Tag: Team India

Team India

  • T20 World Cup 2024: আইপিএল শেষেই টি২০ বিশ্বকাপ, কবে থেকে প্রস্তুতি, কোথায় কোথায় খেলা ভারতের?

    T20 World Cup 2024: আইপিএল শেষেই টি২০ বিশ্বকাপ, কবে থেকে প্রস্তুতি, কোথায় কোথায় খেলা ভারতের?

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল শেষ হতেই শুরু হতে চলেছে আইসিসি টি২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। এ বারের টি২০ বিশ্বকাপ আয়োজিত হবে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে। ২০১০ সালের পরে এই প্রথম ২০ ওভারের বিশ্বকাপের আয়োজন করছে ওয়েস্ট ইন্ডিজ। অন্য দিকে আমেরিকায় এই প্রথম কোনও ক্রিকেট বিশ্বকাপের আসর বসতে চলেছে। এবারের বিশ্বকাপে সুযোগ পেতে চলেছে মোট ২০টি দল। বিশ্বকাপের মোট ৫৫টি ম্যাচ খেলা হবে দুই দেশের ৯টি স্টেডিয়ামে। সবচেয়ে বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে বার্বাডোজে। বিশ্বকাপে ভারতের প্রথম খেলা ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে। দু’দফায় আমেরিকায় যাবে টিম ইন্ডিয়ার ক্রিকেটারেরা।

    কখন, কারা যাবে

    বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, দু’দফায় আমেরিকায় পাঠানো হবে ভারতীয় দলের সদস্যদের। বিশ্বকাপের (T20 World Cup 2024) দলে থাকা যে ক্রিকেটারেরা আইপিএলের প্লে-অফ পর্বে খেলবেন না, তাঁরা ২৪ মে বিশ্বকাপ খেলতে যাবেন। মুম্বই বা বেঙ্গালুরু দু দলই প্লে অফে উঠছে না বলা যায়। সেই অনুযায়ী প্রথম দফাতেই আমেরিকায় চলে যাবেন অধিনায়ক রোহিত শর্মা, বিরাট কোহলি, কোচ রাহুল দ্রাবিড়-সহ অন্য কোচিং স্টাফেরা। যাঁরা আইপিএলের প্লে-অফ পর্বে খেলবেন তাঁরা আমেরিকার বিমানে উঠবেন ২৬ মে আইপিএল ফাইনালের পরে। বিশ্বকাপের প্রস্তুতি সম্পর্কে জয় শাহ বলেন, ‘‘মনে করুন ট্রেভিস হেড এবং অভিষেক শর্মা ব্যাট করছে। তাদের বিরুদ্ধে বল করছে যশপ্রীত বুমরা। এর থেকে ভাল অনুশীলন আর কী হতে পারে।’’ 

    আরও পড়ুন: আজ জাতীয় প্রযুক্তি দিবস, ভারতে এই দিনের গুরুত্ব অপরিসীম, জানুন ইতিহাস

    ভারতের ম্যাচ কবে 

    এবারের বিশ্বকাপে (T20 World Cup 2024) এ গ্রুপে রয়েছে ভারত। ভারতের গ্রুপে রয়েছে কানাডা, আয়ারল্যান্ড পাকিস্তান এবং আমেরিকা। গ্রুপ পর্বে ভারত ৪টে ম্যাচই খেলবে আমেরিকায়। বিশ্বকাপে ভারত নামছে ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে, তার পরে ৯ এবং ১২ জুন পাকিস্তান এবং আমেরিকার বিরুদ্ধে নামবে ভারত। ভারতের প্রথম তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে নিউ ইয়র্কে। শেষ ম্যাচে ভারত কানাডার বিরুদ্ধে নামবে ফ্লোরিডায়। ভারতের গ্রুপ পর্বের চারটি ম্যাচই অনুষ্ঠিত হবে ভারতীয় সময় রাত ৮টায়। খেলা চলবে সাড়ে ১১টা থেকে ১২টা পর্যন্ত।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে  যাবে ভারত! কী শর্ত দিল বিসিসিআই?

    Champions Trophy: চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে যাবে ভারত! কী শর্ত দিল বিসিসিআই?

