Tag: Telecom Bill 2022

Telecom Bill 2022

  • Telecom Bill 2022: অপরিচিত নম্বর থেকে ফোন? এবার কলারের নাম জানাবে সংস্থাই, আসছে বিল

    Telecom Bill 2022: অপরিচিত নম্বর থেকে ফোন? এবার কলারের নাম জানাবে সংস্থাই, আসছে বিল

    মাধ্যম নিউজ ডেস্ক: হ্যালো, লোন চাই? লটারি জিতেছেন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন। কিংবা ক্রেডিট কার্ড চাই? দিনে অন্তত চার থেকে পাঁচটি এই জাতীয় কল আমরা পাই ফোনে। তবে এই ফোন কলগুলির পেছনে কারা, তা আমরা জানতে পারি না। কে লটারির টিকিট বেচছেন, কেই বা ক্রেডিট কার্ড বিক্রি করছেন তাঁদের আমরা চিনি না। তাই ভুয়ো ফোনকলের ফাঁদে পড়ে সর্বস্বান্ত হওয়ার আশঙ্কা থাকে। এই জাতীয় কলের ফাঁদে পড়ে আপনি যাতে সর্বস্ব না খোয়ান, তাই টেলিকম বিল ২০২২ (Telecom Bill 2022) আনতে চলেছে কেন্দ্রীয় সরকার (Central Govt.)। এই বিলের মূল লক্ষ্যই হল, উপভোক্তাদের ভুয়ো ফোন কলের হাত থেকে রক্ষা করা।

    শুক্রবার টেলিকম বিল ২০২২ এর খসড়া প্রকাশ্যে আনেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব (Ashwini Vaishnaw)। যদিও বিলে অনেক কিছুই রয়েছে, তবে সব চেয়ে বড় বিষয়টি হল মোবাইল ব্যবহারকারীদের রক্ষাকবচ দান। এতদিন অপরিচিতি কোনও ব্যক্তি ফোন করলে, তাঁর পরিচয় জানতে ব্যবহার করতে হত ট্রু-কলার অ্যাপ। নয়া বিল আইনে পরিণত হলে, আর প্রয়োজন হবে না তার। টেলিকম মন্ত্রী জানান, নয়া বিল আইনে পরিণত হলে কে ফোন করছেন, তাঁর সম্পর্কে যাবতীয় তথ্য জানা যাবে। এভাবে রোখা যাবে প্রতারণা।

    আরও পড়ুন : বাজেট অধিবেশনের মধ্যেই পাশ হবে তথ্য সুরক্ষা বিল, আশা অশ্বিনী বৈষ্ণবের

    অশ্বিনী বৈষ্ণব বলেন, যখন আমি টেলিকম বিলটি প্রস্তুত করছিলাম, আমি মোবাইল ব্যবহারকারীদের সব চেয়ে বেশি গুরুত্ব দিয়েছি। তিনি জানান, মোবাইল ব্যবহারকারীদের প্রতারণার হাত থেকে রক্ষা করতে আরও কিছু ব্যবস্থা নেওয়া হবে। চূড়ান্ত খসড়ায় সেগুলি যোগ করা হবে বলেও জানান তিনি। কেবল মোবাইল কিংবা ল্যান্ড লাইন ফোন ব্যবহারকারীরাই যে এই সুবিধা পাবেন, তা নয়। মন্ত্রী জানান, ফেস রিডিং, ফেসটাইম, জুম কল, হোয়াটসঅ্যাপ কল সব ক্ষেত্রেই ব্যবহারকারীরা প্রতারকদের হাত থেকে রক্ষা পাবেন। মন্ত্রী বলেন, আমরা কার সঙ্গে কথা বলছি, তাঁর সম্পর্কে জানার অধিকার আমাদের আছে। নয়া টেলিকম বিলের খসড়ায় টেলিকম সার্ভিস প্রোভাইডারের কেওয়াইসি বাধ্যতামূলক করা হবে। মন্ত্রী বলেন, আলাপ আলোচনার পরে আমরা খসড়া চূড়ান্ত করব। পরে সেটি সংসদীয় কমিটির মাধ্যমে যাবে। তার পর যাবে সংসদে। সব মিলিয়ে ছ থেকে ১০ মাসের সময়সীমা ধরে রেখেছি আমরা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
  • Telecom Bill 2022: এবার থেকে হোয়াটসঅ্যাপ কলেও গুণতে হবে টাকা? খসড়া টেলিকম বিলে প্রস্তাব

