Tag: Team India

Team India

  • Rohit Sharma: সিডনি টেস্টের শেষেই কি বিদায়! দলে নেই, রোহিতের অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

    Rohit Sharma: সিডনি টেস্টের শেষেই কি বিদায়! দলে নেই, রোহিতের অবসর নিয়ে জল্পনা তুঙ্গে

    মাধ্যম নিউজ ডেস্ক: গুঞ্জনই সত্যি হল। শুক্রবার বর্ডার গাভাসকর ট্রফির শেষ ম্যাচে প্রথম একাদশে দেখা গেল না অধিনায়ক রোহিত শর্মাকে। টস জিতে দল নিয়ে বলতে গিয়ে এই ম্যাচে ভারতের ব্যাটন হাতে নেওয়া বুমরা বললেন, “আমাদের দলের একতা নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু আমাদের ক্যাপ্টেন নিজেই দলের স্বার্থে নিজেকে সরিয়ে নিয়েছেন। এটাই প্রমাণ করে আমাদের দলে কতটা একতা রয়েছে। আমাদের দলের কেউ নিজের জন্য খেলে না। দলের জন্য যেটা ভাল হবে, সেই সিদ্ধান্তটাই নেওয়া হয়।” 

    দলে নেই রোহিত

    রোহিত বাদ পড়লেও তাঁকে সিডনিতে অধিনায়ক বলেই সম্বোধন করলেন বুমরা। কিন্তু সাজঘর বলছে অন্য কথা। বেশ কয়েক দিন ধরেই ভারতীয় দলের সাজঘরের বিভিন্ন খবর প্রকাশ্যে আসছিল। শোনা যায়, কোচ গৌতম গম্ভীর দুষছেন ক্রিকেটারদের। ক্রিকেটারেরা দুষছেন অধিনায়ক রোহিতকে। মেলবোর্নে হারের পরে নাকি সাজঘরেই দেখা গিয়েছে ক্ষুব্ধ কোচকে। আবার ক্রিকেটারেরা খুশি নন রোহিতের নেতৃত্ব নিয়ে। রোহিতের ফর্মও তলানিতে। অস্ট্রেলিয়া সফরে প্রথম টেস্ট খেলেননি। পরের দু’টি টেস্টে মিডল অর্ডারে খেলে রান পাননি। মেলবোর্নে ওপেন করতে নেমেও ব্যর্থ। তিনটি টেস্ট মিলিয়ে মাত্র ৩১ রান করেছেন রোহিত। 

    রোহিতের অবসর!

    রোহিতের বাদ পড়া উস্কে দিয়েছে অন্য একটি জল্পনা, এ বার কি অবসরে রোহিত? চলতি সিরিজে অবসর নিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তার পর থেকেই শোনা যাচ্ছিল এই সিরিজ শেষে আরও এক জন ভারতীয় ক্রিকেটার অবসর নিতে পারেন। সিডনি টেস্টের পর ভারতের পরবর্তী লাল বলের ম্যাচ জুন মাসে। তত দিনে রোহিতের বয়স ৩৮ বছর হয়ে যাবে। লাল বলের ক্রিকেটে তাঁকে আর দেখা যাবে কি না তা নিয়েই এখন জল্পনা চলছে। অস্ট্রেলিয়ার মাটিতে চার সুপারস্টারের শেষ সিরিজ হতে পারে, এমনটা আগেই ঠিক ছিল। অশ্বিন নিজে থেকেই সরে দাঁড়িয়েছেন। রোহিত শর্মাও সিডনি টেস্ট শেষেই হয়তো ঘোষণা করে দেবেন।

    চ্যাম্পিয়ন্স ট্রফিতেই চোখ

    ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজ হোক বা অস্ট্রেলিয়ায় গত তিন টেস্ট। ব্যাট হাতে ভরসা দিতে পারেননি রোহিত শর্মা। টেস্টে ভারতের সামনে কোনও হোম সিরিজ নেই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অনিশ্চিত। তাতে ভারত উঠলেও রোহিত থাকবেন না, এটুকু নিশ্চিত। দ্বিপাক্ষিক সিরিজের ক্ষেত্রে বলা যায়, টেস্ট ক্রিকেটে পরবর্তী সিরিজ ইংল্যান্ড সফর। সেখানে পাঁচ ম্যাচের সিরিজ। দল থেকে বাদ, কথাটা বিশ্বকাপ জয়ী অধিনায়কের ক্ষেত্রে শুনতে খারাপ লাগে তাই হয়তো সাজঘরের কথা চেপে রাখলেন বুমরা। তবে লাল বলের ক্রিকেটে যে রোহিত শেষ ম্যাচ খেলে ফেলেছেন, তা একপ্রকার নিশ্চিত। সামনে রইল শুধুই চ্যাম্পিয়ন্স ট্রফি। এরপর হয়তো পুরোপুরি আন্তর্জাতিক ক্রিকেটে প্রাক্তন হয়ে যাবেন রোহিত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Border Gavaskar Trophy: মেলবোর্নে ধরাশায়ী! অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে বিদায়ের পথে ভারত

