Tag: Tata IPL 2022

Tata IPL 2022

  • IPL 2022: করোনায় সংক্রামিত মিচেল মার্শ, ভর্তি হাসপাতালে

    IPL 2022: করোনায় সংক্রামিত মিচেল মার্শ, ভর্তি হাসপাতালে

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) জন্য খারাপ খবর। দলের অস্ট্রেলীয় অলরাউন্ডার মিচেল মার্শের (Mitchell Marsh) শরীরে করোনা(corona positive) সংক্রমণ ধরা পড়েছে। সূত্রের খবর, তাঁকে হাসপাতালে ভর্তি করা হতে পারে। তাঁর শরীরে করোনার কিছু উপসর্গ রয়েছে। 

    সোমবার রাতে এমনটাই জানান হল দিল্লি ক‍্যাপিটালসের পক্ষ থেকে। এছাড়াও দিল্লির পক্ষ থেকে জানানো হয়েছে, ‘দিল্লি দলের বেশ কিছু সদস‍্য করোনায় আক্রান্ত। তাঁদেরকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এবং তাঁরা কোয়ারেন্টাইনে রয়েছেন।’  

    এর আগে দিল্লির দলটির ফিজিও প্যাট্রিক ফারহার্ট করোনায় আক্রান্ত হয়েছিলেন। রবিবার বাকিদের দ্বিতীয় আরটিপিসিআর টেস্ট (RT-PCR) রিপোর্ট নেগেটিভ এলেও মার্শের রিপোর্ট পজিটিভ এসেছে। আপাতত তিনি আইসোলেশনে (covid isolation) রয়েছেন। কমপক্ষে আগামী ১০ দিন মাঠের বাইরে থাকতে হতে পারে মার্শকে। এই মুহূর্তে দিল্লির দলটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ৪।

    এর ফলে, বুধবার দিল্লি ক্যাপিটালস-পঞ্জাব কিংস ম্যাচ (DC vs PBKS) অনিশ্চিত হয়ে পড়েছে। অনিশ্চয়তা তৈরি হয়েছে আইপিএল নিয়েও। গত মরশুমেও ভারতেই শুরু হয়েছিল আইপিএল। মাঝপথে বিভিন্ন দলের ক্রিকেটার ও সদস্যদের করোনা ধরা পড়ায় স্থগিত করে দিতে হয় এই এই টুর্নামেন্ট। পরবর্তী পর্ব অনুষ্ঠিত হয় সংযুক্ত আবর আমিরশাহীতে। কোভিডের কারণেই এবার বিভিন্ন শহরে আইপিএল (IPL 2022) না করে মহারাষ্ট্রে আইপিএল-এর লিগের ম্যাচ করার সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই (BCCI)।    

     

  • IPL 2022: আইপিএলে ফিরছে সমাপ্তি অনুষ্ঠান, দরপত্র চাইল বিসিসিআই

    IPL 2022: আইপিএলে ফিরছে সমাপ্তি অনুষ্ঠান, দরপত্র চাইল বিসিসিআই

    মাধ্য়ম নিউজ ডেস্ক: আইপিএল (Tata IPL 2022) প্রেমীদের জন্য খুশির খবর, ফিরছে এই মেগা টুর্নামেন্টের সমাপ্তি অনুষ্ঠান (IPL closing ceremony)। কোভিড সংক্রমণের (Covid-19) কারণে গত দু’বছর আইপিএল-এর উদ্বোধনী ও সমাপ্তি অনুষ্ঠান হয়নি। তবে এবার সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে থাকায় বিসিসিআই (BCCI) এই টুর্নামেন্টের সমাপ্তি অনুষ্ঠান আয়োজনে আগ্রহী। অনুষ্ঠান আয়োজনের জন্য দরপত্র আহ্বান করেছে বিসিসিআই।

