Tag: Team India

Team India

  • Team India Holi: ভাইরাল ভিডিও! অনুশীলনেই হোলি পালন রোহিত-কোহলিদের

    Team India Holi: ভাইরাল ভিডিও! অনুশীলনেই হোলি পালন রোহিত-কোহলিদের

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃহস্পতিবার থেকে আমদাবাদে শুরু হচ্ছে চতুর্থ টেস্ট। ছুটি কাটিয়ে দলের সঙ্গে যোগ দিয়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মারা। আমদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে চলছে অনুশীলনও। তার মধ্যেই রঙের উৎসব হোলি। সিরিজ চলায় পরিবারের সঙ্গে থাকার কোনও উপায় নেই। কিন্তু উৎসব তো আর ছাড়া যায় না। অনুশীলনেই হোলি পালন করল মেন ইন ব্লু।

    ভাইরাল ভিডিও

    বিরাটকে আবির মাখিয়ে দিলেন গিল। রোহিত বা বাদ যাবেন কেন। তাঁকেও আবির মাখিয়ে দিলেন সতীর্থরা। ড্রেসিংরুমের পরিবেশ তখন আর পাঁচটা ম্যাচের আগে যেমন থাকে তেমন নয়। পুরো অন্য মুডে ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফরা। প্রস্তুতির পর পুরো রঙিন হয়েই টিম হোটেলে ফিরলেন টিম ইন্ডিয়ার সদস্যরা। শুভমন গিল ইন্সটাগ্রামে একটি ভিডিয়ো শেয়ার করেছেন। রং খেলায় মেতেছেন বিরাট কোহলি থেকে শুরু করে রোহিত, শুভমন। কেউই বাদ নেই। শুভমনের এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই ভাইরাল হয়ে গিয়েছে। আর সেই ভিডিয়োর ক্যাপশনে লেখা হয়েছে, ‘প্রত্যেককে শুভেচ্ছা ভারতীয় দলের পক্ষ থেকে।’ 

    আরও পড়ুুন: কাটল জট, অনুব্রতকে নিয়ে কলকাতার পথে আসানসোল জেল কর্তৃপক্ষ

    টিম বাসেও হোলি

    প্রস্তুতি শেষে ড্রেসিংরুমে কিছুটা রং খেলা হলেও তার রেশ থাকলো টিম বাসেও। ফেরার পথে টিম বাসে রং খেলার ভিডিয়ো দিয়েছেন শুভমন গিল। বিরাট কোহলি, রোহিত শর্মা, শুভমন গিল সহ সকলেই হোলিং রঙে মেতে উঠেছেন। ব্য়াকগ্রাউন্ড মিউজিক, অমিতাভ বচ্চনের সিলসিলা ছবির সেই বিখ্যাত গান ‘রং বরসে’। ভাঙড়াও নাচলেন বিরাট কোহলি। রোহিত শর্মা রং ছিটিয়ে দেন কোহলির দিকে। শ্রেয়স আইয়ার থেকে শুরু করে সকলেই অংশ নিলেন। গত ম্যাচের হারের ধাক্কা কাটিয়ে ফুরফুরে মেজাজে ভারতীয় দল। সিরিজের শেষ টেস্ট জিতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে জায়গা করে নেওয়াই আশু লক্ষ্য রোহিত-কোহলিদের।

     

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Ꮪhubman Gill (@shubmangill)

  • KL Rahul: সহ অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হল লোকেশ রাহুলকে! এবার কি দল থেকেও বাদ?

    KL Rahul: সহ অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হল লোকেশ রাহুলকে! এবার কি দল থেকেও বাদ?

    মাধ্যম নিউজ ডেস্ক: জাতীয় দলের সহ অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হল ব্যাট হাতে ধারাবাহিক ভাবে ব্যর্থ লোকেশ রাহুলকে। গত এক বছরে টেস্টে তাঁর গড় মাত্র ১৫। চলতি অস্ট্রেলিয়া সিরিজেও চূড়ান্ত ব্যর্থ তিনি। এহেন পরিস্থিতিতে এবার রান করতে না পারলে প্রথম একাদশের দরজাও বন্ধ হতে পারে রাহুলের জন্য।

    রান নেই ব্যাটে

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ দুই টেস্টে কোনও সহ-অধিনায়কেরই নাম ঘোষণা করেনি বিসিসিআই। ওয়াকিবহাল মহলের অনুমান, দুই টেস্টের প্রথম একাদশ থেকে বাদ পড়তে পারেন কর্ণাটকের ব্যাটার। দুরন্ত ফর্মে থাকা শুভমন গিলকে ওপেনিংয়ে সুযোগ দেওয়া হতে পারে।  দক্ষিণ আফ্রিকা সিরিজ থেকে এখনও পর্যন্ত মোট ৭টি টেস্ট খেলেছেন রাহুল। মাত্র ১৭৫ রান করেছেন তিনি। জোহানেসবার্গে একটি ৫০ রানের ইনিংস ছাড়া বড় রান নেই তাঁর ব্যাটে। যদিও কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মা, দু’জনেই রাহুলের পাশে দাঁড়িয়েছেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয়ের পর দ্রাবিড় বলেন, “সাম্প্রতিককালে খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে রাহুল। কিন্তু ভুলে গেলে চলবে না ও ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো কঠিন পিচে সেঞ্চুরি করেছে। ওর উপর ভরসা রয়েছে।” 

    একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে সহ অধিনায়কের দায়িত্ব সামলাবেন হার্দিক পান্ডিয়া। তবে রাহুলের পরিবর্তে দুটি টেস্টে  সহ অধিনায়কের পদ খালি রয়েছে। রোহিতের হাতেই সবটা ছেড়ে দেওয়া হয়েছে। যদি কোনও সময় রোহিতকে মাঠ ছাড়তে হয় তা হলে সেই সময় কে দলকে নেতৃত্ব দেবে সেটা রোহিতই ঠিক করবে। ও যাকে বলবে সেই নেতৃত্ব দেবে।

    বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রাখল ভারত

    ভারত সফরের মাঝপথেই পারিবারিক কারণে দেশে ফিরছেন প্যাট কামিন্স। তবে, দিন দু’য়েকের জন্য সিডনিতে ফিরলেও তৃতীয় টেস্টের আগে ফের ভারতে এসে জাতীয় দলের সঙ্গে যোগ দেবেন অজি অধিনায়ক। ইন্দোরে বর্ডার-গাভাসকর ট্রফির তৃতীয় টেস্ট শুরু হবে ১ মার্চ থেকে।  উল্লেখ্য, গত সপ্তাহে জাতীয় দল ছেড়ে দেশে ফেরেন অস্ট্রেলিয়ার তারকা স্পিনার মিচেল সোয়াপসন। প্রথম সন্তানের জন্মের সময় বান্ধবীর পাশে থাকতেই অস্ট্রেলিয়ায় উড়ে যান তিনি। তাঁর পরিবর্তে টেস্ট স্কোয়াডে যোগ দেন ম্য়াথিউ কুনম্যান। তৃতীয় টেস্টের আগে দলে যোগ দিতে পারেন সোয়েপসনও।  

    আরও পড়ুন: তৃতীয় ও চতুর্থ টেস্টের জন্য দল ঘোষণা করে দিল বিসিসিআই

    ইন্দোর ও আমদাবাদের শেষ ২টি টেস্ট জিততে মরিয়া অস্ট্রেলিয়া। দিল্লি টেস্টে প্রথম ইনিংসের শেষে ভাল জায়গায় থাকলেও ম্যাচ ধরে রাখতে পারেনি অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং ভরাডুবির মুখে পড়ে কামিন্সরা। মাত্র ১১৩ রানে অল-আউট হয়ে যায় অস্ট্রেলিয়া। জয়ের জন্য ১১৫ রানের  লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ৪ উইকেটে ১১৮ রান তুলে সহজেই ম্যাচ জিতে যায় টিম ইন্ডিয়া। দুই ইনিংস মিলিয়ে ১০টি উইকেট নেওয়া ছাড়াও ২৬ রানের কার্যকরী ইনিংস খেলে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন রবীন্দ্র জাদেজা। এই জয়ের ফলে ভারত বর্ডার-গাভাসকর ট্রফি ধরে রাখে। আর সিরিজ হারার সম্ভাবনা নেই টিম ইন্ডিয়ার। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Women T20 World Cup: বলে দীপ্তি, ব্যাটে রিচা! দুই বঙ্গতনয়ার দাপটে টি-২০ বিশ্বকাপে ক্যারিবিয়ান-বধ ভারতের

    Women T20 World Cup: বলে দীপ্তি, ব্যাটে রিচা! দুই বঙ্গতনয়ার দাপটে টি-২০ বিশ্বকাপে ক্যারিবিয়ান-বধ ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: অনুপ্রেরণা মহেন্দ্র সিং ধোনি। ক্রমশ মাহির মতো ফিনিশার হয়ে উঠে আসছেন উইকেটরক্ষক রিচা ঘোষ। পাকিস্তানের পর ওয়েস্ট ইন্ডিজ,পরপর দুই ম্যাচে চাপের মুখে অসাধারণ ব্যাটিং করলেন বঙ্গতনয়া। মেয়েদের টি-২০ বিশ্বকাপে পাকিস্তানের পর ওয়েস্ট ইন্ডিজকে হারাল ভারত। বুধবার কেপটাউনে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ৬ উইকেটে জেতেন হরমনপ্রীতরা।‌ ১১ বল বাকি থাকতেই জয়সূচক রানে পৌঁছে যায় ভারতের মেয়েরা। এদিনও দলের জয়ের পেছনে উল্লেখযোগ্য ভূমিকা নেন রিচা ঘোষ। বল হাতে অনবদ্য বাংলার দীপ্তি শর্মা।

    ম্যাচ-কথা

    টসে জিতে ব্যাটিং নেয় ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু তার ফায়দা তুলতে পারেনি। স্টেফানি টেলর এবং শিমেন ক্যাম্পবেলের পার্টনারশিপ ছাড়া ক্যারিবিয়ানদের ইনিংসে উল্লেখযোগ্য কিছু নেই। দারুণ বল করেন দীপ্তি শার্মা। ৪ ওভারে ১৫ রান দিয়ে ৩ উইকেট তুলে নেন বাংলার ক্রিকেটার। এদিন ৩ উইকেট নিয়ে নজির গড়েছেন বাংলার এই বোলার। ভারতীয় বোলারদের মধ্যে তিনিই প্রথম হিসাবে ১০০ টি-টোয়েন্টি উইকেট নিয়েছেন। ৮৯ টি-টোয়েন্টি ম্যাচে ১০০ উইকেট নিয়েছেন দীপ্তি। মাত্র ৪ রানে প্রথম উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ২ রানে অধিনায়ক হেইলি ম্যাথিউসকে ফিরিয়ে দেন পূজা বস্ত্রকার। দ্বিতীয় উইকেটে ৭৩ রান যোগ করেন স্টেফানি-শিমেন জুটি। পার্টনারশিপ ভাঙেন শেফালি। একই ওভারে দুই উইকেট তুলে নেন। ৩০ রান করে আউট হন ক্যাম্পবেল। ৪২ তে ফিরে যান স্টেফানি। 