    Border Gavaskar Trophy: মেলবোর্নে ধরাশায়ী! অস্ট্রেলিয়ার কাছে হেরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে বিদায়ের পথে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: বক্সিং ডে টেস্টে অস্ট্রেলিয়ার (India vs Australia) কাছে ১৮৪ রানে পরাজিত ভারত। অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy) জয়ের স্বপ্নও শেষ। বিদায়ের ঘণ্টা বাজছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দৌড় থেকেও। মেলবোর্ন টেস্ট জেতায় আগামী বছরের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে প্রায় উঠেই গেল অস্ট্রেলিয়া. আর, এই ম্যাচ হারায় পিসিটি কমে গেল টিম ইন্ডিয়ার। যার ফলে, ভারত কার্যত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকে ছিটকে গেল। 

    লজ্জার হার রোহিতদের

    মেলবোর্নে ভারতের জয়ের টার্গেট দাঁড়ায় ৩৩৪ রান। এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে ৩২৯ রান তাড়া করেও জিতেছে ভারত। রান তাড়ায় ভারতের শুরুটাও ভালো হয়েছিল বলা যায়। যশস্বী এবং রোহিত শর্মা ধৈর্য ধরে ব্য়াটিং করছিলেন। মুহূর্তের ভুলে ছন্দপতন রোহিতের। লোকেশ রাহুলকেও সেই ওভারেই ফিরিয়ে ভারতের চাপ বাড়িয়েছিলেন প্যাট কামিন্স। যশস্বীর সঙ্গে জুটি বাঁধেন বিরাট কোহলি। অফস্টাম্পের বাইরের বল ছেড়ে দেন। মনে হয়েছিল, লম্বা ইনিংস খেলবেন। লাঞ্চ ব্রেকের ঠিক আগের ওভারেই মনোসংযোগে ব্যাঘাত বিরাটেরও। সেখান থেকেই ম্যাচটা যেন বেরিয়ে যায়। মাঝের সেশনটা উইকেটহীন হলেও চায়ের পর পন্থের উইকেট টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায়। দ্রুত তিন উইকেট হারায় ভারত। এরপর পুরো ওভার টিকে থাকা কঠিন ছিল। যশস্বীর ফেরাটা যেন শেষ ধাপ। 

    বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আশা!

    চলতি সিরিজে ভারত-অস্ট্রেলিয়া ৫ম টেস্ট হবে শুক্রবার, ৩ জানুয়ারি থেকে। চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। ২-১ এর লিড নিয়েই সিডনিতে নিউ ইয়ার টেস্টে নামবে অস্ট্রেলিয়া। আর ভারতের সামনে একদিকে যেমন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের জটিল অঙ্ক, তেমনই বর্ডার-গাভাসকর ট্রফি (Border Gavaskar Trophy) হাতছাড়া হওয়ারও আতঙ্ক। তবে মেলবোর্নে হারের পরও ক্ষীণ আশা রয়েছে ভারতের (India vs Australia)  টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছানোর। সেক্ষেত্রে সিডনিতে প্রথমে জিততে হবে, এরপর তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কার দিকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে দু টেস্টের সিরিজ খেলবে অস্ট্রলিয়া। সেই সিরিজে শ্রীলঙ্কা ১-০ বা ২-০ ব্যবধানে অজিদের হারিয়ে দেয় তবেই ভারত ফাইনালে জায়গা করে নেবে। যার সম্ভাবনা কার্যত নেই বললেই চলে। দক্ষিণ আফ্রিকা ইতিমধ্যেই পাকিস্তানের বিরুদ্ধে জিতে পরের বছরে লর্ডসের ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India vs Australia: আতঙ্কের অ্যাডিলেড! স্টার্কের গোলাপি বিস্ফোরণে  ১৮০ রানে অলআউট ভারত

    India vs Australia: আতঙ্কের অ্যাডিলেড! স্টার্কের গোলাপি বিস্ফোরণে  ১৮০ রানে অলআউট ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: চার বছর আগের ঘটনা, ঠিক এই মাঠেই ভারতকে ৩৬ রানে অলআউট হতে হয়েছিল। যা আজও টিম ইন্ডিয়ার টেস্টের সর্বনিম্ন স্কোর। আতঙ্কের অ্যাডিলেডে ভারতের ফের ব্যাটিং ভরাডুবি। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বীতিয় টেস্টে (India vs Australia) মাত্র ১৮০ রানে শেষ হয়ে গেল রোহিত শর্মাদের (Rohit Sharma) প্রথম ইনিংস। অজি সুপারস্টার মিচেল স্টার্ক (Mitchell Starc) একাই তুলে নিলেন ৬ উইকেট। স্টার্কের (Mitchell Starc) আগুনে বোলিং এর পর মার্নাস লাবুশেন ও ন্যাথান ম্যাকস্যুইনির পরিপক্ক ব্যাটিংয়ে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্টের (IND vs AUS 2nd Test) প্রথম দিন শেষে অ্যাডভান্টেজ অস্ট্রেলিয়া। প্রথম দিনের খেলা শেষে অস্ট্রেলিয়ার স্কোর এক উইকেটের বিনিময়ে ৮৬। ভারতের থেকে মাত্র ৯৪ রানে পিছিয়ে কামিন্সরা। হাতে রয়েছে নয় উইকেট।

