Tag: Team India

Team India

  • India vs New Zealand: সরফরাজ-পন্থের দুরন্ত জুটি ভাঙতেই ভারত শেষ ৪৬২ রানে,  জয়ের স্বপ্ন দেখছে নিউজিল্যান্ড

    India vs New Zealand: সরফরাজ-পন্থের দুরন্ত জুটি ভাঙতেই ভারত শেষ ৪৬২ রানে, জয়ের স্বপ্ন দেখছে নিউজিল্যান্ড

    মাধ্যম নিউজ ডেস্ক:  জয়ের জন্য নিউজিল্যান্ডের (India vs New Zealand) চাই ১০৭ রান। ভারতের চাই ১০ উইকেট। বেঙ্গালুরু টেস্টে পঞ্চম দিনে সহজ অঙ্ক দুই দলের কাছে। বৃষ্টি যদি বাধ না সাধে তাহলে এই টেস্টে ফয়সালা হচ্ছেই। সেক্ষেত্রে পাল্লা বেশ কিছুটা হেলে নিউজিল্যান্ডের দিকে। বুমরাহ-সিরাজ-যাদেজা-অশ্বিনদের ভেলকিই একমাত্র ম্যাচে ফেরাতে পারে ভারতকে। শনিবার ৪৬২ রানে শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে ৪৬ রানে শেষ হয়ে গিয়েছিল ভারত। তার পরেও পাল্টা লড়াই করলেন সরফরাজ খান, ঋষভ পন্থেরা। শুক্রবার রোহিত শর্মা এবং বিরাট কোহলিও রান পান।

    সরফরাজ-পন্থের লড়াকু ইনিংস

    ব্যাট হাতে প্রথম ইনিংসে ভরাডুবির পর, দ্বিতীয় ইনিংসে ভারতীয় দল দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায়। দ্বিতীয় ইনিংসে ভারত অধিনায়ক রোহিত শর্মা দ্রুত আউট হওয়ার পর, চতুর্থ নম্বরে ক্রিজে আসেন সরফরাজ খান। তিনি বিরাট কোহলির সঙ্গে ১৬৩ বলের জুটি বেঁধে ১৩৬ রান যোগ করেন। কোহলি আউট হওয়ার পরেও সরফরাজ নিজের ইনিংসকে এগিয়ে নিয়ে যান এবং ঋষভ পন্থের সঙ্গে দায়িত্বশীল ব্যাটিং করেন। সরফরাজ খান ১১০ বল খেলে তার প্রথম টেস্ট শতক পূর্ণ করেন। ৫৬.৩ ওভারে টিম সাউদির বলে এক দুর্দান্ত বাউন্ডারি হাঁকিয়ে তিনি তার শতক পূর্ণ করেন। প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়ার পর, দ্বিতীয় ইনিংসে তার অসাধারণ পারফরম্যান্স ভারতকে ম্যাচে ফিরিয়ে আপাতভাবে ম্যাচে ফিরিয়ে আনে।

    [tw]


    [/tw]

    তৃতীয় দিন শেষে ভারতের (India vs New Zealand) রান ছিল ৩ উইকেটের বিনিময়ে ২৩১ রান। গতকাল দিনের শেষ বলে ব্যক্তিগত ৭০ রান করে আউট হন বিরাট কোহলি। ৭০ রানে অপরাজিত থাকেন সরফরাজ খান। চতুর্থ দিনে সরফরাজের সঙ্গে ব্যাট করতে নামেন ঋষভ পন্থ। এই দুই ব্যাটার লম্বা ইনিংস খেলার লক্ষ্যে ব্যাট করতে থাকেন। দ্বিতীয় ইনিংসে কিউই বোলারদের ব্যাট হাতে নাকানিচোবানি খাওয়ান সরফরাজ ও পন্থ। ১৫০ রান করে টিম সাউদির বলে কভারে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন সরফরাজ। মাত্র ১ রানের জন্য শতরান হাতছাড়া হয় ঋষভ পন্থের। ৯৯ রান করে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি। তাঁদের ব্যাটিং তাণ্ডব ভারতকে লিড এনে দেন। পন্থ ফিরে যেতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন আপ। নিউজিল্যান্ড ব্যাট করতে নামলে রান করতে পারেনি। শেষ বেলায় চার বল খেলা হয়। তার পরেই আলো কম থাকার জন্য আম্পায়ার খেলা বন্ধ করেন। ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয় বেঙ্গালুরুতে। মাঠ ঢেকে দেওয়া হয়। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • India vs Bangladesh: ইতিহাস গড়ে বাংলাদেশের বিরুদ্ধে জয়, একাধিক রেকর্ড গড়ল সূর্য-বাহিনী

    India vs Bangladesh: ইতিহাস গড়ে বাংলাদেশের বিরুদ্ধে জয়, একাধিক রেকর্ড গড়ল সূর্য-বাহিনী

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে (India vs Bangladesh) ৪৯ বল ও সাত উইকেট হাতে রেখেই বাংলাদেশকে হারাল টিম ইন্ডিয়া। বলের নিরিখে এটা বিশ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বড় জয়। একই সঙ্গে টি২০ ক্রিকেটে প্রতিপক্ষকে অল আউট করার নিরিখে নয়া রেকর্ড গড়ল ভারত। ভাগ বসাল পাকিস্তানের আসনে। ভারতের হয়ে সর্বাধিক ৩৯ রান করে অপরাজিত রইলেন হার্দিক। তাঁর ইনিংস এল মাত্র ১৬ বলে। অভিষেক নীতীশ রেড্ডির সংগ্রহ ১৫। তিনিও অপরাজিত রইলেন। হার্দিকের পাশাপাশি আগ্রসী ইনিংসে নজর কাড়েন সঞ্জু স্যামসন ও অধিনায়ক সূর্যকুমার যাদবও (SuryaKumar Yadav)। উভয়েরই সংগ্রহ ২৯ রান।

