Tag: Team India

Team India

  • T-20 World Cup: আজ কার্যত কোয়ার্টার ফাইনাল! বাংলাদেশকে হারাতে পারলেই শেষ চারের খুব কাছে টিম ইন্ডিয়া

    T-20 World Cup: আজ কার্যত কোয়ার্টার ফাইনাল! বাংলাদেশকে হারাতে পারলেই শেষ চারের খুব কাছে টিম ইন্ডিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: আর কিছুক্ষণ পরেই অ্যাডিলেডে টি-টোয়েন্টি বিশ্বকাপে (T-20 World Cup) গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি হচ্ছে ভারত বাংলাদেশ। এই ম্যাচের ফলের উপর অনেকটাই নির্ভর করছে দুই দলের সেমিফাইনাল ভাগ্য। তিনটি ম্যাচ খেলে ভারত জিতেছে দুটিতে হেরেছে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। চার পয়েন্ট নিয়ে রোহিত শর্মারা আপাতত রয়েছেন দ্বিতীয় স্থানে। সম সংখ্যক ম্যাচ খেলে বাংলাদেশেরও সংগ্রহ চার পয়েন্ট। অর্থাৎ দুই দলই এই ম্যাচ জিততে মরিয়া হয়ে মাঠে নামবে।

    টি-টোয়েন্টি ফরম্যাটে এখনও পর্যন্ত ১১ বার মুখোমুখি হয়েছে ভারত বাংলাদেশ। তারমধ্যে দশবার জিতেছে ভারত। সর্বসাকুল্যে বাংলাদেশ জয়ের মুখ দেখেছে একবার। পরিসংখ্যানই স্পষ্ট এই ম্যাচে পাল্লা ভারি টিম ইন্ডিয়ার। যদিও খেলাটা যেহেতু ক্রিকেট আর ফরম্যাট যখন টি-টোয়েন্টি তখন অনেক কিছুই ঘটতে পারে। ইতিমধ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে ঘটে গিয়েছে বেশ কয়েকটি অঘটন। তাই রোহিত শর্মারা একটু সতর্ক হয়েই মাঠে নামতে চাইছেন।

    আরও পড়ুন: আমরা জিততে আসিনি, তাই চাপটা ওদের, আমাদের নয়! ভারতের বিপক্ষে নিজেদের সেরাটা দেওয়াই লক্ষ্য শাকিবের

    ভারত-বাংলাদেশ ম্যাচে রয়েছে বৃষ্টির ভ্রুকুটি। মঙ্গলবার অবিরাম বৃষ্টির জেরে দুই দলের ক্রিকেটারদের ইন্ডোরে প্র্যাকটিস করতে হয়েছিল। অস্ট্রেলিয়ার হাওয়া অফিস জানিয়েছে ম্যাচের দিনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বইছে কনকনে ঠান্ডা হাওয়া। এই পরিবেশে দুই দলের পেশাররা একে অপরকে টেক্কা দেওয়ার চেষ্টা করবেন। শেষ হাসি কারা হাসেন সেটাই দেখার।

    কোথায় হবে খেলা?
    অ্যাডিলেড ওভালে এই ম্যাচটি খেলা হবে।

    কখন শুরু ভারত বনাম বাংলাদেশ ম্যাচটি?
    ভারতীয় সময় অনুযায়ী দুুপুর ১.৩০ থেকে শুরু ভারত বনাম বাংলাদেশ ম্যাচটি। টস হওয়ার কথা তার আধ ঘণ্টা আগে অর্থাৎ দুপুর ১টায়।

    কোথায় দেখা যাবে ভারত বনাম বাংলাদেশ এই ম্যাচটি?
    স্টার স্পোটর্স নেটওয়ার্কে দেখা যাবে এই ম্যাচটি।

    অনলাইনে কীভাবে দেখবেন এই ম্যাচ?
    অনলাইনে হটস্টার অ্যাপে দর্শকরা ভারত বনাম বাংলাদেশ এই ম্য়াচটি দেখতে পারবেন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • T20 WC 2022: বুমরাহর অভাব মেটাবে শামি! টসও গুরুত্বপূর্ণ, রোহিতকে পরামর্শ মাস্টার-ব্লাস্টারের

    T20 WC 2022: বুমরাহর অভাব মেটাবে শামি! টসও গুরুত্বপূর্ণ, রোহিতকে পরামর্শ মাস্টার-ব্লাস্টারের

