Tag: Team India

Team India

  • Team Dravid Triund Trek: বিশ্বকাপের মাঝে এক সপ্তাহের ‘ব্রেক’ টিম ইন্ডিয়ার, কোচিং স্টাফদের নিয়ে ট্রেকিংয়ে দ্রাবিড়

    Team Dravid Triund Trek: বিশ্বকাপের মাঝে এক সপ্তাহের ‘ব্রেক’ টিম ইন্ডিয়ার, কোচিং স্টাফদের নিয়ে ট্রেকিংয়ে দ্রাবিড়

    মাধ্যম নিউজ ডেস্ক: গত রবিবার ধর্মশালায় ছিল ভারতের ম্যাচ। সেখানে নিউজিল্যান্ডকে পরাস্ত করে টিম ইন্ডিয়া। বর্তমানে পাঁচ ম্যাচে পাঁচটিতেই জয়ী হয়েছে রোহিত-বাহিনী। বিশ্বকাপের (ICC World Cup 2023) পয়েন্ট তালিকাতেও ভারত রয়েছে শীর্ষে। ভারতের পরের ম্যাচ আগামী রবিবার, লখনউতে। বিপক্ষ ইংল্যান্ড। তার আগে, একদিনের ছুটি নিয়ে ঝটিকা সফরে পাহাড়ে ঘুরে এলেন কোহলি-রোহিতদের হেড কোচ রাহুল দ্রাবিড় সহ টিম ইন্ডিয়ার গোটা কোচিং ও সাপোর্ট স্টাফ (Team Dravid Triund Trek)।

    বিশ্বকাপের মাঝে এক সপ্তাহের ব্রেক

    ইংল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের আগে এক সপ্তাহ ‘ব্রেক’ পেয়েছে টিম ইন্ডিয়া। তাই বিশ্বকাপের মাঝে ছোট ছুটির মেজাজে টিম ইন্ডিয়া। বিশ্বকাপের মাঝে ট্রেকিং অভিযানে যাওয়ার বিষয়ে ক্রিকেটারদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা থাকলেও কোচ-সাপোর্ট স্টাফদের ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। আর সেই সুযোগকে কাজে লাগিয়ে মন তরতাজা করতে একদিনের পর্বতারোহণে গিয়েছিল টিম দ্রাবিড় (Team Dravid Triund Trek)। সাপোর্ট স্টাফদের সঙ্গে নিয়ে পর্বতারোহণে রেরিয়ে পড়েন মেন ইন ব্লু-দের হেড-স্যর। গন্তব্য হিমাচল প্রদেশের ত্রিউন্ড ট্রেক। ওই অভিযানে দ্রাবিড়ের সঙ্গে ছিলেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোর সহ বাকি কোচ ও সাপোর্ট স্টাফের সদস্যরা। 

    টিম দ্রাবিড়ের পর্বতারোহণের ভিডিও

    পর্বতারোহণের সেই ভিডিও নিজেদের এক্স (সাবেক ট্যুইটার) হ্যান্ডলে শেয়ার করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। ছবির মতো সুন্দর নৈসর্গিক দৃশ্যের জন্য বিখ্যাত হলো ত্রিউন্ড। সেখান থেকে ধৌলাধর পর্বতমালা স্পষ্ট দেখা যায়। ৯ কিলোমিটার দৈর্ঘ্যের সেই ট্রেক করতে ৪ থেকে ৬ ঘণ্টা সময় লাগে। ভিডিওতে দেখা গিয়েছে, ধর্মশালার ঠান্ডা আবহে ট্রেকিংয়ের স্বাদ চুটিয়ে উপভোগ করছেন রাহুল দ্রাবিড় এবং তাঁর সঙ্গীরা (Team Dravid Triund Trek)। সেখানেই দ্রাবিড়কে বলতে শোনা যায়, ‘‘ট্রেক করে পাহাড়ে ওঠাটা দারুণ চ্যালেঞ্জিং। এখানে এলেই বুঝতে পারবেন কত সুন্দর এই দৃশ্য। সাপোর্ট স্টাফদের কাছেও এটা দারুণ মুহূর্ত।’’ ভারতের হেড-স্যর আরও বলেন, ‘‘আপনি একবার যদি এখানে আসেন, তবে দেখবেন, দৃশ্যগুলো সব শ্বাসরুদ্ধকর এবং দর্শনীয়। সাপোর্ট স্টাফদের জন্য এখানে আসতে পারাটা অবিশ্বাস্য। একটা দারুণ দিন কাটছে।’’

    ‘‘ক্রিকেটারদের আনাটা ঝুঁকিপূর্ণ হয়ে যেত”

    রোহিত-কোহলিদের না আনতে পারার আফশোসও ধরা পড়েছে দ্রাবিড়ের গলায়। তবে একইসঙ্গে, তিনি জানিয়ে দেন, কেন তাঁরা আসেননি। দ্রাবিড়ের মতে, কোনও ক্রিকেটারকে এখন ট্রেকে নিয়ে আসাটা ঝুঁকিপূর্ণ হয়ে যেত (Team Dravid Triund Trek)। বিশ্বকাপের (ICC World Cup 2023) মাঝে কোনও ক্রিকেটারের কোনও ভাবে চোট লাগুক, সেটা তিনি চান না। দ্রাবিড় বলেন, ‘‘দুর্ভাগ্যবশত ছেলেদের এখানে আনতে পারছি না। এই পাথরগুলোর উপর দিয়ে হাঁটা একটু বেশি ঝুঁকিপূর্ণ ছিল। তবে আশা করি, একদিন যখন ওরা খেলবে না, আমি ওদের এখানে নিয়ে আসতে চাই।’’ ঝুঁকির কথা স্বীকার করেছেন ব্যাটিং কোচ বিক্রম রাঠোরও। তিনি জানান, শেষ আধ ঘণ্টার ট্রেকটি একটু কঠিন। তবে, জায়গার প্রশংসায় তিনিও পঞ্চমুখ।

