Tag: Team India Women

Team India Women

  • Women Asia Cup: বাংলাদেশকে হারিয়ে নবম বার মহিলাদের এশিয়া কাপের ফাইনালে ভারত

    Women Asia Cup: বাংলাদেশকে হারিয়ে নবম বার মহিলাদের এশিয়া কাপের ফাইনালে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: ট্রফি থেকে এক কদম দূরে ভারতের মেয়েরা। বাংলাদেশকে হারিয়ে নবম বার মহিলাদের এশিয়া কাপের ফাইনালে (Women Asia Cup) উঠল ভারত। এশিয়া কাপের ইতিহাসে প্রত্যেক বার ফাইনাল খেলেছে ভারতের মহিলা দল (Team India Women)। সেই ধারা বজায় রাখলেন হরমনপ্রীত কৌরেরা। শুক্রবার সেমিফাইনালে তারা বাংলাদেশকে হারাল ১০ উইকেটে। ভারতের মেয়েদের দুরন্ত পারফরম্যান্সকে কুর্নিশ জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ।

    শুরু থেকেই বেকায়দায় বাংলাদেশ (Women Asia Cup)

    এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা। ব্যাট করতে নেমে প্রথম ওভারেই আউট হন দিলারা আকতার। নতুন বলে নজর কাড়েন রেণুকা সিং। পাওয়ার প্লে-র মধ্যে ৩ উইকেট নেন তিনি। দিলারার পরে ইশিমা তানজিম ও মুর্শিদা খাতুনকেও ফেরান তিনি। রেণুকার সুইং বুঝতে হিমশিম খাচ্ছিলেন বাংলাদেশের ব্যাটারেরা। অধিনায়ক নিগার এক দিকে টিকে থাকলেও অন্য দিকে নিয়মিত উইকেট পড়ছিল। দলকে কোনও রকমে টেনে নিয়ে যান নিগার। ৫১ বলে ৩২ রান করেন তিনি। স্পিনে ভারতের হয়ে ভেলকি দেখান রাধা যাদব। প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৮০ রান করে বাংলাদেশ। 

    আগ্রাসী স্মৃতি (Women Asia Cup)

    পাল্টা ব্যাট করতে নেমে ভারতীয় দল (Team India Women) মাত্র ১১ ওভারে কোনও উইকেট না হারিয়েই ৮৩ রান তুলে ম্যাচ জিতে নেয়। অর্থাৎ, ৫৪ বল বাকি থাকতে বাংলাদেশকে ১০ উইকেটে হারিয়ে ফাইনালে ওঠে ভারত। শেফালি বর্মা ২৮ বলে ২৬ রানের ইনিংস খেলে নট-আউট থাকেন। তিনি ২টি চার মারেন। ৩৯ বলে ৫৫ রানের আগ্রাসী ইনিংস খেলে নট-আউট থাকেন স্মৃতি মন্ধনা। তিনি ৯টি চার ও ১টি ছক্কা মারেন। দুরন্ত বোলিংয়ের সুবাদে ম্যাচের সেরা হন রেনুকা সিং ঠাকুর। ২০১৮ সালের মহিলা এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশের কাছে হেরে রানার্স হতে হয়েছিল ভারতকে। এবার সেমিফাইনালে আর কোনও ভুল করেননি স্মৃতি মান্ধানা, হরমনপ্রীতরা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Asian Games 2023: ‘চক দে’! বাংলার মেয়ে তিতাসের হাত ধরে এশিয়ান গেমসে ক্রিকেটে সোনা ভারতের 

    Asian Games 2023: ‘চক দে’! বাংলার মেয়ে তিতাসের হাত ধরে এশিয়ান গেমসে ক্রিকেটে সোনা ভারতের 

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলার মেয়ে তিতাসের তীরেই ঘায়েল শ্রীলঙ্কা। এশিয়ান গেমসে দ্বিতীয় সোনা জয় ভারতের। কমনওয়েলথে পারেনি তারা। কিন্তু এশিয়ান গেমসের মঞ্চে কোনওরকম ভুল করেনি ভারতীয় মহিলা ক্রিকেট দল। চুঁচুড়ার তিতাস সাধুর হাত ধরে সোনার স্বপ্ন সফল হল হরমনপ্রীতদের। এশিয়ান গেমসে সোনা জিতে ইতিহাস রচনা করল ভারতের মেয়েরা। সোশ্যাল সাইটে তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন বিসিসিআই সচিব জয় শাহ। 