    মাধ্যম নিউজ ডেস্ক: আগামী বছর চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) খেলতে পাকিস্তানে যেতে পারে ভারত। কেন্দ্র সরকারের অনুমতি মিললে লাহোরে ম্যাচ খেলতে যাবেন রোহিতরা বিসিসিআই -এর তরফে এমনই জানানো হয়েছে। 

    কী বলল বিসিসিআই

    ২০০৮ সালে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে গিয়েছিল ভারতীয় দল। ভারত-পাকিস্তান শেষ দ্বিপাক্ষিক সিরিজ হয়েছে ২০১২-২০১৩ মরসুমে। ভারতের মাটিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছিল পাকিস্তান। কয়েক মাস আগেই আইসিসি ওয়ান ডে বিশ্বকাপ হয়েছে ভারতে। সেখানে অনেক শর্ত আরোপের পর খেলতে এসেছিল বাবররা। তার আগে এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যায়নি ভারত। ভারতীয় দল না যাওয়ায় হাইব্রিড মডেলে হয় টুর্নামেন্ট। ফাইনাল সহ ভারতের সব ম্যাচই শ্রীলঙ্কায় হয়েছিল। এবার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসর বসার কথা পাকভূমে। 

    ভারতীয় ক্রিকেট বোর্ডের সহ সভাপতি রাজীব শুক্ল বলেছেন, একটা শর্তেই পাকিস্তানে খেলতে যাবে ভারত। বোর্ডের সহ সভাপতি পরিষ্কার বলেন, ‘চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাওয়া প্রসঙ্গে আমরা একটা কথাই বলতে পারি, সরকার যা বলবে আমরা তাই করব। সরকার অনুমতি দিলে অবশ্যই টিম পাঠানো হবে। সিদ্ধান্ত নির্ভর করছে সরকারের অনুমতির উপরই।’

    আরও পড়ুন: জাতীয় দলে মোহনবাগানের ৮ ফুটবলার! স্টিমাচের শিবিরে ৪১ জন

    ভারত যদি না যায়

    ২০১৭ সালের পর আর চ্যাম্পিয়ন্স ট্রফি (Champions Trophy) হয়নি। আগামী বছর পাকিস্তানকে এই টুর্নামেন্ট আয়োজনের দায়িত্ব দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। কিন্তু পাকিস্তানে আদৌ চ্যাম্পিয়ন্স ট্রফি হবে কিনা, এ নিয়ে ধোঁয়াশা থাকছেই। ভারতীয় দল যদি খেলতে না যায়, সেক্ষেত্রে টুর্নামেন্ট হতে পারে হাইব্রিড মডেলেই। পাকিস্তান ক্রিকেট বোর্ড চাইছে, ভারতীয় দল খেলতে যাক। আইসিসির কাছে খসরা সূচিও দিয়েছে পাকিস্তান। মোট তিনটি ভেনু বাছাই করা হয়েছে। এর মধ্যে ভারতের ম্যাচ রাখা হয়েছে লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে। এই ভেনুতে ফাইনালও হওয়ার কথা। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup: জায়গা হল না গিল, রিঙ্কুর! কাম ব্যাক পন্থ-হার্দিকের, টি-২০ বিশ্বকাপের ভারতীয় দল ঘোষিত

    T20 World Cup: জায়গা হল না গিল, রিঙ্কুর! কাম ব্যাক পন্থ-হার্দিকের, টি-২০ বিশ্বকাপের ভারতীয় দল ঘোষিত

    মাধ্যম নিউজ ডেস্ক: জল্পনার অবসান। অবশেষে আসন্ন টি-২০ বিশ্বকাপের (T20 World Cup) স্কোয়াড ঘোষণা করে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। দলে একঝাঁক চমক রয়েছে। আমেদাবাদে বোর্ডের দল নির্বাচনী বৈঠক হয়। সেখানে উপস্থিত ছিলেন বোর্ড সচিব জয় শাহ, নির্বাচক প্রধান অজিত আগরকর। বৈঠকে দল বাছাইয়ের ক্ষেত্রে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের পারফরম্যান্সকে যে গুরুত্ব দেওয়া হয়েছে তা বোঝা যায়।  ১৫ জনের মূল স্কোয়াডে জায়গা হল না রিঙ্কু সিংয়ের। সুযোগ পেলেন না শুভমন গিলের মতো তারকা ওপেনার। বাদ পড়লেন অভিজ্ঞ লোকেশ রাহুল। দলে ফিরলেন ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়া।

    বিরাট ভরসা রোহিতের

    রোহিত শর্মার জন্মদিনের দিনেই ভারতীয় দল ঘোষণা করল বোর্ড। ২ জুন থেকে শুরু এ বারের টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজে হবে সেই প্রতিযোগিতা। রোহিত শর্মার নেতৃত্বে খেলবে ভারত। ১৫ জনের দলে রয়েছেন বিরাট কোহলি, যশপ্রীত বুমরার মতো অভিজ্ঞ ক্রিকেটারেরা। রয়েছেন যশস্বী জয়সওয়ালের মতো তরুণ ক্রিকেটারেরা। ১৬ মাস পর ভারতীয় দলে প্রত্যাবর্তন ঋষভ পন্থের। এ বারের আইপিএলে ফর্মে রয়েছেন বিরাট। সব থেকে বেশি রান তাঁর ব্যাট থেকেই এসেছে। বিরাটকে দলে চেয়েছিলেন রোহিতও। তাই তাঁকে বাদ দেওয়ার প্রশ্নই ওঠে না।