    ব্যাটিংয়ে ভরাডুবি ভারতের

    এদিন শুধু টস ছিল ভারতের পক্ষে। বাকি পুরোটাই বিপক্ষে। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন রোহিত। দিনের প্রথম বলেই স্টার্কের কাছে এলবিডব্লিউ হয়ে ফেরেন যশস্বী। প্রথম টেস্টের সেঞ্চুরিকারী যশস্বী কোনও রান না করেই সাজঘরে ফেরেন। রাহুলের হাত শক্ত করতে এসেছিলেন শুভমন গিল। তাঁরা ভালোই সেট হয়ে গিয়েছিলেন। রাহুল ৬৪ বলে ৩৭ রান করে আউট হয়ে যান। যদিও তিনি দু’বার জীবনদান পেয়েছেন এদিন। নাহলে অনেক আগেই আউট হতেন। শুভমনকে রেখে রাহুল ফিরতেই মাঠে নামেন বিরাট কোহলি। পারথে সেঞ্চুরি করেছিলেন বটে, তবে এদিন চারে নেমে ৮ বলে মাত্র ৭ রান করে আউট হয়ে যান তিনি। সেট হওয়া শুভমনকেও ফিরতে হয় ৩১ রানে। ব্যর্থ হন রোহিত ও পন্থও। ভারতের চূড়ান্ত ব্যাটিং ভরাডুবিতে একমাত্র উজ্জ্বল নীতীশ কুমার রেড্ডি। সাতে নেমে ৫৪ বলে তিনি ৪২ রান না করলে, ভারত আরও অনেক কম রানেই গুটিয়ে যেত। আটে নেমে অশ্বিনও ২২ বলে ২২ রান জুড়েছেন স্কোরবোর্ডে। এরপর হর্ষিত রানা, জসপ্রীত বুমরা কোনও রান না করেই ফিরেছেন। মহম্মদ সিরাজ অপরাজিত থাকেন ৪ রানে। 

    ভারত বনাম অস্ট্রেলিয়া, দ্বিতীয় টেস্টের একাদশ

    ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), জসপ্রীত বুমরা (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমন গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ, রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ সিরাজ, হর্ষিত রানা, নীতীশ কুমার রেড্ডি

    অস্ট্রেলিয়া: প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি (উইকেটরক্ষক), ট্র্যাভিস হেড, উসমান খোয়াজা, মারনাস লাবুসেন, নাথান লিয়ন, মিচেল মার্শ, নাথান ম্যাকসুইনি, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক

     

  • BCCI Board Meeting:  বোর্ডের বৈঠকে প্রশ্নের মুখে রোহিত-গম্ভীর, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় ভারতের

    BCCI Board Meeting: বোর্ডের বৈঠকে প্রশ্নের মুখে রোহিত-গম্ভীর, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে প্রথমবার টেস্ট সিরিজে হোয়াইট ওয়াশের লজ্জা সহ্য করতে হয়েছে ভারতকে (BCCI Board Meeting)। নিউজিল্যান্ডের কাছে হোম সিরিজে বিধ্বস্ত হয়ে ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার রাস্তা নিতান্ত কঠিন করে ফেলেছে। এই আবহে শুক্রবার দীর্ঘ ছয় ঘন্টার বৈঠকে বোর্ড কর্তাদের প্রশ্নের মুখে পড়লেন কোচ গৌতম গম্ভীর এবং অধিনায়ক রোহিত শর্মা। বৈঠকে ছিলেন নির্বাচক কমিটির প্রধান অজিত আগরকর, বোর্ড সচিব জয় শাহ ও প্রেসিডেন্ট রজার বিনি। বৈঠকে নির্বাচক কমিটির চেয়ারম্যান, কোচ এবং অধিনায়কের কাছে জানতে চাওয়া হয়, এই ব্যর্থতার ধাক্কা সামলে কীভাবে দল অস্ট্রেলিয়ার মাটিতে ঘুরে দাঁড়াতে পারে।

    বোর্ডের বৈঠকে আলোচনা

    সংবাদ সংস্থা পিটিআইকে বোর্ডের জনৈক আধিকারিক বলেছেন, ‘‘ছয় ঘণ্টার ম্যারাথন বৈঠক হয়েছে। অস্ট্রেলিয়া সফরের আগে ভারতীয় দলকে ত্রুটিমুক্ত করার বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। দল কী ভাবে আবার ছন্দে ফিরতে পারে, তা জানতে চাওয়া হয় কোচ এবং অধিনায়কের কাছে।’’ জানা গিয়েছে, মুম্বই টেস্টে বুমরা-কে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্তে মোটেই সন্তুষ্ট হতে পারেননি বোর্ডের (BCCI Board Meeting) কর্তারা। তা ছাড়়াও কেন পুণে টেস্টে স্পিন সহায়ক উইকেটে হারের পরেও মুম্বইয়ে সেই একই ধরনের পিচ তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হল, তা নিয়েও বিরক্ত কর্তারা। এখন ভারতের টানা তৃতীয়বার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা নির্ভর করছে আসন্ন বর্ডার-গাভাসকর ট্রফির পারফরম্যান্সের উপরে। গুরুত্বপূর্ণ অজি সফরে পা হড়কালেই এবারের মতো ডব্লিউটিসি ফাইনালের স্বপ্ন জলাঞ্জলি দিতে হবে রোহিত শর্মাদের।

    দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়

    টেস্টে ঘরের মাঠে পরাজিত হলেও আইপিএল খেলে অভ্যস্ত ভারতীয় ক্রিকেটাররা টি-টোয়েন্টি-তে নিজেদের দাপট বজায় রাখলেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে শেষ মুহূর্তে দক্ষিণ আফ্রিকাকে (India vs South Africa) হারিয়েছিল ভারত। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে একই প্রতিপক্ষকে হারাতে বেশি পরিশ্রমই করতে হল না ভারতকে। সঞ্জু স্যামসনের শতরান এবং বরুণ চক্রবর্তীর তিন উইকেটের সৌজন্যে ভারত জিতল ৬১ রানে। সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং— তিন বিভাগেই ভাল খেলেছে ভারত। গোটা ম্যাচই তারা নিয়ন্ত্রণ করেছে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • India vs New Zealand: ব্যাটিংয়ে ধস, বলেও নেই চমক! এক যুগ পর দেশে সিরিজ হারের আতঙ্ক রোহিতদের

    India vs New Zealand: ব্যাটিংয়ে ধস, বলেও নেই চমক! এক যুগ পর দেশে সিরিজ হারের আতঙ্ক রোহিতদের

    মাধ্যম নিউজ ডেস্ক: ঘরের মাঠে নিউজিল্যান্ডের (India vs New Zealand) বিপক্ষে আপাতত সিরিজ বাঁচানোর জন্য লড়াই করছে ভারতীয় ক্রিকেট দল। নিউজিল্যান্ডের ২৫৯ রানের জবাবে মাত্র ১৫৬ রানে অলআউট হয়ে যায় ভারত। পুণে টেস্টের প্রথম ইনিংসে মিচেল স্যান্টনারের ৭ উইকেটের সুবাদে ১০৩ রানের লিড নেয় কিউইরা। দিনের শেষে ব্ল্যাক ক্যাপসদের স্কোর ৫ উইকেট হারিয়ে ১৯৮। ইতিমধ্যেই লিড ৩০০ পেরিয়ে গিয়েছে। চতুর্থ ইনিংসে ভারতের পক্ষে এই রান তাড়া করা প্রায় অসম্ভব বললে খুব একটা ভুল হবে না। এই ম্যাচে হারলে এক যুগ পরে দেশের মাঠে টেস্ট সিরিজ হারবে ভারত।

    ঘরের মাঠে জয়ের ধারা

    ভারতের ব্যাটিং-ধস, এক যুগ পর দেশে সিরিজ হারের শঙ্কায় ভুগছে টিম রোহিত (India vs New Zealand)। ভারতের মাটিতে তাদের বিপক্ষে সিরিজ জেতা সর্বশেষ দলটির নাম ইংল্যান্ড। ২০১২ সালে ভারত সফরে চার ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতেছিল ইংলিশরা। ২০১৩ সালের ফেব্রুয়ারি-মার্চে অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাভাস্কার ট্রফি দিয়েই শুরু হয় দেশের মাটিতে ভারতের অজেয়-যাত্রা। দ্বিতীয় ইনিংসে ভারত দুর্দান্ত কিছু না করলে সেই যাত্রায় আপাতত ছেদ পড়তে চলেছে।

    ব্যাটিং ব্যর্থতা

    নিউজিল্যান্ডের ২৫৯ রানের জবাবে খেলতে নেমে প্রথম দিনই অধিনায়ক রোহিত শর্মার উইকেট খোয়ায় ভারত। শুক্রবার অর্থাৎ ম্যাচের দ্বিতীয় দিন সকালে এক সেশনেই আউট হলেন ভারতের ৬ জন ব্যাটার। সবাই স্পিনারদের শিকার। বলা ভালো, মিচেল স্যান্টনার নামের এক আপাত নিরীহ বাঁহাতি স্পিনারের শিকার। ফলস্বরূপ প্রথম ইনিংসে টিম ইন্ডিয়া অলআউট হয় মাত্র ১৫৬ রানে। একাই সাত উইকেট তুলে নেন স্যান্টনার। ভারতীয় ব্যাটারদের মধ্যে জয়সওয়াল (৩০), গিল (৩০) এবং জাদেজা (৩৮) ছাড়া উল্লেখ করার মতো পারফরম্যান্স কেউ দেখাতে পারেননি।

    দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড (India vs New Zealand) ব্যাট করতে নামতেই পিচ যেন বদলে যায়। কিছুক্ষণ আগে যে পিচ দুর্বোধ্য মনে হচ্ছিল, সেখানেই অনায়াসে ব্যাট করে গেলেন কিউই অধিনায়ক টম ল্যাথাম। একাই ৮৬ রানের ইনিংস খেলে গেলেন তিনি। তাঁকে সঙ্গত করলেন ইয়ং, ব্লান্ডেলরা। দিনের শেষে মোটে ৫ উইকেট হারিয়ে ১৯৮ রানে খেলছে কিউইরা। লিড ৩০১ রানের। দ্বিতীয় ইনিংসেও ভারতের সফল বোলার, ওয়াশিংটন সুন্দর। এই ইনিংসে ৪ উইকেট তুলেছেন তিনি। অশ্বিন তুলেছেন এক উইকেট। তৃতীয় দিনে এখন কোনও ম্যাজিকই ভারতকে দেশের মাঠে সিরিজ হারার থেকে রক্ষা করতে পারে। একই সঙ্গে জিইয়ে রাখতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলার আশা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India vs New Zealand: সরফরাজ-পন্থের দুরন্ত জুটি ভাঙতেই ভারত শেষ ৪৬২ রানে,  জয়ের স্বপ্ন দেখছে নিউজিল্যান্ড

    India vs New Zealand: সরফরাজ-পন্থের দুরন্ত জুটি ভাঙতেই ভারত শেষ ৪৬২ রানে, জয়ের স্বপ্ন দেখছে নিউজিল্যান্ড

    মাধ্যম নিউজ ডেস্ক:  জয়ের জন্য নিউজিল্যান্ডের (India vs New Zealand) চাই ১০৭ রান। ভারতের চাই ১০ উইকেট। বেঙ্গালুরু টেস্টে পঞ্চম দিনে সহজ অঙ্ক দুই দলের কাছে। বৃষ্টি যদি বাধ না সাধে তাহলে এই টেস্টে ফয়সালা হচ্ছেই। সেক্ষেত্রে পাল্লা বেশ কিছুটা হেলে নিউজিল্যান্ডের দিকে। বুমরাহ-সিরাজ-যাদেজা-অশ্বিনদের ভেলকিই একমাত্র ম্যাচে ফেরাতে পারে ভারতকে। শনিবার ৪৬২ রানে শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে ৪৬ রানে শেষ হয়ে গিয়েছিল ভারত। তার পরেও পাল্টা লড়াই করলেন সরফরাজ খান, ঋষভ পন্থেরা। শুক্রবার রোহিত শর্মা এবং বিরাট কোহলিও রান পান।

    সরফরাজ-পন্থের লড়াকু ইনিংস

    ব্যাট হাতে প্রথম ইনিংসে ভরাডুবির পর, দ্বিতীয় ইনিংসে ভারতীয় দল দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। দ্বিতীয় ইনিংসে ভারত অধিনায়ক রোহিত শর্মা দ্রুত আউট হওয়ার পর, চতুর্থ নম্বরে ক্রিজে আসেন সরফরাজ খান। তিনি বিরাট কোহলির সঙ্গে ১৬৩ বলের জুটি বেঁধে ১৩৬ রান যোগ করেন। কোহলি আউট হওয়ার পরেও সরফরাজ নিজের ইনিংসকে এগিয়ে নিয়ে যান এবং ঋষভ পন্থের সঙ্গে দায়িত্বশীল ব্যাটিং করেন। সরফরাজ খান ১১০ বল খেলে তার প্রথম টেস্ট শতক পূর্ণ করেন। ৫৬.৩ ওভারে টিম সাউদির বলে এক দুর্দান্ত বাউন্ডারি হাঁকিয়ে তিনি তার শতক পূর্ণ করেন। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর, দ্বিতীয় ইনিংসে তার অসাধারণ পারফরম্যান্স ভারতকে ম্যাচে ফিরিয়ে আপাতভাবে ম্যাচে ফিরিয়ে আনে।

    [tw]


    [/tw]

    তৃতীয় দিন শেষে ভারতের (India vs New Zealand) রান ছিল ৩ উইকেটের বিনিময়ে ২৩১ রান। গতকাল দিনের শেষ বলে ব্যক্তিগত ৭০ রান করে আউট হন বিরাট কোহলি। ৭০ রানে অপরাজিত থাকেন সরফরাজ খান। চতুর্থ দিনে সরফরাজের সঙ্গে ব্যাট করতে নামেন ঋষভ পন্থ। এই দুই ব্যাটার লম্বা ইনিংস খেলার লক্ষ্যে ব্যাট করতে থাকেন। দ্বিতীয় ইনিংসে কিউই বোলারদের ব্যাট হাতে নাকানিচোবানি খাওয়ান সরফরাজ ও পন্থ। ১৫০ রান করে টিম সাউদির বলে কভারে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সরফরাজ। মাত্র ১ রানের জন্য শতরান হাতছাড়া হয় ঋষভ পন্থের। ৯৯ রান করে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। তাঁদের ব্যাটিং তাণ্ডব ভারতকে লিড এনে দেন। পন্থ ফিরে যেতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। নিউজিল্যান্ড ব্যাট করতে নামলে রান করতে পারেনি। শেষ বেলায় চার বল খেলা হয়। তার পরেই আলো কম থাকার জন্য আম্পায়ার খেলা বন্ধ করেন। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয় বেঙ্গালুরুতে। মাঠ ঢেকে দেওয়া হয়। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India vs Bangladesh: ইতিহাস গড়ে বাংলাদেশের বিরুদ্ধে জয়, একাধিক রেকর্ড গড়ল সূর্য-বাহিনী

