Tag: Team India

Team India

  • India vs South Africa: সাদা বলের সিরিজে নেই রোহিত-বিরাট! দক্ষিণ আফ্রিকা সফরের ভারতীয় দল ঘোষিত 

    India vs South Africa: সাদা বলের সিরিজে নেই রোহিত-বিরাট! দক্ষিণ আফ্রিকা সফরের ভারতীয় দল ঘোষিত 

    মাধ্যম নিউজ ডেস্ক: ডিসেম্বরের শুরুতে দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) সফরে যাবে ভারতীয় ক্রিকেট দল। খেলবে পূর্ণাঙ্গ সিরজ। যা শুরু হবে তিনটি টি-২০ ম্যাচ দিয়ে। মাঝে রয়েছে তিনটি একদিনের ম্যাচও। দু’টি টেস্ট খেলে দেশে ফিরবে টিম ইন্ডিয়া (Team India)। তার জন্য ঘোষিত হলো তিন ফরম্যাটের আলাদা আলাদা দল। রয়েছে বহু চমক।

    টি-টোয়েন্টি-র দল

    বিরাট কোহলি আগেই বোর্ডকে জানিয়ে দিয়েছিলেন তিনি দক্ষিণ আফ্রিকা সফরে (India vs South Africa)  শুধু টেস্ট সিরিজ খেলবেন। সেই মতো তাঁকে টি-২০ এবং ওয়ান ডে দলে রাখা হয়নি। তবে রোহিত শর্মাও নাকি বিরাটের পথে হেঁটে বিশ্রাম নিতে চেয়েছেন। তাই সীমিত ওভারের সিরিজে খেলবেন না হিটম্যানও। তবে শোনা যাচ্ছে, বৃহস্পতিবার দিল্লিতে দল নির্বাচনী বৈঠকে রোহিতকে টি-২০ দলের অধিনায়ক হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। কারণ, বিসিসিআই কর্তারা চাইছেন আগামী বছর টি-২০ বিশ্বকাপে তিনিই নেতৃত্ব দিন। রোহিতকে রাজি করানো যায়নি। তার উপর হাদির্ক পান্ডয়ার চোট, তিনি নেই। তাই বাধ্য হয়েই সূর্যকুমার যাদবকে টি-২০ দলের অধিনায়ক করা হয়েছে। তবে লোকেশ রাহুলকে কেন টি-২০ সেকায়াডে রাখা হল না তা নিয়েও উঠছে প্রশ্ন। তবে গত টি-২০ বিশ্বকাপের পর থেকে কোহলি ও রোহিত আর দেশের জাসির্তে সংক্ষিপ্ততম ফরম্যাটে খেলেননি। ফলে তাঁদের টি-২০ ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

    টেস্টের দল

    এদিকে, টেস্ট (India vs South Africa) দলেও রয়েছে বড় চমক। রোহিত শর্মার নেতৃত্বে যে স্কায়াড ঘোষণা করেছে বিসিসিআই, তাতে নাম নেই অজিঙ্কা রাহানে ও চেতেশ্বর পূজারার। বরং শ্রেয়স আয়ার, ঋতুরাজ গায়কোয়াড়দের উপর ভরসা রাখা হয়েছে। যার ফলে একটা বিষয় স্পষ্ট, তাঁদের টেস্ট কেরিয়ার প্রায় শেষ। ভারতীয় দল সামনের দিকে তাকাতে চাইছে।

    একদিনের দলে চমক

    একদিনের দলেও রয়েছে একাধিক চমক। অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে লোকেশ রাহুলকে। তবে তিনি নেই টি-২০ স্কোয়াডে। ঠিক তেমনি সূর্যকুমার যাদব জায়গা পাননি একদিনের দলে। যা থেকে একটা বিষয় স্পষ্ট, সূর্যকে শুধু টি-২০ ফরম্যাটের জন্যই ভাবা হচেছ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IPL 2024: আইপিএলের আঙিনায় দ্রাবিড়! লখনউ-এর মেন্টর হতে চলেছেন রাহুল

    IPL 2024: আইপিএলের আঙিনায় দ্রাবিড়! লখনউ-এর মেন্টর হতে চলেছেন রাহুল

    মাধ্যম নিউজ ডেস্ক: রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) সঙ্গে টিম ইন্ডিয়ার হেড কোচ হিসেবে বিসিসিআইয়ের চুক্তি শেষ হয়েছে বিশ্বকাপের পরেই। রাহুল (Rahul Dravid) আর ভারতীয় ক্রিকেট দলের (Indian Cricket Team) কোচের পদে থাকতে চাইছেন না।  সূত্রের খবর আগামী আইপিএল-এ (IPL 2024) লখনউ সুপারজায়ান্টস দলের মেন্টর হিসেবে  দেখা যেতে পারে রাহুল দ্রাবিড়কে। লখনউ সুপারজায়ান্টসের মেন্টের ছিলেন গৌতম গম্ভীর। যিনি তাঁর পুরনো দল কেকেআরের মেন্টর হিসেবে দায়িত্ব সামলাবেন আগামী মুশুমে। সেই জায়গাতেই আসতে পারেন দ্রাবিড়।

