Tag: Team India

Team India

  • World Test Championship: ফিরলেন রাহানে! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দল ঘোষণা বিসিসিআই-এর

    World Test Championship: ফিরলেন রাহানে! টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দল ঘোষণা বিসিসিআই-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলে ফিরলেন অজিঙ্ক রাহানে। মঙ্গলবার সকালে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের (WTC 2023 Final) জন্য ১৫ জনের দল ঘোষণা করেছে বিসসিআই। দলে রয়েছেন লোকেশ রাহুলও। অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে খেলবে ভারতীয় দল।

    দলে ফিরলেন রাহানে

    দীর্ঘ দিন পর ভারতীয় দলে ডাক পেয়েছেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। ঘরোয়া ক্রিকেট এবং চলতি আইপিএলে রাহানের পারফরম্যান্সই তাঁর সামনে জাতীয় দলের দরজা খুলে দিয়েছে এতে সন্দেহ নেই। এ বারের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল শুরু ৭ জুন। ইংল্যান্ডের ওভালে সেই ম্যাচে মুখোমুখি হবে ভারত ও অস্ট্রেলিয়া। আইপিএলের পরেই ইংল্যান্ডে যাবেন রোহিত এন্ড কোং। দলে ওপেনার হিসাবে রয়েছেন শুভমন গিল, রোহিত শর্মা এবং লোকেশ রাহুল। তিন নম্বরে ব্যাট করার জন্য রয়েছেন চেতেশ্বর পুজারা। চারে নামবেন বিরাট কোহলি। রাহানে দলে ফেরায় মনে করা হচ্ছে পাঁচ নম্বরে দেখা যাবে তাঁকে। 

    দলে চার পেসার

    এই নিয়ে টানা দু’বার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলছে টিম ইন্ডিয়া। গতবার নিউজিল্যান্ডের কাছে ফাইনাল হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল। আইপিএল শেষ হওয়ার সপ্তাহখানেকের মধ্যেই টেস্টে বিশ্বের সেরা দল হওয়ার লক্ষ্যে ঝাঁপাবে টিম ইন্ডিয়া। ভারতীয় দলে উইকেটরক্ষক হিসাবে রয়েছেন শ্রীকর ভরত। ঋষভ পন্থের এখনই দলে ফেরার সম্ভাবনা নেই। দলে রয়েছেন তিন স্পিনার। রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা এবং অক্ষর প্যাটেল। স্পিন ছাড়াও এই ত্রয়ী ব্যাট হাতেও অনবদ্য। দলে রয়েছেন চার পেসার। যশপ্রীত বুমরার চোট থাকায় তাঁকে দলে রাখা হয়নি। দলে রয়েছেন মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব এবং জয়দেব উনাদকট।

    আরও পড়ুন: ভারতের উচ্চতম ফুটবল ময়দান নিয়ে ট্যুইট মাহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যানের! কোথায় জানেন?

    বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, অজিঙ্ক রাহানে, শ্রীকর ভরত (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, শার্দূল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব এবং জয়দেব উনাদকট।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

  • Asia Cup 2023: এশিয়া কাপ হবে পাকিস্তানেই! তবে ভারত খেলবে অন্য দেশে

    Asia Cup 2023: এশিয়া কাপ হবে পাকিস্তানেই! তবে ভারত খেলবে অন্য দেশে

    মাধ্যম নিউজ ডেস্ক: এশিয়া কাপ (Asia Cup 2023) আয়োজন করছে পাকিস্তানই। কিন্তু ভারত খেলবে অন্য দেশে। দুই দেশের রাজনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতীয় দল পড়শি দেশে খেলতে যেতে একেবারেই রাজি নয়। সমাধানস্বরূপ ভারত-পাকিস্তানের (India vs Pakistan) ম্যাচ সম্ভবত পাকিস্তানের বাইরে অন্য কোনও দেশে আয়োজিত হতে পারে। ভারত নিজেদের ম্যাচগুলি সংযুক্ত আরব আমিরশাহি, ওমান বা শ্রীলঙ্কায় খেলতে পারে বলেই শোনা যাচ্ছে। 

    দুই দিক বজায় রেখে সিদ্ধান্ত

    গত বছর ভারতীয় ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভার পর বিসিসিআই সচিব জয় শাহ বলেছিলেন, ‘‘আমরা পাকিস্তানে খেলতে যাব না। এশিয়া কাপ (Asia Cup 2023) নিরপেক্ষ দেশে হতে পারে। পাকিস্তানে দল যাবে কি না সেই সিদ্ধান্ত সরকার নেয়। সেটা নিয়ে আমরা কোনও মন্তব্য করব না। ২০২৩ সালের এশিয়া কাপ নিরপেক্ষ দেশে হবে।’’ সেই নিয়ে তীব্র আপত্তি জানায় পিসিবি। পাকিস্তান ঘরের মাঠে এশিয়া কাপ খেলার সুযোগ হারাতে রাজি ছিল না। তাই দুই দিক বজায় রেখে এই সিদ্ধান্ত নিতে চলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

    আরও পড়ুন: বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে চার কন্যা! ৪ রুপো নিশ্চিত ভারতের

    কোথায় খেলবেন রোহিতরা?