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপে (ICC T20 World Cup 2022) মহম্মদ শামি (Mohammed Shami) তাঁর সতীর্থ জশপ্রীত বুমরাহর যোগ্য বিকল্প হওয়ার ক্ষমতা রাখেন। এমনটাই মনে করেন ক্রিকেটের ঈশ্বর সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar)।  সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাতকারে সচিন বলেছেন, ‘চোটের জন্য বুমরাহর না থাকা বড় ক্ষতি। ও ভারতের প্রধান স্ট্রাইক বোলার। বুমরাহ ব্যাটারদের উপর দাপট দেখাতে পারে। তবে শামি অনেকদিন পর মাঠে নেমেই প্রমাণ করে দিল যে, ওই বুমরাহর আদর্শ পরিবর্ত।’ শামির পাশাপাশি তরুণ বাঁহাতি জোরে বোলার অর্শদীপ সিংকে নিয়েও মুগ্ধ সচিন। তিনি বলেন, ‘অর্শদীপ পরিকল্পনা নিয়ে মাঠে নামে। এই ফরম্যাটে প্ল্যানিং বজায় রেখে বল করা খুবই গুরুত্বপূর্ণ।’ সচিনের কথায়, ‘অস্ট্রেলিয়ার মাঠ বড় হওয়ার কারণে স্পিনারদের বিরুদ্ধে মারা খুবই শক্ত। বল যে দিকে ঘুরছে, সে দিকে মারার একটা প্রবণতা দেখা যায়। খুব কম ব্যাটসম্যান রয়েছে যারা ক্রমাগত স্পিনারদের বিরুদ্ধে চালিয়ে খেলতে পারে। সাধারণত বাউন্ডারির দৈর্ঘ্য কতটা এর উপর নির্ভর করে কোন স্পিনারকে খেলানো দরকার। কোন দিকে হাওয়া বইছে সেটাও খেয়াল রাখতে হবে। ‘ভারতের কিংবদন্ত ব্যাটসম্যান বলেছেন, ‘চলতি টুর্নামেন্টে বাঁহাতি ব্যাটসম্যান অবশ্যই গুরুত্বপূর্ণ। বোলার এবং ফিল্ডারদের সেই অনুযায়ী নিজেদের গুছিয়ে নিতে হয় এবং তারা যদি একটানা স্ট্রাইক রোটেট করে, তা হলে বোলারদের সমস্যায় পড়তে হয়।’ তিনি আরও বলেছেন, ‘আমি মনে করি কিছু ক্ষেত্রে কন্ডিশনের ভূমিকাও গুরুত্বপূর্ণ হবে এবং স্কোর রক্ষা করা সহজ হবে না। ম্যাচ চলাকালীন পরিস্থিতি পরিবর্তন হতে পারে এবং রান তাড়া করা সহজ হতে পারে। টসের ভূমিকাও তাই কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে।’

    আরও পড়ুন: ক্রিকেট ঘোচায় দূরত্ব! বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে শাহিনকে কী পরামর্শ দিলেন শামি?

    ১৯৯২ সাল থেকে অস্ট্রেলিয়া সফর করেছেন। স্যর ডন ব্র্যাডম্যানের দেশে একাধিক সফর করার সুবাদে সেখানকার পিচ ও স্টেডিয়ামকে হাতের তালুর মতো চেনেন সচিন। তাই বিশ্বকাপের মূল পর্বে খেলতে নামার আগে রোহিতদের পরামর্শ দিলেন মাস্টার ব্লাস্টার। ডেথ ওভারের টিম ইন্ডিয়া কীভাবে ভালো বোলিং করতে পারে তাও জানিয়েছেন কিংবদন্তি ক্রিকেটার। টিম ইন্ডিয়ার শিরোপা জয়ের সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের দল খুব ভালো এবং ভারসাম্যপূর্ণ। সম্ভবত টুর্নামেন্টে সবচেয়ে শক্তিশালী ব্যাটিং লাইন আপ আমাদের। ফাইনালে খেলার ক্ষমতা রয়েছে রোহিতদের।’ সচিনের কথায় সেমিফাইনালের চারটি দল হল,‘আমাদের পুল থেকে আমার সেমিফাইনালিস্ট হবে ভারত ও পাকিস্তান। পাকিস্তান যদি ভালো ব্যাটিং করে তাহলে না হলে দক্ষিণ আফ্রিকা থাকবে। অস্ট্রেলিয়ার পরিবেশ দক্ষিণ আফ্রিকার মতোই। দ্বিতীয় পুলে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ফেভারিট, নিউজিল্যান্ড ডার্ক হর্স। আইসিসি চ্যাম্পিয়নশিপে তারা ভালো করেছে।’

  • Jasprit Bumrah: টি২০ বিশ্বকাপ খেলছেন না বুমরাহ, ‘খলনায়ক’ স্ট্রেস ফ্র্যাকচার 

    Jasprit Bumrah: টি২০ বিশ্বকাপ খেলছেন না বুমরাহ, ‘খলনায়ক’ স্ট্রেস ফ্র্যাকচার 

    মাধ্যম নিউজ ডেস্ক: টি২০ বিশ্বকাপের দল (T20 World Cup 2022) থেকে ছিটকে গেলেন ভারতের তারকা পেসার জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। এমনটাই খবর বিসিসিআই সূত্রে। যদিও বিসিসিআই-এর (BCCI) তরফে এখনও কোনও অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি।  

    আরও পড়ুন: ১৪ বছর পর ভারত বনাম পাকিস্তান টেস্ট সিরিজ! ইসিবি-র প্রস্তাবে কী জানাল বিসিসিআই?