    India vs Bangladesh: ইতিহাস গড়ে বাংলাদেশের বিরুদ্ধে জয়, একাধিক রেকর্ড গড়ল সূর্য-বাহিনী

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে (India vs Bangladesh) ৪৯ বল ও সাত উইকেট হাতে রেখেই বাংলাদেশকে হারাল টিম ইন্ডিয়া। বলের নিরিখে এটা বিশ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বড় জয়। একই সঙ্গে টি২০ ক্রিকেটে প্রতিপক্ষকে অল আউট করার নিরিখে নয়া রেকর্ড গড়ল ভারত। ভাগ বসাল পাকিস্তানের আসনে। ভারতের হয়ে সর্বাধিক ৩৯ রান করে অপরাজিত রইলেন হার্দিক। তাঁর ইনিংস এল মাত্র ১৬ বলে। অভিষেক নীতীশ রেড্ডির সংগ্রহ ১৫। তিনিও অপরাজিত রইলেন। হার্দিকের পাশাপাশি আগ্রসী ইনিংসে নজর কাড়েন সঞ্জু স্যামসন ও অধিনায়ক সূর্যকুমার যাদবও (SuryaKumar Yadav)। উভয়েরই সংগ্রহ ২৯ রান।

    বলের নিরিখে রেকর্ড

    টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বল হাতে রেখে কোনও ম্যাচ জিতল সূর্যকুমার যাদবের দল। এর আগেও এই রেকর্ড ছিল ভারতের (India vs Bangladesh) ঝুলিতে। ২০১৬ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ১০০ রান তাড়া করতে নেমে ৪১ বল আগে ম্যাচ জিতে নিয়েছিল ভারত। এদিন বাংলাদেশের ১২৭ রান তাড়া করতে নেমে ভারতীয় দল অভিষেক শর্মার দৌলতে শুরুটা বেশ আগ্রাসী মেজাজেই করেছিলেন। তাঁর নতুন ওপেনিং পার্টনার স্যামসন খানিক দেখেশুনে এগোচ্ছিলেন। তবে ছোট্ট বোঝাপড়ার ভুলেই রান আউট হয়ে ১৬ রানে ফিরতে হয় অভিষেককে। তবে স্যামসন ও সূর্যকুমার দুরন্ত ছন্দে ছিলেন। তাঁদের দৌলতেই তরতরিয়ে এগিয়ে যায় ভারতীয় ইনিংস। দুইজনে ৪০ রান যোগ করেন। তবে স্যামসন বা সূর্যকুমার, কেউই ম্যাচটা শেষ করে যেতে পারেননি। হার্দিক নিজের কাঁধেই সেই দায়িত্ব তুলে নেন। চার মেরেই নিজের ইনিংস শুরু করেন তিনি। গোটা ইনিংস জুড়ে বোলারদের থিতুই হতে দেননি হার্দিক। 

    অল আউট-করার নজির

    টি২০ ফরম্যাটে এদিন আরও একটি রেকর্ড গড়ল ভারত (India vs Bangladesh)। এতদিন পর্যন্ত টি২০ ক্রিকেটে প্রতিপক্ষকে সর্বাধিকবার অল আউট করার নজির ছিল পাকিস্তানের। টি২০ আন্তর্জাতিকে পাকিস্তান দল প্রতিপক্ষ দলকে ৪২ বার অল আউট করেছিল। রবিবার বাংলাদেশকে অল আউট করে পাকিস্তানের সেই নজির স্পর্শ করলেন সূর্যকুমাররা। ভারত এবং পাকিস্তান এখন যৌথভাবে এই রেকর্ডের শীর্ষে। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। তারা টি২০ ক্রিকেটে প্রতিপক্ষ দলকে ৪০ বার আউট করেছে। এদিন ম্যাচে টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। প্রথমে ব্যাট করে মাত্র ১২৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। রান তাড়া করতে নেমে মাত্র ১১.৫ ওভারে জয় পেয়ে যায় টিম ইন্ডিয়া। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • India vs Bangladesh: বৃষ্টিবিঘ্নিত ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট, কানপুরে প্রথম দিন খেলা হল ৩৫ ওভার

    India vs Bangladesh: বৃষ্টিবিঘ্নিত ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট, কানপুরে প্রথম দিন খেলা হল ৩৫ ওভার