    বলের নিরিখে রেকর্ড

    টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি বল হাতে রেখে কোনও ম্যাচ জিতল সূর্যকুমার যাদবের দল। এর আগেও এই রেকর্ড ছিল ভারতের (India vs Bangladesh) ঝুলিতে। ২০১৬ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ১০০ রান তাড়া করতে নেমে ৪১ বল আগে ম্যাচ জিতে নিয়েছিল ভারত। এদিন বাংলাদেশের ১২৭ রান তাড়া করতে নেমে ভারতীয় দল অভিষেক শর্মার দৌলতে শুরুটা বেশ আগ্রাসী মেজাজেই করেছিলেন। তাঁর নতুন ওপেনিং পার্টনার স্যামসন খানিক দেখেশুনে এগোচ্ছিলেন। তবে ছোট্ট বোঝাপড়ার ভুলেই রান আউট হয়ে ১৬ রানে ফিরতে হয় অভিষেককে। তবে স্যামসন ও সূর্যকুমার দুরন্ত ছন্দে ছিলেন। তাঁদের দৌলতেই তরতরিয়ে এগিয়ে যায় ভারতীয় ইনিংস। দুইজনে ৪০ রান যোগ করেন। তবে স্যামসন বা সূর্যকুমার, কেউই ম্যাচটা শেষ করে যেতে পারেননি। হার্দিক নিজের কাঁধেই সেই দায়িত্ব তুলে নেন। চার মেরেই নিজের ইনিংস শুরু করেন তিনি। গোটা ইনিংস জুড়ে বোলারদের থিতুই হতে দেননি হার্দিক। 

    অল আউট-করার নজির

    টি২০ ফরম্যাটে এদিন আরও একটি রেকর্ড গড়ল ভারত (India vs Bangladesh)। এতদিন পর্যন্ত টি২০ ক্রিকেটে প্রতিপক্ষকে সর্বাধিকবার অল আউট করার নজির ছিল পাকিস্তানের। টি২০ আন্তর্জাতিকে পাকিস্তান দল প্রতিপক্ষ দলকে ৪২ বার অল আউট করেছিল। রবিবার বাংলাদেশকে অল আউট করে পাকিস্তানের সেই নজির স্পর্শ করলেন সূর্যকুমাররা। ভারত এবং পাকিস্তান এখন যৌথভাবে এই রেকর্ডের শীর্ষে। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে নিউজিল্যান্ড। তারা টি২০ ক্রিকেটে প্রতিপক্ষ দলকে ৪০ বার আউট করেছে। এদিন ম্যাচে টস জিতে এদিন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ভারত। প্রথমে ব্যাট করে মাত্র ১২৭ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ। রান তাড়া করতে নেমে মাত্র ১১.৫ ওভারে জয় পেয়ে যায় টিম ইন্ডিয়া। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • India vs Bangladesh: বৃষ্টিবিঘ্নিত ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট, কানপুরে প্রথম দিন খেলা হল ৩৫ ওভার

    India vs Bangladesh: বৃষ্টিবিঘ্নিত ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট, কানপুরে প্রথম দিন খেলা হল ৩৫ ওভার

    মাধ্যম নিউজ ডেস্ক: সকাল থেকেই মুষলধারে বৃষ্টি হচ্ছিল। বৃষ্টির জন্য পিছিয়ে যায় টস। খেলা শুরু হয় দেরিতে। মধ্যাহ্নভোজের বিরতির আগে ফের বৃষ্টি শুরু হওয়ায় খেলা বন্ধ হয়ে যায়। কানপুরে ভারত বাংলাদেশ বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় টেস্টে পরিস্থিতি এমন হয় যে ৩৫ ওভারের পরে আর খেলাই হয়নি। প্রথম দিন খেলা শেষ হওয়ার সময় প্রথম ইনিংসে বাংলাদেশের রান ৩ উইকেটে ১০৭।  মোমিনুল ৪০ ও মুশফিকুর রহিম ৬ রানে ব্যাট করছেন।

    ভাল শুরু ভারতের

    এই টেস্টেও তিন পেসার খেলিয়েছে ভারত। টস জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। বাংলাদেশ সাবধানে শুরু করে। কিছু বলে সমস্যা হলেও যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজকে সামলান বাংলাদেশের দুই ওপেনার শাদমান ইসলাম ও জাকির হাসান। তৃতীয় পেসার হিসাবে বল করতে নেমে প্রথম ওভারেই বাংলাদেশকে ধাক্কা দেন আকাশ দীপ। তাঁর বলে গালি অঞ্চলে ক্যাচ দেন জাকির। প্রথম টেস্টের মতো এই টেস্টেও ভাল ক্যাচ ধরেন যশস্বী জয়সওয়াল। সামনের দিকে ঝাঁপিয়ে বল তালুবন্দি করেন তিনি। অপর ওপেনার শাদমানকেও আউট করেন আকাশ দীপ।