    মুলত পিঠের চোটের কারণেই দল থেকে সরে দাঁড়াতে হল বুমরাহকে। এশিয়া কাপেও (Asia Cup) পিঠের চোটে ভুগেছেন এই খেলোয়াড়। আবারও পিঠের চোট বড় সমস্যা হয়ে দেখা দিয়েছে। এর আগে এই চোটের কারণে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিরুদ্ধে প্রথম টি২০ ম্যাচে খেলতে পারেননি বুমরাহ। চোট সারিয়ে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য দলে ফেরেন বুমরাহ। তবে সেই কামব্যাক বেশিদিন স্থায়ী হল না। ফের ছিটকে গেলেন দলের এক নম্বর বোলার। টি২০ বিশ্বকাপ শুরু হচ্ছে কিছুদিনের মধ্যেই, এর আগে বুমরাহর চোটের জেরে বিপদে টিম ইন্ডিয়া (Team India)।   

     

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের ২টি টি-২০ ম্যাচে মাঠে নামেন জসপ্রীত। নাগপুরের ৮ ওভারের ম্যাচে বুমরাহ ২ ওভার বল করেন। ২৩ রানে ১টি উইকেট নেন তিনি। পরে হায়দরাবাদে ৪ ওভার বল করে ৫০ রান দিয়েও কোনও উইকেট নিতে পারেননি তিনি।

    চোট সারিয়ে ফেরার পরেও বুমরাহ পিঠে ব্যাথা অনুভব করায় চিন্তায় ছিল ভারতীয় ক্রিকেটমহল। সত্যি হল সেই আশঙ্কাই। বোর্ডের তরফে এখনও সরকারিভাবে কিছু জানানো না হলেও এক আধিকারিক সংবাদ সংস্থাকে জানিয়েছেন যে, বুমরাহর পিঠে স্ট্রেস ফ্র্যাকচার রয়েছে। তাই বিশ্বকাপে তাঁর মাঠে নামা সম্ভব নয়। তাঁর কথায়, “এটা নিশ্চিত যে, বুমরাহর পক্ষে টি-২০ বিশ্বকাপ খেলা সম্ভব নয়। ওর পিঠের অবস্থা বেশ গুরুতর। ওর স্ট্রেস ফ্র্যাকচার রয়েছে। ফলে অন্তত ৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হবে জসপ্রীতকে।” 

    দলের অন্যতম সেরা অল রাউন্ডার রবীন্দ্র জাদেজার পর চোটের জন্যে বিশ্বকাপ থেকে বাদ পড়লেন ভারতের আরও এক তারকা ক্রিকেটার।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Shaheen Afridi-Virat Kohli conversation: বাইশ গজের বাইরে বন্ধুত্বের ছোঁয়া! জানেন বিরাটকে কী বললেন শাহিন?

    Shaheen Afridi-Virat Kohli conversation: বাইশ গজের বাইরে বন্ধুত্বের ছোঁয়া! জানেন বিরাটকে কী বললেন শাহিন?

    মাধ্যম নিউজ ডেস্ক: রাত পোহালেই এশিয়া কাপে (Asia Cup 2022) মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতপাকিস্তান। তার আগেই বাইশ গজের বাইরে দেখা হল দুই দলের ক্রিকেটারদের। সেখানেই বিরাট কোহলিকে (Virat Kohli) দ্রুত ফর্মে ফিরে আসার জন্য অনুরোধ করলেন পাকিস্তানের তারকা বোলার শাহিন আফ্রিদি (Shaheen Afridi)। জানালেন বিরাট যাতে ফর্মে ফিরে আসেন তার জন্য প্রার্থনাও করছেন।

    শাহিন আফ্রিদি চোটের কারণে এশিয়া কাপে খেলতে না পারলেও, তিনি পাকিস্তান দলের সঙ্গেই রয়েছেন। নিজের পুনর্বাসন প্রক্রিয়া সারছেন শাহিন। তাই মাঠেই রয়েছেন পাকিস্তানের তারকা বোলার। শাহিনকে মাঠে দেখেই এগিয়ে আসেন বিরাট। শাহিনও উঠে গিয়ে বিরাটের সঙ্গে প্রথমে করমর্দন করেন এবং পরে তাঁদের দুইজনকে কথা বলতেও দেখা যায়। প্রথমেই বিরাট শাহিনের চোটের বিষয়ে জানতে চান। শাহিন তাঁর জবাব দেওয়ার পরেই কথোপকথনের শেষে বিরাটের উদ্দেশে বলেন, ‘আপনার জন্য প্রার্থনা করছি, যাতে আপনি আবার ফর্মে ফিরতে পারেন।’