    পাহাড়ি নদীতে স্নান দুই রাহুলের

    তবে, ট্রেকিংয়ে না নিয়ে গেলেও, একজন ক্রিকেটারকে নিয়ে পাহাড়ি নদীতে স্নান সারেন দ্রাবিড় স্যর। নিজের এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেন ক্রিকেটার লোকেশ রাহুল। দেখা যায়, পাহাড়ি নদীতে গা ভেজাচ্ছেন দ্রাবিড়, রাঠোর ও রাহুল। সেই ছবি পোস্ট করে রাহুল লেখেন, “প্রকৃতির বুকে ঠান্ডা জলে ডুব দেওয়ার থেকে ভাল কিছু হতেই পারে না।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Bishen Singh Bedi: তারাদের দেশে বিষেন সিং বেদি! বিশ্বকাপের মাঝেই শোকের ছায়া ভারতীয় ক্রিকেটে

    Bishen Singh Bedi: তারাদের দেশে বিষেন সিং বেদি! বিশ্বকাপের মাঝেই শোকের ছায়া ভারতীয় ক্রিকেটে

    মাধ্যম নিউজ ডেস্ক: ক্রিকেটের বিশ্বযুদ্ধ চলাকালীনই চলে গেলেন বিষেণ সিং বেদি (Bishen Singh Bedi)। ৭৭ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন স্পিনার। সোমবার দুপুরে মৃত্যু হয় এই কিংবদন্তী লেগ স্পিনারের। তাঁর মৃত্যুর খবর একটি ভিডিও বার্তায় জানান কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর। তিনি বলেন-বিষেণ সিং বেদি আর নেই। এটা ক্রিকেটের জন্য বিরাট ক্ষতি…”

    বাইশ গজে পদার্পণ

    ১৯৪৬ সালের ২৫ ডিসেম্বর অমৃতসরে বিষেন সিং বেদি (Bishen Singh Bedi) জন্মগ্রহণ করেছিলেন। তিনি দুর্দান্ত বাঁ-হাতি স্পিনার ছিলেন। ভারতের হয়ে তিনি ১৯৬৬ থেকে ১৯৭৯ সাল পর্যন্ত টেস্ট ক্রিকেট খেলেছেন। দেশের হয়ে তিনি ৬৭টি টেস্ট ম্যাচ এবং ১০টি একদিনের ম্যাচ খেলেছেন। এর পাশাপাশি ২২ টেস্ট ম্যাচে তিনি ভারতীয় ক্রিকেট দলকে নেতৃত্ব দিয়েছেন।

    কিংবদন্তী লেগ স্পিনার

    ১৫ বছর বয়স থেকে ক্রিকেটে হাতেখড়ি। শুরু করে উত্তর পঞ্চাবের ঘরোয়া ক্রিকেট দিয়ে। ১৯৬৮-৬৯ সালে দিল্লির হয়ে খেলতে শুরু করেন। এর পাশাপাশি দীর্ঘদিন ইংল্যান্ডের নর্দাম্পটনশায়ারের হয়ে কাউন্টি ক্রিকেটে খেলেন। প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর প্রাপ্ত উইকেট ১৫৬০। বাঁ হাতে অর্থডক্স লেগ স্পিন বল করতেন তিনি। ১৯৬৬ সালের ৩১ ডিসেম্বর জাতীয় ক্রিকেট দলের হয়ে অভিষেক হয় তাঁর। প্রতিপক্ষ ছিল ওয়েস্ট ইন্ডিজ। জীবনের শেষ টেস্ট ইনিংস খেলেছিলেন ১৯৭৯ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে। ১৯৭৪ সালে একদিনের ম্যাচে অভিষেক হয়। শেষ একদিনের ম্যাচ খেলেন ১৯৭৯ সালের বিশ্বকাপে, শ্রীলঙ্কার বিরুদ্ধে। মোট ৬৭ টেস্টে ২৬৬টি উইকেট পান বিষেণ সিং বেদি। তাঁর মৃত্যুতে শোকের ছায়া ক্রিকেট মহলে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

  • ICC World Cup 2023: বিশ্বকাপে পয়েন্ট তালিকায় শীর্ষে ভারত! সবার নিচে অস্ট্রেলিয়া, আর কে কোথায়?

    ICC World Cup 2023: বিশ্বকাপে পয়েন্ট তালিকায় শীর্ষে ভারত! সবার নিচে অস্ট্রেলিয়া, আর কে কোথায়?

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের মাটিতে বিশ্বকাপ (ICC World Cup 2023) জয়ই লক্ষ্য ভারতের। সেই পথে আপাতত মসৃণভাবেই এগোচ্ছে রোহিত-ব্রিগেড। দুরন্ত শুরু করেছে মেন ইন ব্লু। এখন বিশ্বকাপের পয়েন্ট তালিকার শীর্ষে আছে টিম ইন্ডিয়া। তিন ম্যাচে ভারতের পয়েন্ট ছয়। জিতেছে তিনটি ম্যাচেই। দাপটের সঙ্গে হারিয়েছে অস্ট্রেলিয়া, আফগানিস্তান এবং পাকিস্তানকে। নেট রানরেট +১.৮২১। 

    পয়েন্ট তালিকায় প্রথম তিন

    ভারতের মতোই বিশ্বকাপ (ICC World Cup 2023)  যাত্রা এখনও পর্যন্ত সুখের ব্ল্যাক ক্যাপসদের। জয়ের হ্যাটট্রিক করেছে নিউজিল্যান্ডও। তিনটি ম্যাচ খেলে ছয় পয়েন্টে রয়েছে তাঁদের ঝুলিতে। ভারতের থেকে শুধুমাত্র নেট রানরেটে পিছিয়ে আছে কিউইরা। তাঁদের নেট রানরেট +১.৬০৪। আপাতত বিশ্বকাপে ভারত এবং নিউজিল্যান্ডের থেকে নেট রানরেট ভালো একমাত্র প্রোটিয়াদের। নেট রানরেট +২.৩৬০। তবে আপাতত দুটি ম্যাচ খেলেছে দক্ষিণ আফ্রিকা। দু’ম্যাচের শেষে ঝুলিতে আছে চার পয়েন্ট। 