    আরও পড়ুন: ইডেনে সৌরভের দিল্লিকে হারিয়ে জয়ী শাহরুখের কেকেআর, প্লে-অফের আরও কাছে নাইটরা

    সহ অধিনায়ক হার্দিক

    ভারতীয় দলে (Team India) রয়েছেন টি-টোয়েন্টি (T20 World Cup) ক্রমতালিকায় এক নম্বরে থাকা ব্যাটার সূর্যকুমার যাদব। উইকেটরক্ষক হিসাবে দলে জায়গা হল পন্থের। সেই সঙ্গে দলে রয়েছেন সঞ্জু স্যামসনও। আইপিএলে ভাল খেলে ভারতীয় দলে জায়গা করে নিলেন তিনি। হার্দিকের ওপর ভরসা রেখেছে বোর্ড। তাঁকে সহ-অধিনায়ক করা হয়েছে। উল্লেখ্য, ভারত আসন্ন টি-২০ বিশ্বকাপের এ-গ্রুপে রয়েছে। যুগ্ম আয়োজক আমেরিকার সঙ্গে এই গ্রুপে রয়েছে পাকিস্তান, কানাডা ও আয়ারল্যান্ড। ভারত তাদের চারটি গ্রুপ ম্যাচই খেলবে আমেরিকায়।  ভারত পাকিস্তান ম্যাচ রয়েছে ৯ জুন।

    পুরো টিম: রোহিত শর্মা (ক্যাপ্টেন), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (কিপার), সঞ্জু স্যামসন (কিপার), হার্দিক পান্ডিয়া (ভাইস ক্যাপ্টেন), শিবম দুবে, রবীন্দ্র জাডেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, অর্শদীপ সিং, জসপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ।

    রিজার্ভ: শুভমন গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ, আবেশ খান।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে কারা, বৈঠকে নির্বাচকরা, কী ভাবছেন রোহিত-দ্রাবিড়?

    T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে কারা, বৈঠকে নির্বাচকরা, কী ভাবছেন রোহিত-দ্রাবিড়?

    মাধ্যম নিউজ ডেস্ক: আসন্ন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) দল ঘোষণার আগে বৈঠকে বসতে পারেন ভারত অধিনায়ক রোহিত শর্মা ও বিসিসিআই নির্বাচক প্রধান অজিত আগরকর। দেশে এখন আইপিএল জ্বর। তার মধ্যেই আসন্ন বিশ্বকাপের জন্য দল ঘোষণা করতে হবে বিসিসিআইকে। উল্লেখ্য, আইসিসি-র নিয়ম অনুসারে, আগামী ১ মে-এর মধ্যে বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা করতে হবে।

    কবে হতে পারে বৈঠক

    আগামী ২৭ এপ্রিল দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রোহিত শর্মা, অজিত আগরকর এবং নির্বাচনী কমিটির (T20 World Cup) বাকি সদস্যদের সঙ্গে একটি বৈঠকের আয়োজন করা হবে। এই বৈঠকের পরই বিশ্বকাপের জন্য ১৫ জন সদস্যের নাম ঘোষণা করা হবে। ওই সময় রোহিত শর্মাও দিল্লিতে উপস্থিত থাকবে। আগামী শনিবার, ২৭ এপ্রিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দিল্লি ক্যাপিটালস খেলতে নামছে। এই ম্যাচটি দিল্লিতে হবে।

    আরও পড়ুন: কর্নাটকে লাভ জিহাদ কাণ্ডে সিবিআই তদন্তের দাবি, কংগ্রেস কাউন্সিলরের বাড়িতে নাড্ডা