    আরও পড়ুন: ভারতেই রয়েছে চোখ জুড়ানো বহু মন্দির, দেখুন তারই কয়েকটি  

    জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভাল করে ভারত। কিন্তু বেশিক্ষণ উইকেটে টিকতে পারেননি চোট সারিয়ে ফেরা স্মৃতি মন্ধানা। দলের ৩২, ব্যক্তিগত ১০ রানের মাথায় ফিরে যান ভারতের স্টার ব্যাটার। পাকিস্তান ম্যাচে রান পাওয়া জেমাইমা রদ্রিগেজ (১) ব্যর্থ। কিছুটা চেষ্টা করেন শেফালি বর্মা। শেষপর্যন্ত ২৮ রান করে আউট হন সদ্য অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী অধিনায়ক। ৪৩ রানে ৩ উইকেট হারানোয় সমস্যায় পড়ে গিয়েছিল ভারত। এই জায়গা থেকে দলকে উদ্ধার করেন হরমনপ্রীত এবং রিচা। ৩২ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন রিচা। তাঁর ইনিংসে ছিল ৫টি বাউন্ডারি। হরমনপ্রীত ৩৩ রান করেন। 

    ধারাবাহিকতা ধরে রাখা লক্ষ্য

    ম্যাচ জিতে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত ভারত অধিনায়ক হরমনপ্রীত কাউর। সতীর্থদের ভালো পারফরম্যান্সকে কুর্ণিশ জানাতেও ভোলেননি তিনি। আর ম্যাচ শেষে তাঁর সোজাসাপ্টা বক্তব্য, ‘আমাদের জন্য দারুণ একটা দিন ছিল। যা প্রত্যাশা ছিল বা করেছি, তা সবটা পূরণ হয়েছে। পরপর দুই ম্যাচের ফলাফল নিয়ে আমরা খুশি। এই ধারাবাহিকতা, ছন্দটা ধরে রাখতে চাই। আমরা পরের ম্যাচেও ভালো পারফরম্যান্স করতে চাই।’

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • INDIA vs AUSTRALIA: ঘূর্ণির ভেল্কিতে ধরাশায়ী অস্ট্রেলিয়া! ইনিংস ও ১৩২ রানে নাগপুর টেস্ট জিতল ভারত

    INDIA vs AUSTRALIA: ঘূর্ণির ভেল্কিতে ধরাশায়ী অস্ট্রেলিয়া! ইনিংস ও ১৩২ রানে নাগপুর টেস্ট জিতল ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৩ বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে টিম ইন্ডিয়ার সামনে মাথা নত করল অস্ট্রেলিয়ার দল। বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে দুরন্ত জয় ছিনিয়ে নিল ভারতীয় দল। নাগপুর টেস্টে ইনিংস ও ১৩২ রানে জয় ছিনিয়ে নিল রোহিত বাহিনী। অস্ট্রেলিয়া দল তাদের প্রথম ইনিংসে মাত্র ১৭৭ রানই করতে সক্ষম হয়েছিল। এর পরে, ভারতীয় দল তাদের প্রথম ইনিংসে ৪০০ রান করে এবং ২২৩ রানের বিশাল লিড নেয়। একই সঙ্গে দ্বিতীয় ইনিংসে অজিরা করতে পারে মাত্র ৯১ রান। এর ফলে চার ম্যাচের টেস্ট সিরিজে ১-০ তে এগিয়ে গেল টিম ইন্ডিয়া।

    জাদেজা ও অশ্বিনের দাপট

    ভারতীয় স্পিনারদের দাপটে বর্ডার–গাভাস্কার ট্রফির প্রথম টেস্টে তিন দিনের কম সময়েই চূর্ণ অস্ট্রেলিয়া। একইসঙ্গে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার রাস্তা অনেকটাই পরিষ্কার করে ফেলল রোহিত শর্মার দল। নাগপুর টেস্টে ভারতের জয়ের পিছনে বড় অবদান ছিল রবীন্দ্র জাদেজা এবং রবিচন্দ্রন অশ্বিনের। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ভেঙেছিলেন রবীন্দ্র জাদেজা এবং দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিলেন রবিচন্দ্রন অশ্বিন। দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে দুর্দান্ত বোলিং করেছেন অশ্বিন। তিনি ৩৭ রানে পাঁচ উইকেট নেন। তাঁর স্পিনের ঘূর্ণিতেই আটকে যায় টিম অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া চূর্ণ হয়ে গেল মাত্র ৯১ রানে। জাদেজা ও শামি দুটি করে উইকেট নেন। আর অক্ষর প্যাটেল নিলেন ১টি উইকেট। দুই ইনিংস মিলিয়ে নাগপুরে অশ্বিন নিলেন ৮টি, জাদেজা ৭টি উইকেট।

    আরও পড়ুন: দেড় বছর পর টেস্ট ক্রিকেটে শতরান রোহিতের! জাদেজা-অক্ষরের ব্যাটে ভর করে বড় রানের লিড ভারতের

    অজিদের হার

    অন্যদিকে নাগপুর টেস্টে অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে বেশি অপরাজিত ২৫ রান করেন স্টিভ স্মিথ। তিনি ছাড়া ভারতীয় স্পিনারদের সামনে আর কোনও ব্যাটসম্যান বেশিক্ষণ টিকতে পারেননি। উসমান খোয়াজা (৫), ডেভিড ওয়ার্নার (১০) থেকে মার্নাস লাবুসশানে (১৭), ম্যাট রেনশ (২), পিটার হ্যান্ডসকম্ব (৬)-রা একেবারেই খেলতে পারলেন না। দলের ৮৮ রানের মাথায় স্মিথকে বোল্ড করে অস্ট্রেলিয়াকে অলআউট করে দেন জাদেজা। কিন্তু পরে দেখা যায় নো বল করেছেন তিনি। ফলে তখনই খেলা শেষ হয়নি। তবে তাতে বিশেষ সমস্যা হল না। শেষ পর্যন্ত ৯১ রানে শেষ হয়ে গেল অস্ট্রেলিয়ার ইনিংস।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • India Sri Lanka: শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট জয়ের দিনে কী কী রেকর্ড গড়ল ভারত?