    নয়া ভূমিকায় দ্রাবিড়

    দ্রাবিড় (Rahul Dravid) এখনই লখনউ সুপারজায়ান্টস দলের সদস্য তা বলা সম্ভব নয় তার কারণ, ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড দ্রাবিড়কে কোচ হিসেবে দায়িত্ব থেকে অব্যহতি না নেওয়ার অনুরোধ জানাতে পারে। তবে দ্রাবিড় নাকি ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়েই ফেলেছেন যে তিনি আর  রোহিতদের কোচের পদে থাকতে আগ্রহী নন।  ফলে আইপিএলে যে এলএসজির মেন্টর হিসেবে দ্রাবিড়কে দেখতে পাওয়া যাবে এটা এক প্রকার সিলমোহর না পড়লেও নিশ্চিত ভাবে বলাই যায়।  এর আগে আইপিএলে (IPL 2024) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালসের হয়ে খেললেও, সাপোর্ট স্টাফ হিসেবে এই প্রথমবার আইপিএলে কোন দলের সঙ্গে যুক্ত হতে চলেছেন রাহুল দ্রাবিড়। 

    আরও পড়ুন: কেকেআর শিবিরে বদল! থাকছেন না বিশ্বকাপ খেলা তিন ক্রিকেটার

    ইতিমধ্যেই গৌতম গম্ভীর লখনউ সুপার জায়ান্টসের দায়িত্ব ছেড়ে ফিরেছেন কলকাতা নাইট রাইডার্স শিবিরে। ক্যাপ্টেন হিসেবে কেকেআরকে জোড়া খেতাব জেতানো গম্ভীরকে আসন্ন আইপিএল মরশুমে দেখা যাবে নাইটদের মেন্টর হিসেবে। সুতরাং, লখনউকে তাদের সাপোর্ট স্টাফের শূন্যপদ পূরণ করতে হবে খুব তাড়াতাড়িই। এক্ষেত্রে এলএসজি দ্রাবিড়কে পেতে ঝাঁপিয়েছে বলে খবর। তবে, দ্রাবিড়কে তাঁর পুরনো আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের ডাগআউটেও দেখা যেতে পারে, বলে খবর। তবে এখনও জাতীয় দলের হেড কোচ দ্রাবিড়। বিসিসিআই-এর সঙ্গে তাঁর কথা বলার উপরই সব কিছু নির্ভর করছে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Rohit Sharma: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট আর নয়! বিসিসিআই-এর সঙ্গে আলোচনায় রোহিত

    Rohit Sharma: আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট আর নয়! বিসিসিআই-এর সঙ্গে আলোচনায় রোহিত

    মাধ্যম নিউজ ডেস্ক: অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma) এবং প্রধান নির্বাচক অজিত আগরকরের সঙ্গে পরবর্তী চার বছরের পরিকল্পনা নিয়ে আলোচনায় বসবে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। সেই বৈঠকে সাদা বলের ক্রিকেটে রোহিত নিজের ভবিষ্যৎ নিয়ে কী ভাবছেন সেটাই জানতে চাওয়া হতে পারে। একই সঙ্গে আগামী দিনে রোহিতের পরবর্তী অধিনায়ক হিসেবেও কথা হতে পারে। 

    আগামীর অধিনায়ক

    বিসিসিআই-এর কাছে এখন একটি বড় চ্যালেঞ্জ হল দীর্ঘমেয়াদী অধিনায়ক তৈরি করা। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকায় পরবর্তী ওয়ানডে বিশ্বকাপের সময়ে রোহিতের বয়স প্রায় ৪০ হবে। পরবর্তী বড় ওডিআই টুর্নামেন্টটি হবে ২০২৫ সালে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, যা পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা। বাকি আগামী এক বছরে ভারতের মাত্র ছ’টি ওয়ানডে খেলার কথা রয়েছে। পরবর্তী বিশ্বকাপের কথা মাথায় রাখলে আগামীর নেতা বাছতেই হবে। হার্দিক পান্ডিয়া চোট প্রবণ তাই বিকল্প খুঁজতে চাইছে বিসিসিআই। রোহিতকে ২০২৫ সাল পর্যন্ত টেস্টে অধিনায়ক রেখে দেওয়া হবেই। বিসিসিআই-এর এক কর্তা বলেন, “রোহিতকে টেস্টে ব্যবহার করা হবে। ২০২৫ পর্যন্ত টেস্টে লাগবে রোহিতকে। এই সময়ের মধ্যে নতুন অধিনায়ককে তৈরি করা হবে। আর এক দিনের ক্রিকেটের জন্য নতুন অধিনায়ক খুঁজতে হবে।