    চাপে ইংল্যান্ড

    পয়েন্ট তালিকায় চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তান। ইংল্যান্ড আফগানিস্তানের কাছে হেরে য়াওয়ায় প্রথমে চারে থাকল পাকিস্তান। রবিবার আফগানিস্তান প্রথমে ব্যাট করে ২৮৪ রান করে। ৮০ রান করেন রহুমানুল্লা গুরবাজ। আফগানিস্তানের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে ইংল্যান্ডের ইনিংস শেষ হয়ে যায় ২১৫ রানে। তিনটি করে উইকেট নেন মুজিব উর রহমান এবং রশিদ খান। এই ম্যাচে ইংল্যান্ড জিতে গেলে প্রথম চারের বাইরে চলে যেতেন বাবর আজমরা। তিনটি ম্যাচের শেষে ইংল্যান্ডের ঝুলিতে আছে দুই পয়েন্ট। একটি ম্যাচে জিতেছে। দুটি ম্যাচে হেরেছে। নেট রানরেট -০.০৮৪। অর্থাৎ এবার বিশ্বকাপে (ICC World Cup 2023) প্রবল চাপে পড়ে গিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ড। 

    আরও পড়ুন: ভারতে হবে অলিম্পিক! কবে? কী বললেন প্রধানমন্ত্রী?

    বিশ্বকাপের (ICC World Cup 2023)  পয়েন্ট তালিকায় পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ নম্বর স্থানে যথাক্রমে রয়েছে, ইংল্যান্ড, আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেদারল্যান্ডস, অস্ট্রেলিয়া। এখনও পর্যন্ত পয়েন্ট তালিকা অনুযায়ী, শেষ চারে যাওয়ার ক্ষেত্রে সুবিধাজনক অবস্থায় রয়েছে, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং নিউজিল্যান্ড। চার নম্বর স্থানের জন্য লড়াই চলছে। তবে খাতায়-কলমে এখনও পর্যন্ত সব দলের সামনেই সেমিফাইনালের রাস্তা খোলা রয়েছে। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs Pakistan: শুরু ভারত-পাক মহারণ, টসে জিতে ফিল্ডিং নিলেন রোহিত, দলে ফিরলেন শুভমান

    India vs Pakistan: শুরু ভারত-পাক মহারণ, টসে জিতে ফিল্ডিং নিলেন রোহিত, দলে ফিরলেন শুভমান

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরু হল বিশ্বকাপের ‘মারকি’ ম্যাচ। ১ লক্ষ ৩০ হাজার দর্শকাসন বিশিষ্ট নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিশ্বকাপের সবচেয়ে প্রত্যাশিত ও অপেক্ষিত ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ভারত ও পাকিস্তান। টসে জিতে বিপক্ষকে ব্যাট করতে পাঠালেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। 

    একদিনের বিশ্বকাপে অভিষেক শুভমানের

    এদিকে সুস্থ হয়েই দলে ফিরলেন শুভমান গিল। ডেঙ্গি আক্রান্ত হওয়ার কারণে অস্ট্রেলিয়া এবং আফগানিস্তানের বিরুদ্ধে খেলতে পারেননি শুভমন গিল। পাকিস্তানের বিরুদ্ধে তাঁকে খেলানো হবে কি না সেই নিয়ে চর্চা চলছিল। গতকালই গিলের ফেরা নিয়ে সাংবাদিক সম্মেলনে একটা ইঙ্গিত দিলেও একটা ধোঁয়াশা রেখেছিলেন রোহিত। তবে প্রত্যাশা ছিলই। সেটাই সত্যিই হল। এদিন টসে যাবতীয় জল্পনার অবসান ঘটালেন অধিনায়ক নিজেই। গিল আসায় প্রথম একাদশ থেকে বাদ পড়লেন ঈষান কিশান। অর্থাৎ, একদিনের বিশ্বকাপে আজ ভারতের হয়ে অভিষেক হচ্ছে শুভমানের। ভারতীয় দলে এই একটাই পরিবর্তন হয়েছে। অর্থাৎ, এই ম্যাচেও প্রথম একাদশে জায়গা হল না মহম্মদ শামির। অন্যদিকে, পাকিস্তানের দল অপরিবর্তিত রয়েছে।

    এক নজরে দেখে নেওয়া যাক দুদলের প্রথম একাদশ—

    ভারত— রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়শ আয়ার, হার্দিক পাণ্ডিয়া, রবীন্দ্র জাডেজা, শার্দূল ঠাকুর, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, জশপ্রীত বুমরা। 

    পাকিস্তান—  বাবর আজাম (অধিনায়ক), আবদুল্লা শফিক, ইমাম উল-হক, মহম্মদ রিজওয়ান, সাউদ শকিল, ইফতিকার আহমেদ, মহম্মদ নাওয়াজ, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, হারিস রউফ, হাসান আলি।

    বিস্তারিত আসছে…

     

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs Australia: বিরাটের ক্যাচ ফস্কানোই কাল! মানছেন কামিন্স, দাপুটে জয়ের পরও চিন্তায় রোহিত

    India vs Australia: বিরাটের ক্যাচ ফস্কানোই কাল! মানছেন কামিন্স, দাপুটে জয়ের পরও চিন্তায় রোহিত