    দলে কারা কারা

    আগামী ৫ জুন টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) অভিযান শুরু করবে ভারতীয় ক্রিকেট দল। বিশ্বকাপে ভারতের হয়ে ইনিংস শুরু করতে পারেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের ওপরই আস্থা রাখছেন নির্বাচকরা। সমর্থকদেরও প্রথম পছন্দ রোহিত-কোহলি জুটি। দুজনেই চলতি আইপিএলে দুরন্ত ফর্মে আছেন। পেস আক্রমণে মহম্মদ শামির না থাকাটা ভারতীয় দলের কাছে ধাক্কা। তবে ক্যারিবিয়ান পিচে যশপ্রীত বুমরাহ ছাড়া ভারতের পেস বিভাগ এখনও অনিশ্চিত। সিরাজের সঙ্গে অর্শদীপ সিং প্রথম পছন্দ। চলতি আইপিএলে গতির ভেলকি দেখানো মায়াঙ্ক যাদবেরও দলে ঢোকার সম্ভাবনা রয়েছে। স্পিনার হিসেবে রবীন্দ্র জাদেজা,  কুলদীপ যাদবের সঙ্গে যুজবেন্দ্র চাহাল দলে যোগ দেবে কি না তা নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে। চলতি আইপিএল টুর্নামেন্টে পারফরম্যান্সের নিরিখে হার্দিক পান্ডিয়া বা ঈশান কিষাণ টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ পাবে কি না তা নির্ভর করবে। উইকেটরক্ষক হিসেবে দলে কে থাকছেন, সেটি ঠিক করতেও ভারতকে সমস্যায় পড়তে হচ্ছে। ‘বুড়ো’ বয়সেও কব্জির জোর দেখাচ্ছেন দীনেশ কার্তিক, তার সঙ্গে লড়াইয়ে আছেন ঋষভ পান্ত, লোকেশ রাহুল, ইষাণ কিষান ও সঞ্জু স্যামসনের মতো ক্রিকেটাররা। ভাল পারফরম্যান্স করছেন ধ্রুব জুরেলও।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Mohammed Shami: ‘‘দ্রুত সুস্থ হয়ে উঠুন’’, ফের শামির পাশে প্রধানমন্ত্রী, ধন্যবাদ জানালেন পেসারও

    Mohammed Shami: ‘‘দ্রুত সুস্থ হয়ে উঠুন’’, ফের শামির পাশে প্রধানমন্ত্রী, ধন্যবাদ জানালেন পেসারও

    মাধ্যম নিউজ ডেস্ক: আবারও মহম্মদ শামিকে (Mohammed Shami) বুকে টেনে নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। দেশের তারকা পেসারের সদ্য অস্ত্রোপচার হয়েছে। তাঁর পাশে থেকে দ্রুত আরোগ্য কামনা করলেন প্রধানমন্ত্রী। দেশের সর্বময় কর্তার কাছ থেকে শুভেচ্ছাবার্তা পেয়ে পালটা ধন্যবাদ জানিয়েছেন শামিও সঙ্গে কৃতজ্ঞতা প্রকাশও করেন বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক।

    শামির আরোগ্য কামনা প্রধানমন্ত্রীর

    বিশ্বকাপের পর থেকেই ক্রিকেটের বাইরে রয়েছেন মহম্মদ শামি (Mohammed Shami)। তাঁর গোড়ালিতে চোট রয়েছে। লন্ডনে তাঁর অস্ত্রোপচার করানো হয়েছে। সেই ছবি সোমবার রাতে পোস্ট করেন শামি। সমাজমাধ্যমে সেই ছবি দেখে মোদি তাঁর উদ্দেশে লেখেন, “আপনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, এই কামনা করি। আমি আশাবাদী, আপনার এই চোট দ্রুত সেরে যাবে। সাহসের সঙ্গে আপনি এই সময়ের মোকাবিলা করবেন।” 

    কৃতজ্ঞতা শামির

    মোদির এই পোস্টের পরে উত্তর দেন শামিও (Mohammed Shami)। তিনি লেখেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্যক্তিগত ভাবে আমার জন্য কিছু লিখেছেন। এটাই পরম প্রাপ্তি। তিনি আমার দ্রুত সুস্থতার কামনা করেছেন। তাঁর এই বার্তা আমার খুবই ভাল লেগেছে। মোদি স্যারকে ধন্যবাদ।  কঠিন সময় এভাবেই আমার পাশে থাকবেন। আমি দ্রুত সুস্থ হওয়ার চেষ্টা করছি। সেই সঙ্গে সকলকে ধন্যবাদ আমার সুস্থতা কামনা করার জন্য।”

    শামির অস্ত্রোপচার

    সোমবার, ২৬ ফেব্রুয়ারি শামির গোড়ালির অস্ত্রোপচার সম্পন্ন হয়। অ্যাকিলিস টেন্ডন মেরামতের জন্য গোড়ালিতে অপারেশন করালেন টিম ইন্ডিয়ার তারকা পেসার। সেই অস্ত্রোপচার সফল হয়েছে। তবে তাঁর সম্পূর্ণ ফিটনেস ফিরে পেতে এবং বল হাতে বাইশ গজের যুদ্ধে নামতে সময় লাগবে। অস্ত্রোপচারের পর শামি হাসপাতালের বিছানায় শুয়ে নিজের কিছু ছবি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছিলেন, “আমার গোড়ালির অস্ত্রোপচার সফল ভাবে হয়েছে। সুস্থ হতে সময় লাগবে। খুব তাড়াতাড়ি নিজের পায়ে দাঁড়াতে চাই।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     

