Tag: Team India

Team India

  • Hardik Pandya: গুজরাটকে আইপিএল জেতানোর পুরষ্কার? আয়ারল্যান্ড সফরে অধিনায়ক হার্দিক

    Hardik Pandya: গুজরাটকে আইপিএল জেতানোর পুরষ্কার? আয়ারল্যান্ড সফরে অধিনায়ক হার্দিক

    মাধ্যম নিউজ ডেস্ক: গুজরাট টাইটানসকে (Gujarat Titans)  আইপিএলে (IPL 2022) সেরা করে তোলার পুরস্কার। এবার ‘মেন ইন ব্লু’-র অধিনায়ক হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)।

    বিতর্ক কখনই পিছু ছাড়েনি এই ব্যাটারের। শরীরের চোটও তাঁর কেরিয়ারে ছাপ ফেলেছে। অবশেষে আইপিএলে দলের সাফল্যের পুরষ্কার পেলেন তিনি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে (India vs Ireland T20 series) টিম ইন্ডিয়ার (Team India) নেতৃত্ব দেবেন হার্দিক। সহ অধিনায়কের দায়িত্ব পালন করবেন ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar)। আগামী ২৬ ও ২৮ জুন ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে ২টি টি-২০ ম্যাচ খেলবে ভারত।

    আরও পড়ুন: শামির উপর মেজাজ হারিয়ে সমর্থকদের রোষের মুখে হার্দিক

    সাউথ আফ্রিকার বিরুদ্ধে দেশের মাটিতে চলতি টি-২০ সিরিজে (Ind vs SA T20 series)  টিম ইন্ডিয়ার সহ অধিনায়কের পদ সামলাচ্ছেন হার্দিক পান্ডিয়া। এবার তিনি অধিনায়ক হিসেবে নির্বাচিত হলেন। সফর থেকে বিশ্রাম দেওয়া হয়েছে ঋষভ পন্থকে (Rishabh Pant)। দলে বেশিরভাগই তরুণ মুখ। তবে নতুন মুখ একটাই। আইপিএলের পারফরম্যান্স দিয়ে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন রাহুল ত্রিপাঠী (Rahul Tripathi)। সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে দুর্দান্ত খেলেন তিনি। ৩৭.৫৪ গড়ে ৪১৩ রান করেন এই ব্যাটার। স্ট্রাইক রেট ছিল ১৫৮.২৩। এই দুর্দান্ত পারফরম্যান্সই তাঁকে জাতীয় দলে সুযোগ করে দিল।

    বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মার (Rohit Sharma) পর কে অধিনায়ক হবে তা নিয়ে বেশ কিছুদিন ধরেই জল্পনা শুরু হয়েছিল। টেস্ট ফরম্যাটে রোহিত নেতৃত্ব দিলেও টি-২০-র অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন বেশ কয়েকজন ক্রিকেটার। লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থের নামও ভেবেছিলেন অনেকে। কিন্তু হার্দিক পান্ডিয়াকে কেউ প্রতিযোগিতাতেই রাখেননি। কিন্তু প্রিমিয়ার লিগ উল্টে-পাল্টে দিল সব হিসেব।

    আরও পড়ুন: ২ জুন ভারতে আসছে দক্ষিণ আফ্রিকা, টি-২০ সিরিজ শুরু ৯-ই

    আয়ারল্যান্ড সফরের দলে থাকবেন, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), ভুবনেশ্বর কুমার (সহ অধিনায়ক), ঈশান কিষাণ, রুতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন, সূর্যকুমার যাদব, বেঙ্কটেশ আয়ার, দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, দীনেশ কার্তিক (উইকেটকিপার), যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, হর্ষল প্যাটেল, আবেশ খান, অর্শদীপ সিং ও উমরান মালিক।

    এই সফরে প্রধান কোচের দায়িত্ব পালন করবেন ভিভিএস লক্ষ্মণ। কারণ, দলের হেড কোচ রাহুল দ্রাবিড় সেই সময় ইংল্যান্ডে সফররত ভারতীয় টেস্ট দলের সঙ্গে থাকবেন। লক্ষ্মণের সহকারী হিসেবে বোলিং এবং ফিল্ডিং কোচের ভূমিকায় থাকবেন যথাক্রমে সাইরাজ বাহুতুলে এবং মুনিষ বালি। 

     

  • Asia Cup Hockey 2022: এগিয়ে থেকেও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে ড্র ভারতের