    মাধ্যম নিউজ ডেস্ক: বুমরাহ, কুলদীপ, জাদেজার দুরন্ত বোলিং। স্কোরবোর্ডে অজিদের বিরুদ্ধে জয়ের জন্য দরকার মাত্র ২০০ রান। চিপকে চলছে আনন্দ উৎসব। হঠাতই স্তব্ধ চিপক। প্রথম ২ ওভারে ২ রানের বিনিময়ে তিন উইকেট হারিয়ে ধুঁকছে ভারত।  সেখান থেকেই শুরু বিরাট-রাজ। সঙ্গে ধীর স্থির লোকেশ রাহুল। ফের যেন গেল গেল রব। ব্যক্তিগত ১২ রানের মাথায় হ্যাজেলউডের বলে ক্যাচ তুলে দিলেন বিরাট। সহজ ক্যাচ মিস করেন মিচেল মার্শ। ম্যাচ শেষে অজি অধিনায়ক প্যাট কামিন্সও মেনে নিলেন যে বিরাটের ক্যাচ মিসই কাল হল অজিদের। সেখানে থেকে বিরাট কোহলি (Virat Kohli) ও কে এল রাহুল (K L Rahul) মিলে দলের স্কোরকে টেনে নিয়ে যান জয়ের দোরগোড়ায়। ৮৫ রানের ইনিংস খেলেন কোহলি। অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলেন কে এল রাহুল। 

    কী বলছেন কামিন্স

    কামিন্স বলছেন, ”আমি এই ক্যাচ মিসের বিষয়টা ইতিমধ্যেই ভুলে গিয়েছি। মার্শ যেমন প্লেয়ার, তাতে ওই ক্যাচটা নিলে হয়ত ম্যাচের ছবিটা অন্যরকম হত। হ্যাজেলউড বিশ্বমানের বোলার। ভারতীয় ব্যাটারদের সামনে অনেক কঠিন প্রশ্ন রেখেছে ও। ১০ রানের মধ্যে ৪ উইকেট যদি পড়ে যেত তবে খুবই ভাল হত। তবে তা হয়নি। ওদের বিশ্বমানের বোলিং অ্যাটাক। তিন স্পিনারই দুর্দান্ত বোলিং করেছে।” বোর্ডে পর্যাপ্ত রান ওঠেনি? কামিন্সের কথায়, “আমার মনে হয় যে ৫০ রান কম ছিল বোর্ডে। আর ৫০ রান বেশি হলে হয়ত আরও লড়াই করার পরিস্থিতি থাকত।”

    জয়ের পরও চিন্তা

    জয় দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে ভারত। প্রথম ম্যাচেই তারা অস্ট্রেলিয়াকে হারাল। এই ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স করেন ভারতীয় বোলাররা। বিশেষ করে রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব এবং জসপ্রীত বুমরাহরা। ভারতীয় বোলারদের দাপটের ফলে মাত্র ১৯৯ রানে গুটিয়ে যায় অজিরা। ডেভিড ওয়ার্নার ৪১ এবং স্টিভ স্মিথ ২৬ রান করেন। এছাড়া আর কেউই বড় রান করতে পারেননি। তবুও ভারতীয় টপ অর্ডারের ব্যর্থতা ফের ধরা পড়ল। একটা সময় ম্যাচ হেরে যাওয়ার মতো পরিস্থিতির তৈরি হয়। কিন্তু তা হতে দেননি বিরাট এবং রাহুল। এই দুই ব্যাটার নিজেদের সেরাটা দিয়ে দলকে জেতান।

    ম্যাচ শেষে ভারত অধিনায়ক বলেন, ‘আমি বেশ নার্ভাস ছিলাম। কেউ চায় না এই ভাবে নিজের ইনিংসটা শুরু হোক। অজি বোলারদের কৃতিত্ব দেওয়া উচিত, কারণ তারা ভালো জায়গায় বল করেছে। তবে এটাও ঠিক এই স্কোরে কিছু ঢিলেঢালা শটও ব্যবহার করা হয়ছে। কারণ এটা মোটেই বড় টার্গেট ছিল না। তবে সেই সব শটগুলি পাওয়ারপ্লেতে সম্ভব। তবে বিরাট এবং রাহুলকে কৃতিত্ব দেওয়া উচিত। ওরা যে পরিস্থিতি থেকে ম্যাচ জিতিয়েছে, তা এক কথায় অসাধারণ।’

    কীভাবে শেষ চারে

    প্রতিটা দল একে অপরের বিরুদ্ধে খেলবে। সবার ম্য়াচ খেলা হলে পয়েন্টের দিক থেকে শীর্ষ স্থানে থাকা চারটে দল যাবে সেমিফাইনালে। প্রতিটা দল একটা করে তাদের ম্যাচ খেলে ফেলেছে। পয়েন্ট তালিকায় শীর্ষে রয়েছে নিউজিল্যান্ড। এরপর রয়েছে যথাক্রমে দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, অস্ট্রেলিয়া, আফগানিস্তান, নেদারল্যান্ড, শ্রীলঙ্কা ও ইংল্যান্ড। এদের মধ্য়ে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান, বাংলাদেশ, ভারতের পয়েন্ট ২ করে। এই পাঁচটা দল ম্যাচ জিতেছে। তবে নেট রান রেটের জন্য নিউজিল্যান্ড শীর্ষে আর ভারত পঞ্চম স্থানে। নেট রান রেটের উপর নির্ভর করবে পরের রাউন্ডে যাওয়া।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC World Cup 2023: বিশ্বকাপের শুরুতেই ধাক্কা টিম ইন্ডিয়ার! ডেঙ্গি আক্রান্ত শুভমান, অনিশ্চিত অস্ট্রেলিয়া ম্যাচে

    ICC World Cup 2023: বিশ্বকাপের শুরুতেই ধাক্কা টিম ইন্ডিয়ার! ডেঙ্গি আক্রান্ত শুভমান, অনিশ্চিত অস্ট্রেলিয়া ম্যাচে