    বৃষ্টির জন্য সময়ের কিছু আগেই মধ্যাহ্নভোজের বিরতি নেন আম্পায়াররা। বৃষ্টি থামলে দ্বিতীয় বার খেলা শুরু হলে মোমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত জুটি গড়ার চেষ্টা করেন। কিন্তু শান্তকে ৩১ রানের মাথায় আউট করেন রবিচন্দ্রন অশ্বিন। তার পরে আবার বৃষ্টি শুরু হয়। গোটা মাঠ ঢেকে দেওয়া হয়। বেশ কিছু ক্ষণ খেলা বন্ধ থাকার পরে আম্পায়ারেরা সিদ্ধান্ত নেন, প্রথম দিনের খেলা শেষ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Virat Kohli: বিরাট-শটে ভাঙল দেওয়াল, বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে গম্ভীর-ক্লাসে ক্রিকেটাররা

    Virat Kohli: বিরাট-শটে ভাঙল দেওয়াল, বাংলাদেশের বিরুদ্ধে নামার আগে গম্ভীর-ক্লাসে ক্রিকেটাররা

    মাধ্যম নিউজ ডেস্ক: দীর্ঘ সময় পর লাল-বলের ক্রিকেট খেলতে নামছে ভারতীয় দল। ১৯ সেপ্টেম্বর থেকে চিপকে শুরু হচ্ছে ভারত-বাংলাদেশ ২ ম্যাচের টেস্ট সিরিজ। জাতীয় দলের কোচ হিসেবে গৌতম গম্ভীরের প্রথম টেস্ট সিরিজ। বিশ্ব টেস্ট চ্যম্পিয়নশিপের নিরিখেও রোহিতদের কাছে গুরুত্বপূর্ণ এই সিরিজ। তাই কঠোর অনুশীলনে ব্যস্ত ভারতীয় দল। চিপক স্টেডিয়ামে গম্ভীরের তত্ত্বাবধানে অনুশীলন করছেন রোহিত শর্মারা। রবিবার হঠাতই সেই স্টেডিয়ামের দেওয়াল ভাঙলেন বিরাট কোহলি। তাঁর মারা বল লেগে স্টেডিয়ামের দেওয়ালে গর্ত হয়ে গেল।

    বিধ্বংসী মেজাজে বিরাট

    চিপকে প্র্যাক্টিস সেশনে বিধ্বংসী মেজাজে বিরাট কোহলি। এর আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল ভারত। সেই সিরিজে খেলতে পারেননি বিরাট। বছরের শুরুতে দক্ষিণ আফ্রিকায় শেষ বার টেস্ট খেলেছিলেন বিরাট কোহলি। স্বাভাবিক ভাবেই তাঁর দিকে বাড়তি নজর। দীর্ঘদিন পর লাল-বলে ফেরাটা দুর্দান্তই করতে চান কিং কোহলি। রবিবার চিপকের প্র্যাক্টিসে বিরাটের ব্যাটে ঝড় দেখা গেল। তাঁর মারা ছয়ে দেওয়ালে গর্তও হল। সেই ভিডিও ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। বিরাটের এই রূপ যে বাংলাদেশ বোলারদের চাপে রাখবে বলাই যায়।

    গম্ভীর আলোচনা

    এই সিরিজে নতুন রূপে ফিরতে চান বিরাট। এদিন শুধু যে বিধ্বংসী ব্যাটিংই করছেন তা নয়, ভালো ডেলিভারি সম্মান দিয়ে ছেড়েও দিয়েছেন কোহলি। তিনি এখন অনেক পরিণত-ধীর-স্থির লক্ষ্যে অবিচল। এদিন কোচ গৌতম গম্ভীরের সঙ্গেও দীর্ঘ আলোচনা করতে দেখা যায় কোহলিকে। জাতীয় দলের কোচ হিসেবে প্রথম টেস্ট ম্যাচ জিততে চান গম্ভীরও। ক্রিকেটারদের সেই পরামর্শও দিলেন তিনি। এদিন নেটে দলের প্রতিটি ক্রিকেটারের সঙ্গে খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করতে দেখা যায় গৌতিকে।

    আরও পড়ুন: সর্বকালের সর্বোচ্চ পদক! শূন্য থেকে ২৯, স্বপ্নপূরণ ভারতীয় প্যারাথলিটদের

    সতর্ক শাকিবরা

    পাকিস্তানকে ২-০ ব্যবধানে হারিয়ে ভারতে এসেছে বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে এখনও পর্যন্ত কোনও টেস্ট জিততে পারেনি তারা। প্রথম বার পাকিস্তানকে টেস্ট সিরিজে হারানোর পর সে দেশের অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের ক্রিকেটারদের পুরস্কৃত করেছে। যা ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে শাকিব আল হাসানদের উৎসাহিত করবে। তবে, ভারত আর পাকিস্তান যে কোনও ক্ষেত্রেই সমান নয় তা জানে বিশ্ব। তাই রোহিতদের বিরুদ্ধে সতর্ক শাকিবরাও। 

     

     

  • Paralympics 24: টোকিও-র রেকর্ড ভাঙল প্যারিসে! প্যারালিম্পিক্সে সবচেয়ে বেশি পদক জয় ভারতের