    রোহিতরা কোন দেশে খেলবেন তা এখনও ঠিক হয়নি। সংযুক্ত আরব আমিরশাহি, ওমান, শ্রীলঙ্কা যে কোনও জায়গায় হতে পারে ভারতের ম্যাচ। ভারত বনাম পাকিস্তান-সহ পাঁচটি ম্যাচ হতে পারে অন্য দেশে। ভারতীয় দল নিজেদের গ্রুপ পর্বের ম্যাচগুলি তো নিরপেক্ষ মাঠে খেলবেই, পাশাপাশি টিম ইন্ডিয়া যদি এশিয়া কাপের ফাইনালে নিজেদের জায়গা পাকা করতে সক্ষম হয়, তাহলে টুর্নামেন্টের ফাইনালও নিরপেক্ষ মাঠেই আয়োজিত হবে। মোট ছ’টি দেশ খেলবে এশিয়া কাপে (Asia Cup 2023)। ভারত এবং পাকিস্তান একই গ্রুপে রয়েছে। সেপ্টেম্বরে হবে এই প্রতিযোগিতা। ৫০ ওভারের ম্যাচ হবে এ বারের এশিয়া কাপে। ভারতের গ্রুপে পাকিস্তান ছাড়াও আরও একটি দেশ খেলবে। সেই দেশ যোগ্যতা অর্জন পর্ব খেলে আসবে। অন্য গ্রুপে থাকবে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং আফগানিস্তান। মোট ১৩টি ম্যাচ খেলা হবে।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs Australia: ব্যাটে-বলে ভারতকে টেক্কা! ২১ রানে তৃতীয় একদিনের ম্যাচ জিতে ২-১-এ সিরিজ জয় অস্ট্রেলিয়ার

    India vs Australia: ব্যাটে-বলে ভারতকে টেক্কা! ২১ রানে তৃতীয় একদিনের ম্যাচ জিতে ২-১-এ সিরিজ জয় অস্ট্রেলিয়ার

    মাধ্যম নিউজ ডেস্ক: লজ্জার হার ভারতের। ব্যাটে-বলে চেন্নাইয়ের ২২ গজে ভারতকে টেক্কা দিল অস্ট্রেলিয়া। তার সঙ্গে চলতি বছরের শেষ ভাগে একদিনের বিশ্বকাপের প্রস্তুতিও সেরে নিল পুরোদমে।  তৃতীয় একদিনের ম্যাচে ২১ রানে জিতল স্টিভ স্মিথের দল। মুম্বইয়ে জয় দিয়ে তিন ম্যাচের সিরিজ শুরু করলেও ব্যাক টু ব্যাক হারে সিরিজ ২-১ এ হারল টিম ইন্ডিয়া। প্রথমে ব্যাট করে ৪৯ ওভারে ২৬৯ রানে অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। পাল্টা ব্যাট করতে নেমে ২৪৮ রানে শেষ ভারতের ইনিংস। একদিনের সিরিজ জয়ের ফলে আইসিসি ক্রমতালিকায় আবার একনম্বরে উঠে এল অস্ট্রেলিয়া। 

    জাম্পার যাদু

    ৪০ রান করে হার্দিক পাণ্ডিয়া ফিরতেই যেন ঠিক হয়ে গিয়েছিল ম্যাচের ভাগ্য। শেষ পর্যন্ত ৪৯.১ ওভারে ২৪৮ রানে অল আউট হয়ে যায় ভারত। দু’বছর পর একদিনের ম্যাচ খেলা হয় চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। কিন্তু উইকেট সেইভাবে ব্যাটিং সহায়ক ছিল না। তবে ভারত শুরুটা ভাল করেছিল, ম্যাচটা জেতা উচিত ছিল রোহিতদের। কিন্তু জাম্পার স্পিনে ভারতের সিরিজ জয়ের আশা শেষ হয়ে যায়। গুরুত্বপূর্ণ চার উইকেট তুলে নেন অজি স্পিনার।

    হার্দিকের তিন উইকেট

    সিরিজের শেষ ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করে ৪৯ ওভারে ২৬৯ রান করে অজিরা। সিরিজ জিততে ভারতের টার্গেট দাঁড়ায় ২৭০ রান। এদিন চিদাম্বরম স্টেডিয়ামে ৮৫ রানের মধ্যে তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার স্কোর বোর্ডে উজ্জ্বল মিচেল মার্শের ৪৭ বলে ৪৭ রান। সিরিজের শেষ ম্যাচ তিন স্পিনার নিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। ধোনির মাঠে এদিন ৪৪ রানে তিন উইকেট নেন হার্দিক পান্ডিয়া। কুলদীপ যাদবও ৫৬ রানে তিন উইকেট নেন। ম্যাচে দুটি করে উইকেট সিরাজ এবং অক্ষর প্যাটেলের।