    আরও পড়ুন: ‘১০ বছরে প্রথমবার টানা একমাস আমি…’, নিজের ফর্ম নিয়ে অকপট কোহলি

    এরপর ঋষভ পন্থকে দেখে শাহিন মজা করে বলেন, ‘‘বন্ধু, ভাবছি এ বার আমিও তোমার মতো ব্যাটিং শুরু করব। এক হাতে ছক্কা মারব।’’ ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটারও পরামর্শ দিলেন তাঁকে। পন্থ বলেন, ‘‘স্যর, আপনি তো জোরে বোলার। একটু পরিশ্রম করতে হবে। করতেই হবে।’’ এর পরেই পন্থ জানতে চান, ‘‘তোমার হাঁটুর চোট সারতে কত দিন লাগবে?’’ শাহিন বলেন, ‘‘পাঁচ সপ্তাহ।’’

    এদিকে কোহলি যে দ্রুত ফর্মে ফিরবেন, তা বিশ্বাস করেন প্রাক্তন ভারত অধিনায়ক তথা বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ও (Sourav Ganguly)। সৌরভ বলছেন কোহলির মত একজন ক্রিকেটারের ফিরে আসা শুধু সময়ের অপেক্ষা। এশিয়া কাপেই হয়তো চেনা ছন্দে পাওয়া যাবে তাঁকে। সৌরভ বলেন, ”নিজের হারিয়ে ফেলা ছন্দ বিরাটকেই খুঁজতে হবে। আর ও দ্রুত নিজের ফর্মে ফিরবে। এটা সময়ের অপেক্ষা। বড় ক্রিকেটার না হলে এত বছর দাপটের সঙ্গে খেলতে পারত না। তাই ও নিজে জানে কীভাবে ওকে ওর সেরাটা দিতে হবে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Jasprit Bumrah: বিশ্বকাপে অনিশ্চিত বুমরা! ভারতীয় তারকা পেসারের চোট নিয়ে গুঞ্জন

    Jasprit Bumrah: বিশ্বকাপে অনিশ্চিত বুমরা! ভারতীয় তারকা পেসারের চোট নিয়ে গুঞ্জন

    মাধ্যম নিউজ ডেস্ক: পিঠের চোটে কাবু ভারতের তারকা পেসার যশপ্রীত বুমরা। বাদ পড়েছেন এশিয়া কাপ থেকেও। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপেও তাঁকে পাওয়া যাবে কি না তাঁর নিশ্চয়তা নেই। বোর্ডের তরফে জানানো হয়েছে বুমরা এখন রয়েছেন বেঙ্গালুরুতে। সেখানে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (NCA) চোট সারাচ্ছেন তিনি। চিকিৎসক ও ফিজিওদের সামনেই চলছে অনুশীলন। বুমরার চোট নিয়ে কোনওরকম ঝুঁকি নিতে চায় ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (BCCI)। 

    ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে শেষ খেলেছিলেন বুমরা। তার পর ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়ে সফর থেকে বিশ্রাম দেওয়া হয় তাঁকে। মধ্যে আমেরিকায় পরিবারের সঙ্গে সময় কাটাতেও যান ভারতীয় পেসার। দেশে ফিরেই বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে যোগ দেন তিনি। দেশের মাটিতে সেপ্টেম্বর মাসে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সাদা বলের সিরিজের আগে সুস্থ হয়ে ওঠার চেষ্টা করছেন বুমরা। কিন্তু এক বোর্ড আধিকারিকের কথায়, বুমরার চোট নিয়ে শঙ্কার মেঘ ঘনীভূত হয়েছে। তিনি জানান , বুমরার পিঠে চোট রয়েছে। সেই কারণেই এশিয়া কাপের দলে রাখা হয়নি তাঁকে। এই পিঠের চোটের কারণেই ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় এক দিনের ম্যাচে খেলতে পারেননি বুমরা। তাঁর এই চোট পুরনো। সারতে সময় লাগবে।

    আরও পড়ুন: সামি বাদ পড়ায় ক্ষুব্ধ শ্রীকান্ত! বিশ্বকাপের দলে সামি ফিরলে অবাক হবেন না মোরে

    এর আগে ২০১৯ সালে চোটের জন্য দল থেকে ছিটকে যান বুমরা। তারপর থেকেই পিঠের চোট ভোগাচ্ছে তাঁকে। আশা করা হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে সুস্থ হয়ে উঠবেন বুমরা। কিন্তু তার জন্য অপেক্ষা করতে হবে। ওই আধিকারিকের কথায়, “বুমরা আমাদের সেরা বোলার। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওকে সম্পূর্ণ সুস্থ দেখতে চাই।”  তবে, একান্ত বুমরাকে না পাওয়া গেলে বিশ্বকাপে ভারতের পেস আক্রমণকে ভরসা করতে হবে ভুবনেশ্বর কুমার এবং অর্শদীপ সিংহের উপর।