    Telecom Bill 2022: এবার থেকে হোয়াটসঅ্যাপ কলেও গুণতে হবে টাকা? খসড়া টেলিকম বিলে প্রস্তাব

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার থেকে হোয়াটসঅ্যাপে কল করলেও দিতে হতে পারে টাকা। ভারতীয় টেলিযোগাযোগ বিল ২০২২ এর খসড়া প্রকাশ করেছে ভারতীয় টেলিযোগাযোগ বিভাগ (DoT)৷ ২০ অক্টোবরের মধ্যে বিলটির বিষয়ে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার (TRAI) পরামর্শ চাওয়া হয়েছে ৷ ইতিমধ্য়েই টেলিকম বিলের খসড়ায় সেই প্রস্তাব দেওয়া হয়েছে। বিলের খসড়াতে বলা হয়েছে, হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মাধ্যমে কল বা বার্তা পাঠানোর সুবিধাটি আগামী দিনে টেলিকম পরিষেবা হিসাবে বিবেচিত হবে। এর জন্য এই প্রতিষ্ঠানগুলিকে লাইসেন্স নিতে হবে আলাদা করে। 

    বহুদিন ধরেই হোয়াটসঅ্যাপ, ফেসবুকের ফ্রি কলের বিরুদ্ধে কেন্দ্রকে অভিযোগ জানাচ্ছে টেলিকম সংস্থাগুলি। হোয়াটসঅ্যাপ, ফেসবুকের মতো প্ল্যাটফর্মগুলি কেন গ্রাহকদের মেসেজিং বা কলিং পরিষেবা দিচ্ছে তার বিরুদ্ধে সওয়াল করে টেলিকম কোম্পানিগুলি। অভিযোগ, এর ফলে আর্থিক ক্ষতি হচ্ছে সংস্থাগুলির। টেলিকম কোম্পানিগুলির এই অভিযোগের পরই জনগণের মতামত জানতে খসড়া বিলে এই প্রস্তাব দেওয়া হয়েছে। 

    আরও পড়ুন: টার্গেট আরএসএস? সংঘের ওপর গুপ্তচরবৃত্তি চালাত পিএফআই! চক্রান্ত ফাঁস   

    ওভার-দ্য-টপ (OTT) প্ল্যাটফর্মগুলিকে টেলিকম লাইসেন্সের আওতায় আনার প্রস্তাবও দেওয়া হয়েছে সেই খসড়ায়। ওটিটি প্ল্যাটফর্মের সংজ্ঞাও বদলানোর প্রস্তাব দেওয়া হয়েছে বিলের খসড়ায়। টেলিকম বিভাগকে আন্তর্জাতিক মানের করতেই এই খসড়া প্রকাশ করা হয়েছে। ভবিষ্যতে প্রয়োজনে স্পেকট্রাম বরাদ্দ বা নিলামের বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এছাড়াও গ্রাহকদের স্বার্থের কথা মাথায় রেখে টেলিকম কোম্পানিগুলোকে স্বেচ্ছাচারিতা করা থেকেও বিরত রাখা হবে বলে বিলে প্রস্তাব দেওয়া হবে। সরকার টেলিকম কোম্পানিগুলোর ফি, জরিমানা ও অন্যান্য সার্ভিস চার্জ প্রয়োজনে সম্পূর্ণভাবে অপসারণ করতে পারে।       

    আরও পড়ুন: মধ্যপ্রাচ্য থেকে বাংলাদেশ, মুসলিম অধ্যুষিত দেশগুলিতে রমরমা পিএফআইয়ের

    এছাড়াও সাইবার জালিয়াতি রুখতেও প্রস্তাব দেওয়া হয়েছে টেলিকম বিলে। নতুন টেলিকম বিলে থাকবে ‘রক্ষকবচ’। এবার থেকে লোন, ক্রেডিট কার্ড বা লটারি জেতা নিয়ে কেউ ফোন করলেই জানতে পারবেন কে রয়েছে অপর প্রান্তে। নতুন বিলের খসড়ায় তেমনই একটি বিকল্প রেখেছে সরকার। মূলত অনলাইন জালিয়াতি রুখতেই এই ব্যবস্থা।  

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share