    আরও পড়ুন: দুর্গাপুজোর সময় বিশ্বকাপ! ক্রিকেট মহাযুদ্ধের দিন ঘোষণা আইসিসির

    ছন্নছাড়া ব্যাটিং

    ভারতের ইনিংসের শুরুতে সাবলীল ছিলেন রোহিত। তাঁকে যোগ্য সঙ্গত দেন ছন্দে থাকা শুভমন গিল। দুটো চার, দুটো ছক্কা হাঁকিয়ে শুরু করলেও, ১৭ বলে ৩০ রান করে ফিরে যান রোহিত। পরপরই ফেরেন শুভমন (৩৭)। ৭৭ রানে ২ উইকেট হারায় ভারত। তৃতীয় উইকেটে ৬৯ রান যোগ করে বিরাট কোহলি-কেএল রাহুল জুটি। যদিও শুরুটা খুবই মন্থর গতিতে করেন রাহুল। অর্ধশতরান করেন প্রাক্তন কোহলি। তাঁরা ব্যাট করার সময় মনে হচ্ছিল অনায়াসে ম্যাচ বের করে নেবে ভারত। কিন্তু ৩২ রানে আউট হন ভারতের উইকেটকিপার ব্যাটার। ৭২ বলে ৫৪ করে বিরাট ফেরার পরই সমস্যায় পড়ে ভারত। এদিনও ব্যর্থ সূর্যকুমার যাদব। সপ্তম উইকেটে হার্দিক-জাদেজা জুটি ছিল ভারতের শেষ ভরসা। কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন অ্যাডাম জাম্পা। ৪০ রান করে অজি স্পিনারের বলে স্মিথের হাতে ধরা পড়েন হার্দিক। এটাই ম্যাচের টার্নিং পয়েন্ট। 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • INDIA v AUSTRALIA:  ফর্মে ফিরলেন রাহুল! একদিনের সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় ভারতের

    INDIA v AUSTRALIA: ফর্মে ফিরলেন রাহুল! একদিনের সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: শুরুতেই ব্যাটিং বিপর্যয়। ৮৩ রানে পড়ে গিয়েছিল ৫ উইকেট। ফিরে গিয়েছেন ঈশান কিশান, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, শুভমন গিল, হার্দিক পান্ডিয়া। ওয়াংখেড়ে তখন চুপচাপ। অনেকেই ভাবছেন পরাজয় আসন্ন। একা একদিকে দাঁড়িয়ে লোকেশ রাহুল। অবশেষে আশঙ্কা উড়িয়ে তাঁর ব্যাটে ভর করেই একদিনের সিরিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত জয় তুলে নিল ভারত। অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল টিম ইন্ডিয়া। 

    নায়ক রাহুল

    একদিনের ক্রিকেটে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচেই জয় পেলেন হার্দিক পান্ডিয়া। এদিন টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত।  প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া তুলেছিল ১৮৮। জবাবে ৩৯.‌৫ ওভারে ১৯১/‌৫ তুলে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। চাপের মুখে দুর্দান্ত ব্যাটিং করে জয় এনে দিলেন লোকেশ রাহুল। অধিনায়কের মান রাখলেন।  আজকের ম্যাচ শুরুর আগে কে এল রাহুলকে প্রথম একাদশে দেখে ক্ষোভপ্রকাশ করেছিলেন ক্রিকেটজনতা। দিনের শেষে ত্রাতার ভূমিকায় দেখা গেলো তাঁকেই। পাঁচ নম্বরে ব্যাট করতে এসে ধুঁকতে থাকা ইনিংসের হাল ধরেন তিনি। প্রথমে হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) এবং পরে রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) সাথে ‘টিম ইন্ডিয়া’র ইনিংসকে এগিয়ে নিয়ে গেলেন তিনি। হাজার চাপের সামনেও মাথা না নুইয়ে ৭টি চার ১টি ছক্কার সাহায্যে ৯৫ বলে অপরাজিত ৭৫ রানের ইনিংস খেলে দলকে নিশ্চিত সাফল্যের দিকে নিয়ে গেলেন রাহুল। এর আগে উইকেটের পিছনেও নজর কেড়েছিলেন রাহুল। এদিন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্মিথকে প্যাভিলিয়নের রাস্তা দেখান হার্দিক পান্ডিয়া। যদিও এই উইকেটটা হার্দিক পান্ডিয়ার নামেই নথিভুক্ত হবে, কিন্তু কেএল রাহুলের দুর্দান্ত রিফ্লেক্স ছাড়া এই উইকেট শিকার কখনওই সম্ভব হত না। বলটা স্মিথের ব্যাটের একেবারে বাইরের দিকের কানা লাগে এবং সেটা প্রথম স্লিপের দিকেই যাচ্ছিল। ইতিমধ্যে দুর্দান্ত একটা ঝাঁপ দেন কেএল রাহুল। আর সঙ্গে সঙ্গে বলটি তাঁর তালুবন্দি হয়ে যায়। দ্বিতীয় উইকেট পতন হয় অস্ট্রেলিয়ার।

    আরও পড়ুন: ভারত ছাড়া এশিয়া কাপ হয় না! শোয়েব আখতারের কথায় সমালোচনার ঝড় পাকিস্তানে