    India Sri Lanka: শ্রীলঙ্কার বিরুদ্ধে বিরাট জয়ের দিনে কী কী রেকর্ড গড়ল ভারত?

    মাধ্যম নিউজ ডেস্ক: সিরিজ আগেই জিতে নিয়েছিল ভারত। তবুও খিদে বিন্দুমাত্র কমেনি বিরাট কোহলিদের। সেটা দেখা গেলো শ্রীলঙ্কার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে। টিম ইন্ডিয়া শুধু জিতল না, গড়লো একাধিক রেকর্ড। বিরাট কোহলির অপারাজিত ১৬৬ এবং শুভমন গিলের ১১৬ রানের সুবাদে ভারত প্রথমে বাট করে তোলে ৫ উইকেটে ৩৯০ রান। জবাবে শ্রীলঙ্কা ৭৩ রানে অল আউট হয়ে যায়। টিম ইন্ডিয়া ৩১৭ রানে ম্যাচ যেতে। যা একদিনের ক্রিকেট সবচেয়ে বড় ব্যবধানে জয়।

    সবচেয়ে বড় জয়

    টি-টোয়েন্টি সিরিজে কিছুটা লড়াই করেছিল শ্রীলঙ্কা। এমনকি ওডিআই সিরিজে দ্বিতীয় ম্যাচেও। গ্রিনফিল্ডে অসহায় আত্মসমর্পণ। মহম্মদ সিরাজ এই ম্যাচে ঝড় তুললেন। ৩৯১ রানের লক্ষ্যে ব্য়াট করতে নেমে দ্বিতীয় ওভারেই ধাক্কা দেন সিরাজ। মাত্র ৩৯ রানে ৬ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে শ্রীলঙ্কা। হারের ব্য়বধান কতটা কমানো যায়, নজর ছিল সেদিকেই। ২০ ওভার ব্য়াট করাই দায় হয়ে পড়েছিল শ্রীলঙ্কার। ভারতের বিরুদ্ধে শ্রীলঙ্কা ইনিংস শেষ ৭৩ রানেই। ভারত জিতল ৩১৭ রানের ব্য়বধানে। নতুন রেকর্ড ভারতের দখলে। সিরাজ ৪ উইকেট এবং কুলদীপ ও সামি ২টি করে উইকেট নেন। এর আগে নিউজিল্যান্ড ২৯০ রানে হারিয়েছিল আয়ারল্যান্ডকে। ১৪ বছর পর রোহিত শর্মার দলের হাতে কিউয়িদের সেই রেকর্ড ভেঙে চুরমার হয়ে গেল। এর আগে ভারতের একদিনের ম্যাচে সবচেয়ে বড় জয় এসেছিল ২০০৭ সালে স্পোর্ট অফ স্পেনে বারমুডার বিরুদ্ধে। সেই ম্যাচে ভারত জিতেছিল ২৫৭ রানে।  এই ম্যাচে ভারতের নেতৃত্বে ছিলেন রাহুল দ্রাবিড়। আর রবিবার শ্রীলঙ্কার বিরুদ্ধে বিশ্বরেকর্ডের দিনে তিনি দলের কোচের ভূমিকায়। কাকতালীয়ভাবে তিনি দুটি রেকর্ডের সঙ্গেই জড়িয়ে গেলেন। 

    আরও পড়ুন: আসন্ন বিশ্বকাপে বিরাট কোহলির ভূমিকা গুরুত্বপূর্ণ হবে: গৌতম গম্ভীর

    বিরাট-রেকর্ড

    বিরাট কোহলি এক দিনের ক্রিকেটে সর্বাধিক রান করার তালিকায় উঠে এলেন পঞ্চম স্থানে। তিনি টপকে গেলেন শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনেকে। শুধু তাই নয় একদিনের ক্রিকেট শ্রীলঙ্কার বিরুদ্ধে কোনও ভারতীয় ব্যাটসম্যানের করা সবচেয়ে বেশি রানের তালিকায় মহেন্দ্র সিং ধোনিকে টপকে গেলেন কোহলি। এখন তাঁর সামনে শুধুই শচীন তেন্ডুলকার। যিনি ৮৪টি ম্যাচে করেছেন ৩১১৩ রান। সেখানে কোহলি ২৩৮৭ করেছেন ৫০টি ম্যাচে। ধোনির ৬৭টি ম্যাচে ২৩৮৩ রান। একটি দেশের বিরুদ্ধে সবচেয়ে বেশি শতরান এখন কোহলির ঝুলিতে। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিনি করলেন ঘরের মাঠে ৯টি শতরান। যার মধ্যে এই সিরিজেই দুটি। প্রথম ম্যাচে গুয়াহাটিতে এবং রবিবার তিরুবনন্তপুরমেও সেঞ্চুরি করলেন প্রাক্তন ভারত অধিনায়ক। ভারতীয় দলের ওপেনার শুভমন গিলও দারুন ফর্মে। তিনি সেঞ্চুরি হাঁকিয়েছেন টিম ইন্ডিয়ার রেকর্ড জয়ে। এক দিনের ক্রিকেটে প্রথম কুড়িটি ইনিংসে সবচেয়ে বেশি রান করে ফেললেন তিনি।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • India vs Sri Lanka: পুনেতে জিততে মরিয়া শ্রীলঙ্কা! আজ সিরিজ জয়ের লক্ষ্যে নামছে হার্দিকরা