    টি-টোয়েন্টিতে রোহিত

    বিসিসিআই (BCCI) সূত্রে খবর বিশ্বকাপ শুরুর আগেই ‘হিটম্যান’ নিজের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ভবিষ্যত নিয়ে বোর্ডের সঙ্গে যাবতীয় আলোচনা সেরে ফেলেছেন। সূত্রের মতে, রোহিত (Rohit Sharma) ইতিমধ্যেই নির্বাচকদের জানিয়ে দিয়েছেন যে, টি-টোয়েন্টিতে তাঁকে বিবেচনা না করার জন্য, তাঁর কোনও সমস্যা নেই। আর নির্বাচকেরাও টি-টোয়েন্টিতে তরুণদের সুযোগ দিতে আগ্রহী। বোর্ডের ওই কর্তা বলেন, “গত এক বছর ধরে তরুণদের টি-টোয়েন্টিতে খেলানো হচ্ছে। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ। তরুণদের সেখানে খেলার সম্ভাবনা বেশি।” নির্বাচন কমিটি খুব স্পষ্ট যে, তারা এমন খেলোয়াড়দের তৈরি করতে চায়, যাদের দীর্ঘ সময়ের জন্য একসঙ্গে খেলানো যাবে। শ্রেয়স আইয়ার টেস্ট দলে ফিরেছেন। এবং শুভমান গিল ওপেন করছেন। তিনে রাহানের জন্য সুযোগ কম। কেএল রাহুলকেও টেস্ট ম্যাচের জন্য বিবেচনা করা যেতে পারে, কারণ তিনি ব্যাকআপ উইকেটকিপিং বিকল্প হতে পারেন।

    আরও পড়ুন: ‘‘আমাদের সাফল্য ওদের সহ্য হয় না’’, পাকিস্তানকে তোপ মহম্মদ শামির

    একদিনের ফরম্যাটে রোহিত

    বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে ঠাসা কর্মসূচির জন্য তিন ফরম্যাটে ক্রিকেট দীর্ঘদিন ধরে চালিয়ে যাওয়া প্রায় অসম্ভব। তবে, যেহেতু ২০২৪ এ টি-টোয়েন্টি বিশ্বকাপ, আর রোহিত বা কোহলি দুজনেই দুরন্ত ফর্মে রয়েছেন, তাই এখনই চূড়ান্ত কিছু ভাবা হচ্ছে না। তবে পুরোটাই রোহিতদের ওপর ছেড়ে দেওয়া হচ্ছে, বলেই মত বোর্ডের ওই কর্তার। রোহিত তাঁর ওয়ানডে ক্যারিয়ার নিয়ে কী সিদ্ধান্ত নেবেন, সেটা নিয়েও জল্পনা রয়েছে। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • PM Modi: “খেলায় হার-জিত লেগেই থাকে”, ড্রেসিংরুমে গিয়ে বিরাট-রোহিতকে সান্ত্বনা প্রধানমন্ত্রীর

    PM Modi: “খেলায় হার-জিত লেগেই থাকে”, ড্রেসিংরুমে গিয়ে বিরাট-রোহিতকে সান্ত্বনা প্রধানমন্ত্রীর

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপ ক্রিকেটে হেরে গিয়েছে ভারত। টানা ১০টি ম্যাচ জিতেও ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে পরাস্ত হয়েছে রোহিত শর্মার দল। অস্ট্রেলিয়ার কাছে এই হার মেনে নিতে পারেননি ভারতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা। তাঁদের সান্ত্বনা দিতে ড্রেসিংরুমে চলে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। রবিবার চোখের সামনে টিম ইন্ডিয়াকে হারতে দেখেছেন। দেখেছেন টিমের সদস্যদের চোখের জল ফেলতেও। তারপর আর নিজেকে সামলাতে পারেননি প্রধানমন্ত্রী। ড্রেসিংরুমে গিয়ে সান্ত্বনা দিয়েছেন টিম ইন্ডিয়াকে। দেশের আর কোনও প্রধানমন্ত্রীকে এই ভূমিকায় দেখা গিয়েছে কিনা, তা মনে করতে পারছেন না ক্রিকেট বিশেষজ্ঞরাও।  

    “মন খারাপ করার দরকার নেই…”

    প্রধানমন্ত্রীর অফিশিয়াল ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, প্রধানমন্ত্রী যাচ্ছেন ড্রেসিংরুমে। তিনি প্রথমে যান রোহিত শর্মা ও বিরাট কোহলির কাছে। তাঁদের কাঁধে হাত থেকে দেন সান্ত্বনা। তিনি বলেন, “মন খারাপ করার দরকার নেই। হার-জিত তো লেগেই থাকে। গত ১০ ম্যাচে তোমরা যথেষ্ট ভাল খেলেছ। আমাদের গৌরবান্বিত করেছ। তোমরা ১০টা ম্যাচ জিতে এসেছ। একটা ম্যাচ এমন হতেই পারে।” টিম ইন্ডিয়াকে তাঁর বাসভবনে আসার আমন্ত্রণও জানান প্রধানমন্ত্রী। রোহিত-বিরাটদের পিঠ চাপড়ে প্রধানমন্ত্রী বলেন, “মুখে হাসি আনো। গোটা দেশ তোমাদের দেখছে।”