    ম্যাচের সেরা জাদেজা

    এদিন অস্ট্রেলিয়ার হয়ে ওপেন করতে নেমেছিলেন মিচেল মার্শ এবং ট্রাভিস হেড।  ম্যাচের প্রথমার্ধে মহম্মদ শামি, মহম্মদ সিরাজদের দাপটে তছনছ হয়ে যায় অস্ট্রেলিয়া। শামি ১৭ রানে ৩ উইকেট নিয়েছেন। অস্ট্রেলিয়ার মিডল অর্ডারের প্রতিরোধ ভেঙে দিয়েছে তাঁর রিভার্স সুইং। তাঁর সঙ্গে মানানসই ছিলেন সিরাজও। ২৯ রানে ৩ উইকেট তাঁর। ওয়াংখেড়ের ২২ গজ হতাশ করেনি স্পিনারদেরও। জাডেজা ৪৬ রানে ২টি এবং কুলদীপ যাদব ৪৮ রানে ১টি উইকেট নিয়েছেন। জবাবে ব্যাট করতে নেমে ভারতও শুরুতে চাপে পড়ে যায়। কিন্তু প্রবল চাপের মুখে শুক্রবার রাহুলই ঢাল হয়ে দাঁড়ালেন অস্ট্রেলিয় বোলিং আক্রমণের সামনে। দলকে জেতানোর লড়াইয়ে রাহুল যোগ্য সঙ্গী হিসাবে পেলেন জাদেজাকে। তিনি অপরাজিত থাকলেন ৬৯ বলে ৪৫ রান করে। বাঁহাতি অলরাউন্ডারের ব্যাট থেকে এল ৫টি চার। ব্যাটে-বলে দলকে সাহায্য করে ম্যাচের সেরাও হলেন জাদেজা।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Shoaib Akhtar: ভারত ছাড়া এশিয়া কাপ হয় না! শোয়েব আখতারের কথায় সমালোচনার ঝড় পাকিস্তানে

    Shoaib Akhtar: ভারত ছাড়া এশিয়া কাপ হয় না! শোয়েব আখতারের কথায় সমালোচনার ঝড় পাকিস্তানে

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারত না খেললে এশিয়া কাপ জৌলুস হারাবে,অভিমত পাকিস্তানের প্রাক্তন জোরে বোলার শোয়েব আখতারের (Shoaib Akhtar)। ভারতীয় ক্রিকেট বোর্ড সরাসরি জানিয়ে দিয়েছে পাকিস্তানে এশিয়া কাপ খেলতে দল পাঠানো হবে না। নাছোড়বান্দা পাকিস্তান ক্রিকেট বোর্ড-ও। প্রাথমিকভাবে ঠিক হয়ে গিয়েছিল চলতি বছর ৫০ ওভারের এশিয়া কাপ হবে পাকিস্তানে। কিন্তু ভারত পাক-ভূমে দল পাঠাতে নারাজ। এই প্রেক্ষিতে শোয়েবের (Shoaib Akhtar) এই মন্তব্য আগুনে ঘি ঢালল। এ হেন মন্তব্যের জেরে  শোয়েবের কপালে  জুটতে পারে দেশদ্রোহী তকমাও।

    শোয়েবের ভারত-প্রীতি

    ভারতঘেঁষা হিসেবে খ্যাতি রয়েছে শোয়েবের (Shoaib Akhtar)। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, “ভারতীয়দের থেকে প্রচুর ভালবাসা পেয়েছি। এশিয়া কাপে ভারত না খেললে ওদের অভাব অনুভব করব। এশিয়া কাপ পাকিস্তানে হোক কিংবা শ্রীলঙ্কায়, ভারতের খেলা দেখতে চাই।” প্রাক্তন জোরে বোলারের মতে, বিরাট কোহলি, রোহিত শর্মারা না খেললে প্রতিযোগিতা আকর্ষণ হারাবে। বিরাট কোহলির ব্যাটিং দেখার জন্যও মুখিয়ে রয়েছেন প্রাক্তন জোরে বোলার। তিনি বলেছেন, ‘‘কোহলিকে আবার আগের মতো ব্যাট করতে দেখলে আমি এক দমই অবাক হব না। ও যথেষ্ট অভিজ্ঞ ক্রিকেটার।’’

    দুই বোর্ডের লড়াই

    সম্প্রতি, দুই ক্রিকেট বোর্ডের লড়াইয়ের ফলে এশিয়া কাপ নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। প্রতিযোগিতা কোথায়, কীভাবে হবে— তা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি এশিয়ান ক্রিকেট কাউন্সিল। ভারতীয় বোর্ডের অবস্থানের সমালোচনা করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের একাংশ। কিন্তু তাঁদের সঙ্গে সহমত নন শোয়েব (Shoaib Akhtar)।

    আরও পড়ুন: ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ বাংলাদেশের! আইপিএলের আগে ছন্দে লিটন