    Asia Cup Hockey 2022: এগিয়ে থেকেও চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সঙ্গে ড্র ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: শেষ রক্ষা আর হল না! এশিয়া কাপ হকির প্রথম ম্যাচে পাকিস্তানের সঙ্গে ড্র করল ভারত। ম্যাচ শেষ হয় ১-১ স্কোরলাইনে। জাকার্তায় শুরু হয়েছে এশিয়া কাপ হকি। পুল এ-র প্রথম ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ শুরু হওয়ার পর থেকেই এগিয়ে ছিল ভারত। 

    প্রথম কোয়ার্টারের নয় মিনিটেই পেনাল্টি কর্নার থেকে গোল করে ভারতকে এগিয়ে দেন কার্তি সেলভম। এরপর দুই দলই গোল করার একান্ত চেষ্টা করে গেলেও গোল হয়নি। ম্যাচের শেষমুহূর্তে পাকিস্তানের আব্দুল রাণা পেনাল্টি কর্নার থেকে গোল করে ম্যাচ ড্র করে দেন এবং পাকিস্তানকে পরাজিত করার স্বপ্ন ভেঙ্গে দেন।

    ম্যাচ শুরুর প্রথম তিন মিনিটে পাকিস্তানের স্কোর করার সুযোগ থাকলেও কিন্তু তারা ব্যর্থ হয়। এরপর ভারতের সুযোগ আসে পেনাল্টি কর্নার থেকে গোল করার। কিন্তু পাকিস্তানি গোলরক্ষক আকমল হোসেন নীলম সঞ্জীবের চেষ্টা ব্যর্থ করে দেন। এদিন ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ছিল ভারতীয় দল। প্রথম কোয়ার্টারে দুটি আরও পেনাল্টি কর্নার আদায় করে ভারত। তার মধ্যে অষ্টম মিনিটে গোল করে ভারতকে এগিয়ে দেন কার্তি সেলভম। 

    দ্বিতীয় কোয়ার্টারের প্রথমের দিকে পাকিস্তানের গোলকিপার হুসেন দুরন্তভাবে পাওয়ান রাজভারকে আটকে নিশ্চিত গোল বাঁচান।  ২১ মিনিটে ভারত পেনাল্টি কর্নার পেলেও, তা গোলে পরিণত করতে ব্যর্থ হয়। 
    দ্বিতীয় কোয়ার্টার শেষ হওয়ার ২ মিনিট আগে পাকিস্তানের কাছে পেনাল্টির সুযোগ এলেও তারা তা নষ্ট করায় ভারত প্রথমার্ধে লিড বজায় রাখে। দ্বিতীয় কোয়ার্টারে ভারত, পাকিস্তান কোনও দলই একে অপরকে ছেড়ে কথা বলেনি। দুই দল বেশ কয়েকটি সুযোগ তৈরি করলেও, তা গোলে পরিবর্তিত হয়নি। হাফ টাইমে সেলভামের গোলেই এগিয়ে ছিল ভারত। 

    হাফ টাইমের পর তৃতীয় কোয়ার্টেরও গোলের দেখা পাওয়া যায়নি। এক সময় পাকিস্তানকেও বেশ আক্রমণাত্মক খেলতে দেখা যায়। পাকিস্তান তাদের তৃতীয় পেনাল্টি পেলেও রিজওয়ান আলির জন্য বিফলে যায়। ভারতীয় দলের রাজভার এবং উত্তম সিংয়ের কাছে সুযোগ আসলেও পাকিস্তানের গোলকিপার হুসেন রক্ষা করতে পেরেছিলেন। ম্যাচের মাত্র এক মিনিট বাকি থাকতে পাকিস্তান পেনাল্টি কর্নার পায়। সেখান থেকে আব্দুল রাণার গোল করে সমতায় আসে।

    এদিন অন্যান্য ম্যাচের মধ্যে মালয়েশিয়া ওমানকে ৭-০ গোলে, কোরিয়া বাংলাদেশকে ৬-১ , জাপান ইন্দোনেশিয়াকে ৯-০ তে পরাজিত করে। মঙ্গলবার ভারতকে জাপানের বিরুদ্ধে খেলতে দেখা যাবে।

     

  • Asia Cup Hockey 2022: এশিয়া কাপ হকির আসরে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান

    Asia Cup Hockey 2022: এশিয়া কাপ হকির আসরে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ থেকে ইন্দোনেশিয়ার জার্কাতায় (Jakarta) শুরু হতে চলেছে এশিয়া কাপ হকির (Asia Cup Hockey 2022) প্রতিযোগিতা। প্রথম দিনেই ভারতীয় দলের বিরুদ্ধে প্রতিযোগিতায় নামতে চলেছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান (India vs Pakistan)। কার্যত টানটান উত্তেজনার সৃষ্টি হয়েছে। 