    “প্রচুর পরিশ্রম করেছ তোমরা”

    পরাজয়ের পরে ভারতীয় ড্রেসিংরুমের গুমোট ভাবটা কাটাতেও সচেষ্ট ছিলেন প্রধানমন্ত্রী (PM Modi)। জাদেজাকে সম্বোধন করেন ‘বাবু’ বলে। জসপ্রীত বুমরাহের সঙ্গে কথা বলেন গুজরাটি ভাষায়। তিনি (বুমরাহ) গুজরাটি বলতে পারেন কিনা, জিজ্ঞাসা করেন তাও। কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গেও হাত মেলান প্রধানমন্ত্রী। বলেন, “প্রচুর পরিশ্রম করেছ তোমরা। এমনটা হতেই পারে।”

    আরও পড়ুুন: বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট শুরু আজ, এবারও কি কেবল ‘নকল মউ স্বাক্ষর’?

    এরপর প্রধানমন্ত্রী যান ভারতের সব চেয়ে সফল বোলার মহম্মদ শামির কাছে। তাঁকে টেনে নেন বুকে। প্রধানমন্ত্রীর বুকে মাথা রেখে হাউহাউ করে কেঁদে ফেলেন শামি। সকলের সঙ্গে করমর্দন করার পর প্রধানমন্ত্রী (PM Modi) বলেন, “এমন হয়েই থাকে। সতীর্থরা একে অপরকে সাহস দাও, উৎসাহ দাও। উজ্জ্বীবিত করো। তোমরা যখন সময় পাবে, তখন দিল্লিতে আসবে। আমার তরফ থেকে নিমন্ত্রণ রইল। তোমাদের সঙ্গে কথা হবে।”

     

     দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • ICC World Cup 2023: স্বপ্নভঙ্গ, অসহায় আত্মসমর্পণ! ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

    ICC World Cup 2023: স্বপ্নভঙ্গ, অসহায় আত্মসমর্পণ! ভারতকে ৬ উইকেটে হারিয়ে ষষ্ঠবার বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষবেলায় স্বপ্নভঙ্গ! ফের একবার ফিরে এল ২০০৩-এর রাত। ২০ বছর আগের প্রতিশোধ নিতে পারলেন না রোহিতরা। ১২ বছর পর ফের বিশ্বকাপ স্পর্শ করা হল না কোহলির। টানা ১০ ম্যাচ জিতেও ১০ বছর ধরে আসিসি ট্রফি না পাওয়ার খরা কাটাতে পারলেন না শামি। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের ফাইনালে ৬ উইকেটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হেরে গেল ভারত। এ বারের বিশ্বকাপে একটি মাত্র ম্যাচ হারল টিম ইন্ডিয়া। আর সেটা ফাইনাল ম্যাচ। প্রথমে ব্যাট করে ২৪০ রান করেছিল ভারত। একা হাতে দলকে সেই বৈতরণী পার করে দিলেন ট্র্যাভিস হেড। হয়তো বিরাটের ৫০টি শতরানের থেকেও বড় এই শতরান। যা দেশকে কাপ এনে দিল। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে সেরা, চলতি বিশ্বকাপের সেমিফাইনালে সেরা, ফাইনালেও অনবদ্য। হেডের কাছেই হার মানল ১৪০ কোটির বিরাট-আবেগ।

    দুরন্ত চ্যাম্পিয়ন

    রোহিত এ বারের বিশ্বকাপে যে ভাবে খেলছিলেন, এই ম্যাচেও তার অন্যথা হল না। নেমেই দ্রুত রান তুলতে শুরু করেন তিনি। বড় শট খেলতে গিয়েই আউট হলেন। তখন তাঁর ৪৭ রান। কিন্তু নিজের ৫০ নয়, দলকে বড় রান দেওয়াই ছিল রোহিতের লক্ষ্য। সেটা করতে গিয়েই উইকেট দিলেন। রোহিতের ক্যাচ ধরেই যেন ম্যাচের ভাগ্য লিখে দিলেন হেড। বিরাট এদিন অর্ধ শতরান করলেও দলকে শক্ত ভিতে দাঁড় করাতে ব্যর্থ। কোহলির থমথমে মুখই যেন বলে দিচ্ছিল ম্যাচের ফল। 