    দু’দিন আগেই ভারতের বিরুদ্ধে সুর চড়িয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান নাজম শেঠি। তাঁর বক্তব্য ছিল, ভারত ছাড়া কোনও দেশ-ই পাকিস্তানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে না। যত উদ্বেগ ভারতের। মার্চ মাসেই সমস্যা সমাধানে বৈঠকে বসার কথা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির। এর মধ্যে শোয়েবের (Shoaib Akhtar) মন্তব্যের জেরে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে গোটা পাকিস্তানে। শোয়েবের কথায়, খেলা কোথায় হবে তা নিয়ে ভাবতে চান না তিনি শুধু এশিয়া কাপে ভারতীয় দলকে খেলতে দেখতে চান।

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • WTC Final: আইপিএলের সময় ডিউক বলে অনুশীলন! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতিতেই জোর রোহিতের

    WTC Final: আইপিএলের সময় ডিউক বলে অনুশীলন! বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতিতেই জোর রোহিতের

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল শেষ হওয়ার ছ’দিন পরে, ৭ জুন শুরু হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC Final 2023)। এবার ফাইনাল খেলবে ভারত ও অস্ট্রেলিয়া। গত বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছেও খালি হাতেই ফিরতে হয়েছিল টিম ইন্ডিয়াকে। তবে এবার কিন্তু আগেভাগেই প্রস্তুতি শুরু করে দিতে আগ্রহী ভারতীয় দল। ভারতীয় তারকাদের টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি সারতে আগেই বিলেত পাঠানো হতে পারে পূর্বাভাস দিয়ে রাখলেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা (Rohit Sharma)।

    দু’সপ্তাহের কন্ডিংশনি ক্যাম্প

    আইপিএল শেষ হওয়ার ছ’দিনের মাথায় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final 2023) খেলতে হওয়ায় এমনিতেই সমালোচনা করেছেন ভারতীয় দলের কোচ রাহুল দ্রাবিড়। পরে সাংবাদিক বৈঠকে এসে রোহিত জানালেন, ফাইনাল নিয়ে বিশেষ ব্যবস্থা করতে পারেন তাঁরা। তার মধ্যে আইপিএলের সময় ডিউক বলে অনুশীলনের ব্যবস্থা করা হতে পারে। কিছু ক্রিকেটারকে নিয়ে ইংল্যান্ডে দু’সপ্তাহের কন্ডিংশনি ক্যাম্পও আয়োজন করা হতে পারে। সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ক্রিকেটারদের আইপিএল ছেড়ে আগেই ইংল্যান্ড চলে যেতে হবে।

    পিচ পেস সহায়ক

    রোহিত বলেছেন, “আমাদের সামনে কঠিন চ্যালেঞ্জ। যারা ফাইনালে (WTC Final 2023) খেলতে পারে, তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হবে এবং তাদের ওয়ার্কলোডের দিকে নজর রাখা হবে। দেখতে হবে ওরা কী পরিমাণে ক্রিকেট খেলছে। আশা করি ২১ মে-র মধ্যে প্লে-অফে কোন ছ’টি দল খেলবে তা ঠিক হয়ে যাবে। তাই যাদের দল যোগ্যতা অর্জন করবে না, তাদের দ্রুত ইংল্যান্ডে নিয়ে গিয়ে বিশেষ শিবিরের আয়োজন করা যেতে পারে। তা হলে দ্রুত ওরা ইংল্যান্ডের পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পারবে।” 

    আরও পড়ুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারত! অস্ট্রেলিয়ার বিপক্ষে চতুর্থ টেস্ট ড্র

    ইংল্যান্ডের পিচ পেস সহায়ক। তাই জোরে বোলারদের উপর বিশেষ দায়িত্ব থাকবে বলে মনে করছেন ভারত অধিনায়ক। বিশ্ব টেস্ট ফাইনালে (WTC Final 2023) মহম্মদ সিরাজ, মহম্মদ শামি এবং উমেশ যাদবের খেলার কথা। রোহিতের কথায়, “আমরা জোরে বোলারদের কিছু ডিউক বল (যে বলে ইংল্যান্ডে খেলা হয়) পাঠাব। দেখতে হবে ওরা যেন সেই বলে অনুশীলনের সময় পায়। অবশ্যই বাকি কাজের দায়িত্ব মিটিয়ে। যারা ফাইনালে খেলবে তাদের অনেকেই আগে ইংল্যান্ডে খেলেছে। তবে এক-দু’জন থাকতেই পারে যারা প্রথম খেলতে নামবে। মনে হয় না বিরাট সমস্যা হবে। প্রস্তুতি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আশা করি সেটা ভাল ভাবেই নিতে পারব।” 

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • INDIA v AUSTRALIA: শুভমনের শতরান! চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার  বিপক্ষে বড় ইনিংস গড়ার পথে ভারত

