Tag: Team India

Team India

  • India Vs West Indies: এক ডজন উইকেট অশ্বিনের! তিন দিনেই প্রথম টেস্ট জিতে নিল ভারত

    India Vs West Indies: এক ডজন উইকেট অশ্বিনের! তিন দিনেই প্রথম টেস্ট জিতে নিল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: জয় দিয়ে ক্যারিবিয়ান সফর (India Vs West Indies) শুরু করল টিম ইন্ডিয়া। মাত্র তিন দিনেই প্রথম টেস্ট ১৪১ রানে জিতে নিল রোহিত বাহিনী। দুই ম্যাচের সিরিজে ভারত এগিয়ে গেল ১-০ ব্যবধানে। ম্যাচের অন্যতম নায়ক স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। দুই ইনিংস মিলিয়ে নিলেন ১২টি উইকেট। যার মধ্যে দ্বিতীয় ইনিংসে তিনি ৭ ক্যারিবিয়ান ব্যাটসম্যানকে আউট করেছেন।

    দুর্বল ওয়েস্ট ইন্ডিজ

    এই ফল প্রত্যাশিতই। কারণ সদ্য বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা ভারতের বিরুদ্ধে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার তেমন শক্তি নেই এই ওয়েস্ট ইন্ডিজ (India Vs West Indies) দলের। বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জনে ব্যর্থ হয়েছে তারা। ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেট ঐতিহ্য ও পরম্পরা এখন অনেকটাই ফিকে। তাই প্রথম টেস্টে কার্লোস ব্রেথওয়েটের নেতৃত্বাধীন দলটি বিরাট কোহলিদের সঙ্গে পেরে উঠবেন না সেটা বোঝাই গিয়েছিল। তবে এভাবে তিন দিনে ম্যাচ শেষ হয়ে যাবে, তা কিছুটা বিস্মিত করেছে ক্রিকেট মহলকে।

    মন্থর ব্যাটিং বিরাটের

    প্রথম ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ গুটিয়ে গিয়েছিল ১৫০ রানে। জবাবে ভারত ৫ উইকেট ৪১২ রান তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয়। যশস্বী জয়সওয়াল ১৭১ রান করে আউট হন। বিরাট কোহলির সংগ্রহ ৭৬। যদিও একটা সময় মনে হয়েছিল, রোহিত, যশস্বীদের পথে হেঁটে কোহলিও সেঞ্চুরি হাঁকাবেন। তা হয়নি। কোহলি বেশ মন্থর ব্যাটিং করেন। ১৮২টি বল খেলেন ভিকে। ওয়েস্ট ইন্ডজের মতো দলের বিরুদ্ধ এত সাবধানী ক্রিকেট খেলার যৌক্তিকতা নিয়ে উঠছে প্রশ্ন। তবে ব্যাট হাতে ব্যর্থ হন অজিঙ্কা রাহানে। ভারত প্রথম ইনিংসে ২৭১ রানের লিড নেয়।

    আরও পড়ুন: এলিট ক্লাবে যশস্বী! প্রথম টেস্টে বড় রানের ইনিংস গড়ছে ভারত

    ফের দুরন্ত অশ্বিন

    জবাবে ব্যাট করতে নেমে তাসের ঘরের মতো ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ইনিংস। আসলে উইকেট হয়ে উঠেছিল স্পিন সহায়ক। তাই ভারত অধিনায়ক রোহিত শর্মা অশ্বিনের হাতে বল তুলে দিতে দেরি করেননি। দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ মাত্র ৫০.৩ ওভার ব্যাট করেছে। আর তার মধ্যে ভারতের দুই স্পিনার অশ্বিন ও জাদেজা হাত ঘুরিয়েছেন ৪২.৩ ওভার। তার মধ্যে অশ্বিন ৭টি ও জাদেজা ২টি উইকেট ঝুলিতে পুরে নেন। বাকি উইকেট মহম্মদ সিরাজের। তবে টিম ইন্ডিয়ার এই সহজ জয়ে উঠছে অনেক প্রশ্ন। এমন সিরিজ খেলা কি খুবই প্রয়োজন? যেখানে লড়াই শব্দটাই নেই। একপেশে ম্যাচ। যা ঘণ্টার পর ঘণ্টা দেখার মতো ধৈর্য বা আগ্রহ নেই দর্শকদের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • India Vs West Indies: এলিট ক্লাবে যশস্বী! প্রথম টেস্টে বড় রানের ইনিংস গড়ছে ভারত 

    India Vs West Indies: এলিট ক্লাবে যশস্বী! প্রথম টেস্টে বড় রানের ইনিংস গড়ছে ভারত 

    মাধ্যম নিউজ ডেস্ক: রঞ্জি ট্রফি এবং আইপিএলে ভাল খেলার ফলে ডাক পেলেন ভারতীয় দলে। প্রথম সুযোগই কাজে লাগালেন ২১ বছরের তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল। অভিষেক টেস্টেই শতরান করলেন যশস্বী। বুঝিয়ে দিলেন ভারতীয় দলে তাঁকে নেওয়ার সিদ্ধান্ত ভুল ছিল না। যশস্বী ও অধিনায়ক রোহিত শর্মার জোড়া শতরানে ভর করে প্রথম টেস্টে চালকের আসনে টিম ইন্ডিয়া। দ্বিতীয় দিনের শেষে ভারতের স্কোর ৩১২ রানে ২ উইকেট। ক্রিজে (India Vs West Indies ) রয়েছেন যশস্বী জয়সওয়াল ও বিরাট কোহলি।