  • Virat Kohli: ‘১০ বছরে প্রথমবার টানা একমাস আমি…’, নিজের ফর্ম নিয়ে অকপট কোহলি

    Virat Kohli: ‘১০ বছরে প্রথমবার টানা একমাস আমি…’, নিজের ফর্ম নিয়ে অকপট কোহলি

    মাধ্যম নিউজ ডেস্ক: কথা বলুক বিরাট-ব্যাট। আশা কোটি কোটি কোহলি ভক্তের। ভারতের বহু ক্রিকেট সমর্থক,কর্মকর্তা এমনকি অনেক বিপক্ষ দেশের ক্রিকেটপ্রেমীরাও চাইছেন তিনি ছন্দে ফিরুন। দীর্ঘ বিরতির পরেই এশিয়া কাপে দলে ফিরেছেন বিরাট কোহলি। এই টুর্নামেন্টে পুরনো ছন্দে ফিরতে মরিয়া তিনি। একটা অলিখিত চাপ রয়েছে তাঁর ওপরেও।

    ভারতীয় ক্রিকেটের পোস্টার বয় তিনি। কোটি কোটি ক্রিকেট অনুরাগীর হার্ট থ্রব। সেই কোহলি এক মাস ব্যাট স্পর্শই করেননি। রান না পাওয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। একটানা ক্রিকেটের ধকল ক্লান্ত করেছিল তাঁকে। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে খেলতে নামার আগে নিজেই সে কথা জানালেন কোহলি। 

    আরও পড়ুন: ‘বিরাট’ ব্যাটে ভরসা! শততম ম্যাচে শতরানের আশায় নয়া হাতিয়ার কোহলির

    মাঠে অবিশ্বাস্য গতি এবং আগ্রাসনের জন্য পরিচিত  কোহলি ২০১৯ সালের পর থেকে একটিও সেঞ্চুরি করেননি। চলতি বছর জাতীয় দলের জার্সিতে তিনি শুধুমাত্র একবার ৫০ রানের সীমা অতিক্রম করতে সক্ষম হয়েছিলেন। ২০২২ আইপিএলের পর শুধুমাত্র ইংল্যান্ড সফরেই খেলেছেন বিরাট।  বিসিসিআই শনিবার বিরাট কোহলির সাক্ষাৎকারের একটি টিজার প্রকাশ করেছে, যেখানে ৩৩ বছরের তারকাকে তাঁর খারাপ ফর্ম নিয়ে কথা বলতে দেখা গিয়েছে। 

    বিরাট বলেন, “১০ বছরে প্রথমবার টানা একমাস আমি ব্যাট ছুঁয়ে দেখিনি ৷ আমি নিজেকে বারবার বোঝাচ্ছিলাম যে মানসিকভাবে আমি কঠোর রয়েছি, কিন্তু শরীর বলছিল থামতে৷ শেষে মনও বিরতি নেওয়ার ব্যাপারে এবং কিছুটা পিছিয়ে যাওয়ার সিদ্ধান্তে সায় দিল ৷” কোহলির কথায়, “আমায় দেখে মানসিকভাবে ভীষণ শক্তিশালী মনে হয় এবং আমি আদতে তাই ৷ তবে সবকিছুরই একটা সীমাবদ্ধতা আছে ৷ নইলে তা অস্বাস্থ্যকর মনে হয় ৷ এই অধ্যায়টা আমায় অনেক কিছু শিখিয়েছে ৷ যা কখনও আমি আমার পরিমণ্ডলে আসতে দিইনি সেই বিষয়গুলিকে আলিঙ্গন করতে শিখিয়েছে ৷”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Asia Cup: প্রতীক্ষার অবসান! এশিয়া কাপের ক্রীড়াসূচি ঘোষিত, ২৮ অগাস্ট মুখোমুখি ভারত-পাকিস্তান

    Asia Cup: প্রতীক্ষার অবসান! এশিয়া কাপের ক্রীড়াসূচি ঘোষিত, ২৮ অগাস্ট মুখোমুখি ভারত-পাকিস্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: চলতি মাসের শেষ রবিবার মুখোমুখি চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান। এ বারের এশিয়া কাপ (Asia Cup 2022) শুরু ২৭ অগস্ট থেকে। টুর্নামেন্টের দ্বিতীয় দিনই ভারত-পাকিস্তান ম্যাচ। এ বছর শ্রীলঙ্কাতে (Sri Lanka) এই প্রতিযোগিতা হওয়ার কথা থাকলেও সে দেশের রাজনৈতিক অবস্থার কারণে প্রতিযোগিতা সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে (UAE)। টুর্নামেন্টের তিনটি ম্যাচ হবে শারজায়। বাকি সমস্ত ম্যাচ আয়োজিত হবে দুবাই স্টেডিয়ামে। সবকটি ম্যাচ হবে স্থানীয় সময় সন্ধে ৬টায়। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই আফগানিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে শ্রীলঙ্কা। আর পরের দিন অর্থাৎ ২৮ আগস্ট রোহিত শর্মার (Rohit Sharma) ভারত নামবে বাবর আজমের পাকিস্তানের বিরুদ্ধে।