    India vs Sri Lanka: পুনেতে জিততে মরিয়া শ্রীলঙ্কা! আজ সিরিজ জয়ের লক্ষ্যে নামছে হার্দিকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরের শুরুটা ভালই হয়েছে টিম ইন্ডিয়ার। শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজে জয় দিয়েই যাত্রা শুরু করেছে হার্দিক পান্ডিয়ার ভারত। সিরিজে আপাতত ১-০ তে এগিয়ে রয়েছে ভারত। আজ,বৃহস্পতিবার দ্বিতীয় টি-২০ ম্যাচে জিতলে সিরিজ জিতবে টিম ইন্ডিয়া। 

    সঞ্জু স্যামসনের চোট

    শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের টি ২০ সিরিজের পরবর্তী দুই ম্যাচে অবশ্য সঞ্জু স্যামসনের সার্ভিস পাবে না ভারতীয় দল। প্রথম ম্যাচে ওয়াংখেড়েতে হাঁটুতে চোট পান সঞ্জু। সেই চোট এখনও সেরে ওঠেনি। এর ফলে সঞ্জুকে পাওয়া যাবে না চলতি সিরিজের বাকি ম্যাচগুলিতেও। সরকারি ভাবে বুধবার এই কথা জানিয়ে দেয় বিসিসিআই। পুনেতে দলের সঙ্গে যাননি আইপিএল-এ রাজস্থান রয়্যালসের অধিনায়ক। সঞ্জু স্যামসনের পরিবর্তে ভারতের স্কোয়াডে ডাক পেয়েছেন জীতেশ শর্মা। স্বাভাবিকভাবেই সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচের প্লেয়িং ইলেভেনে বদল করতেই হবে ভারতকে। এক্ষেত্রে বেশ কিছুদিন ধরে সুযোগের অপেক্ষায় বসে থাকা রাহুল ত্রিপাঠীর ভাগ্যে শিকে ছিঁড়তে পারে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে। 

    আরও পড়ুন: আগুন ঝড়ানো বোলিং! ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করে রেকর্ড উমরান মালিকের

    শ্রীলঙ্কা প্রথম ম্য়াচে হারলেও মন্দ ক্রিকেট খেলেনি। তারা প্রথম একাদশ নিয়ে অযথা কাটা-ছেঁড়া করার চেষ্টা করবে বলে মনে হয় না। শুধু কাসুন রজিথা নাকি লাহিরু কুমারাকে মাঠে নামানো হবে, এই একটি ধাঁধায় পড়তে হতে পারে সিংহলিদের। মুম্বইতে প্রথম ম্যাচে একটা সময় চাপে ছিল ভারত। ব্য়াটিংয়ে অক্ষর-দীপক হুডা জুটির সৌজন্যে ঘুরে দাঁড়ায়। বোলিংয়েও যেন একই ঘটনার পুনরাবৃত্তি। ভালো জায়গা থেকে ফের ম্যাচের নিয়ন্ত্রণ হারায় ভারত। শেষ বলের থ্রিলারে মাত্র ২ রানে জয় পায় ভারত। 

    কোথায়, কখন ম্যাচ

    ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে হবে। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭.০০ মিনিটে। ম্যাচের আগে ৬.৩০ মিনিট নাগাদ টস হবে। ভারত বনাম শ্রীলঙ্কার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে। 

    ভারতের প্রথম একাদশ: দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতের সম্ভাব্য একাদশ: ইশান কিষাণ (উইকেটকিপার), শুভমন গিল, সূর্যকুমার যাদব, রাহুল ত্রিপাঠী, হার্দিক পান্ডিয়া (ক্যাপ্টেন), দীপক হুডা, অক্ষর প্যাটেল, হার্ষাল প্যাটেল/অর্শদীপ সিং, শিবম মাভি, উমরান মালিক ও যুজবেন্দ্র চাহাল।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • India Sri Lanka: আজ প্রথম টি-২০ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হার্দিকরা! জেনে নিন কখন কোথায় ম্যাচ?

    India Sri Lanka: আজ প্রথম টি-২০ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হার্দিকরা! জেনে নিন কখন কোথায় ম্যাচ?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ শুরু হচ্ছে ভারত শ্রীলঙ্কা টি ২০ সিরিজ (India Sri lanka)। দুই দল খেলবে মোট তিনটি ম্যাচ। টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। মূলত ২০২৪ বিশ্বকাপকে পাখির চোখ করেই দল গোছানোর চেষ্টা হচ্ছে। তাই টি ২০ দলে তারুণ্যের ঝলক স্পষ্ট। কিন্তু প্রশ্ন হচ্ছে টি ২০ বিশ্বকাপ তো এখনও ১৮ মাস দেরি। তাহলে এতো তাড়াহুড়ো করার কি প্রয়োজন? তাছাড়া এই বছর অক্টোবর নভেম্বরে দেশের মাটিতে বসবে ৫০-৫০ বিশ্বকাপের আসর। তার আগে শ্রীলঙ্কার বিরুদ্ধে এই টি ২০ সিরিজের কি কোনো প্রয়োজন ছিল? এতে তো ওয়ান ডে বিশ্বকাপের প্রস্তুতিতে কোনো লাভ হবে না। কারণ বিসিসিআই ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, একদিনের বিশ্বকাপের জন্য ২০ জনের প্রাথমিক স্কোয়াড তৈরি হয়ে গিয়েছে। সেই দলে করা করা থাকতে পারেন, তা জানাই। এই টি ২০ সিরিজের পারফরম্যান্স কিন্তু ওয়ান ডে বিশ্বকাপের চূড়ান্ত দল নির্বাচনে সেভাবে  বিবেচিত হবে না। 