    খেলতে নেমে শুরুটা ভালই করে অস্ট্রেলিয়া। তবে, শামি এসেই উইকেট তুলে নেন। তাঁর বলে ওয়ার্নার ক্যাচ দিলেন স্লিপে দাঁড়ানো বিরাটের হাতে। বুমরার বলে আউট মার্শ। ১৫ বলে ১৫ রান করে আউট হলেন তিনি। স্টিভ স্মিথ এলবিডব্লিউ হলেন। ক্ষণিকের জন্য নেচে উঠল গ্যালারি। হয়তো বা ফের আটকে দেওয়া যাবে অজিদের। আশা ছুটবে রোহিতদের ঘোড়া। কিন্তু না, এবার যে খেলা চ্যাম্পিয়নদের সঙ্গে। পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়ন তারা। এদিনও চ্যাম্পিয়নদের মতোই খেললেন হেড। তাঁর কাছে মাথা নত করতে বাধ্য হলেন শামি, সিরাজ, বুমরারা। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: গ্যালারিতে শাহরুখ, রণবীর, দীপিকা! ফাইনালের আগে কোহলিকে উপহার সচিনের

    ICC World Cup 2023: গ্যালারিতে শাহরুখ, রণবীর, দীপিকা! ফাইনালের আগে কোহলিকে উপহার সচিনের

    মাধ্যম নিউজ ডেস্ক: সারা দেশ বিশ্বকাপ জ্বরে কাবু। সাধারণ মানুষ থেকে তারকা সকলের নজর আটকে নরেন্দ্র মোদি স্টেডিয়ামে। প্রথম থেকেই মাঠে ছিলেন ক্রিকেট অনুরাগী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর পাশেই ছিলেন লিজেন্ডারি গায়িকা আশা ভোঁসলে। ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকার। বলিউড ও দক্ষিণী ছবির ইন্ডাস্ট্রির নামীদামিরা গিয়েছেন খেলা দেখতে। বোর্ড সভাপতি জয় শাহ ও স্ত্রী গৌরী খানের পাশে বসে খেলা দেখেন শাহরুখ খান। সঙ্গে রয়েছেন ছেলে আরিয়ান, আব্রাম ও কন্যা সুহানা খান। ছিলেন রণবীর সিং, দীপিকা পাড়ুকোনও। 

    বিরাটকে জার্সি 

    এদিন ম্যাচ শুরুর আগে নিজের আদর্শ তথা ক্রিকেটের ঈশ্বর সচিনের কাছে থেকে বিশেষ উপহার পান বিরাট। যে জার্সি পরে সচিন নিজের শেষ আন্তর্জাতিক ম্যাচটি খেলেছেন, সেটিই ফাইনালের আগে তুলে দেন কোহলির হাতে। সেই জার্সিতে রয়েছে সচিনের সই। সঙ্গে কিছু ছবিও। হাসতে হাসতে সেই জার্সি নিয়ে পোজ দেন কোহলি। সচিনের সঙ্গে দাঁড়িয়ে ছবিও তোলেন। দেখে বোঝাই যাচ্ছিল বিশেষ এই পুরস্কার পেয়ে কোহলি কতটা আপ্লুত। বোর্ডের তরফে লেখা হয়েছে, “একটা বিশেষ ম্যাচ এবং ফাইনালের আগে একটা বিশেষ মুহূর্ত। শেষ এক দিনের ম্যাচে খেলা জার্সি কোহলিকে উপহার দিলেন সচিন।”

    বায়ুসেনার এয়ার শো

    রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারতীয় বায়ুসেনার সূর্যকিরণ অ্যারোব্যাটিক দলের এয়ার শো শুরু হয়। এদিন ম্যাচ শুরুর আগে  ১০ মিনিটের জন্য বায়ুসেনার পক্ষ থেকে এয়ার শো আয়োজন করা হয়। সূর্যকিরণ অ্যাক্রোব্যাটিক টিমের (Suryakiran Acrobatic Team) এয়ারশোর মাধ্যমে ভারতীয় বায়ুসেনা ফাইনালকে আকর্ষণীয় করে তুলেছিল। 

    ফ্লাইট কমান্ডার ও ডেপুটি টিম লিডার উইং কমান্ডার সিধেশ কার্তিকের (Sidhesh Kartik) নেতৃত্বে নয়টি হকের একটি দল এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে। ইনিংস বিরতিতে ছিল সুরকার প্রীতম চক্রবর্তীর সঙ্গীত অনুষ্ঠান। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023:  ইনি থাকলে, হারে ভারত! জানেন বিশ্বকাপ ফাইনালের দায়িত্বে থাকা এই আম্পায়ার কে?