    মাধ্যম নিউজ ডেস্ক: সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির জন্য পিছিয়ে যায় টস। খেলা শুরু হয় দেরিতে। মধ্যাহ্নভোজের বিরতির আগে ফের বৃষ্টি শুরু হওয়ায় খেলা বন্ধ হয়ে যায়। কানপুরে ভারত বাংলাদেশ বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টেস্টে পরিস্থিতি এমন হয় যে ৩৫ ওভারের পরে আর খেলাই হয়নি। প্রথম দিন খেলা শেষ হওয়ার সময় প্রথম ইনিংসে বাংলাদেশের রান ৩ উইকেটে ১০৭।  মোমিনুল ৪০ ও মুশফিকুর রহিম ৬ রানে ব্যাট করছেন।

    ভাল শুরু ভারতের

    এই টেস্টেও তিন পেসার খেলিয়েছে ভারত। টস জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশ সাবধানে শুরু করে। কিছু বলে সমস্যা হলেও যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজকে সামলান বাংলাদেশের দুই ওপেনার শাদমান ইসলাম ও জাকির হাসান। তৃতীয় পেসার হিসাবে বল করতে নেমে প্রথম ওভারেই বাংলাদেশকে ধাক্কা দেন আকাশ দীপ। তাঁর বলে গালি অঞ্চলে ক্যাচ দেন জাকির। প্রথম টেস্টের মতো এই টেস্টেও ভাল ক্যাচ ধরেন যশস্বী জয়সওয়াল। সামনের দিকে ঝাঁপিয়ে বল তালুবন্দি করেন তিনি। অপর ওপেনার শাদমানকেও আউট করেন আকাশ দীপ।

    বৃষ্টির জন্য সময়ের কিছু আগেই মধ্যাহ্নভোজের বিরতি নেন আম্পায়াররা। বৃষ্টি থামলে দ্বিতীয় বার খেলা শুরু হলে মোমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত জুটি গড়ার চেষ্টা করেন। কিন্তু শান্তকে ৩১ রানের মাথায় আউট করেন রবিচন্দ্রন অশ্বিন। তার পরে আবার বৃষ্টি শুরু হয়। গোটা মাঠ ঢেকে দেওয়া হয়। বেশ কিছু ক্ষণ খেলা বন্ধ থাকার পরে আম্পায়ারেরা সিদ্ধান্ত নেন, প্রথম দিনের খেলা শেষ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Virat Kohli: বিরাট-শটে ভাঙল দেওয়াল, বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে গম্ভীর-ক্লাসে ক্রিকেটাররা

    Virat Kohli: বিরাট-শটে ভাঙল দেওয়াল, বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে গম্ভীর-ক্লাসে ক্রিকেটাররা

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ সময় পর লাল-বলের ক্রিকেট খেলতে নামছে ভারতীয় দল। ১৯ সেপ্টেম্বর থেকে চিপকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ ২ ম্যাচের টেস্ট সিরিজ। জাতীয় দলের কোচ হিসেবে গৌতম গম্ভীরের প্রথম টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যম্পিয়নশিপের নিরিখেও রোহিতদের কাছে গুরুত্বপূর্ণ এই সিরিজ। তাই কঠোর অনুশীলনে ব্যস্ত ভারতীয় দল। চিপক স্টেডিয়ামে গম্ভীরের তত্ত্বাবধানে অনুশীলন করছেন রোহিত শর্মারা। রবিবার হঠাতই সেই স্টেডিয়ামের দেওয়াল ভাঙলেন বিরাট কোহলি। তাঁর মারা বল লেগে স্টেডিয়ামের দেওয়ালে গর্ত হয়ে গেল।

    বিধ্বংসী মেজাজে বিরাট

    চিপকে প্র্যাক্টিস সেশনে বিধ্বংসী মেজাজে বিরাট কোহলি। এর আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল ভারত। সেই সিরিজে খেলতে পারেননি বিরাট। বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় শেষ বার টেস্ট খেলেছিলেন বিরাট কোহলি। স্বাভাবিক ভাবেই তাঁর দিকে বাড়তি নজর। দীর্ঘদিন পর লাল-বলে ফেরাটা দুর্দান্তই করতে চান কিং কোহলি। রবিবার চিপকের প্র্যাক্টিসে বিরাটের ব্যাটে ঝড় দেখা গেল। তাঁর মারা ছয়ে দেওয়ালে গর্তও হল। সেই ভিডিও ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। বিরাটের এই রূপ যে বাংলাদেশ বোলারদের চাপে রাখবে বলাই যায়।

    গম্ভীর আলোচনা

    এই সিরিজে নতুন রূপে ফিরতে চান বিরাট। এদিন শুধু যে বিধ্বংসী ব্যাটিংই করছেন তা নয়, ভালো ডেলিভারি সম্মান দিয়ে ছেড়েও দিয়েছেন কোহলি। তিনি এখন অনেক পরিণত-ধীর-স্থির লক্ষ্যে অবিচল। এদিন কোচ গৌতম গম্ভীরের সঙ্গেও দীর্ঘ আলোচনা করতে দেখা যায় কোহলিকে। জাতীয় দলের কোচ হিসেবে প্রথম টেস্ট ম্যাচ জিততে চান গম্ভীরও। ক্রিকেটারদের সেই পরামর্শও দিলেন তিনি। এদিন নেটে দলের প্রতিটি ক্রিকেটারের সঙ্গে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করতে দেখা যায় গৌতিকে।