    অভিষেক টেস্টে শতরান

    যশস্বী ১৭তম ভারতীয় ব্যাটার যিনি অভিষেক টেস্টে শতরান করলেন। ভারতীয়দের মধ্যে প্রথম এই কীর্তি গড়েছিলেন লালা অমরনাথ। ১৯৩৩ সালে তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে নিজের প্রথম ম্যাচে শতরান করেছিলেন। এর পর একাধিক ক্রিকেটার নিজের প্রথম টেস্টে শতরান করেছেন। তাঁদের মধ্যে গুন্ডাপ্পা বিশ্বনাথ, মহম্মদ আজহারউদ্দিন, সৌরভ গঙ্গোপাধ্যায়, বীরেন্দ্র সহবাগ, সুরেশ রায়না, শিখর ধাওয়ানেরা রয়েছেন। ২০২১ সালে অভিষেক হয় শ্রেয়স আয়ারের। তিনিই শেষ ভারতীয় যিনি অভিষেক টেস্টে শতরান করেছিলেন। তার আগে ২০১৮ সালে পৃথ্বী শ অভিষেক টেস্টে শতরান করেছিলেন।

    ওয়েস্ট ইন্ডিজের মাটিতে যশস্বীই প্রথম ভারতীয় যিনি অভিষেক টেস্টে শতরান করলেন। অভিষেক ম্যাচের টুপি পেয়েছিলেন রোহিত শর্মার হাত থেকে। তাঁর সঙ্গে জুটি গড়েই শতরান করলেন যশস্বী। রোহিতও অভিষেক টেস্টে শতরান করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধেই।

    আরও পড়ুন: রান পেলেন রোহিত, অভিষেকেই শতরান যশস্বীর, দুরন্ত ভারত

    বড় রানের পথে ভারত

    প্রথম দিন যেখানে শেষ করেন, দ্বিতীয় দিন সেখান থেকেই শুরু করেছিলেন যশস্বী। বিনা উইকেটে ৮০ রান থেকে দ্বিতীয় দিনের খেলা শুরু করে ভারত। সেখান থেকে ফের ঠান্ডা মাথায় দলের ইনিংস গড়েন টেস্টে ভারতের নতুন ওপেনিং জুটি। রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়ালের ডানহাত-বাঁ হাতি কম্বিনেশন অভিষেকে সুপার হিট। ক্রিজে টিকে থাকার পাশাপাশি প্রয়োজন মত আক্রমণাত্মক শটও খেলেন দুই ব্যাটার। নিজেদের শতরানের পার্টনারশিপ পূরণ করে ফেলেন। দলের ২২৯ রানের মাথায় ব্যক্তিগত ১০৩ রান করে আউট হন ভারত অধিনায়ক। যশস্বীকে ওপেনিং স্লট ছেড়ে দেওয়া শুভমন গিল প্রথম ডাউন এসে বড় রান করতে পারেননি। ৬ রান করে আউট হন। এরপর দিনের শেষ পর্যন্ত ব্যাটিং করেন যশস্বী ও বিরাট। দিনের শেষে ১৪৩ রানে যশস্বী জয়সওয়াল ও ৩৬ রান বিরাট কোহলি অপরাজিত রয়েছেন।  তৃতীয় দিন বড় রান গড়াই লক্ষ্য ভারতের।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • WI vs IND: ক্যারিবিয়ান সফরের জন্য দল ঘোষণা ভারতের

    WI vs IND: ক্যারিবিয়ান সফরের জন্য দল ঘোষণা ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রত্যাশামতোই ক্যারিবিয়ান সফরের (India Tour of West Indies) জন্য টেস্ট ও একদিনের সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই (BCCI)। টেস্ট, ওডিআই এবং টি-২০ সিরিজ খেলা হলেও আপাতত ওডিআই এবং টেস্ট সিরিজের জন্য দল ঘোষণা করা হয়েছে। টি-২০ সিরিজের জন্য দল কবে ঘোষণা করা হবে তা জানা যায়নি। টেস্ট ও একদিনের দলে সুযোগ পেয়েছেন বাংলার পেসার মুকেশ কুমার (Mukesh Kumar)।  আগামী ১২ জুলাই থেকে শুরু হবে ক্যারিবিয়ান সফর। 