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপ (ICC World Cup 2023) অভিযান শুরুর আগেই বিপত্তি! চেন্নাই আসার পর জ্বরে আক্রান্ত হয়েছেন শুভমান গিল। জানা গিয়েছে  ভারতীয় ক্রিকেট দলের তারকা ওপেনার শুভমান ডেঙ্গিতে আক্রান্ত। বিসিসিআই সূত্রে খবর, শুক্রবার ফের একবার শুভমানের ডেঙ্গি পরীক্ষা করা হবে। তিনি না পারলে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে পারেন ঈশান কিষান। বোর্ড সূত্রে খবর, চেন্নাই এসে জ্বরে আক্রান্ত হয়ে পড়েছে গিল। ডেঙ্গি ধরা পড়েছে। শুক্রবার ফের পরীক্ষা হবে। তারপরই গিলকে নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

    রোহিতের সঙ্গে শুরুতে কে

    রবিবার চেন্নাইয়ে বিশ্বকাপে (ICC World Cup 2023) অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলতে নামবে ভারত। শুভমান যদি একান্তই প্রথম ম্যাচে খেলতে না পারেন, তাহলে ওপেন করতে দেখা যেতে পারে ঈশান কিশনকে। অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে বাঁহাতি ওপেনার খেলতে পারেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। লোকেশ রাহুলও দলে রয়েছেন। এক সময় তিনি ওপেন করতেন রোহিতের সঙ্গে। বিশ্বকাপের প্রথম ম্যাচে সেটাও করতে পারেন রাহুল। তবে মিডল অর্ডারেই রাহুলকে এখন বেশি পছন্দ দলের। তাই ঈশান দলে থাকায় ওপেনার হিসাবে তরুণ বাঁহাতি ব্যাটারকেই দেখা যেতে পারে।

    কবে খেলবেন গিল

    ভারতীয় শিবিরে আশঙ্কা, ডেঙ্গি আক্রান্ত গিল কয়েকটা ম্যাচে খেলতে পারবেন না। কারণ সেক্ষেত্রে পুরো সুস্থ হতে গিলের ৭ থেকে ১০ দিন লাগবে। বোর্ড সূত্রে খবর, ‘‌গিলকে নিয়ে সিদ্ধান্ত দলের চিকিৎসকরা নেবেন।’‌ প্রসঙ্গত, গত এক বছরে গিল ভারতের অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যান। সেক্ষেত্রে ১৪ অক্টোবর গুজরাটে পাকিস্তান ম্যাচের আগে গিলকে পুরোপুরি সুস্থ করে তোলার চেষ্টা করা হবে। চলতি বছরের শুরুতেই নিউ জিল্যান্ডের বিরুদ্ধে একদিনের ক্রিকেটে ডবল সেঞ্চুরি করেছিলেন শুভমান গিল। ওয়েস্ট ইন্ডিজ সফরের খারাপ পারফরম্যান্স ছেড়ে দিলে তিনি দুর্দান্ত ব্যাটিং করেছেন। ক্রিকেট বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, যদি শুভমান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে না পারেন, সেটা ভারতীয় ক্রিকেট দলের কাছে একটা বড়সড় ধাক্কা হবে। 

    আরও পড়ুন: খেলার মাঠেও প্রতারণা চিনের! নীরজদের ইচ্ছা করে হারিয়ে দেওয়ার চেষ্টা, অভিযোগ ভারতের

    স্টোইনিসের চোট

    এদিকে, চোট পেয়েছেন মার্কাস স্টোইনিস। ভারতের বিরুদ্ধে অনিশ্চিত এই অজি অলরাউন্ডারও। জানা গেছে হ্যামস্ট্রিংয়ে চোট রয়েছে স্টোইনিসের। ভারতের বিরুদ্ধে মোহালি ম্যাচে খেলার সময় স্টোইনিসের টান ধরে। তবে তা খুব গুরুতর নয় বলেই মনে করছে অজি শিবির। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Virat Kohli: শুরু বিশ্বকাপ! সামনে শুধুই সচিন, বাড়তি নেট সেশনে মন বিরাট কোহলির

    Virat Kohli: শুরু বিশ্বকাপ! সামনে শুধুই সচিন, বাড়তি নেট সেশনে মন বিরাট কোহলির

    মাধ্যম নিউজ ডেস্ক: ওডিআই বিশ্বকাপের (ICC World Cup) ঢাকে কাঠি পড়ল। দুর্গাপুজোর ঢাকের তালের সঙ্গে পাল্লা দিয়ে এগোবে বিশ্বকাপ। আগামী দেড় মাস ধরে চলবে ক্রিকেট উৎসব। এবারের বিশ্বকাপে মাঠে নেমে অন্তত একজোড়া করে ব্যক্তিগত নজির গড়তে পারেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। কোহলির সামনে হাতছানি রয়েছে বিশ্বকাপের মঞ্চেই সচিন তেন্ডুলকরের সেঞ্চুরির বিশ্বরেকর্ড ভাঙার।

    কঠোর অনুশীলন কোহলির

    ১২ বছর পর দেশের মাটিতে একদিনের বিশ্বকাপ। আজ থেকে ১৯ নভেম্বর অবধি ১০ দলের মহারণে বিশেষ নজর থাকবে ক্রিকেট প্রেমীদের। কাপযুদ্ধে নামার আগে এবার বাড়তি নেট সেশনে মন দিলেন বিরাট কোহলি (Virat Kohli)। এবারের বিশ্বকাপের আগে ভারতের যে দু’টি ওয়ার্ম আপ ম্যাচ খেলার কথা ছিল তা বৃষ্টির কারণে হয়নি। ফলে ভারতের ক্রিকেটাররা শেষ খেলেছেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজে। রাজকোটে সিরিজের তৃতীয় ওডিআইতে বিরাট ৬১ বলে ৫৬ রান করেছিলেন। ফর্মে থাকলেও কোনওরকম অলসতা নয়। পরীক্ষায় নামার আগে কড়া অনুশীলন করলেন কোহলি। চেন্নাইয়ে তাঁকে দেখা গেল নেট সেশনে বেশি সময় কাটাতে। ভারতীয় টিমের ২ ঘণ্টার ট্রেনিং সেশন ছিল। কোহলি অবশ্য আরও ৪৫ মিনিট বেশি অনুশীলন করেন।