    Paralympics 24: টোকিও-র রেকর্ড ভাঙল প্যারিসে! প্যারালিম্পিক্সে সবচেয়ে বেশি পদক জয় ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্যারালিম্পিক্স (Paralympics 24) শেষ হতে আর মাত্র বাকি চার দিন। ইতিমধ্যে রেকর্ড গড়েছে ভারত। এখনও পর্যন্ত মোট ২০টি পদক পেয়েছে। টোকিওতে ১৯ পদক জয়ের মাত্রাকে ছাপিয়ে প্যারিসে নতুন উচ্চতা পেল ভারত। এটাই হল ভারতের কাছে সেরা প্যারালিম্পিক্স। ষষ্ঠ দিন ভারতীয় অ্যাথলিটরা মোট পাঁচটি পদক জয় করেছেন। দেশবাসী এই জয়ে অত্যন্ত উচ্ছ্বসিত।

    তিনটে সোনা, সাতটি রুপো এবং ১০টি ব্রোঞ্জ(Paralympics 24)

    ভারত (Team India) এখনও পর্যন্ত তিনটে সোনা, সাতটি রুপো এবং ১০টি ব্রোঞ্জ পদক জয় করেছে। গত ২ দিনে ভারতীয় অ্যাথলিটরা মোট ১৩টি পদক জয় করেছেন। মঙ্গলবার পাঁচটি পদক পেয়েছে ভারত। এই প্যারালিম্পিক্সে (Paralympics 24) ভারতের পাওয়া মোট পদকের সংখ্যা হল ২০। দীপ্তি জীবনজি, শরদ কুমার, মারিয়াপ্পান থাঙ্গাভেলু, অজিত সিং এবং সুন্দর গুর্জর দেশের জন্য পদক এনে দিয়েছেন। এদিন, আরও দুটি পদক পেতে পারত ভারত, কিন্তু অল্পের জন্য ভাগ্যশ্রী মাহাভরো এবং অবনী লেখারা সাফল্য পাননি।

    আরও পড়ুনঃ “শাহজাহানকে ফাঁসিতে ঝোলানো হবে তো?”, মমতাকে মোক্ষম প্রশ্ন শিবরাজের

    আশা করা হচ্ছে ২৫-৩০টি পদক পেতে পারে ভারত

    অ্যাথলেটিক্সে (Paralympics 24) ভারতকে তৃতীয় পদক এনে দিয়েছেন দীপ্তি। মহিলাদের ৪০০ মিটার টি ২০ ফাইনালে ব্রোঞ্জ জয়ী হয়েছেন তিনি। ৫৫.৮২ সেকেন্ডে শেষ করেছেন তিনি। আবার পুরুষদের হাই জাম্পে রুপো জিতেছেন শরদ। ব্রোঞ্জ জিতেছেন মারিয়াপ্পান। ফলে ট্র্যাক অ্যান্ড ফিল্ডে আরও দুটি পদক এনেছেন। পুরুষদের জ্যাভলিনে জোড়া পদক জিতেছে ভারত। রুপো জয়ী হয়েছেন অজিত। ব্রোঞ্জ জয়ী হয়েছেন সুন্দর। অজিত ৬৫.৬২ মিটার ছুড়েছেন। সুন্দর তাঁর পিছনে ৬৪.৯৬ মিটার ছুড়ে পদক জয়ী হয়েছেন। দেশের তালিকা বিচারে এখনও পর্যন্ত প্রথমে রয়েছে চিন, দ্বিতীয়স্থানে রয়েছে ব্রিটেন এবং তৃতীয় স্থানে রয়েছে অ্যামেরিকা। তবে এখনও খেলার চার দিন বাকি। আশা করা হচ্ছে ভারত (Team India) মোট ২৫ থেকে ৩০টি পদক জিততে পারে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Champions Trophy: “ভারতীয় দলের পাকিস্তানে যাওয়া উচিত নয়”, বলছেন প্রাক্তন পাক ক্রিকেটারই!

    Champions Trophy: “ভারতীয় দলের পাকিস্তানে যাওয়া উচিত নয়”, বলছেন প্রাক্তন পাক ক্রিকেটারই!

    মাধ্যম নিউজ ডেস্ক: ২০২৫ সালে পাকিস্তানে হবে চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy)। ভারত এই ট্রফিতে যোগ দেবে কিনা, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এমতাবস্থায় পাক ক্রিকেট বোর্ডকে হাইব্রিড মডেলে খেলার প্রস্তাব দিলেন পাকিস্তানেরই এক প্রাক্তন ক্রিকেটার (ExPakistan Star)। ২০১৩ সাল থেকে বন্ধ হয়েছে ভারত-পাকিস্তানের দেশের মধ্যে দ্বিপাক্ষিক ক্রিকেট খেলা। তবে ২০২৩ সালের ওডিআই বিশ্বকাপ খেলতে ভারত সফরে এসেছিল পাকিস্তানের ক্রিকেট দল। তবে আগামী বছরের চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত যোগ দেবে কিনা, তা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

    হাইব্রিড মডেলের প্রস্তাব (Champions Trophy)

    ভারত যদি ওই ট্রফিতে যোগ দেয়, তবে তাদের খেলতে হবে লাহোরে। জায়গাটি সীমান্তের কাছাকাছি। জানা গিয়েছে, বর্তমান রাজনৈতিক উত্তেজনা এবং নিরাপত্তার কথা বিবেচনা করে বিসিসিআই টিম ইন্ডিয়াকে পাকিস্তানে পাঠাতে রাজি নয়। তার বদলে গত বছর এশিয়া কাপে যে হাইব্রিড মডেল ব্যবহৃত হয়েছিল, তার প্রস্তাব দেওয়া হয়েছে। এই মডেল অনুযায়ী, কিছু ম্যাচ পাকিস্তানে আয়োজন করা হবে। ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ের মতো নিরপেক্ষ কোনও ভেন্যুতে। পাকিস্তান ক্রিকেট বোর্ডকে এই প্রস্তাব দিয়েছেন সে দেশের স্পিনার দানিশ কানেরিয়া।