    জাকার্তার এশিয়ান গেমস ২০১৮ (Asian Games 2018) যেখানে অনুষ্ঠিত হয়েছিল, সেই একই জায়গা, জিবিকে এরিনা-তেই অনুষ্ঠিত হয়েছে এবছরের এশিয়া কাপ হকি। এশিয়ান গেমসের পুল এ-তে ভারতের (India) সঙ্গে রয়েছে জাপান, পাকিস্তান ও আয়োজক দেশ ইন্দোনেশিয়া। পুল বি-তে রয়েছে মালয়েশিয়া, ওমান, বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়া। 

    প্রতিযোগিতার প্রথম দিনেই মালয়েশিয়ার বিরুদ্ধে খেলতে দেখা যাবে ওমানকে। আবার গ্রুপ বি-এর বাংলাদেশ-এর বিরুদ্ধে খেলবে এশিয়ান চ্যাম্পিয়ানস ট্রফির বিজয়ী দক্ষিণ কোরিয়া। এশিয়ান গেমস চ্যাম্পিয়ানস জয়ী জাপান খেলবে ইন্দোনেশিয়ার বিরুদ্ধে। বাংলাদেশের ঢাকায় কন্টিনেন্টাল টুর্নামেন্টে ভারত মালয়েশিয়াকে ২-১ ব্যবধানে পরাজিত করেছিল। ভারত ও পাকিস্তান উভয় দেশই টুর্নামেন্টে তিনবার জয়লাভ করেছে। অন্যদিকে, দক্ষিণ কোরিয়া চারবারের বিজয়ী।

    আরও পড়ুন: আইপিএলে সাফল্যের পুরস্কার! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে উমরান, অর্শদীপ

    কব্জির চোটের জেরে গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে যেতে হয় দলের অধিনায়ক রুপিন্দর পাল সিংকে। তাঁর জায়গায় দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন বীরেন্দ্র লাকরা। লাকরাকে প্রাথমিকভাবে দলের সহ-অধিনায়ক নির্বাচিত করা হয়েছিল। তিনি অধিনায়ক হওয়ায়, সহ-অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হল এসভি সুনীলকে।

    টোকিও অলিম্পিক্সে অসাধারণ খেলা সিমরানজিৎ সিং দীর্ঘ অসুস্থতার পর ফিরে এসেছেন তাঁর দলে। ভারতীয় দলের কোচ হিসেবে নির্বাচিত করা হয় দ্বিতীয়বারের জন্য অলিম্পিক্স বিজয়ী ও প্রাক্তন অধিনায়ক সর্দার সিং।
    সুনীল বলেন “পাকিস্তানের বিরুদ্ধে খেলায় সবসময়ই চাপ থাকে। পাকিস্তানের বিরুদ্ধে যে কোনও প্রতিযোগিতাই চিত্তাকর্ষক। একজন প্রবীণ খেলেয়াড় হওয়ায় কখনওই আমরা বেশি উত্তেজিত হতে পারি না, নয়তো নবীন খেলেয়াড়রাও চাপের মধ্যে খেলবে। সুতরাং আমাদের এটিকে সাধারণ খেলার মতই নেওয়া উচিত।”

    লাকরা বলেন, “দুটো দলই নবীন। আমাদের ম্যাচ অনুযায়ী খেলা উচিত। যদি পারফরমেন্স ভালো হয়, তবে তার ফলও ভাল হবে। যদি আমরা ভাল খেলি, কনফিডেন্সও বেড়ে যাবে। সুনীল আরও বলেন, “কোনও দলকেই হাল্কাভাবে নেওয়া যাবে না। প্রত্যেকটি দল এখানে পরের বছরের ওয়ার্ল্ড কাপে জায়গা করতে এসেছে, তাই প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রধান বিষয় হল আমাদের খেলাকে উচ্চপর্যায়ে নিয়ে যাওয়া।”

    ভারত ও পাকিস্তানের মধ্যে ম্যাচ কত তারিখে খেলা হবে?

    সোমবার, ২৩ মে।

    ম্যাচটি কোথায় হবে?

    ইন্দোনেশিয়ার জাকার্তায় গেলোরা বুং কার্নো স্পোর্টস কমপ্লেক্সে।

    খেলা শুরু কখন?

    খেলা শুরু ভারতীয় সময় বিকেল ৫টা।

    কোন চ্যানেলে সরাসরি সম্প্রচার করবে?

    ভারতে সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস

    লাইভ স্ট্রিমিং কোথায় হবে?

    ডিজনি+হটস্টার অ্যাপ এবং ওয়েবসাইটে

LinkedIn
Share