    INDIA v AUSTRALIA: শুভমনের শতরান! চতুর্থ টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বড় ইনিংস গড়ার পথে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: আমেদাবাদ টেস্টে তৃতীয় দিনের শেষে ভাল জায়গায় ভারত (INDIA v AUSTRALIA)।  তৃতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত টিম ইন্ডিয়া ৯৯ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৮৯ রান তুলেছে। ফর্মে থাকা শুভমন গিলের দুরন্ত শতরানে ভর করে এদিন সহজেই রান তোলে টিম ইন্ডিয়া। দিনের শেষে ৫৯ রান করে ক্রিজে রয়েছেন বিরাট কোহলি ও ১৬ রানে অপরাজিত রয়েছেন রবীন্দ্র জাদেজা। প্রথম ইনিংসের বিচারে অস্ট্রেলিয়ার থেকে এখনও ১৯১ রান পিছিয়ে রয়েছে টিম ইন্ডিয়া। চতুর্থ দিনে ভারতের জন্য প্রথম সেশনটা খুবই গুরুত্বপূর্ণ। সবার নজর থাকবে বিরাটের ব্যাটের দিকে।

    ম্যাচের হাল-চাল

    এই ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল অস্ট্রেলিয়া (INDIA v AUSTRALIA)। অজি ব্যাটার উসমান খোয়াজা এবং ক্যামেরন গ্রিনের সেঞ্চুরির সুবাদে অস্ট্রেলিয়া স্কোর বোর্ডে ৪৮০ রান তুলতে সক্ষম হয়। খোয়াজা ১৮০ রান ও গ্রিন করেন ১১৪ রান। এই ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ ৬ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন। অন্যদিকে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে রোহিত শর্মাকে প্যাভিলিয়নের পথ দেখান কুনম্যান। ব্যক্তিগত ৩৫ রানে আউট হয়েছেন হিটম্যান। ৪২ রান করে সাজঘরে ফিরেছেন চেতেশ্বর পূজারা। মার্ফির বলে আউট হন পূজারা। এদিকে শতরান করে আউট হয়েছেন শুভমন গিল। ১২৮ রান করে সাজঘরে ফিরেছেন গিল। 

    আরও পড়ুন: ক্রিকেটীয় পিচে কূটনৈতিক সম্পর্ক মজবুত করার পথ দেখালেন প্রধানমন্ত্রী মোদি

    আমদাবাদের পিচে এমনিতেই বোলাররা সে ভাবে সাহায্য পাননি এখনও। সেই পিচে ঠান্ডা মাথায় চাপ সামলে রান করলেন শুভমন। মারার বল হলে মেরেছেন। ধরে খেলার বল সতর্কতার সঙ্গে রক্ষণ করেছেন। খুচরো রান নিয়ে সচল রেখেছেন স্কোরবোর্ড। অস্ট্রেলিয়ার (INDIA v AUSTRALIA) বিরুদ্ধে ভারতকে প্রথম ইনিংসে এগিয়ে যেতে হলে কাউকে একটা বড় রান করতেই হবে। শুভমন তার শুরুটা করে দিয়ে গেলেন। গিলের কথায়,’চতুর্থ দিনে বড় স্কোর করার চেষ্টা করবে ভারত। তাঁর মতে কে জানে ম্যাচের পঞ্চম দিনে উইকেট বোলারদের সাহায্য করতে পারে। আর যদি তা হয় তাহলেই ভারতীয় দল বাজি জিততে পারে।’ তৃতীয় দিনের খেলার শেষে শুভমন বলেন, ‘এখানে সেঞ্চুরি করতে পেরে দারুণ লাগছে। এটা আমার আইপিএল হোম গ্রাউন্ড এবং এখানে আমি কিছু রান পেয়ে বেশ খুশি। ব্যাট করার জন্য পিচ বেশ ভালো ছিল।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • India vs Australia: তৃতীয় দিনে বড় রানই লক্ষ্য রোহিত-কোহলিদের! প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করল ৪৮০

    India vs Australia: তৃতীয় দিনে বড় রানই লক্ষ্য রোহিত-কোহলিদের! প্রথম ইনিংসে অস্ট্রেলিয়া করল ৪৮০

    মাধ্যম নিউজ ডেস্ক: আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বর্ডার-গাভাস্কর ট্রফির চতুর্থ ও শেষ টেস্টের দ্বিতীয় দিনের শেষে অস্ট্রেলিয়া থামল ৪৮০ রানে। ব্যাট করতে নেমে ভারত কোনও উইকেট না হারিয়ে তুলল ৩৬ রান। ক্রিজে রয়েছেন রোহিত শর্মা ও শুভমন গিল। এখনও ভারত ৪৪৪ রানে পিছিয়ে। ভারতের হয়ে প্রথম ইনিংসে অজিদের ৬ উইকেট নেন রবিচন্দ্রন অশ্বিন।