    পাকিস্তানের পরিস্থিতি নিয়ে উদ্বেগ

    পাকিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তিনি। তাঁর পরামর্শ মেনে নিলে পাকিস্তান সফরে না গিয়েও চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নিতে পারবে টিম ইন্ডিয়া। পাক ক্রিকেট বোর্ডকে তিনি এই অনুরোধও করেছেন, যে কোনও সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে সম্ভাব্য প্রভাব এবং আইসিসির সঙ্গে পরামর্শ করা উচিত। কানেরিয়া (Champions Trophy) বলেন, “পাকিস্তানের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে আমি বলতে পারি, ভারতীয় দলের পাকিস্তানে যাওয়া উচিত নয়। পাকিস্তানেরও উচিত বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করা। তারপর আইসিসি সিদ্ধান্ত নেবে। সম্ভবত, এটি একটি হাইব্রিড মডেল হবে। খেলা (Champions Trophy) হবে দুবাইতে।” তিনি বলেন, “খেলোয়াড়দের নিরাপত্তাকে অগ্রাধিকার দিতে হবে। দ্বিতীয় অগ্রাধিকারের তালিকায় রয়েছে সম্মান। এছাড়া আরও অনেক কিছু রয়েছে। আমি মনে করি, বিসিসিআই একটি দুর্দান্ত কাজ করছে। সব দেশ মিলেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলেই মনে হয়। আমার মনে হয়, এটা একটা হাইব্রিড মডেল হবে।”

    আরও পড়ুন: হিন্দু-নির্যাতনের নয়া ভিডিও ভাইরাল, মৌলবীর কীর্তিতে অবাক দুনিয়া

    প্রসঙ্গত, বর্তমানে টিম ইন্ডিয়ায় যাঁরা রয়েছেন, তাঁদের কেউই পাকিস্তানে খেলেননি। তবে ওয়ানাডে দলে থাকা বিরাট কোহলি, রোহিত শর্মা এবং রবীন্দ্র জাদেজা পাকিস্তানের (ExPakistan Star) বিরুদ্ধে খেলেছিলেন ২০১২-১৩ সালে (Champions Trophy)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Gautam Gambhir: শ্রীলঙ্কা সিরিজের আগে দ্রাবিড়ের বার্তা গম্ভীরকে, কী বললেন জানেন?

    Gautam Gambhir: শ্রীলঙ্কা সিরিজের আগে দ্রাবিড়ের বার্তা গম্ভীরকে, কী বললেন জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, শনিবার শুরু হচ্ছে শ্রীলঙ্কা সিরিজ (Sri Lanka Series)। ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর (Gautam Gambhir)। টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর দায়িত্ব ছেড়ে দিয়েছেন রাহুল দ্রাবিড়। সেই দায়িত্বই বর্তেছে গম্ভীরের ওপর। শ্রীলঙ্কা সিরিজ শুরুর আগে দ্রাবিড়ের কাছ থেকে বিশেষ বার্তা পেলেন বর্তমান কোচ গম্ভীর।

    ভিডিও বার্তা (Gautam Gambhir)

    বিসিসিআইয়ের তরফে এই বার্তার একটি ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে দ্রাবিড়কে বর্তমান কোচের উদ্দেশে বলতে শোনা যাচ্ছে, “ক্রিকেট দুনিয়ার সব চেয়ে উত্তেজক দায়িত্ব ভারতের কোচ হওয়া। সেই কাজে তোমায় স্বাগত। তিন সপ্তাহ হয়ে গিয়েছে আমি দায়িত্ব ছেড়েছি। যেভাবে শেষটা হয়েছে, তা স্বপ্নের মতো। সেটা বার্বাডোজ হোক কিংবা মুম্বইয়ে। সেই মুহূর্তগুলো আমি কোনওদিন ভুলতে পারব না। আমি চাইব, কোচ হিসেবে তুমিও এই স্বাদ পাও। আশা করব, তোমার দলের সব ক্রিকেটার সুস্থ থাকবে। সব সময় তুমি তাদের পাবে। কোচদের কিছুটা ভাগ্যের সাহায্য প্রয়োজন হয়। আশা করি, তুমি সেটা পাবে।”

    অগ্নিপরীক্ষা

    দ্রাবিড়ের রেখে যাওয়া জুতোয় পা গলিয়েছেন গম্ভীর (Gautam Gambhir)। তাই এটা তাঁর অগ্নিপরীক্ষা। পরীক্ষা নয়া টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদবেরও। গম্ভীরের উদ্দেশে দ্রাবিড়কে আরও বলতে শোনা যায়, “ব্যাট করার সময় তোমায় সঙ্গী হিসেবে দেখেছি, ফিল্ডার হিসেবে দেখেছি। তুমি সব সময় জয়ের জন্য ঝাঁপাতে। আইপিএলেও তোমার হার না মানার মানসিকতা দেখেছি। তোমার মধ্যে জেতার খিদে রয়েছে। তরুণ ক্রিকেটারদের মধ্যে থেকে সেরাটা বের করে নিয়ে আসার ক্ষমতাও রয়েছে। প্রত্যাশার চাপ থাকবে। সমালোচিতও হবে। কিন্তু তুমি কখনওই একা থাকবে না। ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, প্রাক্তন অধিনায়ক, ম্যানেজমেন্ট তোমার পাশে থাকবে। সেই সঙ্গে থাকবে ভারতের সমর্থকরা।”

