Tag: Telangana Assembly Election 2023

Telangana Assembly Election 2023

  • Telangana Assembly Election 2023: তেলেঙ্গানায় ফের বিজেপি প্রার্থী কট্টর হিন্দুত্বের মুখ টাইগার রাজা

    Telangana Assembly Election 2023: তেলেঙ্গানায় ফের বিজেপি প্রার্থী কট্টর হিন্দুত্বের মুখ টাইগার রাজা

    মাধ্যম নিউজ ডেস্ক: রবিবার তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনের (Telangana Assembly Election 2023) প্রথম দফায় ৫২ জনের একটি প্রার্থীদের তালিকা প্রকাশ করছে বিজেপি। সেই তালিকায় নাম প্রকাশ পেয়েছে টাইগার রাজা সিং-এর। এই টাইগার সিং, রাজ্যের দাপুটে হিন্দুত্ববাদী নেতা। এবারের বিধানসভা নির্বাচনে অন্যতম প্রধানমুখ হিসাবে মনে করছেন রাজনীতির একাংশের মানুষ। উল্লেখ্য, এই নির্বাচনে আরও মোট তিনজন সাংসদকে বিধানসভায় টিকিট দিয়েছে বিজেপি। তাঁদের মধ্যে একজন সাংসদকে দুটি কেন্দ্র থেকে টিকিট দেওয়ার কথা জানা গেছে। আপাতত টাইগারের টিকিটে শোরগোল তেলেঙ্গানা রাজ্যের রাজনীতিতে।

    কে এই টাইগার সিং (Telangana Assembly Election 2023)?

    বরাবর তেলেঙ্গানা রাজ্যে হিন্দুত্ব নিয়ে ব্যাপক চর্চায় থাকতেন এই টাইগার রাজা। রাজ্যে গো-রক্ষা থেকে শুরু করে হিন্দু সনাতন ধর্মের অপামানকারীদের বিরুদ্ধে তীব্র সরব ছিলেন তিনি। সেই সঙ্গে দেশের যথার্থ ইতিহাসবোধ, জোরপূর্বক ধর্মান্তরিতকরণ, লাভ জিহাদের বিরুদ্ধে বেশ সক্রিয় থাকতেন এই নেতা। সূত্রে জানা গেছে, এই নেতার নির্বাচনী কেন্দ্র হল ঘোষমহল কেন্দ্র। উল্লেখ্য ২০১৮ সালে এই কেন্দ্র থেকেই বিজেপি আসনটিতে জয়ী হয়েছিল। এইবারের নির্বাচনে তাই হিন্দুত্ববাদী নেতাকেই প্রার্থী করা হয়েছে। আর তাই তাঁর সমর্থকদের মধ্যে লক্ষ করা গেছে বেশ উৎসাহ।

    টাইগার সিং বিতর্কিত কেন?

    নুপুর শর্মার মন্তব্যের বিতর্ক যখন তুঙ্গে ছিল, সেই সময় নুপুর শর্মার পাশে দাঁড়িয়ে সমর্থন করেছিলেন টাইগার সিং। ২০২২ সালে নুপুরকে সমর্থন করায় বিতর্ককে আরও উস্কে দেন, বলে মনে করেছিলেন বিরোধী রাজনীতির লোকেরা। সেই সময় দলের ভাবমূর্তি স্বচ্ছ রাখতে, তাঁকে বিজেপির তরফ থেকে সাময়িক সাসপেন্ড করা হয় বলে জান যায়। কিন্তু এবার বিধানসভার নির্বাচনের (Telangana Assembly Election 2023) আগে বিজেপি, টাইগারের সাসপেনশেন তুলে নেয় এবং তারপর তাঁকে নির্বাচনী টিকিট প্রদান করা হয়। বিরোধী পক্ষের লোকেরা তাঁর টিকিটে খুব একটা খুশি নয় তাও জানা গিয়েছে।

    বিজেপির শৃঙ্খলা কমিটির বক্তব্য

    বিজেপির কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির পক্ষ থেকে টাইগার রাজা সম্পর্কে বলা হয়, “টাইগারের প্রতিক্রিয়া দলের কমিটি বিবেচনা করেছে। আর তারপর তাঁর উত্তরের পরিপ্রেক্ষিতে শৃঙ্খলা কমিটি অবিলম্বে সাসপেনশেন প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে।” উল্লেখ্য তাঁর সাসপেনশেন তুলে নেওয়ার পরই প্রার্থীপদের তালিকা প্রকাশ করা হয়।     

      