    দুরন্ত তিতাস

    এদিন টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ভারত। মন্ধানা এবং জেমাইমা রডরিগেজের ব্যাটে ভর করে ২০ ওভারে সাত উইকেট হারিয়ে ১১৬ রান ওঠে। ব্যাট হাতে ৪৫ বলে ৪৬ করেন মন্ধানা এবং ৪০ বলে ৪২ করেন রডরিগেজ। বাংলার মেয়ে রিচা ঘোষ একটা ছয় মেরে ৯ রানে আউট হয়ে যান। ব্যর্থ হয়েছেন অধিনায়ক হরমনপ্রীতও। রিচা ব্যর্থ হলেও বাংলার আর এক মেয়ে কাঁপিয়ে দিয়েছেন। চার ওভার বল করে মাত্র ৬ রান দিয়ে তুলে নিয়েছেন ৩ উইকেট। শ্রীলঙ্কার টপ অর্ডারকে একাই আউট করেন তিনি। সেই ধাক্কা সামলাতে পারেনি শ্রীলঙ্কা। চুঁচুড়ার মেয়ের দুরন্ত বোলিংয়েই নতিস্বীকার করেছেন শ্রীলঙ্কার মেয়েরা।

    দীপ্তি শর্মা, পূজা বস্ত্রকাররা ওভারপ্রতি ছয়ের উপর রান দিচ্ছিলেন। ম্যাচ নিয়ে যাচ্ছিল লঙ্কানরা।  প্রথম ওভারেই ১২ রান করেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু। ভারতীয় সমর্থকদের মনে চাপ বাড়ার আগেই অবশ্য তিতাস এসে রানের গতিতে ব্রেক লাগিয়ে দিলেন। শ্রীলঙ্কার হয়ে সর্বোচ্চ রান করেন হাসিনি পেরেরা (২২ বলে ২৫)। দ্বিতীয় সোনা জয়ের ফলে পদক তালিকায় উন্নতি হয়েছে ভারতের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২টি সোনা, ৩টি রুপো ও ৬টি ব্রোঞ্জ, অর্থাৎ মোট ১১টি পদক নিয়ে হংকংয়ের সঙ্গে যুগ্ম ভাবে পঞ্চম স্থানে রয়েছে ভারত। পদক তালিকার শীর্ষে চিন। ৩২টি সোনা, ১৩টি রুপো ও ৫টি ব্রোঞ্জ, অর্থাৎ মোট ৫০টি পদক জিতে ফেলেছে তারা।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Hockey Olympic Qualifiers: হতাশ ধোনি! জার্মানির কাছে হার মহিলা হকি দলের, অলিম্পিক্স ছাড়পত্র মিলবে?

    Hockey Olympic Qualifiers: হতাশ ধোনি! জার্মানির কাছে হার মহিলা হকি দলের, অলিম্পিক্স ছাড়পত্র মিলবে?

    মাধ্যম নিউজ ডেস্ক: জার্মানিকে (Germany) হারাতে পারলেই প্যারিস অলিম্পিকের (Paris Olympics) টিকিট পেয়ে যেত ভারতীয় মহিলা হকি দল। কিন্তু তা হল না। সাডেন ডেথে হেরে গেলেন সবিতা পুনিয়ারা। সেমিফাইনালে নির্ধারিত সময় শেষ হয় ২-২ গোলে। যার ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। তারপর সাডেন ডেথ। এদিন মাঠে বসে ভারতের খেলা দেখলেন মহেন্দ্র সিংহ ধোনি। 