    আরও পড়ুন: জার্মানির প্রাচীনতম মসজিদে হানা পুলিশের, কারণ জানলে ভিরমি খাবেন

    এদিকে, আজ, সিরিজ শুরুর আগে অনুশীলন সেশনে অংশ নেয় টিম ইন্ডিয়া। এই সময় হার্দিক পান্ডিয়াকে দেখা গেল স্পিন বোলিং করতে। তাঁকে পেসারের ভূমিকায়ই দেখতে অভ্যস্ত ক্রিকেটপ্রেমীরা (Sri Lanka Series)। বস্তুত, বোলিং অ্যাকশনটাকেই বদলে ফেলেছেন গম্ভীর (Gautam Gambhir)।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Paris Olympics 2024: অলিম্পিক্সে আজ ৭টি খেলায় নামছে ভারত, জেনে নিন কখন-কোন খেলা

    Paris Olympics 2024: অলিম্পিক্সে আজ ৭টি খেলায় নামছে ভারত, জেনে নিন কখন-কোন খেলা

    মাধ্যম নিউজ ডেস্ক: স্যেন নদীতে মার্চপাস্টের মধ্যে দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে গিয়েছে অলিম্পিক্স (Paris Olympics 2024)। শনিবার পুরোদমে শুরু হয়ে যাচ্ছে অলিম্পিক্সের আসর। মোট সাতটি খেলায় আজ নামছে ভারত। ব্যাডমিন্টনে নামছেন লক্ষ্য সেন। শ্যুটিংয়ে নামছেন অন্যতম ফেবারিট মনু ভাখের। টেনিসে রয়েছে রোহন বোপান্নার খেলা। হকিতে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ। সব খেলা দেখা যাবে স্পোর্টস ১৮ চ্যানেলে। মোবাইলে খেলা দেখা যাবে জিয়ো সিনেমা অ্যাপে। দলগত থেকে ব্যক্তিগত সব ইভেন্টেই নামবে টিম ইন্ডিয়া (Olympics 2024 Today’s India’s Event)।

    কখন কোন খেলা (Paris Olympics 2024)

    রোয়িং: দুপুর সাড়ে ১২টায় রয়েছে রোয়িং। যেখানে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন বলরাজ পনওয়ার। তিনি পুরুষদের সিঙ্গলস স্কালস হিটে নামবেন। এই ইভেন্টে বলরাজের সামনে রয়েছেন গ্রিসের স্টিফানোস, যার কাছে রয়েছে অলিম্পিক্সের বেস্ট টাইমের রেকর্ড।

    ব্যাডমিন্টন: ২৭ তারিখের সন্ধ্যেটা ভারতের ব্যাডমিন্টনের জন্য গুরুত্বপূর্ণ। সন্ধ্যে ৭টা ১০ মিনিটে নামছেন লক্ষ্য সেন। তাঁর সামনে কেভিন কর্ডন। ছেলেদের ডাবলসে নামবেন সাত্ত্বিক সাইরাজ ও চিরাগ শেট্টি। এটা হবে রাত ৮টার সময়। ভারতের ব্যাডমিন্টনের আশা বাঁচিয়ে রাখতে এই দুটো ম্যাচই গুরুত্বপূর্ণ। রাত ১১টা ৫০ মিনিটে মেয়েদের ব্যাডমিন্টন ডাবলে নামবে তানিশা ক্রাস্তো ও অশ্বিনী পোন্নাপ্পার জুটি।

    টেবিল টেনিস: রাত ৭টা ১৫ মিনিটে হরমীত দেশাই নামবেন ছেলেদের সিঙ্গলসে। তাঁর প্রতিপক্ষ জর্ডনের জ়াইদ আবো ইয়ামান। হরমীতের কাছে এটা সহজ হতে চলেছে বলে মনে করা হচ্ছে।

    বক্সিং: রাত ১২টা নাগাদ প্রীতি পাওয়ার নামবেন মেয়েদের ৫৪ কেজি প্রিলিমিনারি রাউন্ডে। তাঁর প্রতিপক্ষ ভিয়েতনামের থি কিম আন ভো।

    হকি: রাত ৯টায় ভারতের পুরুষ হকি দল নামবে নিউ জিল্যান্ডের বিরুদ্ধে।

    টেনিস: রোহন বোপান্না এবং এন শ্রীরাম বালাজি বিকেল ৫টায় নামবেন। তাঁরা রোলা গাঁরোর কোর্ট ১২ তচে নামবেন। তাঁর প্রতিপক্ষ ফ্রান্সের ফ্যাবিয়েন রিবোল ও এডুয়ার্ড রজার ভাসেলিন।

    পদকের লড়াই (Paris Olympics 2024)