  • India vs South Africa: বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি ম্যাচ

    India vs South Africa: বৃষ্টিতে ভেস্তে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি ম্যাচ

    মাধ্যম নিউজ ডেস্ক: বৃষ্টির কারণে ডারবানে খেলা শুরুই হল না। ভেস্তে গেল ভারত-দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। বিশ্বকাপের আগাম প্রস্তুতি সারা হল না শুভমান, সূর্যদের।  রবিবার ভারতীয় সময় সন্ধ্যা ৭টার সময় টস হওয়ার কথা ছিল। কিন্তু বৃষ্টির কারণে সেটা করা সম্ভব হয়নি। কোনও বল না খেলেই বাতিল হয়ে যায় ম্যাচ।

    সিরিজের বাকি ম্যাচ

    দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিন ফরম্যাটের ক্রিকেটই খেলবে ভারত। যদিও ডারবানে একটি ম্যাচই ছিল। ফলে সমর্থকদের আশা, পরের ম্যাচগুলিতে বৃষ্টি হবে না। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরের টি-টোয়েন্টি মঙ্গলবার। সেই ম্যাচ হবে সেন্ট জর্জস পার্কে। শেষ ম্যাচ জোহানেসবার্গে। সেই ম্যাচটি হবে বৃহস্পতিবার। এক দিনের সিরিজ শুরু হবে ১৭ ডিসেম্বর থেকে। সেই ম্যাচটিও হবে জোহানেসবার্গে। দ্বিতীয় এক দিনের ম্যাচ সেন্ট জর্জস পার্কে। শেষ ম্যাচটি হবে পার্লে। সেটি হবে ২১ ডিসেম্বর। টেস্ট সিরিজ শুরু হবে ২৬ ডিসেম্বর থেকে। প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানে। দ্বিতীয় টেস্ট কেপ টাউনে, পরের বছর ৩ জানুয়ারি থেকে।

    বিশ্বকাপের প্রস্তুতি

    এই সিরিজে টিম ইন্ডিয়ার অধিনায়কত্ব করছেন সূর্যকুমার যাদব। এদিকে দক্ষিণ আফ্রিকা (India vs South Africa) দলের অধিনায়কত্ব করছেন এইডেন মার্করাম। ম্যাচের টস হওয়ার কথা ছিল ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়। প্রায় আড়াই ঘণ্টা পেরিয়ে গেলেও কিংসমিড স্টেডিয়াম থেকে সমর্থকদের জন্য স্বস্তির খবর পাওয়া যায়নি। অবিরাম বৃষ্টি চলতে থাকে। দর্শকরা তাঁদের ছাতা বা রেইনকোট নিয়ে অপেক্ষায় বসে ছিলেন। আম্পায়ারদেরও ছাতা হাতে মাঠে হাঁটতে দেখা যায় বারবার। তার সঙ্গে গ্রাউন্ড স্টাফরাও ছিলেন। পরে ম্যাচটি বাতিল বলে জানানো হয়।

    আরও পড়ুন: দু’ বছরে রেকর্ড ভিড় কাশীতে, বিশ্বনাথ ধাম দর্শন করেছেন ১২কোটি ৯৩ লাখ ভক্ত

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে হারের পর বিদেশে ছুটি কাটাতে গিয়েছিলেন শুভমান গিল, রবীন্দ্র জাদেজারা। গিল এবং জাদেজা ফিরলেও, তাঁদের আর ম্যাচ খেলতে নামা হল না। আগামী বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর বসবে দক্ষিণ আফ্রিকায়। তার আগে এই সিরিজকে প্রস্তুতির মঞ্চ হিসেবে দেখছে টিম ইন্ডিয়া।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Team India: ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণা ভারতের, অধিনায়ক কে জানেন?