    দুরন্ত লড়াই

    বৃহস্পতিবার জার্মানির বিরুদ্ধে জিতে ফাইনালে উঠলেই অলিম্পিক্সের টিকিট পাকা হয়ে যেত ভারতের মেয়েদের। সেই ম্যাচের প্রথম কোয়ার্টারের শেষ পর্বে পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন দীপিকা। পরের কোয়ার্টারে সেই গোল শোধ করে জার্মানি। ম্যাচের শেষ কোয়ার্টারে খেলার যখন ৩ মিনিট বাকি, সেই সময় গোল করে জার্মানিকে এগিয়ে দেন স্টেপেনহার্স্ট। খেলা শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে পেনাল্টি কর্নার থেকে গোল করে সমতা ফেরান ভারতের ইশাকা। ফাইনালের নির্ধারিত সময় শেষ হয়ে ২-২ গোলে। খেলা গড়ায় টাই ব্রেকারে। সেখানে ভারত প্রথমে ২-১ গোলে এগিয়ে যাওয়ার পরেও জার্মানি ৩-৩ করে ফেলে। দুই দলের পাঁচটি করে টাই ব্রেকার শট হয়ে যাওয়ার পর শুরু হয় সাডেন ডেথের খেলা। 

    মাঠে মাহি

    এদিন খেলা দেখতে মাঠ ছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। সাডেন ডেথ-এর খেলার সময় ক্যাপ্টেন কুলও নড়ে চড়ে বসেন। সেখানে প্রথম সুযোগে দুই দলের কোনও প্লেয়াররা গোল করতে পারেননি। দ্বিতীয় সুযোগে ভারতের সোনিকা গোল করতে ব্যর্থ হন। জার্মানির লিজা নলতে গোল করে দলকে জেতান। শেষ পর্বে এসে ভারতের হারে হতাশ ধোনিও। তবে হারলেও অবশ্য, ভারতের কাছে অলিম্পিক টিকিট জোগাড় করার সুযোগ থাকছে ব্রোঞ্জ পদকের ম্যাচে। ওই ম্যাচ খেলবে ভারত এবং জাপান। যে জিতবে, তারা যাবে অলিম্পিক্সে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • INDW vs ENGW: ইতিহাস গড়ল মেয়েরা! দীপ্তির দাপটে প্রথমবার ঘরের মাটিতে ইংল্যান্ডকে টেস্টে হারাল ভারত 

    INDW vs ENGW: ইতিহাস গড়ল মেয়েরা! দীপ্তির দাপটে প্রথমবার ঘরের মাটিতে ইংল্যান্ডকে টেস্টে হারাল ভারত 

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলার দীপ্তিতে উজ্জ্বল হয়ে উঠল ভারতীয় ক্রিকেট। বিশ্বরেকর্ড গড়ে  ইংল্যান্ডকে ৩৪৭ রানে হারাল হরমন প্রীত কৌরের দল। দুই ইনিংস মিলিয়ে দীপ্তি শর্মা নিলেন ৯ উইকেট। প্রথম ইনিংসে পাঁচ উইকেটের পর দ্বিতীয় ইনিংসেও চার উইকেট নেন বাংলার স্পিনার। ভারতীয় মেয়েদের এই সাফল্যে খুশি বিসিসিআই। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব জয় শাহ মেয়েদের কুর্নিশ জানিয়েছেন।

    ব্যাটে-বলে দুরন্ত ছন্দে

    ম্যাচের প্রথম থেকেই ভারতীয় দল একটি কমান্ডিং পজিশনে ছিল। সেই জায়গাটা শেষ পর্যন্ত ধরে রাখল তারা। কারণ হরমনপ্রীত কৌরের নেতৃত্বাধীন দল ইংল্যান্ডকে জিততে দ্বিতীয় ইনিংসে ৪৭৯ রানের লক্ষ্য দিয়েছিল। এই রান তাড়া করতে নেমে ২৪.৪ ওভারে ইংল্যান্ড ১০৮ রানের মধ্যেই ৯ উইকেট হারিয়ে ফেলে। শেষ পর্যন্ত ২৭.৩ ওভারে ১৩১ রানেই শেষ হয়ে যায় ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। ফলে টেস্ট ম্যাচটি ৩৪৭ রানে জেতে ভারত। টেস্টের প্রথম দিন থেকেই চালকের আসনে ছিল ভারত। চার জন ব্যাটার অর্ধশতরান করেন। অভিষেক ম্যাচে শুভা সতীশ করেন ৬৯ রান। জেমাইমা রদ্রিগেজ (৬৮), যষ্টিকা ভাটিয়া (৬৬) এবং দীপ্তি শর্মা (৬৭) ভারতকে বড় রান তুলতে সাহায্য করেন। ৪৯ রান করেন অধিনায়ক হরমনপ্রীত কৌর। ইংল্যান্ডের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ১৩৬ রানে। সেই ইনিংসে ৫ উইকেট তুলে নেন দীপ্তি। দ্বিতীয় ইনিংসে ১৮৬ রান তুলে ডিক্লেয়ার করে দেয় ভারত। ইংল্যান্ডের সামনে ৪৭৯ রানের লক্ষ্য রাখে ভারত। এরপর জয় ছিল সময়ের অপেক্ষা। ম্যাচের সেরা হন দীপ্তি শর্মা।