    অশ্বিনের ৬ উইকেট

    এদিন ৪ উইকেটে ২৫৫ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। সকাল থেকে উইকেটের খোঁজে হাহুতাশ করে ভারতীয় বোলাররা। প্রথম সেশনে কোনও উইকেটই নিতে পারেননি শামিরা। ৪২২ বল খেলে ১৮০ রান করেন উসমান খোয়াজা। খোয়াজাকে সঙ্গ দিলেন ক্যামেরন গ্রিন। ১৭০ বলে ১১৪ রান করেন অস্ট্রেলিয়ার অলরাউন্ডার।  দ্বিতীয় সেশনে ভারতকে প্রথম আশার আলো দেখান অভিজ্ঞ অশ্বিন। এ দিন তিনি ভারতীয়দের মধ্যে বর্ডার-গাভাস্কর ট্রফিতে সব থেকে বেশি উইকেটের মালিক হলেন। দ্বিতীয় সেশনে এক ওভারে গ্রিন এবং অ্যালেক্স ক্যারিকে ফিরিয়ে দেন অশ্বিন। শেষ চার উইকেটে ১০২ রান তুলে নেয় অস্ট্রেলিয়া। নাথান লায়ন করেন ৩৪ এবং টড মারফি করেন ৪১ রান। তাঁদের দু’জনকেই ফেরান অশ্বিন। প্রথম দিনে ট্রেভিস হেডের উইকেট নিয়েছিলেন তিনি। দ্বিতীয় দিনে নিলেন আরও পাঁচ উইকেট।

    আরও পড়ুন: ক্রিকেটীয় পিচে কূটনৈতিক সম্পর্ক মজবুত করার পথ দেখালেন প্রধানমন্ত্রী মোদি

    প্যাট কামিন্সের মা প্রয়াত

    এদিন অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা কালো ব্যান্ড পরে খেলতে নেমেছিলেন। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্সের মা মারিয়া প্রয়াত হয়েছেন। দীর্ঘ দিন ধরেই অসুস্থ ছিলেন মারিয়া। মায়ের পাশে থাকতে দ্বিতীয় টেস্টের পর দেশে ফিরে গিয়েছিলেন কামিন্স। খেলতে পারেননি তৃতীয় টেস্ট। আহমেদাবাদ টেস্টের আগেও ভারতে আসতে পারেননি। কামিন্সের বদলে স্টিভ স্মিথ নেতৃত্ব দিচ্ছেন।

    বৃহস্পতিবার রাতে মারা যান কামিন্সের মা। সিডনিতে সেই সময় তাঁর পাশেই ছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। ২০০৫ সালে স্তন ক্যানসারে আক্রান্ত হন মারিয়া। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে বলা হয়, “মারিয়া কামিন্সের প্রয়াণে আমরা শোকাহত। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফে কামিন্স এবং তাঁর পরিবারের সকলকে আমরা সমবেদনা জানাই। অস্ট্রেলিয়া দল এই কারণে কালো ব্যান্ড পরে মাঠে নামবে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Team India Holi: ভাইরাল ভিডিও! অনুশীলনেই হোলি পালন রোহিত-কোহলিদের

    Team India Holi: ভাইরাল ভিডিও! অনুশীলনেই হোলি পালন রোহিত-কোহলিদের

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার থেকে আমদাবাদে শুরু হচ্ছে চতুর্থ টেস্ট। ছুটি কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চলছে অনুশীলনও। তার মধ্যেই রঙের উৎসব হোলি। সিরিজ চলায় পরিবারের সঙ্গে থাকার কোনও উপায় নেই। কিন্তু উৎসব তো আর ছাড়া যায় না। অনুশীলনেই হোলি পালন করল মেন ইন ব্লু।

    ভাইরাল ভিডিও

    বিরাটকে আবির মাখিয়ে দিলেন গিল। রোহিত বা বাদ যাবেন কেন। তাঁকেও আবির মাখিয়ে দিলেন সতীর্থরা। ড্রেসিংরুমের পরিবেশ তখন আর পাঁচটা ম্যাচের আগে যেমন থাকে তেমন নয়। পুরো অন্য মুডে ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা। প্রস্তুতির পর পুরো রঙিন হয়েই টিম হোটেলে ফিরলেন টিম ইন্ডিয়ার সদস্যরা। শুভমন গিল ইন্সটাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। রং খেলায় মেতেছেন বিরাট কোহলি থেকে শুরু করে রোহিত, শুভমন। কেউই বাদ নেই। শুভমনের এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল হয়ে গিয়েছে। আর সেই ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘প্রত্যেককে শুভেচ্ছা ভারতীয় দলের পক্ষ থেকে।’ 

    আরও পড়ুুন: কাটল জট, অনুব্রতকে নিয়ে কলকাতার পথে আসানসোল জেল কর্তৃপক্ষ

    টিম বাসেও হোলি

    প্রস্তুতি শেষে ড্রেসিংরুমে কিছুটা রং খেলা হলেও তার রেশ থাকলো টিম বাসেও। ফেরার পথে টিম বাসে রং খেলার ভিডিয়ো দিয়েছেন শুভমন গিল। বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিল সহ সকলেই হোলিং রঙে মেতে উঠেছেন। ব্য়াকগ্রাউন্ড মিউজিক, অমিতাভ বচ্চনের সিলসিলা ছবির সেই বিখ্যাত গান ‘রং বরসে’। ভাঙড়াও নাচলেন বিরাট কোহলি। রোহিত শর্মা রং ছিটিয়ে দেন কোহলির দিকে। শ্রেয়স আইয়ার থেকে শুরু করে সকলেই অংশ নিলেন। গত ম্যাচের হারের ধাক্কা কাটিয়ে ফুরফুরে মেজাজে ভারতীয় দল। সিরিজের শেষ টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জায়গা করে নেওয়াই আশু লক্ষ্য রোহিত-কোহলিদের।

     

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Ꮪhubman Gill (@shubmangill)

  • KL Rahul: সহ অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হল লোকেশ রাহুলকে! এবার কি দল থেকেও বাদ?