    পরিসংখ্যানের বিচারে এগিয়ে ভারত

    টি ২০ সিরিজে ভারত এগিয়ে। পরিসংখ্যান হার্দিকদের পক্ষে। এখনও অবধি দুই দল এই ফরম্যাটে  ১৯টি ম্যাচ খেলেছে। তার মধ্যে ভারত জিতেছে ১৫টি। তাছাড়া আইসিসি টি ২০ রাঙ্কিং এ ভারত যেখানে এক নম্বরে, সেখানে শ্রীলঙ্কার স্থান অষ্টম। তাই ঘরের মাঠে এই সিরিজ সহজে জেতা উচিত টিম ইন্ডিয়ার। তবে, টি-২০ বিশ্বকাপে ব্যর্থতার পর ভারতীয় ক্রিকেট দলের সিনিয়রদের কার্যত ছুটি করে দেওয়া হয়েছে। দায়িত্ব তুলে দেওয়া হয়েছে দেশের তরুণ প্রজন্মের উপরে। এই সিরিজটা ভারতের তরুণ ক্রিকেটারদের কাছে অগ্নিপরীক্ষা হতে চলেছে, তা বলাই বাহুল্য। এই শ্রীলঙ্কাই ভারতীয় ক্রিকেট দলকে গত বছর এশিয়া কাপে (Asia Cup 2022) পরাস্ত করেছিল। তারপর ২০২২ সালে টি-২০ বিশ্বকাপের রানার্স আপ দল পাকিস্তানকে (Pakistan) হারিয়ে খেতাব জয় কর করে। এবার শ্রীলঙ্কা ভারতের তরুণ ব্রিগেডের বিরুদ্ধে খেলতে নামবে। 

    আরও পড়ুন: ক্রিকেটারদের দলে সুযোগ পেতে পাশ করতে হবে ‘ডেক্সা টেস্ট’, কী এই পদ্ধতি?

    নয়া কিট স্পনসর

    শ্রীলঙ্কার বিপক্ষে টি ২০ সিরিজে আগেই ভারতীয় দল পেয়ে গেল নতুন কিট স্পনসর। টাইটেল স্পনসর বাইজুস থাকলেও কিট প্রস্তুতকারী সংস্থা এমপিএলের সঙ্গে সম্পর্ক ছিন্ন হল। তার বদলে কিট প্রস্তুতকারী সংস্থা হিসেবে ভারতীয় দলের সঙ্গে যুক্ত হল কেকেসিএল (KKCL)। তাদেরই ব্র্যান্ড কিলার-এর লোগো লাগানো জার্সি পরেই মাঠে নামবে আজ থেকে ভারতীয় ক্রিকেটাররা। 

    কখন, কোথায় ম্যাচ

    দ্বীপরাষ্ট্রের বিরুদ্ধে ৩, ৫ ও ৭ জানুয়ারি যথাক্রমে মুম্বই, পুণে ও রাজকোটে তিনট বিশ ওভারের ম্যাচ আয়োজিত হবে। এরপর গুয়াহাটি, কলকাতা ও তিরুঅন্ততপুরমে যথাক্রমে ১০, ১২ ও ১৫ জানুয়ারি তিনটি ওয়ান ডে ম্যাচ খেলবে ভারত ও শ্রীলঙ্কা। টি-টোোয়েন্টি ম্যাচগুলি শুরু হবে সন্ধ্যা ৭টা থেকে আর দুপুর ২টো থেকে হবে একদিনের ম্যাচগুলি। ভারত বনাম শ্রীলঙ্কার ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। মোবাইলে দেখা যাবে ডিজনি প্লাস হটস্টার অ্যাপ্লিকেশনে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Team India: লক্ষ্য বিশ্বকাপ ২০২৩! একনজরে এ বছরের ভারতীয় ক্রিকেটের সূচি

    Team India: লক্ষ্য বিশ্বকাপ ২০২৩! একনজরে এ বছরের ভারতীয় ক্রিকেটের সূচি

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৩ সালেও একাধিক ক্রীড়াসূচি রয়েছে ভারতীয় ক্রিকেট দলের (Team India)। নতুন বছর মানেই নতুন আশা, নতুন স্বপ্ন। আর সেই আশা, স্বপ্নকে নিয়েই নতুন করে পথ চলতে শুরু করেছে টিম ইন্ডিয়া। এ বছরেই হতে চলেছে বিশ্বকাপ। ২০১১ সালে শেষবার বিশ্বকাপ জিতেছিল ভারতীয় ক্রিকেট দল। তারপর দীর্ঘ ১২ বছর কেটে গিয়েছে। ফের একবার এই বছরের অক্টোম্বর-নভেম্বর মাসে দেশের মাটিতেই বসতে চলেছে ৫০ ওভারের বিশ্বকাপের আসর। ফলে নতুন উদ্যম নিয়ে আগের সব হতাশা ভুলে মাঠে নামতে চলেছে টিম ইন্ডিয়া। যদিও বিশ্বকাপে দেরি রয়েছে, তবে তার আগেই একাধিক ম্যাচ রয়েছে। এক নজরে দেখে নিন টিম ইন্ডিয়ার কোন মাসে কোন কোন দেশের বিরুদ্ধে খেলবে (Team India)?

    টিম ইন্ডিয়ার সূচি

    নতুন বছরের শুরুতেই দেশের মাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০, ওডিআই সিরিজ। এরপর জানুয়ারিতেই দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ওডিআই, টি-২০ সিরিজ খেলবে ভারতীয় দল (Team India)।

    জানুয়ারি,২০২৩ (ভারত বনাম শ্রীলঙ্কা)

    ১) প্রথম টি-২০: ৩ জানুয়ারি (মুম্বই)

    ২) দ্বিতীয় টি-২০: ৫ জানুয়ারি (পুণে)

    ৩) তৃতীয় টি-২০: ৭ জানুয়ারি (রাজকোট)

    ৪) প্রথম ওয়ান ডে: ১০ জানুয়ারি (গুয়াহাটি)

    ৫) দ্বিতীয় ওয়ান ডে: ১২ জানুয়ারি (কলকাতা)

    ৬) তৃতীয় ওয়ান ডে: ১৫ জানুয়ারি (তিরুবনন্তপুরম)