    এদিন ভারত ২৫ বছরের পুরনো রেকর্ড ভেঙে দেয়।  ২৫ বছর আগে পাকিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কা জিতেছিল ৩০৯ রানে। মেয়েদের ক্রিকেটে সেটাই এত দিন ছিল টেস্টে সব থেকে বড় জয়। শনিবার ভারত ইংল্যান্ডকে হারাল ৩৪৭ রানে। সেটাই এখন মেয়েদের ক্রিকেটে রানের ব্যবধানে সব থেকে বড় টেস্ট জয়।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Saika Ishaque: জাতীয় দলে বাংলার আরেক মেয়ে! ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক পার্ক সার্কাসের সাইকার

    Saika Ishaque: জাতীয় দলে বাংলার আরেক মেয়ে! ইংল্যান্ডের বিরুদ্ধে অভিষেক পার্ক সার্কাসের সাইকার

    মাধ্যম নিউজ ডেস্ক: পার্ক সার্কাসের ছোট গলি থেকে জাতীয় মহিলা দলে বাংলার মেয়ে সাইকা ঈশাক (Saika Ishaque)। বুধবার মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের জার্সিতে অভিষেক হল বাংলার মেয়ের। এদিন বাংলার ক্রিকেটার সাইকার হাতে ভারতীয় দলের ক্যাপ তুলে দেন অধিনায়ক হরমনপ্রীত কউর। ইন্ডিয়ান উইমেন্স প্রিমিয়ার লিগে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছিলেন সাইকা। সেখানেও তাঁর নেতা ছিলেন হরমনপ্রীত।

    নীল জার্সিতে সাইকা

    ভারতীয় মহিলা ক্রিকেট দল টি২০ সিরিজ খেলছে ইংল্যান্ডের বিরুদ্ধে। সেখানেই জাতীয় দলের হয়ে প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেললেন বাংলার আরেক মেয়ে সাইকা ইশাক। আইপিএলে দুরন্ত পারফর্ম করেছিলেন ২৮ বছরের সাইকা (Saika Ishaque)। বাঁ হাতি স্পিনার সাইকা কম ইকোনমি রেট রেখে বোলিং করার জন্য পরিচিত। মেয়েদের আইপিএলে ১০ ম্যাচে ১৫টি উইকেট নেন তিনি। মেয়েদের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের খেতাব জয়ের পিছনে সাইকা গুরুত্বপূর্ণ অবদান রাখেন।  সাইকার উপর নজর পড়ে জাতীয় নির্বাচকদের। তারপর পিছন ফিরে তাকাতে হয়নি। মুম্বইয়ের মাঠেই অভিষেক হয়ে গেল বাংলার মেয়ের। বুধবার ভারতের হয়ে প্রথম ম্যাচে ৪ ওভারে ৩৮ রান দিয়ে একটি উইকেট নেন সাইকা। ৭৫ রান করা ড্যানি ওয়াটের উইকেট তুলে ইংল্যান্ডের ১৩৮ রানের জুটি ভাঙেন সাইকাই। তাঁর বলে স্টাম্প করেন বাংলার আর এক মেয়ে রিচা ঘোষ। 

    কী বললেন কোচ

    সাইকার (Saika Ishaque) উত্থানের পিছনে বড় ভূমিকা রয়েছে তাঁর কোচ শিবসাগর সিংয়ের। কোচ বললেন, “মঙ্গলবার আমার সঙ্গে কথা হয় সাইকার। ওর কথা বলার মধ্যে একটা আত্মবিশ্বাস ছিল। বলছিল খেলার সুযোগ পেলে আমি পারব ভাল বল করতে। সাইকা খুব বেশি দূরের লক্ষ্য মাথায় রাখে না। একটা করে বল নিয়ে ভাবে। পুরো মনোযোগ থাকে যে বলটা করছে সেটার দিকে। সেটাই ওর সব থেকে বড় অস্ত্র।” শিবসাগরের মতে সাইকার সব থেকে বড় অস্ত্র কঠিন মানসিকতা।