    ক্যারিবিয়ান সফরে টেস্ট দল

    রোহিত শর্মা, বিরাট কোহলিদের রেখে দল তৈরি করল ভারতীয় বোর্ড। কিন্তু রাখা হল না চেতেশ্বর পুজারাকে। দলে নেই উমেশ যাদব, মহম্মদ শামিও। সুযোগ পেয়েছেন বাংলার পেসার মুকেশ কুমার। সহ-অধিনায়ক করা হল অজিঙ্ক রাহানেকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে হারের পর দলে বদলের কথা বলেছিলেন রোহিত। ওয়েস্ট ইন্ডিজ সফরেই সেই বদল দেখা যাচ্ছে। একের পর এক টেস্টে ব্যর্থ হওয়া পুজারাকে বাদ দিয়েছে দল। তাঁর জায়গায় দলে এসেছেন তরুণ যশস্বী জয়সওয়াল। নেওয়া হয়েছে রঞ্জিতে ভাল খেলা রুতুরাজ গায়কোয়াড়কে।

    আইপিএলে টানা খেলে যাওয়ার পর বিশ্রাম দেওয়া হয়েছে মহম্মদ শামিকে। বিশ্বকাপের কথা মাথায় রেখেই বিশ্রাম দেওয়া হয়েছে বাংলার পেসারকে। ক্যারিবিয়ান সফরে নিয়ে যাওয়া হচ্ছে না উমেশ যাদবকেও। ফাইনালে তাঁর বোলিং নিয়ে প্রশ্ন উঠেছিল। শামি, উমেশকে বসিয়ে টেস্ট দলে নেওয়া হয়েছে নবদীপ সাইনি এবং মুকেশ কুমারকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দলে থাকা মহম্মদ সিরাজ এবং জয়দেব উনাদকট এই দলেও রয়েছেন।টেস্টে উইকেটরক্ষক হিসাবে শ্রীকর ভরত এবং ঈশান কিষনকে দলে নেওয়া হয়েছে। স্পিনার হিসাবে নেওয়া হয়েছে রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা এবং অক্ষর পটেলকে। অলরাউন্ডার শার্দূল ঠাকুরও দলে রয়েছেন। 

    আরও পড়ুন: ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করল আইসিসি

    ক্যারিবিয়ান সফরে একদিনের দল

    এক দিনের দলে সূর্যকুমার যাদবকে রাখা হলেও টেস্ট দলে নেই তিনি। ৫০ ওভারের দলে ফেরানো হয়েছে উইকেটকিপার সঞ্জু স্যামসনকে। সেই দলে রয়েছেন সহ-অধিনায়ক হার্দিক পান্ডিয়া। স্পিন বিভাগ সামলাবেন যুজবেন্দ্র চাহাল এবং কুলদীপ যাদব। সেই দলে রয়েছেন পেসার উমরান মালিক।

    এক দিনের দলে সূর্যকুমার যাদবকে রাখা হলেও টেস্ট দলে নেই তিনি। ৫০ ওভারের দলে ফেরানো হয়েছে উইকেটরক্ষক সঞ্জু স্যামসনকে। সেই দলে রয়েছেন সহ-অধিনায়ক হার্দিক পাণ্ড্য। সাদা বলের ক্রিকেটে বাদ অশ্বিন। স্পিন বিভাগ সামলাবেন যুজবেন্দ্র চহাল এবং কুলদীপ যাদব। সেই দলে রয়েছেন পেসার উমরান মালিক। বিদেশের মঞ্চে দলের শক্তি দেখাতে গুরুত্বপূর্ণ এই সিরিজ। দুটো সিরিজেই অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। এটা রোহিতের কাছেও চ্যালেঞ্জের। এই টেস্ট দিয়েই শুরু হবে WTC-এর নতুন সাইকেল আর বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে এই সিরিজ দিয়ে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • World Test Championship: ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করল আইসিসি

    World Test Championship: ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের সূচি ঘোষণা করল আইসিসি

    মাধ্যম নিউজ ডেস্ক: চির প্রতিদ্বন্দ্বি অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে অ্যাশেজ সিরিজ দিয়েই শুরু হচ্ছে ২০২৩-২৫ টেস্ট চ্যাম্পিয়নশিপের (Test Championship Final)  যাত্রা। ২০২১-২৩ টেস্ট চ্যাম্পিয়নশিপের (World Test Championship) ফাইনালে ভারতকে ২০৯ রানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে অস্ট্রেলিয়া (END vs AUS)। ২০২৫ সালে লর্ডসে ফাইনাল ম্যাচ আয়োজিত হবে। অর্থাৎ টেস্ট চ্যাম্পিয়নশিপের পরপর তিনটি ফাইনালের জন্য ইংল্যান্ডের স্টেডিয়ামের নাম ঘোষণা করা হল। 

    কঠিন লড়াই ভারতের

    ৯ দলীয় ডব্লুটিসির যে সূচি আইসিসি দিয়েছে, তাতে করে বিসিসিআইয়ের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। তৃতীয়বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠতে গেলে কঠিন পথ পেরোতে হবে ভারতকে। দ্য চ্যাম্পিয়ন হওয়া অস্ট্রেলিয়াকেও তুলনামূলক কঠিন পথ পার করতে হবে। সেই তুলনাই অনেকটাই সহজ পথ পেরতে হবে দক্ষিণ আফ্রিকাকে। আগের মতই পয়েন্টের শতকরা হিসেবে নির্ধারণ করা হবে দুই ফাইনালিস্টকে।