    আরও পড়ুন: তিনটি মহাদেশে ফুটবল বিশ্বকাপ ২০৩০! ছ’টি দেশের কাঁধে আয়োজনের দায়িত্ব

    ভারতীয় দলের অনুশীলন

    বিরাট কোহলির পাশাপাশি ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাডেজা এবং কুলদীপ যাদবকেও দেখা যায় নেটে অনেকক্ষণ সময় কাটাতে। বোলিং প্র্যাক্টিস দিয়ে শুরু করে জাডেজা ব্যাটিংও ঝাঁলিয়ে নেন। কুলদীপ ও হার্দিক জোরকদমে বোলিং অনুশীলন করেন। সংক্ষিপ্ত হলেও ব্যাটিং অনুশীলনও করেন হার্দিক। দলের বাকি ক্রিকেটাররা অবশ্য অনুশীলন করেননি।

    কোহলির সামনে শুধুই সচিন

    বিরাট কোহলি ২৬৯টি ওয়ান ডে ইনিংসে ৪৭টি সেঞ্চুরি করেছেন। বিশ্বকাপের আসরে ৩টি সেঞ্চুরি করলে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৫০টি সেঞ্চুরির মাইলস্টোন ছোঁবেন তিনি। বিশ্বকাপে অন্তত ২টি শতরান করলে সচিন তেন্ডুলকরের ৪৯টি ওয়ান ডে সেঞ্চুরির বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন কোহলি।

    ছক্কা হাঁকানোর মাইলস্টোনের সামনে রো-হিট

    ছক্কা হাঁকানোর নিরিখে হিটম্যান ভারত অধিনায়ক রোহিত শর্মা বসে পড়তে পারেন শাহিদ আফ্রিদি ও ক্রিস গেইলের পাশে। রোহিত শর্মা ২৪৩টি ওয়ান ডে ইনিংসে মোট ২৯২টি ছক্কা মেরেছেন। বিশ্বকাপের আসরে ৮টি ছক্কা হাঁকালেই শাহিদ আফ্রিদি (৩৫১টি) ও ক্রিস গেইলের (৩৩১টি) পরে বিশ্বের তৃতীয় ব্যাটসম্যান হিসেবে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০টি ছক্কা হাঁকানোর মাইলস্টোন ছোঁবেন হিটম্যান। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

     

  • ICC World Cup: বাইশ গজে বিশ্বযুদ্ধ! আজ বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন, তুমুল উন্মাদনা দেশে

    ICC World Cup: বাইশ গজে বিশ্বযুদ্ধ! আজ বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধন, তুমুল উন্মাদনা দেশে

    মাধ্যম নিউজ ডেস্ক: আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তার পরেই বেজে যাবে ‘বিশ্বযুদ্ধের’ দামামা (ICC World Cup)। শুরু হবে ১০ দেশের তীব্র লড়াই। তবে, এই লড়াই হবে ক্রিকেটের রণাঙ্গনে। লড়াই হবে ব্যাট ও বলের। লড়াই হবে বাইশ গজকে কেন্দ্র করে।

    শুরু হল বিশ্বকাপের মহাযুদ্ধ

    বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ (ICC World Cup)। এই বার প্রথম এককভাবে বিশ্বকাপের আয়োজন করছে ভারত। এর আগে, এটি যৌথভাবে ১৯৮৭, ১৯৯৬ এবং ২০১১ বিশ্বকাপ আয়োজন করেছিল। এবার বিশ্বকাপের ১৩তম সংস্করণ। শেষ ওডিআই বিশ্বকাপ হয়েছিল ২০১৯ সালে। আহমেদাবাদে নির্মিত বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামে শুরু হতে চলেছে বিশ্বকাপের (CWC23) প্রথম লড়াই। গত বিশ্বকাপের দুই ফাইনালিস্ট দল — ইংল্যান্ড ও নিউজিল্যান্ড আজ উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে। বেশি বাউন্ডারি মেরে গতবারের বিশ্বকাপ জিতেছিল ইংল্যান্ড। চার বছর পর বিশ্বকাপের আসরে ফের মুখোমুখি এই দুই দল নিউজিল্যান্ড এ বার বদলা নিতে মরিয়া।

    আগামী ৪৫ দিনে ৪৮টি ম্যাচ

    আজ থেকে শুরু করে ১৯ নভেম্বর অবধি চলবে এই মেগা টুর্নামেন্ট (ICC World Cup)। ৪৫ দিন ধরে ১০টি ভেনুতে ৪৮টি ম্যাচ হবে। বিশ্বকাপের (CWC23) লড়াইয়ে অংশ নিচ্ছে ১০টি দেশের মোট ১৫০ জন ক্রিকেটার। বিশ্বকাপে অংশ নেওয়া ১০ দল হল – আফগানিস্তান, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ইংল্যান্ড, ভারত, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। এবারে বিশ্বকাপের আসর বসছে দেশের ১০টি শহরে। ভেন্যুগুলি হল— আহমেদাবাদ, মুম্বই, দিল্লি, বেঙ্গালুরু, হায়দরাবাদ, চেন্নাই, কলকাতা, লখনউ, ধর্মশালা ও পুণে।

    গুগল ডুডলে বিশ্বকাপ

    বিশ্বকাপকে (ICC World Cup) ঘিরে দেশবাসী এখন ক্রিকেট-জ্বরে আক্রান্ত। আর সেই উন্মাদনায় গা ভাসিয়েছে গুগল-ও। বিশ্বকাপ উপলক্ষে তারা প্রকাশ করেছে অভিনব ডুডল। এমনিতে, যে কোনও বিশেষ দিনকে আরও বিশেষ করে তুলতে গুগল অভিনব ব্যবস্থা নেয়। এবারও তার ব্যতিক্রম হয়নি। গুগলের অফিসিয়াল পেজে গেলেই এই ডুডল দেখতে পাওয়া যাচ্ছে। তাতে দেখা যাবে দুটি হাঁস রয়েছে। যারা ক্রিকেট খেলছে। হাঁসগুলির হাতে ব্যাট রয়েছে। দুই প্রান্তে উইকেট রয়েছে। এবং হাঁসগুলি দৌড়ে রান নিচ্ছে। আবার এই ডুডলে ক্লিক করেন, তাহলে সরাসরি টুর্নামেন্টের (CWC23) সূচিতে পৌঁছনো যাবে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC Cricket World Cup: তিরুবনন্তপুরমে ঝেঁপে বৃষ্টি! বিশ্বকাপের আগে আজ শেষ প্রস্তুতি ম্যাচ ভারতের, খেলা হবে তো?