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • PM Modi: ভিড়ে ঠাসা সভায় খুদে ‘ভারতমাতা’, “দেশের যুবকে অনুপ্রেরণা দিচ্ছে শিশুটি”, মন্তব্য মোদির

    PM Modi: ভিড়ে ঠাসা সভায় খুদে ‘ভারতমাতা’, “দেশের যুবকে অনুপ্রেরণা দিচ্ছে শিশুটি”, মন্তব্য মোদির

    মাধ্যম নিউজ ডেস্ক: সমাবেশে ভিড় করেছেন কয়েক লক্ষ আবাল-বৃদ্ধ-বনিতা। এই ভিড়েই মিশে রয়েছেন বিজেপির স্থানীয় স্তরের নেতা-কর্মীরাও। মঞ্চে তখন ভাষণ দিচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi)। হঠাৎই তাঁর চোখ গেল এক খুদের দিকে। ভারতমাতার সাজে সজ্জিত ওই খুদে নেড়ে চলেছেন জাতীয় পতাকা।

    ‘ওয়েল ডান বেটা’

    শিশুটির উদ্দেশে হাত নাড়েন প্রধানমন্ত্রী। বলেন, ‘ওয়েল ডান বেটা’। প্রধানমন্ত্রীর মুখে এই শব্দবন্ধ শুনে জনতার চোখ তখন মঞ্চের মধ্যমণিকে ছেড়ে চলে গিয়েছে খুদে ‘ভারতমাতা’র দিকে। ২৯ নভেম্বর রয়েছে তেলঙ্গনা বিধানসভা নির্বাচন। সেই নির্বাচনের প্রচারেই গিয়েছিলেন প্রধানমন্ত্রী। তেলঙ্গনার ক্ষমতায় রয়েছে ভারত রাষ্ট্রীয় সমিতি। কেসিআরের এই দলকে এদিন তুলোধনা করেন প্রধানমন্ত্রী। এই সময়ই তাঁর চোখ পড়ে শিশুটির দিকে। তার পরেই প্রধানমন্ত্রীর (PM Modi) আবেগমথিত মন্তব্য, “ওয়েল ডান বেটা”। প্রধানমন্ত্রী বলেন, “এই শিশুটি তিরঙ্গা নিয়ে নাড়ছে। দেখুন, ও ভারতমাতা সেজে এসেছে। দেশের প্রত্যেক যুবকে অনুপ্রেরণা দিচ্ছে এই বাচ্চাটি।”

    ভারত রাষ্ট্র সমিতিকে নিশানা প্রধানমন্ত্রীর

    এর পর ফের তিনি আক্রমণ শানান রাজ্যের শাসক দলকে। প্রধানমন্ত্রী বলেন, “আজ, ভারত যখন খেলনা রফতানিতে নতুন নতুন রেকর্ড গড়ছে, তখন ভারত রাষ্ট্র সমিতি ব্যস্ত নির্মলের খেলনা শিল্পকে ধ্বংস করতে। আমরা ক্ষমতায় এলে, এই শিল্পের পুনরুজ্জীবনে প্রচার শুরু করব।” প্রসঙ্গত, এই নির্মল জেলার খেলনা শিল্প এক সময় দেশ তো বটেই, বিদেশেও সমাদৃত হত।

    প্রধানমন্ত্রী বলেন, “তেলঙ্গনায় আমাদের একটা সরকার রয়েছে, যারা ফার্মহাউসে বাস করেন। অথচ গরিবদের ঘরবাড়ি দেন না। কেসিআর (তেলঙ্গনার মুখ্যমন্ত্রী) গরিবদের শত্রু। তাই তাঁদের ঘরবাড়ি পাওনা থেকে বঞ্চিত করেছেন। কিন্তু আমি আপনাদের কথা দিচ্ছি, যেই না তেলঙ্গনায় বিজেপি সরকার গড়বে, তার পরে পরেই বাড়ি দেওয়া হবে গরিবদের। সরকারি প্রকল্পের সুবিধা পাবেন সাধারণ মানুষ। এটা মোদির (PM Modi) গ্যারেন্টি।” প্রসঙ্গত, বাকি চার রাজ্যের সঙ্গেই ৩ নভেম্বর ফল ঘোষণা হবে তেলঙ্গনা বিধানসভা নির্বাচনেরও।  

    আরও পড়ুুন: ‘শাহি সমাবেশ’কে সফল করাই পাখির চোখ রাজ্য বিজেপির, নেওয়া হচ্ছে একাধিক পদক্ষেপ

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

     
     

     

LinkedIn
Share