    ICC World Cup 2023: ইনি থাকলে, হারে ভারত! জানেন বিশ্বকাপ ফাইনালের দায়িত্বে থাকা এই আম্পায়ার কে?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই বিশ্বকাপ ফাইনাল। ক্রিকেটের মহাযুদ্ধ শেষ হওয়ার পালা। চলতি বিশ্বকাপে অপরাজিত ভারতের সামনে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে আয়োজিত ফাইনাল ম্য়াচে রিচার্ড ইলিংবার্থ (ইংল্যান্ড) এবং রিচার্ড কেটলবরো (ইংল্যান্ড) ফিল্ড আম্পায়ারের দায়িত্ব সামলাবেন। তৃতীয় আম্পায়ার হিসেবে থাকবেন ওয়েস্ট ইন্ডিজের জোয়েল উইলসন। এছাড়া চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন ক্রিস গ্যাফনি (নিউ জিল্যান্ড)। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করলেন অ্যান্ডি পাইক্রফট। 

    ফাইনাল ম্যাচে দায়িত্বে কারা

    ফাইনাল ম্যাচে রিচার্ড কেটলবরো আম্পায়ারিংয়ের দায়িত্বে আসায় ভারতীয় ক্রিকেট সমর্থকদের চিন্তা কিছুটা হলেও বেড়ে গিয়েছে। গত কয়েকটি আইসিসি ইভেন্টে কেটলবরো যতবার ভারতের আম্পায়ার হয়েছেন, ততবারই কিছু না কিছু অঘটন ঘটেছে। নিউ জিল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ (২০১৯) সেমিফাইনাল এবং টি-২০ বিশ্বকাপে (২০২১) ম্যাচ চলাকালীন কেটলবরো ফিল্ড আম্পায়ার ছিলেন। এই দুটো ম্যাচেই ভারত হেরে গিয়েছিল।

    চলতি বছর বিশ্ব টেস্ট চ্য়াম্পিয়নশিপে ভারত-নিউ জিল্যান্ড সেমিফাইনাল ম্যাচেও তিনিই তৃতীয় আম্পায়ার ছিলেন। এছাড়া ২০১৪ সালের টি-২০ বিশ্বকাপ, ২০১৫ ওয়ানডে বিশ্বকাপ, ২০১৬ টি-২০ বিশ্বকাপ এবং ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফির নক-আউট পর্বে রিচার্ড কেটলবরো ভারতের জন্য একেবারেই ‘আনলাকি’ ছিলেন।

    আরও পড়ুন: নিজে পারেননি, রোহিতরা পারবেন, আশাবাদী সৌরভ! ট্রফি ছোঁয়ার অপেক্ষায় দ্রাবিড়ও

    কোহলিকে সুযোগ দিয়ে হিরো!

    ২০২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে টিভি আম্পায়ার হিসেবে শুভমন গিলকে ভুল আউট দিয়ে বিতর্কে জড়ান কেটেলবরো। তবে চলতি বিশ্বকাপে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে কোহলিকে সেঞ্চুরির সুযোগ করে দিতেই একটি নিশ্চিত ওয়াইড বল দেননি বলে জোর চর্চা হয় ক্রিকেটমহলে। আইসিসির নিয়ম মেনেই কেটেলবরো ওয়াইড না দেওয়ার সিদ্ধান্ত নেন বটে, তবে শেষমেশ কোহলি শতরানে পৌঁছনোয় ভারতীয় সমর্থকদের কাছে হিরো বনে যান রিচার্ড।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: নিজে পারেননি, রোহিতরা পারবেন, আশাবাদী সৌরভ! ট্রফি ছোঁয়ার অপেক্ষায় দ্রাবিড়ও

    ICC World Cup 2023: নিজে পারেননি, রোহিতরা পারবেন, আশাবাদী সৌরভ! ট্রফি ছোঁয়ার অপেক্ষায় দ্রাবিড়ও

    মাধ্যম নিউজ ডেস্ক:  মনে পড়ছে ‘চক দে ইন্ডিয়া’! মনে পড়ছে কবীর খান-কে! ‘উইনিং কোচ, লুজিং ক্যাপ্টেন’! রবিবার আমেদাবাদে ভারত যদি বিশ্বকাপ জিততে পারে তাহলে দ্রাবিড়ের ক্ষেত্রেও উপমাটি অনেকাংশে খাটবে।  ক্রিকেটার দ্রাবিড় ২০০৩ সালে অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপ জিততে পারেননি। কোচ দ্রাবিড়ের সামনে সুযোগ এসেছে তার মধুর প্রতিশোধ নেওয়ার। 

    কী ভাবছেন দ্রাবিড়

    বিশ্বকাপে দ্রাবিড় খেলোয়াড় হিসাবে খেলেছেন, অধিনায়ক হিসাবে খেলেছেন। এখনও পর্যন্ত ট্রফি ছুঁতে পারেননি দ্রাবিড়। এ বারের বিশ্বকাপে তিনি কোচ। মাঠে নেমে ব্যাট ধরতে পারবেন না। দ্রাবিড়ের পরিকল্পনা মাঠে নেমে বাস্তবায়িত করবেন রোহিত শর্মা, বিরাট কোহলি, মহম্মদ শামিরা। ২০ বছর পর ভারতীয় সাজঘরে কমলা রঙের জার্সিটা পরে বসে থাকা দ্রাবিড় হয়তো শোনাবেন সেই দিনের কাহিনি। ২৩ মার্চ, ২০০৩ জোহানেসবার্গে টানা আট ম্যাচ জিতে ফাইনাল খেলতে নেমেছিল সৌরভের ভারত। টসে জিতে সেদিন প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তুলেছিল ৩৫৯ রান। টি-টোয়েন্টি ক্রিকেটের জন্মের আগে সেদিন পন্টিংয়ের সেই ১২১ বলে ১৪০ রানের অপরাজিত ইনিংস ছিল বিধ্বংসী। অস্ট্রেলিয়ার অধিনায়ক যখন সেই ম্যাচে একের পর এক ছক্কা হাঁকাচ্ছিলেন, দ্রাবিড় দাঁড়িয়েছিলেন উইকেটের পিছনে। ভারতীয় দলের উইকেটরক্ষার দায়িত্ব ছিল তাঁর কাঁধে। সেদিন সাতটা বোলার ব্যবহার করেও পন্টিংকে আটকাতে পারেননি সৌরভ।