    শুরু হচ্ছে অ্যাশেজ

    দুই বছরের এই চক্রে সবকটি দলকেই কমপক্ষে তিনটি হোম এবং তিনটি অ্যাওয়ে সিরিজ খেলতে হবে। অফিসিয়ালি এই তৃতীয় ডব্লুটিসির আসর শুরু হচ্ছে আসন্ন অ্যাশেজ সিরিজ দিয়ে। ১৬ জুন থেকে এজবাস্টন টেস্টের মধ্যে দিয়ে শুরু হবে এই অ্যাশেজ। গত বারের চ্যাম্পিয়নরা এজবাস্টনের পাশাপাশি এবারের অ্যাশেজে খেলবে লর্ডস, লিডস, ম্যাঞ্চেস্টার এবং দ্য ওভালে। অ্যাশেজের প্রথম টেস্টের জন্য় প্রথম একাদশ ঘোষণা করল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড। মূলত তিন পেসার নিয়েই আক্রমণে নামতে চলেছে ইংল্যান্ড শিবির। স্টুয়ার্ট ব্রড, জেমন অ্য়ান্ডারসন ও ওলি রবিনসনকে একাদশে রাখা হয়েছে। তবে বাদ দিয়েছেন মার্ক উড। উইকেট কিপার ব্যাটার হিসেবে খেলবেন জনি বেয়ারস্টো। 

    আরও পড়ুন: লক্ষ্যভেদ! তিরন্দাজি বিশ্বকাপে বিশ্বরেকর্ড ভারতের ১৬ বছরের মেয়ে অদিতির

    ভারত তাদের এই ডব্লুটিসির সফর শুরু করছে আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সফর দিয়ে। আগের বারের মতন এবারও জয়ী দল পাবে ১২ পয়েন্ট। টাই হলে পাবে ছয় পয়েন্ট এবং ড্র হলে পাবে চার পয়েন্ট। এই চক্রে অজিরা ন’টি অ্যাওয়ে টেস্ট খেলবে। ভারত ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিরুদ্ধে তিনটি, ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি, এবং বাংলাদেশের বিরুদ্ধে দু’টি টেস্টে খেলবে। এ ছাড়াও তারা ওয়েস্ট ইন্ডিজে গিয়ে দু’টি, অস্ট্রেলিয়াতে গিয়ে পাঁচটি এবং দক্ষিণ আফ্রিকাতে গিয়ে দু’টি ম্যাচের টেস্ট সিরিজ খেলবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • IND vs WI: ক্যারিবিয়ান সফরে টিম ইন্ডিয়ার পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি ঘোষিত

    IND vs WI: ক্যারিবিয়ান সফরে টিম ইন্ডিয়ার পূর্ণাঙ্গ ক্রীড়াসূচি ঘোষিত

    মাধ্যম নিউজ ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি ঘোষণা করল বিসিসিআই। আগামী ১২ জুলাই শুরু হবে টিম ইন্ডিয়ার ওয়েস্ট ইন্ডিজ (IND vs WI) সফর। যদিও ভারতীয় দল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে পৌঁছে যাবে অনেক আগেই। ওয়েস্ট ইন্ডিজে ২টি টেস্ট, ৩টি ওয়ান ডে ও ৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচ খেলবে ভারত। 

    শততম ম্যাচ

    ১২ জুলাই থেকে ১৬ জুলাই প্রথম টেস্ট। ২০-২৪ জুলাই দ্বিতীয় টেস্ট। দু’টি টেস্টই পরের মরসুমের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। দ্বিতীয় টেস্ট ম্যাচটি উভয় দলের কাছে মাইলস্টোন। কেননা এটি উভয় দেশের মধ্যে আয়োজিত ১০০তম টেস্ট ম্যাচ হতে চলেছে। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের সিইও জনি গ্রেভ বলেছেন, “ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফরের সূচি ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। এই সিরিজে কুইন্স পার্ক ওভালে (ত্রিনিদাদ) শততম টেস্ট আয়োজন করছি আমরা। দুই ঐতিহ্যশালী দেশের ক্রিকেট ম্যাচ হতে চলেছে। এর থেকে বড় গর্বের আর কিছু হয় না।” ২৭ জুলাই শুরু হবে ওয়ান ডে সিরিজ। প্রথম টি-টোয়েন্টি ম্যাচটি হবে ৩ অগস্ট। ১২ এবং ১৩ অগস্ট রয়েছে টি-টোয়েন্টি সিরিজের শেষ দু’টি ম্যাচ হবে আমেরিকার ফ্লোরিডার লডারহিলে।

    আরও পড়ুন: বাবা হচ্ছেন সুনীল! অধিনায়কের জয়সূচক গোলে ফাইনালে ভারত

    কবে, কোথায়, কখন ম্যাচ

    টেস্ট সিরিজের সূচি: ভারতীয় সময় সন্ধে ৭.৩০টায় শুরু হবে টেস্ট ম্যাচ

    প্রথম টেস্ট: ১২-১৬ জুলাই (উইন্ডসর পার্ক, ডমিনিকা)
    দ্বিতীয় টেস্ট: ২০-২৪ জুলাই (কুইন্স পার্ক ওভাল, ত্রিনিদাদ) 