    অভাবের সংসার থেকে ভারতীয় দলে 

    ছোটবেলায় বাবাকে হারিয়েছেন সাইকা। তিন ভাইবোন মানুষ হয়েছেন মায়ের কাছে। বাবার স্বপ্ন ছিল মেয়ে ক্রিকেটার হবে। অভাবের সংসার থেকে উঠে এসেই আজ আশার আলো দেখছে সাইকা। আড়াই বছর আগে, বাংলা দল থেকে বাদ পড়ে গিয়েছিলেন। কিন্তু কোচ শিবসাগরের নজরদারিতে এবং মনের জোরে ফের ফিরে আসেন সাইকা। মেয়েদের আইপিএল বদলে দেয় জীবন। এখন শুধু বাংলার নয়, ভারতের ক্রিকেটার সাইকা।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • SAFF Cup: সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে আসছে পাকিস্তান! ভারত-পাক ম্যাচ ২১ জুন

    SAFF Cup: সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে আসছে পাকিস্তান! ভারত-পাক ম্যাচ ২১ জুন

    মাধ্যম নিউজ ডেস্ক: সাফ (SAFF Cup) চ্যাম্পিয়নশিপ খেলতে ভারতে আসছে পাক ফুটবল দল। অংশগ্রহণের নিশ্চয়তা দিয়েছে পাকিস্তান ফুটবল ফেডারেশন। আগামী ২১ জুন পাকিস্তানের মুখোমুখি হবেন সুনীল ছেত্রীরা। অন্যদিকে, এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত মহিলাদের এমার্জিং কাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেল।

    সাফ চ্যাম্পিয়নশিপ

    সাফ চ্যাম্পিয়নশিপে (SAFF Cup) অংশগ্রহণের জন্য বেশ কিছু দিন আগে পাকিস্তান ফুটবল ফেডারেশন অনুমতি চেয়েছিল সে দেশের বিদেশ এবং ক্রীড়া মন্ত্রকের কাছে। কিন্তু দুই মন্ত্রকই এত দিন অনুমতি না দেওয়ায় তৈরি হয়েছিল অনিশ্চয়তা। বৃহস্পতিবার প্রয়োজনীয় সরকারি অনুমতি পাওয়ার পর পাকিস্তান ফুটবল ফেডারেশনের কর্তারা সাফ চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ নিশ্চিত করেছেন। কর্নাটক ফুটবল সংস্থার সচিব এম সত্যনারায়ণ বলেছেন, ‘‘পাকিস্তান ফুটবল দল ১৮ জুন মরিশাস থেকে মুম্বই আসবে। সে দিন রাতের বিমানেই বেঙ্গালুরু আসবে। প্রতিযোগিতার অন্য দু’দল বাংলাদেশ এবং নেপাল আগামী শুক্রবার বেঙ্গালুরু আসবে।’’ পাকিস্তানের ফুটবলারদের জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করছে বেঙ্গালুরু পুলিশ।

    আরও পড়ুন: ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করল আইসিসি

    এশিয়ান কাপ ক্রিকেট

    এশিয়ান ক্রিকেট কাউন্সিল আয়োজিত মহিলাদের এমার্জিং কাপে ভারত বনাম পাকিস্তানের ম্যাচ শনিবার বৃষ্টির কারণে একটি বলও খেলা সম্ভব হল না। নেপালের বিরুদ্ধে ভারতের আগের ম্যাচটিও ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। তবে প্রথম ম্যাচে হংকংকে হারানোয় ভারত উঠে গিয়েছে সেমিফাইনালে। পাকিস্তান একটি ম্যাচ জেতায় তারাও সেমিফাইনালে উঠেছে। পাকিস্তানেরও দু’টি ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। সেমিফাইনালের খেলাগুলি হবে সোমবার। ভারত কার বিরুদ্ধে খেলবে তা এখনও জানা যায়নি। ফাইনাল হবে ২১ জুন, বুধবার।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share