    KL Rahul: সহ অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হল লোকেশ রাহুলকে! এবার কি দল থেকেও বাদ?

    মাধ্যম নিউজ ডেস্ক: জাতীয় দলের সহ অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হল ব্যাট হাতে ধারাবাহিক ভাবে ব্যর্থ লোকেশ রাহুলকে। গত এক বছরে টেস্টে তাঁর গড় মাত্র ১৫। চলতি অস্ট্রেলিয়া সিরিজেও চূড়ান্ত ব্যর্থ তিনি। এহেন পরিস্থিতিতে এবার রান করতে না পারলে প্রথম একাদশের দরজাও বন্ধ হতে পারে রাহুলের জন্য।

    রান নেই ব্যাটে

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুই টেস্টে কোনও সহ-অধিনায়কেরই নাম ঘোষণা করেনি বিসিসিআই। ওয়াকিবহাল মহলের অনুমান, দুই টেস্টের প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন কর্ণাটকের ব্যাটার। দুরন্ত ফর্মে থাকা শুভমন গিলকে ওপেনিংয়ে সুযোগ দেওয়া হতে পারে।  দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে এখনও পর্যন্ত মোট ৭টি টেস্ট খেলেছেন রাহুল। মাত্র ১৭৫ রান করেছেন তিনি। জোহানেসবার্গে একটি ৫০ রানের ইনিংস ছাড়া বড় রান নেই তাঁর ব্যাটে। যদিও কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা, দু’জনেই রাহুলের পাশে দাঁড়িয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের পর দ্রাবিড় বলেন, “সাম্প্রতিককালে খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে রাহুল। কিন্তু ভুলে গেলে চলবে না ও ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো কঠিন পিচে সেঞ্চুরি করেছে। ওর উপর ভরসা রয়েছে।” 

    একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সহ অধিনায়কের দায়িত্ব সামলাবেন হার্দিক পান্ডিয়া। তবে রাহুলের পরিবর্তে দুটি টেস্টে  সহ অধিনায়কের পদ খালি রয়েছে। রোহিতের হাতেই সবটা ছেড়ে দেওয়া হয়েছে। যদি কোনও সময় রোহিতকে মাঠ ছাড়তে হয় তা হলে সেই সময় কে দলকে নেতৃত্ব দেবে সেটা রোহিতই ঠিক করবে। ও যাকে বলবে সেই নেতৃত্ব দেবে।

    বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রাখল ভারত

    ভারত সফরের মাঝপথেই পারিবারিক কারণে দেশে ফিরছেন প্যাট কামিন্স। তবে, দিন দু’য়েকের জন্য সিডনিতে ফিরলেও তৃতীয় টেস্টের আগে ফের ভারতে এসে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন অজি অধিনায়ক। ইন্দোরে বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট শুরু হবে ১ মার্চ থেকে।  উল্লেখ্য, গত সপ্তাহে জাতীয় দল ছেড়ে দেশে ফেরেন অস্ট্রেলিয়ার তারকা স্পিনার মিচেল সোয়াপসন। প্রথম সন্তানের জন্মের সময় বান্ধবীর পাশে থাকতেই অস্ট্রেলিয়ায় উড়ে যান তিনি। তাঁর পরিবর্তে টেস্ট স্কোয়াডে যোগ দেন ম্য়াথিউ কুনম্যান। তৃতীয় টেস্টের আগে দলে যোগ দিতে পারেন সোয়েপসনও।  

    আরও পড়ুন: তৃতীয় ও চতুর্থ টেস্টের জন্য দল ঘোষণা করে দিল বিসিসিআই

    ইন্দোর ও আমদাবাদের শেষ ২টি টেস্ট জিততে মরিয়া অস্ট্রেলিয়া। দিল্লি টেস্টে প্রথম ইনিংসের শেষে ভাল জায়গায় থাকলেও ম্যাচ ধরে রাখতে পারেনি অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ভরাডুবির মুখে পড়ে কামিন্সরা। মাত্র ১১৩ রানে অল-আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। জয়ের জন্য ১১৫ রানের  লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৪ উইকেটে ১১৮ রান তুলে সহজেই ম্যাচ জিতে যায় টিম ইন্ডিয়া। দুই ইনিংস মিলিয়ে ১০টি উইকেট নেওয়া ছাড়াও ২৬ রানের কার্যকরী ইনিংস খেলে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন রবীন্দ্র জাদেজা। এই জয়ের ফলে ভারত বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রাখে। আর সিরিজ হারার সম্ভাবনা নেই টিম ইন্ডিয়ার। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share