    আরও পড়ুন: বিশ্বকাপ ফাইনালে প্রধানমন্ত্রী মোদি! আসছেন অস্ট্রেলিয়ার ডেপুটি প্রাইম মিনিস্টারও

    কী বলছেন সৌরভ

    তাঁর দল না পারলেও রোহিতরা যে বিশ্বকাপের অন্যতম দাবিদার তা মানলেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। বললেন, “অস্ট্রেলিয়াকে পরাস্ত করার লক্ষ্য় নিয়ে তৈরি ভারত। ফাইনালের জন্য দলকে শুভেচ্ছা। পুরো টুর্নামেন্টে যে দুর্দান্ত পারফরম্য়ান্স দিয়েছে দল,সেই ধার যদি ধরে রাখতে পারে রোহিতরা, তাহলে ভারতকে ছাপিয়ে যাওয়া মুশকিল।” প্রায় এক যুগ পর বিশ্বকাপ ফাইনালে ভারত। উন্মাদনা যেন বাঁধ মানছে না ভারতীয় ক্রিকেটপ্রেমীদের। ভারতের হাতে ট্রফি উঠুক আশায় বুক বাঁধছে আসমুদ্র হিমাচল। ভারতকে নিয়ে স্বপ্ন দেখছেন সৌরভও। ফাইনাল নিয়ে সৌরভের সংযোজন, “অস্ট্রেলিয়া যথেষ্ট ভালো দল। একটা ভালো ফাইনাল ম্য়াচ হতে চলেছে।”

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: বিশ্বকাপ ফাইনালে মাঠে মোদি! আমেদাবাদে হোটেল ভাড়া ৪ লাখ, বিমানভাড়াও চড়ছে

    ICC World Cup 2023: বিশ্বকাপ ফাইনালে মাঠে মোদি! আমেদাবাদে হোটেল ভাড়া ৪ লাখ, বিমানভাড়াও চড়ছে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত-পাক মহারণের পর এবার মোতেরায় মহাযুদ্ধ! অস্ট্রেলিাকে হারিয়ে কাপ জয়ের অপেক্ষায় আমেদাবাদ। রবিবার ভারত-অস্ট্রেলিয়া ফাইনালে ঠিক হবে এ বারের বিশ্বকাপ জিতবে কোন দেশ। ইতিমধ্যেই  আমদাবাদে পৌঁছে গিয়েছে রোহিতরা। ভারতীয় দল শহরে পা রাখতেই চড়চড় করে বাড়ছে হোটেল ভাড়া। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আমেদাবাদ যাওয়ার বিমান-খরচও আকাশ ছুঁইছুঁই। বিশেষ সূত্রে খবর, ফাইনালে মাঠে থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।

    ফাইনালে বিশিষ্ট অতিথিরা

    রবিবার বিশ্বকাপ ফাইনাল উপলক্ষে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে থাকছেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের খ্যাতনামারা। থাকতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্রভাই প্যাটেলও। বলিউডের বেশ কয়েকজন তারকাও বিশ্বকাপ ফাইনাল দেখতে আমেদাবাদে আসছেন। এদিন নানা অনুষ্ঠান আয়োজন করছে বিসিসিআই। ম্যাচ শুরু হওয়ার আগে যেমন বিশেষ অনুষ্ঠান হবে, তেমনই ম্যাচ চলাকালীনও সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে। ম্যাচ শেষ হওয়ার পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানও বিশেষ আকর্ষণীয় হতে চলেছে। বিশ্বকাপ চ্যাম্পিয়নদের পুরস্কার দিতে পারেন প্রধানমন্ত্রী।

    আরও পড়ুন: রোহিতের হাতে কাপ দেখার স্বপ্ন! ইডেন কেন সমর্থন জানাল দক্ষিণ আফ্রিকাকে?