    ওয়ান ডে সিরিজের সূচি: প্রতিটি ম্যাচই শুরু হবে ভারতীয় সময় সন্ধে ৭টা থেকে

    প্রথম ওয়ান ডে: ২৭ জুলাই (কেনিংটন ওভাল, বার্বাডোজ)
    দ্বিতীয় ওয়ান ডে: ২৯ জুলাই (কেনিংটন ওভাল, বার্বাডোজ)
    তৃতীয় ওয়ান ডে: ১ অগস্ট (ব্রায়ান লারা স্টেডিয়াম, ত্রিনিদাদ)

    টি-২০ সিরিজের সূচি:

    প্রথম টি-২০: ৩ অগস্ট (ব্রায়ান লারা স্টেডিয়াম, ত্রিনিদাদ)
    দ্বিতীয় টি-২০: ৬ অগস্ট (গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম, গায়ানা)
    তৃতীয় টি-২০: ৮ অগস্ট (গায়ানা ন্যাশনাল স্টেডিয়াম, গায়ানা)
    চতুর্থ টি-২০: ১২ অগস্ট (সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক, ফ্লোরিডা)
    পঞ্চম টি-২০: ১৩ অগস্ট (সেন্ট্রাল ব্রোওয়ার্ড রিজিওনাল পার্ক, ফ্লোরিডা)

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • Sourav Ganguly: ‘ওয়াই’ থেকে ‘জেড’ ক্যাটেগরি! সৌরভের নিরাপত্তা বাড়াল নবান্ন, কেন?

    Sourav Ganguly: ‘ওয়াই’ থেকে ‘জেড’ ক্যাটেগরি! সৌরভের নিরাপত্তা বাড়াল নবান্ন, কেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক তথা প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) নিরাপত্তা (Sourav Ganguly Security) আরও বাড়ানো হল। আগে ‘ওয়াই’ ক্যাটাগরির নিরাপত্তা পেতেন তিনি। এখন থেকে ‘জেড’ ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হবে তাঁকে। 

    সবসময় নিরাপত্তা

    ব্যক্তিগত কারণে নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে সৌরভের (Sourav Ganguly) ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে। রাজ্য সরকারের থেকেই ‘জেড’ ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হবে সৌরভকে। ডিরেক্টর অব সিকিউরিটি থেকে অর্ডার এসেছে লালবাজারে। তাঁকে ‘জেড’ ক্যাটাগরি সিকিউরিটি দেওয়া হবে। রাউন্ড দ্য ক্লক সিকিউরিটি। ‘জেড’ ক্যাটাগরি নিরাপত্তার কারণে সৌরভের সঙ্গে সব সময় দু’জন বিশেষ নিরাপত্তা আধিকারিক থাকবেন। সৌরভের বাড়ি এবং তিনি যেখানে যাবেন সেখানেই এই দুই নিরাপত্তা আধিকারিক যাবেন। সব সময় একটি বিশেষ গাড়ি থাকবে তাঁর সঙ্গে। ২১ মে থেকে এই বাড়তি নিরাপত্তা পাবেন সৌরভ। তাঁর বাড়ির নিরাপত্তাও ২৪ ঘণ্টার জন্য বাড়ানো হচ্ছে। 

    আরও পড়ুন: এগরায় বিস্ফোরণ হওয়া সেই বাজি কারখানার মালিক তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য

    কী কারণে হঠাৎ তড়িঘড়ি বাড়ানো হল সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) সেই বিষয়ে সঠিকভাবে কোনও কিছু জানা যায়নি। পরিবারের তরফ থেকেও কেও প্রতিক্রিয়া দেয়নি। তবে সূত্রের খবর, ব্যক্তিগত কারণে সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেই চেয়েছিলেন নিরাপত্তা বৃদ্ধি করতে। দেড় দশক আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সৌরভ। তারপর কয়েক বছর আইপিএলে খেললেও ক্রিকেট প্রশাসনের দিকেই তাঁর মন ছিল। প্রথমে সিএবি প্রেসিডেন্ট ও পরে বিসিসিআই প্রেসিডেন্ট হন তিনি। বর্তমানে দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অফ ক্রিকেট হিসেবে যুক্ত রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই অর্থে এখন তিনি দেশ বা রাজ্য ক্রিকেটের বড় পদে নেই। তারপরেও কেন এই নিরাপত্তা বেষ্টনী আরও বাড়ানো হল সে ব্যাপারে নবান্নের তরফে কিছু স্পষ্ট করা হয়নি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Wriddhiman Saha: বিরাট প্রশংসা! ঋদ্ধিকে টেস্ট বিশ্বকাপ দলে ফেরানোর দাবি জোরদার