    Team India: ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজের দল ঘোষণা ভারতের, অধিনায়ক কে জানেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: বিশ্বকাপের ফাইনালের ঠিক পরের দিনই ঘোষণা করা হল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের নতুন দল। বৃহস্পতিবার থেকেই টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। সোমবার রাতে নতুন দল ঘোষণা করে বিসিসিআই (Team India)। পুরো বিশ্বকাপে চোটের জন্য বাইরে ছিলেন হার্দিক পান্ডিয়া। এখনও পর্যন্ত তিনি পুরোপুরি সুস্থ হননি। সে কারণে টি-টোয়েন্টি সিরিজে (Team India) দলকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব।

    বিশ্বকাপ দলের কারা থাকলেন

    জানা গিয়েছে, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজের প্রথম তিনটি ম্যাচে সহ-অধিনায়ক থাকবেন ঋতুরাজ এবং শেষ দুটি ম্যাচে সহ-অধিনায়ক হিসেবে দেখা যাবে শ্রেয়স আইয়ারকে। বিশ্বকাপের দলে খেলা খেলোয়াড় হিসেবে সূর্য কুমার যাদব ছাড়াও রয়েছেন প্রসিদ্ধ কৃষ্ণ এবং ঈশান কিসান। মনে করা হচ্ছে, এই তিনজনই বিশ্বকাপে যথেষ্ট খেলার সুযোগ পাননি। তাই তাঁদের টি-টোয়েন্টি (Team India) দলে নেওয়া হয়েছে। বিশ্বকাপের খেলার ধকল নিতে হয়েছে সব সিনিয়র ক্রিকেটারদেরই। তাই বেশিরভাগজনকেই বিশ্রাম দেওয়া হয়েছে। টি-টোয়েন্টি সিরিজের যে দল ঘোষণা হল সেটি দেখেই বোঝা যাচ্ছে, এশিয়ান গেমসে যাঁরা খেলতে গিয়েছিলেন, তাঁদের অনেকেই এখানে সুযোগ পেয়েছেন। ভারতীয় দলের জার্সি গায়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নামতে দেখা যাবে আইপিএলের কলকাতা নাইট রাইডার্সের রিঙ্কু সিংকে। বাংলার মুকেশ কুমারও রয়েছেন দলে। প্রসঙ্গত, আগামী বছরই টি-টোয়েন্টি বিশ্বকাপ রয়েছে। সেই লক্ষ্যেই এগিয়ে যেতে চাইছে ভারতীয় দল। টি-টোয়েন্টি ফরম্যাটে তরুণ ক্রিকেটারদের একবার খেলিয়ে নিতে চাইছে ভারত।

    ভারতের ঠাসা ক্রিকেট-সূচি

    জানা গিয়েছে, টি-টোয়েন্টি সিরিজ (Team India) শেষ হওয়ার পরেই টিম ইন্ডিয়া যাবে দক্ষিণ আফ্রিকা সফরে। সেখানে রোহিত শর্মারা টেস্ট, ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলবেন। আগামী ১০ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় দুটি টেস্ট ম্যাচের সিরিজ, তিনটে ওয়ানডে এবং টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলা হবে। দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষ করে ভারতীয় দল দেশে ফিরলে শুরু হবে আফগানিস্তানের সিরিজ। ১১ জানুয়ারি থেকে ১৭ জনুয়ারি পর্যন্ত আফগানিস্তানের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারতীয় দল (Team India)। আফগানিস্তানের পরেই শুরু হবে ভারত-ইংল্যান্ড সিরিজ। ২৫ জানুয়ারি থেকে শুরু হবে সেই সিরিজ।

    অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের স্কোয়াড

    সূর্যকুমার যাদব (অধিনায়ক), ঋতুরাজ গায়কোয়াড (সহ-অধিনায়ক), ঈশান কিসান, আবেশ খান, মুকেশ কুমার, অর্শদীপ সিং, রিঙ্কু সিং, যশস্বী জয়সোয়াল, তিলক ভার্মা, জিতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শিবম দুবে, রবি বিষ্ণোই, প্রসিদ্ধ কৃষ্ণ।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • ICC ODI World Cup 2023: ইডেনে টিকিটের কালোবাজারি! সাধারণের জন্য টিকিট নেই, সিএবি-কে নোটিস পুলিশের

    ICC ODI World Cup 2023: ইডেনে টিকিটের কালোবাজারি! সাধারণের জন্য টিকিট নেই, সিএবি-কে নোটিস পুলিশের

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশ-নেদারল্যান্ডস বা বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে মাঠ ফাঁকা থাকলেও ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের জন্য টিকিটের হাহাকার ইডেন-চত্বরে (ICC ODI World Cup 2023)। গান্ধী মূর্তির তলা থেকে কার্জন পার্ক, শহিদ মিনার চত্বরে একটা টিকিটের জন্য হাপিত্যেশ করছে আট থকে আশি। রবিবার বড় ম্যাচ রয়েছে ইডেনে। সেই ম্যাচে টিকিট বিক্রি ঘিরে অস্বচ্ছতার অভিযোগ উঠে এসেছে। এক ক্রিকেটপ্রেমী ময়দান থানায় টিকিট বিক্রি ঘিরে অস্বচ্ছতার অভিযোগ তুলে নালিশ জানিয়েছেন। সেই অভিযোগের প্রেক্ষিতেই সিএবিকে নোটিস পাঠানো হয়েছে ময়দান থানার তরফে।