    জানুয়ারি/ফেব্রুয়ারি, ২০২৩ (ভারত বনাম নিউজিল্যান্ড)

    ১) প্রথম ওয়ান ডে: ১৮ জানুয়ারি (হায়দ্রাবাদ)

    ২) দ্বিতীয় ওয়ান ডে: ২১ জানুয়ারি (রায়পুর)

    ৩) তৃতীয় ওয়ান ডে: ২৪ জানুয়ারি (ইন্দোর)

    ৪) প্রথম টি-২০: ২৭ জানুয়ারি (রাঁচি)

    ৫) দ্বিতীয় টি-২০: ২৯ জানুয়ারি (লখনউ)

    ৬) তৃতীয় টি-২০: ১ ফেব্রুয়ারি (আমদাবাদ)

    ফেব্রুয়ারি/মার্চ (ভারত বনাম অস্ট্রেলিয়া)

    ১) প্রথম টেস্ট: ৯-১৩ ফেব্রুয়ারি (নাগপুর)

    ২) দ্বিতীয় টেস্ট: ১৭-২১ ফেব্রুয়ারি (ধরমশালা)

    ৩) তৃতীয় টেস্ট: ১-৫ মার্চ (ধর্মশালা)

    ৪) চতুর্থ টেস্ট:  ৯-১৩ মার্চ (আহমেদাবাদ)

    ৫) ১ম ওডিআই: ১৭ মার্চ (মুম্বই)

    ৬) ২য় ওডিআই: ১৯ মার্চ (বিশাখাপত্তনম)

    ৭) ৩য় ওডিআই: ২২ মার্চ (চেন্নাই)

    মার্চের শেষ থেকে মে মাস পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়র লিগ অনুষ্ঠিত হবে। বিস্তারিত সূচি এখনও ঘোষণা করেনি বিসিসিআই।

    জুন ২০২৩: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল

    ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলে জুলাইয়ে খেতাবি লড়াইয়ে সম্ভবত অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে তারা।

    জুলাই/অগাস্ট ২০২৩: ওয়েস্ট ইন্ডিজ বনাম ভারত

    জুলাই-অগাস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে ২টি টেস্ট, ৩টি ওয়ান ডে ও ৩টি টি-২০ ম্যাচ খেলবে ভারত। সূচি এখনও ঘোষিত হয়নি।

    সেপ্টেম্বর ২০২৩: এশিয়া কাপ ২০২৩

    সেপ্টেম্বরে এশিয়া কাপ অনুষ্ঠিত হওয়ার কথা পাকিস্তানে। যদিও ভারতের চাপে শেষমেশ এশিয়া কাপের কেন্দ্র বদল হতে পারে। এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) চেয়ারম্যান জয় শাহ বলেছেন যে সরকার অনুমতি না দিলে ভারত প্রতিবেশী দেশে তাঁরা যাবেন না।

    অক্টোবর ২০২৩: ভারত বনাম অস্ট্রেলিয়া (হোম)

    অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩ ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত।

    অক্টোবর/নভেম্বর ২০২৩: ICC পুরুষদের ক্রিকেট বিশ্বকাপ

    ভারত এই বছর প্রথমবারের মত মেগা আইসিসি ইভেন্টের আয়োজক হবে। অক্টোবর-নভেম্বরে ভারতেই বসবে বিশ্বকাপের আসর। ১৯৮৩ এবং ২০১১ সালের জয়ের পর,  ভারত আর জেতেনি বিশ্বকাপ।

    নভেম্বর/ডিসেম্বর ২০২৩: অস্ট্রেলিয়া বনাম ভারত

    নভেম্বর-ডিসেম্বরে ভারতের বিরুদ্ধে ৫টি টি-২০ ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।

    ডিসেম্বর ২০২৩: ভারত বনাম দক্ষিণ আফ্রিকা

    ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে বছর শেষ করবে টিম ইন্ডিয়া। প্রোটিয়াদের বিরুদ্ধে সিরিজই এই বছরে সম্ভবত ভারতের শেষ সিরিজ।

  • Rishabh Pant: অল্পের জন্য প্রাণে বাঁচলেন ঋষভ পন্থ! একবাক্যে পুলিশকে জানালেন কীভাবে ঘটেছে গাড়ি দুর্ঘটনা

    Rishabh Pant: অল্পের জন্য প্রাণে বাঁচলেন ঋষভ পন্থ! একবাক্যে পুলিশকে জানালেন কীভাবে ঘটেছে গাড়ি দুর্ঘটনা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কবলে ভারতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋষভ পন্থ। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিল্লি-দেরাদুন হাইওয়েতে রুরকির কাছে। নিজেই ড্রাইভ করে উত্তরাখণ্ড থেকে দিল্লি ফিরছিলেন ঋষভ। আচমকাই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ধরে যায় আগুন। বরাত জোরে বেঁচে যান ঋষভ। গাড়ির গতিবেগ খুব বেশি ছিল বলে মনে করা হচ্ছে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর ধামি ট্যুইট করে এই খবর দেন।

    আঘাত গুরতর

    মাথায়, পিঠে, পায়ে গুরুতর আঘাত পেয়েছেন ঋষভ। আপাতত বিপন্মুক্ত হলেও ঋষভের অস্ত্রোপচার হতে পারে। এখনও পর্যন্ত যে সব ছবি সামনে এসেছে, তা সত্যিই শিউরে ওঠার মতোই। গাড়িটি দুমড়ে মুচড়ে গিয়েছে। হাসপাতালের বেডে শুয়ে রয়েছেন ঋষভ। মাথায় ব্যান্ডেজ করা। পিঠে লাল ক্ষত স্পষ্ট। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দুর্ঘটনার কারণ অনুসন্ধানের কাজ শুরু করেছে। প্রত্যক্ষদর্শীদের দাবি, গাড়িটি ডিভাইডারে ধাক্কা মারতেই আগুন ধরে যায়। স্থানীয়রা আগুন নেভানোর পাশাপাশি ঋষভকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। উত্তরাখণ্ডের ডিজি অশোক কুমার জানিয়েছেন, উইন্ড স্ক্রিন ভেঙে উদ্ধার করা হয় ঋষভ পন্থকে।

