Tag: temperature reduced significantly in a single day

temperature reduced significantly in a single day

  • Kolkata Weather: শহরে ফিরল শীতের আমেজ! আজ মরশুমের শীতলতম দিন

    Kolkata Weather: শহরে ফিরল শীতের আমেজ! আজ মরশুমের শীতলতম দিন

    মাধ্যম নিউজ ডেস্ক: শহরে ফিরল শীতের আমেজ। ফের ১৬ এর ঘরে নামল তাপমাত্রা। শনিবার এই মরশুমের এখনও পর্যন্ত শীতলতম দিন, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। শনিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.২ ডিগ্রি। আগামী দু’দিন ধরে এই তাপমাত্রা আরও কমবে বলে হাওয়া অফিস সূত্রে খবর।

    ঠান্ডার আমেজ

    ডিসেম্বরের শহর, ক্যালেন্ডার বলছে শীতের সোয়েটার পরার সময় এসে গিয়েছে। শুরু হয়েছে পারদ পতনও। পয়লা তারিখে শীত উধাও হলেও সপ্তাহের শেষ থেকে তাপমাত্রা নেমেছে। গত ২৪ নভেম্বর ছিল মরশুমের প্রথম শীতলতম দিন, তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এরপর ২৭ নভেম্বর তাপমাত্রা ছিল ১৬.৫। তারপর আজ তাপমাত্রা নামল ১৬.২ ডিগ্রি সেলসিয়াসে। জেলায় জেলায় শীতের আমেজ রয়েছে ভরপুর। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, শনিবার পশ্চিমের জেলাগুলিতেও তাপমাত্রা বেশ খানিকটা কমেছে। কয়েকটি জেলায় তাপমাত্রা ১১ ডিগ্রিতে নেমেছে। কলকাতা লাগোয়া জেলা দুই ২৪ পরগনা, হাওড়া, হুগলিতেও শীতের আমেজ ভরপুর। ঠান্ডার আমেজ দুই বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ জেলাতেও। কনকনে ঠান্ডায় কাঁপছে উত্তরের দার্জিলিং। পাহাড় নগরীর তাপমাত্রা নেমে গিয়েছে ৭.৮ ডিগ্রির ঘরে। এরই পাশাপাশি ঠান্ডায় কাঁপছে উত্তরের আরও এক জেলা কালিম্পংও। আজ কালিম্পেঙের সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছেছে ১২ ডিগ্রির ঘরে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও দাপট বাড়াচ্ছে শীত।

    আরও পড়ুন: স্বাস্থ্যের পাশাপাশি মন ভালো রাখবে কোন কোন খাবার?

    আগামী কয়েক দিন কলকাতায় রাতের দিকেও তাপমাত্রা বেশ খানিকটা কম থাকবে। শীত শীত ভাব থাকবে দিনের বেলাতেও। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২-৩ দিনে দক্ষিণবঙ্গের তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছিই থাকবে। সকাল, সন্ধে টের পাওয়া যাবে হালকা শীতের আমেজ। মঙ্গলবার পর্যন্ত শীতের এই ঝোড়ো ব্যাটিং থাকবে বলে আশাবাদী আওয়া অফিস। যদিও ১৫ ডিসেম্বরের আগে রাজ্যে স্থায়ী শীত নয়। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানান হয়েছে, ১৫ ডিসেম্বরের পর থেকে জানুয়ারী মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত শীত থাকতে পারে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share