    কী অভিযোগ

    বাংলার ক্রিকেট সংস্থার (সিএবি) কর্তাদের বিরুদ্ধেই টিকিট দুর্নীতির অভিযোগ করলেন এক ব্যক্তি। ময়দান থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। অভিযোগকারীর বক্তব্য, অনলাইনে ম্যাচের টিকিট যে সংস্থার তরফে বিক্রি করা হচ্ছে, সেখানে বিবিধ সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। এর ফলে সাধারণ ক্রিকেটপ্রেমীরা ম্যাচের টিকিট পাচ্ছেন না। শুধু তাই নয়, অভিযোগকারীর আরও বক্তব্য, এই ঘটনার পিছনে অনলাইন টিকিট বিক্রয়কারী সংস্থা, বিসিসিআই ও সিএবির একাংশের হাত থাকতে পারে। তিনি সন্দেহ করছেন, ইচ্ছাকৃতভাবে একটা বড় অংশের টিকিট আলাদা করে সরিয়ে রাখা হয়েছে, যাতে সেগুলি পরে কালোবাজারি করা যেতে পারে। সেই অভিযোগের প্রেক্ষিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ময়দান থানার পুলিশ।

    আরও পড়ুুন: অরুণাচল প্রদেশে নিয়ন্ত্রণ রেখার কাছেই পরিকাঠামো গড়ছে ভারত, কেন জানেন?

    কী বলছে সিএবি

    মঙ্গলবার ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট কালোবাজারি করতে গিয়ে গ্রেফতার হয়েছিলেন এক ব্যক্তি। তাঁর কাছ থেকে ২০টি টিকিট উদ্ধার করেছিল পুলিশ। ২,৫০০ টাকার টিকিট তিনি ১১,০০০ টাকায় বিক্রি করছিলেন বলে অভিযোগ। এ প্রসঙ্গে সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় জানান, “ময়দান থানা থেকে যোগাযোগ করা হয়েছিল। জানতে চেয়েছিল, আমাদের সঙ্গে অনলাইন টিকিট বিক্রয়কারী সংস্থার কোনও যোগাযোগ রয়েছে কি না। আমরা জানিয়েছি, ওই অনলাইন টিকিট বিক্রয়কারী সংস্থার সঙ্গে আমাদের কোনও যোগ নেই। তাদের যোগাযোগ বিসিসিআই-এর সঙ্গে।”

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • C V Ananda Bose: পয়েন্ট তালিকার শীর্ষে ভারত, টিম ইন্ডিয়াকে রাজভবনে আমন্ত্রণ রাজ্যপালের

    C V Ananda Bose: পয়েন্ট তালিকার শীর্ষে ভারত, টিম ইন্ডিয়াকে রাজভবনে আমন্ত্রণ রাজ্যপালের

    মাধ্যম নিউজ ডেস্ক:  বিশ্বকাপে পাকিস্তান বধের পর কলকাতার রাজভবন থেকে রোহিত শর্মাদের কাছে গেল শুভেচ্ছা বার্তা। এর পাশাপাশি সংবর্ধনা জানানোর জন্য গোটা ভারতীয় টিমকে রাজভবনে আমন্ত্রণও জানিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস (C V Ananda Bose)। পাকিস্তানকে দুরমুশ করেই পয়েন্ট তালিকায় শীর্ষ স্থান অধিকার করেছে ভারত। আপাতত তিনটি ম্যাচে তিনটিতে জিতেছে রোহিত বাহিনী। যার ফলে ভারতের সংগ্রহ ৬ পয়েন্ট।

    আমন্ত্রণ রাজ্যপালের (C V Ananda Bose)

    শনিবারে আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে বিপুল জয় পায় ভারতীয় দল। প্রথমে ব্যাট করে ১৯১ রানেই অলআউট হয়ে যায় পাকিস্তান। কুড়ি ওভার বাকি থাকতেই ম্যাচ জিতে নেয় ভারত। যদিও বা বিশ্বকাপ জিততে এখনও অনেকটা পথ চলতে হবে ভারতীয় দলকে, তবুও আগেভাগেই রাজভবনে আমন্ত্রণ কেন?  রাজ্যপালের (C V Ananda Bose) বার্তা, পাকিস্তানকে হারানোর কারণেই রাজভবনে টিম ইন্ডিয়াকে সংবর্ধনা দিতে চান তিনি। জানা গিয়েছে, রাজভবনের তরফ থেকে এক্স হ্যান্ডেলে পোস্টও করা হয়েছে এনিয়ে। সেখানে টিম ইন্ডিয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে।

