত্র ১০ রানে অল আউট পুরো টিম! কোথায় ঘটল?

    T20 Lowest Run: মাত্র ১০ রানে অল আউট পুরো টিম! কোথায় ঘটল?

    মাধ্যম নিউজ ডেস্ক: ১০ রানে অলআউট হয়ে গিয়েছে একটি দল। এমন ঘটনা এর আগে কোনওদিন ঘটেনি। টি ২০ ক্রিকেটে (T20 Lowest Run) এটি একেবারেই ব্যতিক্রমী নজির। ১১ জন ব্যাটসম্যান মিলে ১০ রানের বেশি তুলতে পারেননি।

    কোন দল ১০ রানে থেমে গেল

    স্পেনের বিপক্ষে সিরিজের ষষ্ঠ ও শেষ টি ২০-তে দু’অঙ্কের রানে পৌঁছে অলআউট হয়ে গেছে ব্রিটেনের একটি দল, আইল অব ম্যান। বিপক্ষ দল আবার মাত্র দুই বলের মধ্যে খেলাও শেষ করে ১০ উইকেটে ম্যাচ জিতে নিয়েছে। জানা গেছে স্বীকৃত টি ২০ (T20 Lowest Run)-তে এত দিন সবচেয়ে কম রানের দলীয় ইনিংসটি ছিল সিডনি থান্ডারের। গত বছর বিগ ব্যাশে তারা ১৫ রানে অলআউট হয়েছিল অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে।

    এর আগে আন্তর্জাতিক টি ২০ (T20 Lowest Run)-তে সর্বনিম্ন রানের রেকর্ডটি ছিল তুরস্কের। ২০১৯ সালে রোমানিয়া কাপে চেক রিপাবলিক কাছে ২১ রানে অলআউট হয়েছিল তারা। আইল অব ম্যান ১০ রান করতে খেলেছে ৮.৪ ওভার। দলের কোনও ব্যাটার ৫ রানও করতে পারেননি। আইল অব ম্যানকে এত অল্প রানে আটকে দেওয়ার দুই কারিগর স্পেনের মহম্মদ কামরান ও আতিফ মেহমুদ। কামরান হ্যাটট্রিকসহ ৪ ওভারে ৪ রান দিয়ে নেন ৪টি উইকেট। মেহমুদও ৪ ওভারে ৬ রান দিয়ে নেন ৪টি। ৪ বল করে কোনও রান না দিয়ে ২ উইকেট লর্ন বার্নসের। স্পেনের বিরুদ্ধে এর আগের ম্যাচেই ৭ উইকেটে জিতেছিল, ১৩২-৮ তুলে। সেই টিমই ১০ রানে দাঁড়িয়ে গেল। স্পেনের বিরুদ্ধে ব্যাট করতে নেমে মাত্র ৮.৪ ওভারেই শেষ হয়ে যায়। টিমের প্রথম ছয় ব্যাটসম্যান রানই পাননি। সব মিলিয়ে সাতজন শূন্য করে ফিরেছেন। টিমের সর্বোচ্চ জোসেফ বরোজের ৪। বাকি তিন ব্যাটার ২ করে করতে পেরেছিলেন বলেই দু’অঙ্কের রান তুলতে পেরেছিল আইল অফ ম্যান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     

     

LinkedIn
Share