    এদিন টুর্নামেন্টের সূচি প্রকাশ করে বিসিসিআই (BCCI) সচিব জয় শাহ লেখেন, “অপেক্ষার অবসান। এশিয়া কাপের সূচি জানিয়ে দিল ACC। বিশ্বকাপের প্রস্তুতির জন্য এই টুর্নামেন্ট দারুণ প্ল্যাটফর্ম হতে চলেছে।” গ্রুপ এ-তে রয়েছে ভারত ও পাকিস্তান। সেই গ্রুপে আরও একটি দল আসবে যোগ্যতা অর্জন পর্ব থেকে। সেই দলের সঙ্গে ভারতের ম্যাচ ৩১ অগাস্ট। ফাইনাল হবে ১১ সেপ্টেম্বর। গ্রুপ পর্বে ভারতের দু’টি ম্যাচই হবে দুবাইতে। ফাইনালও দুবাইয়ে। বি গ্রুপের দলগুলি হল বাংলাদেশ, শ্রীলঙ্কা ও আফগানিস্তান। ৩০ আগস্ট অর্থাৎ বৃহস্পতিবার বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ আফগানিস্তান। সুপার ফোরের ম্যাচ শুরু হবে ৩ সেপ্টেম্বর। চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত। 

    আরও পড়ুন: কমনওয়েলথ গেমসে রেকর্ড গড়ে সোনা জিতলেন বাংলার অচিন্ত্য, মণিপুরের জেরেমি

    ১৫তম এশিয়া কাপ প্রতিযোগিতাকে টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসাবেই দেখছে দলগুলি। শেষ বার ২০১৮ সালে রোহিত শর্মার নেতৃত্বেই এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ফের দলকে সাফল্য এনে দেওয়ার গুরু দায়িত্ব তাঁর কাঁধেই। প্রথমে ঠিক ছিল ২০২০ সালে পাকিস্তানে এশিয়া কাপ আয়োজিত হবে। কিন্তু পাকিস্তানে খেলতে আপত্তি জানায় ভারত। এরই মধ্যে করোনা মহামারীও আঘাত হানে। যার ফলে সাময়িকভাবে স্থগিত রেখে শ্রীলঙ্কায় স্থানান্তরিত করা হয় টুর্নামেন্ট। ঠিক করা হয় ২০২১ সালের জুন মাসে এশিয়া কাপ আয়োজন করা হবে। কিন্তু তখনও করোনার জেরে তা আয়োজন সম্ভব হয়নি। তারপর অনেক ভাবনা চিন্তার পর এ বছর বিশ্বকাপের আগে এশিয়া কাপ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। গত মার্চে সেই সিদ্ধান্তে সরকারি সিলমোহরও পড়ে। এবার অপেক্ষা ঢাকে কাঠি পড়ার।
  • Jasprit Bumrah: বুমরাহর মুকুটে নতুন পালক! দেখে নিন আর কোন বোলাররা ভারতকে নেতৃত্ব দেন

    Jasprit Bumrah: বুমরাহর মুকুটে নতুন পালক! দেখে নিন আর কোন বোলাররা ভারতকে নেতৃত্ব দেন

    মাধ্যম নিউজ ডেস্ক: ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে ভারত (India)। এজবাস্টন টেস্টে ইংল্যান্ডক হারিয়ে চতুর্থবার বিলেতের মাটিতে টেস্ট সিরিজ জেতার সুযোগ কোহলিদের সামনে। তবে রোহিত শর্মা (Rohit Sharma) করোনায় (Covid-19) আক্রান্ত। এই ম্যাচে তিনি খেলতে পারবেন না। তাই ভারতকে নেতৃত্ব দেবেন পেসার যশপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)। মাত্র চার বছর আগে টেস্টে অভিষেক হয়েছিল ভারতীয় বোলারটির। তার মধ্যেই পায়ের তলার জমি শক্ত করেছেন তিনি। কালের নিয়মেই বুমরাহর মুকুটে যোগ হলো আরও একটি পালক। নেতা হিসেবে দলকে বুমরাহ সাফল্য এনে দিতে পারবেন কি না তা সময় বলবে। তবে পরিসংখ্যান বলছে, ১৯৮৭ সালে কপিল দেব (Kapil Dev) শেষবার কোনও পেস বোলার হিসেবে ভারতকে নেতৃত্ব দিয়েছিলেন। অনেক সময়ই বলা হয়, ক্রিকেট ব্যাটসম্যানদের খেলা। সেই ধারা বজায় থেকেছে ভারতীয় দলের অধিনায়ক চয়নের ক্ষেত্রেও। তবে কখনও কখনও বোলরারও দেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেয়েছেন।

    ফিরে দেখা:

    কপিল দেব: বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার ছিলেন কপিল দেব। শুধু তাই নয়, দেশের প্রথম পেস বোলার হিসেবে টেস্টে অধিনাকত্ব করে নজির গড়েছিলেন তিনি। যদিও তাঁর ক্যাপ্টেন্সিতে ৩৪ ম্যাচের মধ্যে ভারত জিতেছিল মাত্র চারটিতে। ড্র হয়েছিল ২২টি ম্যাচ। পরাজয়ের সংখ্যা ৭। তবে কপিলের নেতৃত্বেই ১৯৮৩ তে প্রথম বিশ্বকাপ জেতে ভারত।

    আরও পড়ুন: নেতা হিসেবে ধোনিই জীবনের আদর্শ! চাপমুক্ত হয়ে খেলতে চান বুমরাহ

    অনিল কুম্বলে: টেস্ট (Test) এবং একদিনের আন্তর্জাতিক ক্রিকেট (ODI) মিলিয়ে ভারতের সর্বাধিক উইকেট সংগ্রহকারী অনিল কুম্বলে। ২০০৭-০৮ মরশুমে তিনি ভারতের অধিনায়ক হয়েছিলেন। তাঁর ক্যাপ্টেন্সিতে ১৪টি টেস্টে ভারত জিতেছিল তিনটিতে।

    বিষেণ সিং বেদি: চার বছর ভারতীয় দলের অধিনায়কের দায়িত্ব সামলেছিলেন বেদি। নেতৃত্ব দিয়েছিলেন ২২টি টেস্টে। তার মধ্যে ভারত জয়ী হয়েছিল ছ’টি ম্যাচে। 

    এস বেঙ্কটরাঘবন: ১৯৭৪-৭৯, এই সময় ভারতীয় টেস্ট দলের অধিনায়ক ছিলেন প্রাক্তন স্পিনার এস বেঙ্কটরাঘবন। তাঁর নেতৃত্বে ভারতীয় দল দু’টি টেস্ট হারলেও, ড্র করেছিল তিনটিতে।

  • Jasprit Bumrah: নেতা হিসেবে ধোনিই জীবনের আদর্শ! চাপমুক্ত হয়ে খেলতে চান বুমরাহ

    Jasprit Bumrah: নেতা হিসেবে ধোনিই জীবনের আদর্শ! চাপমুক্ত হয়ে খেলতে চান বুমরাহ

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতের ৩৬তম অধিনায়ক হচ্ছেন যশপ্রীত বুমরাহ। কপিল দেবের পর তিনিই প্রথম ভারতীয় পেসার, যিনি এই দায়িত্ব পেলেন। হঠাৎ করে নেতৃত্ব পাওয়া, তাও আবার ইংল্যান্ডর (England) বিরুদ্ধে গুরুত্বপূর্ণ টেস্টে। যশপ্রীত বুমরাহকে (Jasprit Bumrah) নিয়ে অনেকেই দ্বন্দে ভুগছেন। ভারতীয় সমর্থকদের কারও কারও মনে এই প্রশ্নটা উঁকি দিচ্ছে যে, বুমরাহ কি পারবেন প্রত্যাশা পূরণ করতে?

    রোহিত শর্মার (Rohit Sharma) অবর্তমানে ভারতীয় দলের অধিনায়ক হয়ে বেশ রোমাঞ্চিত বুমরাহ। চাপ নয়, বরং তিনি এই দায়িত্ব উপভোগ করতে চান। বুমরাহ একই সঙ্গে স্পষ্ট করে দিয়েছেন, মহেন্দ্র সিং ধোনিকে আদর্শ করেই তিনি এগিয়ে যেতে চান। ভাতের নবনিযুক্ত অধিনায়কের (captain of India) কথায়, ‘কোনও দায়িত্ব সহজ নয়। চ্যালেঞ্জ অতিক্রম করেই এগিয়ে যেতে চাই। তবে ভারতের অধিনায়ক হওয়ার জন্য আমার উপর বাড়তি কোনও চাপ নেই। বরং এই দায়িত্ব আমি উপভোগ করতে চাই। চাপ কাটিয়ে যে সাফল্য আসে, তার আনন্দ অনেক বেশি। আমি কখনও দায়িত্ব এড়িয়ে যায়নি। একজন ক্রিকেটারের সামনে প্রতিটি মুহূর্ত চ্যালেঞ্জে ভরা থাকে। আমি অনেকের সঙ্গে কথা বলেছি। সবাই এভাবেই এগিয়ে গিয়েছে। মহেন্দ্র সিং ধোনির (Dhoni) সঙ্গে গল্প করতে করতেই জেনেছিলাম মাহিভাই কখনওই ক্যাপ্টেনই হয়নি ভারতীয় দলের দায়িত্ব পাওয়ার আগে। কিন্তু তিনিই কিনা বিশ্বের সফলতম অধিনায়ক। তাই অন্য কিছু নিয়ে ভাবছি না। দলকে কীভাবে সহায্য করতে পারি, সেটাই মনে মনে ভাবছি।’