    আইপিএল ২০২২ (IPL 2022)-এর গ্রুপ পর্বের ম্যাচ হচ্ছে মহারাষ্ট্রে, সেখানে মুম্বই এবং পুনে হোস্ট শহর। কোভিড বিধিনিষেধের (Covid restrictions) কারণে সীমিত সংখ্যক দর্শককে স্টেডিয়ামে ঢোকার অনুমতি দেওয়া হয়েছে। প্লে অফ হওয়ার কথা রয়েছে কলকাতায়। আর ফাইনাল হবে আহমেদাবাদে। বর্তমানে প্রতিটি রাজ্যেই করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। সেকারণে টুর্নামেন্টের সমাপ্তি অনুষ্ঠান আয়োজনে উদ্যোগী হয়েছে বিসিসিআই।

    সূত্রের খবর, অনুষ্ঠান মঞ্চস্থ করার জন্য স্বনামধন্য ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাগুলির কাছ থেকে দরপত্র আহ্বান করেছে বিসিসিআই। ২৫ এপ্রিল পর্যন্ত দরপত্র জমা দেওয়া যাবে। আহমেদাবাদের (Ahmedabad) নরেন্দ্র মোদি স্টেডিয়ামে (Narendra Modi stadium) আইপিএলের ফাইনাল (IPL final) হবে। সবকিছু ঠিকঠাক থাকলে সেখানেই হবে সমাপ্তি অনুষ্ঠান।

     

  • Virat Kohli: আইপিএলে অনন্য কীর্তি বিরাটের, ছুঁলেন এই মাইলস্টোন

    Virat Kohli: আইপিএলে অনন্য কীর্তি বিরাটের, ছুঁলেন এই মাইলস্টোন

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএলের (IPL 2022) চলতি মরশুমের শুরু থেকেই একের পর হারের মুখ দেখতে হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (RCB) ‘স্টার ব্যাটসম্যান’ বিরাট কোহলিকে (Virat Kohli)। শুক্রবার, পাঞ্জাব কিংসের (Punjab Kings) বিরুদ্ধে ম্যাচেও মাত্র ২০ রানে আউট হয়ে যান ভারতীয় ক্রিকেটের ‘অ্যাংরি ইয়াং ম্যান’।  

    তবে এত পরাজয়ের পরেও বিরাটের ঝুলিতে এল এক নতুন রেকর্ড (Record)।  বিরাটই প্রথম ব্যাটসম্যান যিনি আইপিএলের (IPL) ইতিহাসে সাড়ে ছয় হাজার (৬৫০০) রান করেছেন। আরসিবি-র ইনিংসের প্রথম ওভারেই হরপ্রীত ব্রারের বলে রান নিয়ে এই রেকর্ড গড়েন তিনি।

    [tw]


    [/tw]
     
    লিগের ইতিহাসেও সবচেয়ে বেশি রানের অধিকারী বিরাট। বিরাট কোহলি ছাড়াও আইপিএলে (IPL) ৬ হাজারের বেশি রান করেছেন একমাত্র শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। ডেভিড ওয়ার্নার ৫৮৭৬ রান নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছেন, মুম্বাই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) ৫৮২৯ রান নিয়ে চার নম্বরে রয়েছেন। তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন প্রাক্তন সিএসকে ক্রিকেটার সুরেশ রায়না। 

    আইপিএল ২০২২-এ বিরাট কোহলি ১৩ ম্যাচে ১৯.৬৭ গড়ে ২৩৬ রান করেছেন। স্ট্রাইক রেট ছিল ১১৩.৪৬ এবং সেরা স্কোর ছিল ৫৮ রান। আইপিএলের চলতি মরশুমে ২২টি চার ও পাঁচটি ছক্কা হাঁকিয়েছেন কোহলি। আইপিএল ২০২২-এ এখনও পর্যন্ত তিনবার গোল্ডেন ডাকে আউট হয়েছেন বিরাট। চলতি মরশুমে কোহলির (Kohli) ব্যাটিং গড় ১৯.৬৭। 

    শুক্রবার বিরাটকে শর্ট অফ লেংথ ডেলিভারিতে আউট করেন রাবাদা। তখন সদ্য ৩৩ রান তুলতে পেরেছে আরসিবি। লক্ষ্য ছিল ২১০ রান। প্রথমেই আউট হয়ে যান বিরাট কোহলি। 

     

LinkedIn
Share