    ICC Cricket World Cup: তিরুবনন্তপুরমে ঝেঁপে বৃষ্টি! বিশ্বকাপের আগে আজ শেষ প্রস্তুতি ম্যাচ ভারতের, খেলা হবে তো?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপ (ICC Cricket World Cup) শুরু আগামী শুক্রবার। ভারতের প্রথম ম্যাচ সোমবার অর্থাৎ ৮ তারিখ। প্রতিপক্ষ পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। বিশ্বকাপের আগে প্রতিটা টিম ২টি করে গা-ঘামানোর ম্যাচ পেয়েছে। এটা অনেকটা প্র্যাকটিক্যাল অনুশীলেনের মতো। আজ তিরুবনন্তপুরমে দ্বিতীয় তথা শেষ প্রস্তুতি ম্যাচে নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামার কথা টিম ইন্ডিয়ার (India At CWC23)। 

    তিরুবনন্তপুরমেও বৃষ্টির ভ্রুকুটি

    তবে, ভারতের খেলা আদৌ সম্ভব হবে কিনা, তা এখনই জোর গলায় বলা যাচ্ছে না। কারণ, দক্ষিণ ভারতের এই শহরের ওপর এখন মেঘের ঘনঘটা। শেষ খবর মেলা পর্যন্ত, তিরুবনন্তপুরমে অঝোরে বৃষ্টি হচ্ছে। গতকালও এই মাঠে দক্ষিণ আফ্রিকা বনাম নিউজিল্যান্ডের মধ্যে গা-ঘামানোর ম্যাচটিও বৃষ্টি-বিঘ্নিত হয়। শেষমেশ, ডাকওয়ার্থ লুইস নিয়মে খেলার মীমাংসা হয়। এর আগে, গুয়াহাটিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের (India At CWC23) প্রথম গা-ঘামানোর ম্যাচ পুরোটাই বৃষ্টিতে ভেস্তে যায়।

    সেই দিক থেকে, আজকের ম্যাচও যদি বিঘ্নিত হয়, তাহলে প্রস্তুতি ছাড়াই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নেমে পড়তে হবে রোহিত-বাহিনীকে। যদিও, এই ম্যাচ নিয়ে বেশি মাথাব্যথা নেই ভারত অধিনায়কের (India At CWC23)। কারণ, কিছুদিন আগেই এই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ঘরের মাঠে তিন ম্যাচের একদিনের সিরিজ খেলেছে মেন ইন ব্লু-রা। সিরিজ জিতেছে ২-১ ফলে। টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্টের মতে, সেখানেই প্রয়োজনীয় গা-ঘামানো হয়ে গিয়েছে। 

    চোটমুক্ত থাকাই লক্ষ্য

    বর্তমানে, টিম ইন্ডিয়ার লক্ষ্য একটাই। সকলে যাতে বিশ্বকাপে (ICC Cricket World Cup) ফর্মে থাকে এবং চোটমুক্ত থাকে। এই মুহূর্তে, ভারতীয় দলে চোট সংক্রান্ত তেমন কোনও খবর নেই। যা স্বস্তি দেবে অধিনায়ক রোহিতকে (India At CWC23)। ফলে, ম্যাচ প্র্যাকটিস না হলেও, নিজেদের মধ্যে নেট প্র্যাকটিস ও জিম সেশনের মাধ্যমে ফিটনেসের ওপরই জোর দিচ্ছে ভারতীয় দল। রবিবারই শহরে পৌঁছে গিয়েছিল ভারতীয় দল। ঐচ্ছিক থাকলেও, ভারতীয় দল সোমবার মাঠে নেমে অনুশীলন করেছে।

    বিরাট কোহলি কি খেলবেন? 

    তবে, দলের সঙ্গে তিরুবনন্তপুরমে যোগ দেননি স্টার ক্রিকেটার বিরাট কোহলি (Virat Kohli)। জানা গিয়েছে, তিনি মুম্বইতে গিয়েছেন বাড়িতে। ফলে, ভারতের যদি আজকের ম্যাচ (ICC Cricket World Cup) হয়, তাতে বিরাট কোহলি খেলবেন কিনা, তা নিয়ে প্রশ্ন রয়েছে। যদিও, ভারতীয় দল সূত্রে খবর, প্রস্তুতি ম্যাচে খেলতে সমস্যা নেই। ম্যাচের আগেই কোহলি দলের সঙ্গে যোগ দেবেন। দলের সূত্রে জানা গিয়েছিল, ভারতের প্রাক্তন অধিনায়ক টিম ম্যানেজমেন্টের কাছে ছুটির আবেদন করেছিলেন। ব্যক্তিগত কারণেই তিনি ছুটি নিয়ে গুয়াহাটি থেকে সরাসরি মুম্বইয়ে ফিরেছেন বলে দাবি করা হয়। জানা গিয়েছিল, সোমবার রাতের মধ্যে তার তিরুবনন্তপুরমে চলে আসার কথা। যদি কোনও ভাবে আসতে না পারেন, বিরাটকে বাদ দিয়েই নামাতে হবে টিমকে (India At CWC23)। তবে, কোহলি দলের সঙ্গে পুনরায় যোগ দিয়েছেন কিনা, তা দলের তরফে মঙ্গলবার স্পষ্ট করা হয়নি।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     
  • India vs England: ছন্দে রোহিতরা! আজ প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি ভারত