    শুটিং: ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম কোয়ালিফিকেশনের (Paris Olympics 2024) লড়াই হবে দুপুর সাড়ে ১২টায়। এবার ভারতের দুটো শক্তিশালী দল রয়েছে। রিমিতা এবং অর্জুন বাবুতা ও এলাভেনি ভালারিভান এবং সন্দীপ সিং। ফাইনালে যেতে গেলে শীর্ষে থাকা চার দলের মধ্যে শেষ করতে হবে। পদকের লড়াই হবে দুপুর ২টো থেকে। ছেলে ও মেয়েদের ১০ মিটার এয়ার পিস্তল বাছাই পর্বে অর্জুন সিং চিমা এবং সরবজোৎ সিং ফাইনালের জন্য নামবেন। মেয়েদের মধ্যে মনু ভাখের এবং রিদিম সাংওয়ান নামবেন। শেষ চার বছর মনুর জন্য চ্যালেঞ্জিং ছিল। টোকিও অলিম্পিক্সে পারফর্ম করতে ব্যর্থ হয়েছেন তিনি। বিশ্ব চ্যাম্পিয়নশিপে তিনি অবশ্য কামব্যাক করেছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Women’s Asia Cup 2024: আজ শুরু মহিলাদের এশিয়া কাপ, প্রথম ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান

    Women’s Asia Cup 2024: আজ শুরু মহিলাদের এশিয়া কাপ, প্রথম ম্যাচে মুখোমুখি ভারত-পাকিস্তান

    মাধ্যম নিউজ ডেস্ক: শুক্রবার থেকে শুরু হচ্ছে মেয়েদের এশিয়া কাপ (Women’s Asia Cup 2024)। গত বারের চ্যাম্পিয়ন ভারত প্রথম ম্যাচেই খেলবে পাকিস্তানের বিরুদ্ধে। তবে টুর্নামেন্ট যাই হোক, ভারত-পাক ম্যাচের (India vs Pakistan) আকর্ষণ সবসময়ই এক। এশিয়া কাপের ইতিহাসে সবচেয়ে সফল দল ভারতীয় দল। সব মিলিয়ে সাত বার চ্যাম্পিয়ন। মেয়েদের এশিয়া কাপ এখনও পর্যন্ত আট বার আয়োজন করা হয়েছে। প্রতি বারই ফাইনাল খেলেছে ভারত। ২০১৮ সাল বাদ দিয়ে প্রতি বার জিতেছেও তারা। ফলে এবার সাত বারের চ্যাম্পিয়ন ভারত খেলবে দুবার ফাইনাল খেলা পাকিস্তানের বিরুদ্ধে।

    পাখির চোখ টি-টোয়েন্টি বিশ্বকাপ

    এ প্রসঙ্গে শুক্রবার ভারত-পাকিস্তান ম্যাচের (Women’s Asia Cup 2024) আগে হরমনপ্রীত বলেন, “আমাদের মূল লক্ষ্য টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি। এশিয়া কাপ আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এশীয় স্তরে আমরা উন্নতি করতে চাই। তাই প্রতিটা ম্যাচই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। অতীতে এশিয়া কাপে আমরা যে ভাবে খেলেছি, এ বারেও সে ভাবেই খেলতে চাই। ক্রিকেটকে উপভোগ করতে চাই আমরা।” প্রসঙ্গত, ভারত ছাড়া এশিয়া কাপ জিতেছে শুধু বাংলাদেশ। ২০১৮ সালে ভারতকে হারিয়েই এই ট্রফি জিতেছিল তারা। এশিয়া কাপে বছরের পর বছর দাপট দেখানো ভারত তাই পাখির চোখ করছে টি-টোয়েন্টি বিশ্বকাপকে। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই এশিয়া কাপকে প্রস্তুতির জায়গা হিসাবে দেখছেন হরমনপ্রীত কৌরেরা।

    কোথায় কখন অনুষ্ঠিত হবে এই ম্যাচ? (Women’s Asia Cup 2024)

    উল্লেখ্য, ম্যাচটি অনুষ্ঠিত হবে রণগিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। ম্যাচ শুরু হবে ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭টায়। টস অনুষ্ঠিত হবে ৩০ মিনিট আগে অর্থাৎ, ৬টা ৩০ মিনিটে। ভারতে মহিলা এশিয়া কাপের ম্যাচগুলি সরাসরি সম্প্রচারিত হবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। তাছাড়া এদেশে অনলাইনে খেলা দেখা যাবে ডিজনি প্লাস হটস্টারে। ছেলেদের টি-২০ বিশ্বকাপ থেকে শুরু করে কিংবদন্তীদের বিশ্বচ্যাম্পিয়নশিপ, মাস খানেকের মধ্যেই ক্রিকেটের ময়দানে তিনবার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান। টি-২০ বিশ্বকাপে ও লেজেন্ডস লিগের ফাইনালে পাকিস্তানকে টেক্কা দিয়েছে ভারতীয় দল। আর এবার মহিলা এশিয়া কাপের শুরুতেই ফের একবার ভারত-পাক লড়াই (India vs Pakistan)।

    আরও পড়ুন: হার্দিকের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘোষণা নাতাশার! ৩ বছরের ছেলের কাস্টডি পেলেন কে?

    গত এক বছরে ভারতের মেয়েরা ১৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ১০টিতে জিতেছেন হরমনপ্রীতেরা। পাকিস্তান গত এক বছরে খেলেছে ১৯টি ম্যাচ। এর মধ্যে ১২টি ম্যাচে হেরেছে তারা। এখনও পর্যন্ত ভারত-পাকিস্তান একে অপরের বিরুদ্ধে খেলেছে ১৪ বার। তার মধ্যে ১১ বার জিতেছে ভারত। পাকিস্তান জিতেছে মাত্র তিন বার। তাই শুক্রবার পাকিস্তানকে হারিয়েই ফের এশিয়া কাপ (Women’s Asia Cup 2024) শুরু করতে চাইছেন হরমনপ্রীতেরা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Team India: ভারতের নয়া টি-২০ ক্যাপ্টেন সূর্য! ফিরলেন শ্রেয়স, শ্রীলঙ্কা সিরিজে দলে নতুন ৬