    Wriddhiman Saha: বিরাট প্রশংসা! ঋদ্ধিকে টেস্ট বিশ্বকাপ দলে ফেরানোর দাবি জোরদার

    মাধ্যম নিউজ ডেস্ক: সিনিয়র টেস্ট দল থেকে উপেক্ষিত হওয়ার জবাবটা যেন দিলেন ঋদ্ধি (Wriddhiman Saha)। গুজরাট টাইটান্সের হয়ে ৮১ রানের বিধ্বংসী ইনিংস, মনে থাকবে অনেক দিন। রবিবার, কার্যত খুনে মেজাজে আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামের ২২ গজে ব্যাটিং করলেন ঋদ্ধিমান সাহা। তাঁর ব্যাটিং দেখার পর আপ্লুত ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। আইপিএলে দুরন্ত ফর্মে রয়েছেন বাংলার কিপার। আইপিএল শেষ হলেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আসর। লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে উইকেটের পিছনে ঋদ্ধিকেই দেখতে চান সমর্থকরা।  

    দুরন্ত ছন্দে ঋদ্ধি

    মহেন্দ্র সিং ধোনি পরবর্তী অধ্যায়ে ভারতীয় সিনিয়র দলের সেরা উইকেট রক্ষকের নাম হতে পারে ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। ভক্তরা তাঁকে আদর করে ‘পাপালি’ বলে ডাকেন। একটা সময়ে ভারতীয় সিনিয়র টেস্ট দলের নিয়মিত সদস্য ঋদ্ধিমান সাহা আজ ব্রাত্য। শেষবার তিনি ২০২১ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওয়াংখেড়েতে টেস্ট ম্যাচ খেলেন। তারপর থেকে আর সুযোগ পাননি। এরপর তাঁকে জাতীয় দল থেকে যেমন বাদ দেওয়া হয় তেমনই সদ্য প্রকাশিত কেন্দ্রীয় চুক্তির তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু তিনি ৩৮ বছরে ফর্মে থেকে বারবার নির্বাচকদের দরজায় কড়া নাড়ছেন।

    সিনিয়র দলে নেওয়ার দাবি

    এবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মাত্র একজন উইকেটকিপার নিয়ে খেলতে নামবে ভারত। শ্রীকার ভরতকে উইকেটকিপার হিসেবে রাখা হয়েছে। পার্টটাইম উইকেটকিপার হিসেবে ছিলেন কেএল রাহুল। কিন্তু রাহুল চোট পেয়ে দলের বাইরে? ভরতের চোট লাগলে কী হবে? সেটাই এখন বড় প্রশ্ন। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য দল ঘোষণার পর থেকেই উইকেটরক্ষক হিসেবে কেএস ভরতের নাম দেখে প্রশ্ন তুলেছিলেন অনেকে। দেশের মাটিতে যার রেকর্ড ভালো নয় তিনি ইংল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার সামনে কী খেলবেন তা জানতে চেয়েছেন সমর্থকরা। বর্ডার গাভাসকার ট্রফিতেও উইকেটের পিছনে একাধিক ভুল করেছিলেন ভরত।

    আরও পড়ুন: ঘূর্ণিঝড় ‘মোখা’ নিয়ে উদ্বেগের মধ্যেই পারদ চড়ছে শহরে! কী বলছে হাওয়া অফিস?

    ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) ভালো ছন্দে রয়েছেন। চলতি আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে ম্যাচে তিনি দ্রুততম হাফসেঞ্চুরি করেছেন। এছাড়া প্রতিটা ম্যাচে ভালো শুরু দিচ্ছেন। উইকেটের পিছনে নিজের অভিজ্ঞতার সঙ্গে ফিটনেসকে কাজে লাগিয়ে বিপক্ষকে রুখে দিচ্ছেন। তাঁকে ছন্দে দেখে সমর্থকরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দলে ঋদ্ধিকে রাখার দাবি তুলছেন।

    বিরাট-সার্টিফিকেট

    রবিবার ঋদ্ধিমান সাহার (Wriddhiman Saha) ব্যাটিং দেখার পর তাঁকে দরাজ সার্টিফিকেট দিয়েছেন বিরাট কোহলি। ভারতের প্রাক্তন অধিনায়ক উচ্ছ্বসিত তাঁর এক সময়ের সতীর্থের ইনিংস দেখে। শুভেচ্ছা জানালেন ঋদ্ধিকে। রবিবার ঋদ্ধিমান সাহা শুরু থেকেই মারমুখী ছিলেন। টিভিতে তাঁর ব্যাটিং দেখে ইনস্টাগ্রামে পোস্ট করেন কোহলি। ঋদ্ধির ইনিংসের ছবি পোস্ট করে বিরাট লেখেন, “কী অসাধারণ ক্রিকেটার!”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • World Test Championship: ফিরলেন রাহানে! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দল ঘোষণা বিসিসিআই-এর

    World Test Championship: ফিরলেন রাহানে! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দল ঘোষণা বিসিসিআই-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলে ফিরলেন অজিঙ্ক রাহানে। মঙ্গলবার সকালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC 2023 Final) জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে বিসসিআই। দলে রয়েছেন লোকেশ রাহুলও। অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে খেলবে ভারতীয় দল।