    আরও পড়ুন: ফুটবল-বিশ্ব সম্রাটহীন! ৮২ বছর বয়সে চলে গেলেন পেলে

    পুলিশ সূত্রে খবর

    উত্তরাখণ্ড পুলিশের ডিজিপি অশোক কুমার বলেন, “ভোর ৫.৩০ মিনিটে ঋষভ পন্থের গাড়ি দুর্ঘটনাটি ঘটে। রুরকির মহম্মদপুর জটের কাছে ঘটে সেই দুর্ঘটনাটি। পন্থ পুলিশকে বলেন যে, গাড়ি চালানোর সময় তিনি ঘুমিয়ে পড়েছিলেন। সেই কারণেই ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। প্রথমে রুরকির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে সেখান থেকে দেহরাদুনে নিয়ে যাওয়া হয়েছে তাঁকে।” উত্তরাখণ্ডের পুলিশ জানিয়েছে যে, পন্থ গাড়িতে একাই ছিলেন।

    সময়টা ভাল নয়

    সত্যিই সময়টা ভালো যাচ্ছে না ভারতীয় দলের উইকেটরক্ষক-ব্যাটসম্যানের। খারাপ ফর্মের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি-২০ এবং ওয়ান ডে সিরিজে ভারতীয় দলে জায়গা পাননি। তাঁকে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে ট্রেনিং করার নির্দেশ দেওয়া হয়েছে। বেশ চাপেই রয়েছেন ঋষভ। এরই মধ্যে তিনি উত্তরাখণ্ডে গিয়েছিলেন ছুটি কাটাতে। সেখান থেকে শুক্রবার দিল্লি ফিরছিলেন। তখনই দুর্ঘটনা ঘটে। প্রাক্তন ও বর্তমান ক্রিকেটার ঋষভের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Sri Lanka T20: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে তারুণ্যের উপর ভরসা! একদিনের দলে খুব বেশি পরিবর্তন নেই

    Sri Lanka T20: শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে তারুণ্যের উপর ভরসা! একদিনের দলে খুব বেশি পরিবর্তন নেই

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন টি-২০ (Sri Lanka T20) সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। এখনও ফিট নন রোহিত শর্মা। তাই তাঁকে দলে রাখা হয়নি। তবে একদিনের সিরিজে তিনি খেলবেন, নেতৃত্বও দেবেন। ওয়ান ডে ফরম্যাটে রোহিতের ডেপুটি হিসেবে বেছে নেওয়া হয়েছে হার্দিককেই। যা থেকে স্পষ্ট, ভবিষ্যতের অধিনায়ক হিসেবে হার্দিককেই ভাবছে বিসিসিআই (BCCI)।

    টি-২০ সিরিজের দল

    শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজে (Sri Lanka T20) বিশ্রাম দেওয়া হয়েছে আর এক তারকা বিরাট কোহলিকেও। তবে খারাপ পারফরম্যান্সের জেরে বাদ পড়েছেন লোকেশ রাহুল। টি-২০’র পাশাপাশি একদিনের দলে ব্রাত্য ঋষভ পন্থ। আইপিএলের নিলামে ভালো দর পেয়েছিলেন বাংলার পেসার মুকেশ কুমার। তিনি টি-২০ স্কোয়াডে রয়েছেন। ধারবাহিক ভালো পারফরম্যান্সের সুফল পেলেন তিনি। একই সঙ্গে মুকেশ কৃতজ্ঞতা জানিয়েছেন প্রাক্তন বিসিসিআই ও সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়কে। তিনি বলেছেন, ‘বাংলায় ভিশন টোয়েন্টি-২০ চালু করেছিলেন সৌরভ। সেই সুযোগই আমাকে এতদূর আসতে সাহায্য করেছে।’

    টি-২০ বিশ্বকাপের রোডম্যাপ

    ২০২৪ সালে টি-২০ বিশ্বকাপের রোডম্যাপ এখন থেকেই তৈরি করে ফেলতে চাইছেন জাতীয় নির্বাচকরা। এক্ষেত্রে তারুণ্যের উপরই ভরসা রাখতে চাইছে বোর্ড। সেই কারণে গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়ার হাতে নেতৃত্বভার তুলে দেওয়া হয়েছে রোহিতের অনুপস্থিতিতে। আর টি-২০ সিরিজে হার্দিকের ডেপুটি হিসেবে নিয়োগ করা হয়েছে আর এক তারকা ব্যাটসম্যান সূর্যকুমার যাদবকে।

    তবে আগামী বছর দেশের মাটিতে রয়েছে ওয়ান ডে বিশ্বকাপ। সেকথা মাথায় রেখে একদিনের সিরিজে খুব বেশি পরিবর্তনের পথে হাঁটেনি জাতীয় নির্বাচকমণ্ডলী। রোহিত শর্মার নেতৃত্বে বিরাট কোহলি, লোকেশ রাহুলরা খেলবেন শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে। তবে শিখর ধাওয়ানকে এতদিন স্ট্যান্ড ইন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছিল। কিন্তু আশ্চর্যজনকভাবে শিখর একদিনের দলে সুযোগ পাননি। যা দেখে ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, আসন্ন ওয়ান ডে বিশ্বকাপে ধাওয়ান নির্বাচকদের র‌্যাডারে নেই।

    আরও পড়ুন: নিজের অটোগ্রাফ দেওয়া জার্সি বিসিসিআই সচিব জয় শাহকে পাঠালেন মেসি

LinkedIn
Share