    Team India: ভারতের নয়া টি-২০ ক্যাপ্টেন সূর্য! ফিরলেন শ্রেয়স, শ্রীলঙ্কা সিরিজে দলে নতুন ৬

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয় ক্রিকেটে এখন (Team India) গুরু গম্ভীরের যুগ। বৃহস্পতিবার দলের নতুন কোচ গৌতম গম্ভীরের পরামর্শ নিয়েই শ্রীলঙ্কা সিরিজের দল ঘোষণা করল বিসিসিআই। হার্দিক পান্ডিয়া চোট প্রবণ, তাই ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা মাথায় রেখে নতুন নেতা হিসেবে বেছে নেওয়া হল সূর্যকুমার যাদবকে। সহ-অধিনায়ক করা হল শুভমন গিলকে। একইসঙ্গে একদা নাইট মেন্টর গম্ভীরের হাত ধরেই শ্রীলঙ্কা সফরে একদিনের দলে ফিরলেন বোর্ডের চুক্তি থেকে বাদ পড়া কেকেআর অধিনায়ক শ্রেয়স আয়ার। দলে জায়গা করে নিলেন নাইট রাইডার্সের ভরসা হর্ষিত রানাও।

    কী কী কারণে নেতা সূর্য (Surya Kumar Yadav)

    শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ভারতের অধিনায়ক করা হল সূর্যকুমার যাদবকে (Surya Kumar Yadav)। টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শুরু হবে ভারতের (Team India) শ্রীলঙ্কা সফর। বিশ্রাম দেওয়া হয়েছে যশপ্রীত বুমরাকে। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ম্যাচ ২৭ জুলাই। টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সহ অধিনায়ক ছিলেন হার্দিক পান্ডিয়া। তাঁকেই পরবর্তী অধিনায়ক ভাবা হয়েছিল। কিন্ত গুরু গম্ভীরের আস্থা রয়েছে সূর্যকুমারের উপর, তাই তাঁকেই অধিনায়ক করা হল। বিসিসিআই-এর দাবি, এখন থেকেই ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ঘর গোছাতে চাইছেন নির্বাচকরা। ফিটনেস নিয়ে হার্দিকের যে সমস্যা আছে, সেটা নিয়েই সবথেকে বেশি চিন্তা নির্বাচক কমিটির। তিনি অত্যন্ত চোটপ্রবণ। চোটের কারণে অতীতে দীর্ঘদিন মাঠের বাইরে থেকেছেন। সেই পরিস্থিতিতে ৩৩ বছরের হলেও সূর্যকে ভারতের ক্যাপ্টেন হিসেবে বেছে নেওয়া হয়েছে। এছাড়াও নির্বাচকরা নাকি জানতে পেরেছেন যে হার্দিকের থেকে সূর্যের অধীনে খেলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন ভারতীয় খেলোয়াড়রা। স্কাইয়ের সঙ্গে রোহিতের অধিনায়কত্বের ধরনের মিল আছে। 

    নতুন কারা (Team India)

    বিশ্বকাপের দলে না থাকা ছ’জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন শ্রীলঙ্কা সফরের ভারতীয় টি-টোয়েন্টি দলে। বিশ্বকাপে রিজার্ভ প্লেয়ার হিসাবে ছিলেন শুভমন গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ ও আবেশ খান। এই চার জনের মধ্যে শুভমন, রিঙ্কু ও খলিল সুযোগ পেয়েছেন। আরও যে তিন জন ক্রিকেটার দলে জায়গা পেয়েছেন তাঁরা হলেন রিয়ান পরাগ, ওয়াশিংটন সুন্দর ও রবি বিষ্ণোই। একদিনের দলে ফিরেছেন শ্রেয়স আয়ার, লোকেশ রাহুল।  জায়গা পেয়েছেন কলকাতা নাইট রাইডার্সে খেলা হর্ষিত রানা।

    একদিনের  দলে রোহিত-বিরাট

    টি-টোয়েন্টিতে অধিনায়ক হলেও এক দিনের দলে জায়গা হয়নি সূর্যকুমারের। ৫০ ওভারের দলে নেই হার্দিকও। টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ক্রিকেটের কনিষ্ঠতম ফরম্যাট থেকে অবসর নিয়েছেন রোহিত, বিরাট। তাঁরা এক দিনের ক্রিকেটে খেলবেন। রোহিত থাকায় এক দিনের দলের (Team India) অধিনায়ক তিনিই। কোহলিও শ্রীলঙ্কা সফরে খেলবেন বলে জানিয়েছেন। তবে দলে রাখা হয়নি রবীন্দ্র জাদেজাকে। একদিনের দলে ফিরেছেন কুলদীপ যাদব।   

    এক দিনের দল: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, লোকেশ রাহুল, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), শ্রেয়স আয়ার, শিবম দুবে, কুলদীপ যাদব, মহম্মদ সিরাজ, ওয়াশিংটন সুন্দর, আরশদীপ সিং, রিয়ান পরাগ, অক্ষর প্যাটেল, খলিল আহমেদ এবং হর্ষিত রানা।

    টি-টোয়েন্টি দল: সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমন গিল (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, রিঙ্কু সিং, রিয়ান পরাগ, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণোই, আরশদীপ সিং, খলিল আহমেদ এবং মহম্মদ সিরাজ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

LinkedIn
Share