    ভারতের অনুশীলন

    আজ, শুক্রবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুশীলন করবে ভারত। তবে তা ঐচ্ছিক অনুশীলন। তাই সকলকে সেখানে দেখা না-ও যেতে পারে। টানা ম্যাচ খেলে চলেছেন বিরাটেরা। শুক্রবার বিশ্রাম নিতে পারেন তাঁরা। শনিবার অনুশীলনের সুযোগ রয়েছে তাদের কাছে। ইতিমধ্যেই আমেদাবাদগামী বিমানগুলির অধিকাংশ আসনই বুক হয়ে গিয়েছে। মুম্বই থেকে আমেদাবাদগামী বিমানের ১৮-২০ নভেম্বর ভাড়া পড়ছে ৪৫ হাজারের বেশি।অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে ওই সময়ের বিমানের ভাড়া একেবারে চড়তে শুরু করেছে। হোটেলগুলিতেও ঠাঁই নেই অবস্থা। যে হোটেলের কিছু ঘর খালি রয়েছে, তার ভাড়া সাধারণ সময়ের থেকে ১০ গুণ।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: সাফল্যের দাবিদার রোহিত! অধিনায়কের প্রশংসায় হেড-স্যার দ্রাবিড়

    ICC World Cup 2023: সাফল্যের দাবিদার রোহিত! অধিনায়কের প্রশংসায় হেড-স্যার দ্রাবিড়

    মাধ্যম নিউজ ডেস্ক: আর মাত্র দুই ধাপ বাকি। চলতি বিশ্বকাপে (ICC World Cup 2023) এখনও পর্যন্ত অপরাজিত ভারত। দলের সাফল্যে অধিনায়ক রোহিতের বড় ভূমিকা দেখছেন কোচ রাহুল দ্রাবিড়। আইসিসি-কে দেওয়া সাক্ষাৎকারে দ্রাবিড় বলেন, “রোহিতের মধ্যে নেতৃত্ব দেওয়ার ক্ষমতাটা খুব সহজাত। মাঠে এবং মাঠের বাইরে অন্যদের সামনে উদাহরণ তৈরি করে দেয় ও।’’

    রান তোলা সহজ করেছে রোহিত

     ২০১১ সালে বিশ্বকাপ জেতা ওয়াংখেড়ে স্টেডিয়ামেই নিউ জিল্যান্ডকে হারিয়ে বুধবার নতুন করে ইতিহাস তৈরি করতে চায় টিম ইন্ডিয়া। এই ম্যাচটা রোহিত শর্মার কাছেও একটা চ্যালেঞ্জ। এতদিন রোহিতকে নিয়ে আলাদা করে কিছু না বললেও এবার রোহিত শর্মার প্রশংসা করলেন রাহুল দ্রাবিড়। ব্যাটার রোহিতের কথাও এদিন উল্লেখ করেন দ্রাবিড়। ওপেন করতে নেমে রোহিত যে ভাবে খেলছেন, তাতে উচ্ছ্বসিত দ্রাবিড় বলেন, ‘‘রোহিত কিছু কিছু ম্যাচে শুরুটাই এমন ভাবে করেছে যে, ম্যাচ আমাদের দিকে ঘুরে গিয়েছে। হয়তো অনেক ম্যাচ আমাদের জন্য কঠিন হত। কিন্তু রোহিত দ্রুত রান তুলে শুরু করায় বাকিদের উপর থেকে চাপ কমে যায়। হয়তো অনেক ম্যাচ দেখে মনে হচ্ছে আমরা খুব সহজে জিতেছি। কিন্তু কোচ হিসাবে সেই সব ম্যাচের পর্যালোচনা করতে গিয়ে বুঝেছি রোহিতের ইনিংসটা কত দামি। ওর ওই ইনিংস ছিল বলেই কত সহজে জিতেছি আমরা।”

    আরও পড়ুন: মুম্বই পৌঁছেই পিচ পরিদর্শনে রাহুল! সেমির অঙ্ক নিয়ে কী ভাবছে ভারত?

    রোহিত একজন ভালো নেতা

    রোহিত এখন শুরুতে নেমে আক্রমণাত্মক ক্রিকেটই খেলছেন। দ্রাবিড় বলেন, “রোহিত একজন ভালো নেতা, এই বিষয়ে কোনও সন্দেহ নেই। ও মাঠ ও মাঠের বাইরে দুটো ক্ষেত্রেই একটা উদাহরণ তৈরি করেছে। ও অনেক ম্যাচে ভালো কিছু শুরু দিয়েছে, কোনও একটা ম্য়াচ বলতে পারব না। কিছু ম্য়াচ আমাদের জন্য কঠিন ছিল, তবে ও নিজের স্টাইলে শুরু করে ম্যাচটা আমাদের দিকে নিয়ে নিয়েছে।” দ্রাবিড়ের কথায়, “আমরা একটা নির্দিষ্ট পদ্ধতিতে খেলার কথা বলেছি। যতক্ষণ না দলের নেতা এটা করছে, বড় ম্যাচ খেলে উদাহরণ তৈরি করছে ততক্ষণ বাকি প্লেয়াররাও সেটা করতে পারবে না। রোহিত যেভাবে করেছে, সেটা দেখে ভালো লাগছে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share