    India vs England: ছন্দে রোহিতরা! আজ প্রথম প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের (ICC ODI World Cup 2023) বৃত্তে ঢুকে পড়েছেন রোহিত শর্মারা। আজ, শনিবার গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে টিম ইন্ডিয়ার (India vs England) প্রথম প্রস্তুতি ম্যাচ। প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। এই ম্যাচে দুই দলই চাইবে সঠিক কম্বিনেশন খুঁজে নেওয়ার। সুযোগ রয়েছে ১৫ জন ক্রিকেটারকে ঘুরিয়ে ফিরিয়ে সুযোগ দেওয়ার। যেহেতু ওয়ার্ম-আপ ম্যাচ, তাই দুই শিবিরও পুরো শক্তি নিয়ে হয়তো ঝাঁপাতে চাইবে না।

    ছন্দে টিম ইন্ডিয়া

    দারুণ ছন্দে রয়েছে টিম ইন্ডিয়া। সদ্য জিতেছে এশিয়া কাপ। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে ২-১ ব্যবধানে একদিনের সিরিজে হারিয়েছে রোহিত ব্রিগেড। তাই চোট পেয়ে শেষ মুহূর্তে বিশ্বকাপ থেকে অক্ষর প্যাটেল ছিটকে গেলেও তেমন বিচলিত নয় ভারতীয় টিম ম্যানেজমেন্ট। কারণ, বিকল্প হিসেবে দলে ঢুকেছেন রবিচন্দ্রন অশ্বিন। বর্ষীয়ান এই অফস্পিনার ২০১১ সালে বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন। খেলেছেন ২০১৫ বিশ্বকাপও। সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চাইছে ভারত। স্বাভাবিকভাবেই ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে আকর্ষণের কেন্দ্রবিন্দুতে থাকবেন অশ্বিনই।

    দুরন্ত ফর্মে বোলাররা

    লড়াইটা হতে চলেছে মূলত ইংল্যান্ডের ব্যাটিংয়ের সঙ্গে ভারতীয় বোলিংয়ের। একদিকে, জস বাটলার, জনি বেয়ারস্টো, জো রুট, বেন স্টোকস, দাবিদ মালান ও লিয়াম লিভিংস্টোনের মতো তারকার উপস্থিতি। অন্যদিকে, ভারতীয় বোলাররাও দুরন্ত ফর্মে। তাই একে অপরকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা চলবে। তবে ভারতীয় ব্যাটিংকে একেবারে উড়িয়ে দেওয়ার কোনও সুযোগ নেই। ফর্মে আছেন শুভমান গিল। রানে ফিরেছেন বিরাট রোহিত শর্মা। তাছাড়া বিরাট কোহলি, লোকেশ রাহুল, শ্রেয়স আয়াররা বড় ইনিংস খেলে খোশ মেজাজে। এই পরিস্থিতিতে ইংল্যান্ডের বোলারদেরও কঠিন পরীক্ষায় পড়তে হবে।

    কী বললেন দ্রাবিড়

    বিশ্বকাপ (ICC ODI World Cup 2023) প্রসঙ্গে দ্রাবিড় বলেন, ‘‘আগে উপমহাদেশের উইকেটে আমরা যে সুবিধা পেতাম সেটা আর এখন পাই না। কারণ, গত ১০ বছরে বিদেশি ক্রিকেটারেরা ভারতের মাটিতে অনেক বেশি ক্রিকেট খেলছে। বিশেষ করে আইপিএলের মতো প্রতিযোগিতায় দু’মাস ভারতে থাকছে তারা। ফলে এখানকার উইকেটের সঙ্গে অনেক বেশি মানিয়ে নিতে পারছে। তাই বিশ্বকাপে ঘরের মাঠের সুবিধা আমরা পাব না।’’ ভারতীয় কোচ বলেন, ‘‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। দলের ক্রিকেটারদের মধ্যে আত্মবিশ্বাস আছে। বিশ্বকাপে ভালো খেলতে মুখিয়ে তারা। আশা করছি, নিজেদের সেরা খেলাটা খেলতে পারব। বিশ্বকাপে ভাল ফল করতে পারব।’’

    আরও পড়ুন: ফের দেশকে পদক এনে দিলেন শ্যুটাররা, রুপো দিয়ে শনিবার শুরু ভারতের

    হারল পাকিস্তান

    এদিকে, শুক্রবার হায়দরাবাদে অনুষ্ঠিত ওয়ার্ম-আপ ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। তবে বাবরের ৮০ রিজওয়ানের সেঞ্চুরির (১০৩) উপর ভর করে পাক দল প্রথমে ব্যাট করে ৫ উইকেটে ৩৪৫ রান তুলেছিল। যা দেখে অনেকেরই হয়তো মনে হয়েছিল, কিউয়িদের পক্ষে এই রান চেজ করা সম্ভভ হবে না। কিন্তু টিম গেমে অসাধ্য সাধন করে নিউজিল্যান্ড। মাত্র ৪৩.৪ ওভারেই তারা লক্ষ্য হাসিল করে। ওপেনার রাচিন রবীন্দ্র (৯৭) অল্পের জন্য শতরান হাতছাড়া করেন। বড় রান পেলেন কেন উইলিয়ামসন (৫৪), ড্যারিল মিচেল (৫৯)। ঝোড়ো ব্যাটিং করেন মার্ক চ্যাপম্যানও (অপরাজিত ৬৫)। 

    জিতল বাংলাদেশ

    এদিকে, শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে চমক দিল বাংলাদেশও। তামিম বিতর্কে বেশ চাপে ছিলেন সাকিব-আল-হাসান। তার উপর চোট, তাই এই ম্যাচে তিনি খেলেননি। তাতেও অবশ্য দল জিতেছে। যা বিশ্বকাপের মূল পর্বে মাঠে নামার আগে বাংলাদেশের ক্রিকেটারদের মনোবল চাঙ্গা করবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share