    পয়েন্ট তালিকায় কোন জায়গায় কোন দেশ

    বর্তমানে বিশ্বকাপের পয়েন্ট তালিকায় ভারতের পর রয়েছে নিউজিল্যান্ড। তিনটি ম্যাচ খেলে তাদেরও পয়েন্ট ৬। তবে টিম ইন্ডিয়ার নেট রান রেট নিউজিল্যান্ডের থেকে বেশি থাকায় শীর্ষে রয়েছে ভারত। রোহিত শর্মা বিরাট কোহলিদের নেট রান রেট ১.৮২১। অন্যদিকে নিউজিল্যান্ডের নেট ১.৬০৪। নেট রান রেটের দিক থেকে তিন নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দুটি ম্যাচে তাদের পয়েন্ট চার কিন্তু নেট রান রেট ২.৩৬০। অপরদিকে গতকাল হারের পর চার নম্বরে রয়েছে পাকিস্থান। বাবর আজমদের তিন ম্যাচে পয়েন্ট ৪ এবং নেট রান রেট -০.১৩৭।

     

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Team India: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সহজ জয় পেল ভারত! তবে চিন্তায় রাখল ব্যাটিং

    Team India: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সহজ জয় পেল ভারত! তবে চিন্তায় রাখল ব্যাটিং

    মাধ্যম নিউজ ডেস্ক: দুবারের বিশ্বজয়ী ওয়েস্ট ইন্ডিজ এবার বিশ্বকাপে সুযোগ পায়নি। তাদের বিরুদ্ধে সহজ জয় পেল ভারত (Team India)।  প্রথমে বল করে ওয়েস্ট ইন্ডিজকে ১১৪ রানে মুড়ে দেয় ভারতীয় টিম। একদিনের ম্যাচে ১১৫ রানের লক্ষ্য ছিল যথেষ্ঠ সহজ। কিন্তু ১১৫ রান তুলতে গিয়েও পাঁচ উইকেট খোয়াতে হয় ভারতকে (Team India)।

    টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন রোহিত

    বৃহস্পতিবার টস জিতে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক (Team India) রোহিত। টস জিতে তিনি  বলেন, ‘‘প্রথমে বল করব। কোনও বিশেষ কারণ নেই আগে বল করার। নিজেদের বিভিন্ন ভাবে পরখ করে নিতে চাই। দল হিসাবে আমরা কেমন সেটা দেখে নিতে চাই। বিশ্বকাপের আগে নিজেদের চিন্তাভাবনাগুলো পরিষ্কার রাখতে চাই আমরা। ফলাফলটাও গুরুত্বপূর্ণ। একাধিক ক্রিকেটারকে এই সময়ে দেখে নেওয়া হবে। তাই বলে জয় ছাড়া অন্য কিছু ভাবছি না।’’ শুরু থেকেই দাপট দেখাতে থাকে ভারত। মাত্র ৪৫ রানের মধ্যে তিন উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। শেষমেষ ১১৪তেই থামতে হয় ক্যারিবিয়ানদের। কুলদীপ তিন ওভার বল করে চারটি উইকেট নেন। অন্যদিকে জাডেজা নেন তিনটি উইকেট। 

    ব্যাটিং কিন্তু চিন্তায় রেখেছে ভারতীয় টিমকে (Team India)

    সহজ লক্ষ্য থাকায় রোহিত ওপেন করেননি। শুভমন গিল এবং ঈশান কিশন ভারতীয় ইনিংসের (Team India) শুরু করেন। ঈশান ৫২ রান করেন। কিন্তু শুভমন মাত্র সাত রানে আউট হন। তিন নম্বরে বিরাট কোহলি নামেননি। তাঁর জায়গায় নেমেছিলেন সূর্যকুমার। হতাশ করলেন তিনি। চার নম্বরে নামা হার্দিক পাণ্ড্যও আউট হন। শেষ পর্যন্ত নামতেই হয় রোহিতকে। রোহিত এবং জাডেজার জুড়ি ম্যাচ শেষ করেন।  ১১৫ রান তুলতে ২২.৫ ওভার লেগে যায় ভারতের। আইপিএল-এ ঝড় তোলা শুভমন, ঈশান, সূর্যকুমাররা এভাবে ব্যর্থ হবেন তা ভাবেননি কেউ।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share