    দলে ফিরলেন রাহানে

    দীর্ঘ দিন পর ভারতীয় দলে ডাক পেয়েছেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। ঘরোয়া ক্রিকেট এবং চলতি আইপিএলে রাহানের পারফরম্যান্সই তাঁর সামনে জাতীয় দলের দরজা খুলে দিয়েছে এতে সন্দেহ নেই। এ বারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু ৭ জুন। ইংল্যান্ডের ওভালে সেই ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। আইপিএলের পরেই ইংল্যান্ডে যাবেন রোহিত এন্ড কোং। দলে ওপেনার হিসাবে রয়েছেন শুভমন গিল, রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। তিন নম্বরে ব্যাট করার জন্য রয়েছেন চেতেশ্বর পুজারা। চারে নামবেন বিরাট কোহলি। রাহানে দলে ফেরায় মনে করা হচ্ছে পাঁচ নম্বরে দেখা যাবে তাঁকে। 

    দলে চার পেসার

    এই নিয়ে টানা দু’বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলছে টিম ইন্ডিয়া। গতবার নিউজিল্যান্ডের কাছে ফাইনাল হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। আইপিএল শেষ হওয়ার সপ্তাহখানেকের মধ্যেই টেস্টে বিশ্বের সেরা দল হওয়ার লক্ষ্যে ঝাঁপাবে টিম ইন্ডিয়া। ভারতীয় দলে উইকেটরক্ষক হিসাবে রয়েছেন শ্রীকর ভরত। ঋষভ পন্থের এখনই দলে ফেরার সম্ভাবনা নেই। দলে রয়েছেন তিন স্পিনার। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা এবং অক্ষর প্যাটেল। স্পিন ছাড়াও এই ত্রয়ী ব্যাট হাতেও অনবদ্য। দলে রয়েছেন চার পেসার। যশপ্রীত বুমরার চোট থাকায় তাঁকে দলে রাখা হয়নি। দলে রয়েছেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব এবং জয়দেব উনাদকট।

    আরও পড়ুন: ভারতের উচ্চতম ফুটবল ময়দান নিয়ে ট্যুইট মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যানের! কোথায় জানেন?

    বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, শ্রীকর ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব এবং জয়দেব উনাদকট।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

  • Asia Cup 2023: এশিয়া কাপ হবে পাকিস্তানেই! তবে ভারত খেলবে অন্য দেশে

    Asia Cup 2023: এশিয়া কাপ হবে পাকিস্তানেই! তবে ভারত খেলবে অন্য দেশে

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপ (Asia Cup 2023) আয়োজন করছে পাকিস্তানই। কিন্তু ভারত খেলবে অন্য দেশে। দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতীয় দল পড়শি দেশে খেলতে যেতে একেবারেই রাজি নয়। সমাধানস্বরূপ ভারত-পাকিস্তানের (India vs Pakistan) ম্যাচ সম্ভবত পাকিস্তানের বাইরে অন্য কোনও দেশে আয়োজিত হতে পারে। ভারত নিজেদের ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহি, ওমান বা শ্রীলঙ্কায় খেলতে পারে বলেই শোনা যাচ্ছে। 

    দুই দিক বজায় রেখে সিদ্ধান্ত

    গত বছর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভার পর বিসিসিআই সচিব জয় শাহ বলেছিলেন, ‘‘আমরা পাকিস্তানে খেলতে যাব না। এশিয়া কাপ (Asia Cup 2023) নিরপেক্ষ দেশে হতে পারে। পাকিস্তানে দল যাবে কি না সেই সিদ্ধান্ত সরকার নেয়। সেটা নিয়ে আমরা কোনও মন্তব্য করব না। ২০২৩ সালের এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হবে।’’ সেই নিয়ে তীব্র আপত্তি জানায় পিসিবি। পাকিস্তান ঘরের মাঠে এশিয়া কাপ খেলার সুযোগ হারাতে রাজি ছিল না। তাই দুই দিক বজায় রেখে এই সিদ্ধান্ত নিতে চলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

    আরও পড়ুন: বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে চার কন্যা! ৪ রুপো নিশ্চিত ভারতের

    কোথায় খেলবেন রোহিতরা?

    রোহিতরা কোন দেশে খেলবেন তা এখনও ঠিক হয়নি। সংযুক্ত আরব আমিরশাহি, ওমান, শ্রীলঙ্কা যে কোনও জায়গায় হতে পারে ভারতের ম্যাচ। ভারত বনাম পাকিস্তান-সহ পাঁচটি ম্যাচ হতে পারে অন্য দেশে। ভারতীয় দল নিজেদের গ্রুপ পর্বের ম্যাচগুলি তো নিরপেক্ষ মাঠে খেলবেই, পাশাপাশি টিম ইন্ডিয়া যদি এশিয়া কাপের ফাইনালে নিজেদের জায়গা পাকা করতে সক্ষম হয়, তাহলে টুর্নামেন্টের ফাইনালও নিরপেক্ষ মাঠেই আয়োজিত হবে। মোট ছ’টি দেশ খেলবে এশিয়া কাপে (Asia Cup 2023)। ভারত এবং পাকিস্তান একই গ্রুপে রয়েছে। সেপ্টেম্বরে হবে এই প্রতিযোগিতা। ৫০ ওভারের ম্যাচ হবে এ বারের এশিয়া কাপে। ভারতের গ্রুপে পাকিস্তান ছাড়াও আরও একটি দেশ খেলবে। সেই দেশ যোগ্যতা অর্জন পর্ব খেলে আসবে। অন্য গ্রুপে থাকবে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান। মোট ১৩টি ম্যাচ খেলা হবে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs Australia: ব্যাটে-বলে ভারতকে টেক্কা! ২১ রানে তৃতীয় একদিনের ম্যাচ জিতে ২-১-এ সিরিজ জয় অস্ট্রেলিয়ার