    আরও পড়ুন: সর্বকালের সর্বোচ্চ পদক! শূন্য থেকে ২৯, স্বপ্নপূরণ ভারতীয় প্যারাথলিটদের

    সতর্ক শাকিবরা

    পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে ভারতে এসেছে বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও টেস্ট জিততে পারেনি তারা। প্রথম বার পাকিস্তানকে টেস্ট সিরিজে হারানোর পর সে দেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ক্রিকেটারদের পুরস্কৃত করেছে। যা ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে শাকিব আল হাসানদের উৎসাহিত করবে। তবে, ভারত আর পাকিস্তান যে কোনও ক্ষেত্রেই সমান নয় তা জানে বিশ্ব। তাই রোহিতদের বিরুদ্ধে সতর্ক শাকিবরাও। 

     

     

  • Paralympics 24: টোকিও-র রেকর্ড ভাঙল প্যারিসে! প্যারালিম্পিক্সে সবচেয়ে বেশি পদক জয় ভারতের

    Paralympics 24: টোকিও-র রেকর্ড ভাঙল প্যারিসে! প্যারালিম্পিক্সে সবচেয়ে বেশি পদক জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্যারালিম্পিক্স (Paralympics 24) শেষ হতে আর মাত্র বাকি চার দিন। ইতিমধ্যে রেকর্ড গড়েছে ভারত। এখনও পর্যন্ত মোট ২০টি পদক পেয়েছে। টোকিওতে ১৯ পদক জয়ের মাত্রাকে ছাপিয়ে প্যারিসে নতুন উচ্চতা পেল ভারত। এটাই হল ভারতের কাছে সেরা প্যারালিম্পিক্স। ষষ্ঠ দিন ভারতীয় অ্যাথলিটরা মোট পাঁচটি পদক জয় করেছেন। দেশবাসী এই জয়ে অত্যন্ত উচ্ছ্বসিত।

    তিনটে সোনা, সাতটি রুপো এবং ১০টি ব্রোঞ্জ(Paralympics 24)

    ভারত (Team India) এখনও পর্যন্ত তিনটে সোনা, সাতটি রুপো এবং ১০টি ব্রোঞ্জ পদক জয় করেছে। গত ২ দিনে ভারতীয় অ্যাথলিটরা মোট ১৩টি পদক জয় করেছেন। মঙ্গলবার পাঁচটি পদক পেয়েছে ভারত। এই প্যারালিম্পিক্সে (Paralympics 24) ভারতের পাওয়া মোট পদকের সংখ্যা হল ২০। দীপ্তি জীবনজি, শরদ কুমার, মারিয়াপ্পান থাঙ্গাভেলু, অজিত সিং এবং সুন্দর গুর্জর দেশের জন্য পদক এনে দিয়েছেন। এদিন, আরও দুটি পদক পেতে পারত ভারত, কিন্তু অল্পের জন্য ভাগ্যশ্রী মাহাভরো এবং অবনী লেখারা সাফল্য পাননি।

    আরও পড়ুনঃ “শাহজাহানকে ফাঁসিতে ঝোলানো হবে তো?”, মমতাকে মোক্ষম প্রশ্ন শিবরাজের

    আশা করা হচ্ছে ২৫-৩০টি পদক পেতে পারে ভারত

    অ্যাথলেটিক্সে (Paralympics 24) ভারতকে তৃতীয় পদক এনে দিয়েছেন দীপ্তি। মহিলাদের ৪০০ মিটার টি ২০ ফাইনালে ব্রোঞ্জ জয়ী হয়েছেন তিনি। ৫৫.৮২ সেকেন্ডে শেষ করেছেন তিনি। আবার পুরুষদের হাই জাম্পে রুপো জিতেছেন শরদ। ব্রোঞ্জ জিতেছেন মারিয়াপ্পান। ফলে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে আরও দুটি পদক এনেছেন। পুরুষদের জ্যাভলিনে জোড়া পদক জিতেছে ভারত। রুপো জয়ী হয়েছেন অজিত। ব্রোঞ্জ জয়ী হয়েছেন সুন্দর। অজিত ৬৫.৬২ মিটার ছুড়েছেন। সুন্দর তাঁর পিছনে ৬৪.৯৬ মিটার ছুড়ে পদক জয়ী হয়েছেন। দেশের তালিকা বিচারে এখনও পর্যন্ত প্রথমে রয়েছে চিন, দ্বিতীয়স্থানে রয়েছে ব্রিটেন এবং তৃতীয় স্থানে রয়েছে অ্যামেরিকা। তবে এখনও খেলার চার দিন বাকি। আশা করা হচ্ছে ভারত (Team India) মোট ২৫ থেকে ৩০টি পদক জিততে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

LinkedIn
Share