    আরও পড়ুন: বুমরাহর মুকুটে নতুন পালক! দেখে নিন আর কোন বোলাররা ভারতকে নেতৃত্ব দেন

    ২০১৮ সালে টেস্টে অভিষেক হয়েছিল যশপ্রীত বুমরাহর। চার বছরের মধ্যেই তিনি অধিনায়কের দায়িত্ব পেলেন। শুধু তাই নয়, ১৯৮৭ সালে কপিল দেবের পর কোনও পেস বোলার হিসেবে টেস্টে অধিনায়ক হওয়ার নজির গড়লেন তিনি। এই প্রসঙ্গে বুমরাহ বলেন, ‘আমি স্বপ্ন দেখতাম দেশের হয়ে টেস্ট খেলার। সুযোগ পেয়েছি এই ফরম্যাটে নেতৃত্ব দেওয়ার। এটা আমার ক্রিকেট জীবনে অনেক বড় প্রাপ্তি।’

  • Virat Kohli: এবার করোনা আক্রান্ত কোহলিও, ফের সংশয়ে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট?

    Virat Kohli: এবার করোনা আক্রান্ত কোহলিও, ফের সংশয়ে ভারত-ইংল্যান্ড পঞ্চম টেস্ট?

    মাধ্যম নিউজ ডেস্ক: করোনায় (Covid-19) আক্রান্ত বিরাট কোহলি (Kohli)। সূত্রের খবর, মলদ্বীপে ছুটি কাটাতে গিয়ে এই রোগে আক্রান্ত হয়েছেন তিনি। তবে এখন অনেকটাই সুস্থ।

    করোনার কারণে লন্ডন সফরে যাননি রবিচন্দ্রন অশ্বিনও (Ravichandran Ashwin)। গত সপ্তাহেই ইংল্যান্ডে পৌঁছয় ভারতীয় দল (Team India)। লন্ডন পৌঁছনোর পর নিয়মমাফিক করোনা টেস্ট করার পর কোভিড রিপোর্ট পজিটিভ আসে কোহলির। তবে সর্বশেষ রিপোর্ট অনুযায়ী আপাতত তিনি পুরোপুরি সুস্থ বলেই জানা গিয়েছে।

    আরও পড়ুন: লেজেন্ড লেজেন্ডই থাকেন, কোহলির বিরাট প্রশংসা মহিলা ক্রিকেট অধিনায়কের 

    গতবছর করোনার কারণে ইংল্যান্ডের সাথে ভারতের পঞ্চম টেস্ট সাময়িক বাতিল হয়ে যায়। বাতিল হওয়া সেই টেস্টই খেলতে ইংল্যান্ড গেছে ভারতীয় দল। অদ্ভুতভাবে আবার একের পর এক ভারতীয় ক্রিকেটারের আক্রান্ত হওয়া খবর সামনে আসছে। আশঙ্কা করা হচ্ছে, ভারতীয় দলের আরও কিছু ক্রিকেটারের করোনা আক্রান্ত হতে পারেন। লন্ডনে ভক্তদের খুব কাছাকাছি দেখা গিয়েছে ভারতীয় ক্রিকেটারদের। ভারতীয় ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে তাই রোহিতদের মাস্ক পরে বাইরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

    আরও পড়ুন: আইপিএলে অনন্য কীর্তি বিরাটের, ছুঁলেন এই মাইলস্টোন 

    চলতি মাসের শুরুতেই স্ত্রী অনুষ্কা শর্মাকে নিয়ে মলদ্বীপ পাড়ি দিয়েছিলেন কোহলি। গত ১৩ জুন দেশে ফিরে আসেন। এরপর ফের ১৬ জুন ইংল্যান্ড উড়ে যান বিরাট। ইংল্যান্ড পৌঁছেই স্ত্রীকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন প্রাক্তন অধিনায়ক। অনেকে মনে করেছিলেন অনুষ্কা দ্বিতীয়বারের জন্য সন্তানসম্ভবা। তবে পরে জানা যায়, বিরাট স্ত্রীকে নিয়ে কোভিডের চিকিৎসা করাতে গিয়েছিলেন।    

    তবে এখন পুরোপুরি সুস্থ তিনি। দলের সঙ্গে গত দু-তিন দিন ধরে অনুশীলনও করছেন। নেটে তাঁকে ব্যাট করতেও দেখা গিয়েছে। ২৩ জুন শুক্রবার থেকে লেস্টাশায়ারের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল।  সেই ম্যাচে বিরাট খেলবেন কিনা তা এখনও স্পষ্ট হয়নি। 

    আগামী ১ জুলাই থেকে শুরু হবে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম টেস্ট। এর আগে প্রস্তুতি ম্যাচে হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) বিরাটকে খেলতে নামাবেন কিনা এখন সেই প্রশ্নই ঘুরছে ভক্তদের মনে।   

     

LinkedIn
Share