    India vs Australia: ব্যাটে-বলে ভারতকে টেক্কা! ২১ রানে তৃতীয় একদিনের ম্যাচ জিতে ২-১-এ সিরিজ জয় অস্ট্রেলিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: লজ্জার হার ভারতের। ব্যাটে-বলে চেন্নাইয়ের ২২ গজে ভারতকে টেক্কা দিল অস্ট্রেলিয়া। তার সঙ্গে চলতি বছরের শেষ ভাগে একদিনের বিশ্বকাপের প্রস্তুতিও সেরে নিল পুরোদমে।  তৃতীয় একদিনের ম্যাচে ২১ রানে জিতল স্টিভ স্মিথের দল। মুম্বইয়ে জয় দিয়ে তিন ম্যাচের সিরিজ শুরু করলেও ব্যাক টু ব্যাক হারে সিরিজ ২-১ এ হারল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে ৪৯ ওভারে ২৬৯ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। পাল্টা ব্যাট করতে নেমে ২৪৮ রানে শেষ ভারতের ইনিংস। একদিনের সিরিজ জয়ের ফলে আইসিসি ক্রমতালিকায় আবার একনম্বরে উঠে এল অস্ট্রেলিয়া। 

    জাম্পার যাদু

    ৪০ রান করে হার্দিক পাণ্ডিয়া ফিরতেই যেন ঠিক হয়ে গিয়েছিল ম্যাচের ভাগ্য। শেষ পর্যন্ত ৪৯.১ ওভারে ২৪৮ রানে অল আউট হয়ে যায় ভারত। দু’বছর পর একদিনের ম্যাচ খেলা হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। কিন্তু উইকেট সেইভাবে ব্যাটিং সহায়ক ছিল না। তবে ভারত শুরুটা ভাল করেছিল, ম্যাচটা জেতা উচিত ছিল রোহিতদের। কিন্তু জাম্পার স্পিনে ভারতের সিরিজ জয়ের আশা শেষ হয়ে যায়। গুরুত্বপূর্ণ চার উইকেট তুলে নেন অজি স্পিনার।

    হার্দিকের তিন উইকেট

    সিরিজের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৯ ওভারে ২৬৯ রান করে অজিরা। সিরিজ জিততে ভারতের টার্গেট দাঁড়ায় ২৭০ রান। এদিন চিদাম্বরম স্টেডিয়ামে ৮৫ রানের মধ্যে তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার স্কোর বোর্ডে উজ্জ্বল মিচেল মার্শের ৪৭ বলে ৪৭ রান। সিরিজের শেষ ম্যাচ তিন স্পিনার নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ধোনির মাঠে এদিন ৪৪ রানে তিন উইকেট নেন হার্দিক পান্ডিয়া। কুলদীপ যাদবও ৫৬ রানে তিন উইকেট নেন। ম্যাচে দুটি করে উইকেট সিরাজ এবং অক্ষর প্যাটেলের।

    আরও পড়ুন: দুর্গাপুজোর সময় বিশ্বকাপ! ক্রিকেট মহাযুদ্ধের দিন ঘোষণা আইসিসির

    ছন্নছাড়া ব্যাটিং

    ভারতের ইনিংসের শুরুতে সাবলীল ছিলেন রোহিত। তাঁকে যোগ্য সঙ্গত দেন ছন্দে থাকা শুভমন গিল। দুটো চার, দুটো ছক্কা হাঁকিয়ে শুরু করলেও, ১৭ বলে ৩০ রান করে ফিরে যান রোহিত। পরপরই ফেরেন শুভমন (৩৭)। ৭৭ রানে ২ উইকেট হারায় ভারত। তৃতীয় উইকেটে ৬৯ রান যোগ করে বিরাট কোহলি-কেএল রাহুল জুটি। যদিও শুরুটা খুবই মন্থর গতিতে করেন রাহুল। অর্ধশতরান করেন প্রাক্তন কোহলি। তাঁরা ব্যাট করার সময় মনে হচ্ছিল অনায়াসে ম্যাচ বের করে নেবে ভারত। কিন্তু ৩২ রানে আউট হন ভারতের উইকেটকিপার ব্যাটার। ৭২ বলে ৫৪ করে বিরাট ফেরার পরই সমস্যায় পড়ে ভারত। এদিনও ব্যর্থ সূর্যকুমার যাদব। সপ্তম উইকেটে হার্দিক-জাদেজা জুটি ছিল ভারতের শেষ ভরসা। কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন অ্যাডাম জাম্পা। ৪০ রান করে অজি স্পিনারের বলে স্মিথের হাতে ধরা পড়েন হার্দিক। এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share