Tag: Terrorists

Terrorists

  • Jammu & Kashmir: ফের এনকাউন্টার কাশ্মীরে! গুলির লড়াইয়ে খতম ৩ লস্কর জঙ্গি

    Jammu & Kashmir: ফের এনকাউন্টার কাশ্মীরে! গুলির লড়াইয়ে খতম ৩ লস্কর জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের উত্তপ্ত জম্মু কাশ্মীর (Jammu And Kashmir)। উপত্যকায় তিন জঙ্গিকে নিকেশ করল নিরাপত্তারক্ষীরা৷ মঙ্গলবার বিকেলে সোপিয়ানে (Shopian) নিরাপত্তারক্ষীদের সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়৷ সেই গুলির লড়াইয়ে কয়েক মিনিটের মধ্যই এনকাউন্টারে জঙ্গি নিকেশ করা হয়। গত কয়েকদিন ধরেই কাশ্মীরে সক্রিয় হয়ে উঠেছে জঙ্গিরা।

    পুলিশ সূত্রে জানা যায়, সোপিয়ানের নাগবাল এলাকায় জঙ্গিদের লুকিয়ে থাকায় খবর পেয়ে এদিন নিরাপত্তারক্ষীরা সক্রিয় হয়ে ওঠেন। এরপর সেই এলাকা ঘিরে শুরু হয় তল্লাশি অভিযান৷ এই তল্লাশি অভিযান এনকাউন্টারে পরিত হয়ে যায়।

    আরও পড়ুন: নাদিমার্গ গণহত্যা মামলা পুনরায় চালুর নির্দেশ জম্মু ও কাশ্মীর হাইকোর্টের

    ডিরেক্টর জেনারেল (Additional Director General of Police) (ADGP) বিজয় কুমার (Vijay Kumar) জানিয়েছেন,  নিহত জঙ্গিরা লস্কর-ই-তৈবা সংগঠনের সদস্য। এই তিন জঙ্গির নাম দানিশ খুরশীদ ভাট (Danish Khursheed Bhat) তানভীর ওয়ানি (Tanveer Wani)  তওসীফ ভাট (Towseef Bhat)। তারা বিভিন্ন জঙ্গি হামলার ক্ষেত্রে জড়িয়ে ছিল। সোপিয়ানের ছেলেদের জঙ্গি দলে নেওয়ার কাজের সঙ্গে জড়িত ছিল। ঘটনার পরে, উপত্যকায় নিরাপত্তা আরও জোরদার করেছে পুলিশ। বেশ কয়েকদিন ধরেই জঙ্গি হামলায় বিপর্যস্ত ভূস্বর্গ।

    সম্প্রতি উপত্যকায় কাশ্মীরি পণ্ডিতদের ওপর জঙ্গিদের হামলা ক্রমাগত বেড়েই চলেছে। চলতি বছর মে মাসেও জম্মু-কাশ্মীরের বদগামে অফিসে ঢুকে রাহুল ভাট নামে এক সরকারি কর্মীকে খুন করেছিল জঙ্গিরা। সেই ঘটনায় তোলপাড় পড়ে যায় উপত্যকায়। তার রেশ কাটার আগেই কুলগামে খুন করা হয় আরেক হিন্দু স্কুল শিক্ষিকাকে।  

    আরও পড়ুন: ফের ধস জম্মু-কাশ্মীর কংগ্রেসে, আড়ে বহরে বাড়ছে আজাদ শিবির! 

     

     

  • Migrant Worker: ফের রক্তাক্ত কাশ্মীর! জঙ্গিদের গুলিতে খুন বিহারের পরিযায়ী শ্রমিক

    Migrant Worker: ফের রক্তাক্ত কাশ্মীর! জঙ্গিদের গুলিতে খুন বিহারের পরিযায়ী শ্রমিক

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের রক্তাক্ত জম্মু-কাশ্মীর (Jammu & Kashmir)। এবারে জঙ্গির গুলিতে প্রাণ হারালেন বিহারের এক পরিযায়ী শ্রমিক। বৃহস্পতিবার গভীর রাতে জম্মু ও কাশ্মীরের (Jammu And Kashmir) বান্দিপোরা এলাকার সোদনারা সুম্বলে এই ঘটনাটি ঘটেছে ও পুরো এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত পরিযায়ী শ্রমিকের নাম মহম্মদ আমরেজ (Mohd Amrez)। বিহারের মাধেপুরা জেলার বেসারের বাসিন্দা ছিলেন তিনি। গুলিবিদ্ধ আমরেজকে উদ্ধার করে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়, তবে তাকে বাঁচানো যায়নি।

    কাশ্মীর পুলিশ ট্যুইটে জানিয়েছেন, বান্দিপোরার সুম্বল এলাকায় জঙ্গিদের গুলিতে প্রাণ গিয়েছে বিহারের ওই পরিযায়ী শ্রমিকের। গুলি লাগার পর দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

    [tw]


    [/tw]

    আরও পড়ুন: ফের জম্মু-কাশ্মীরে জঙ্গি হামলা, শহিদ তিন জওয়ান, নিকেশ দুই জঙ্গি

    মৃত শ্রমিকের ভাই মোহাম্মদ তামহীদ (Mohammad Tamheed) সংবাদমাধ্যমে এক সাক্ষাৎকারে জানান, রাত প্রায় ১২:৩০-এর দিকে গুলির শব্দে ঘুম ভাঙে তাদের। আমরেজ তখন তার ভাইকে শুয়ে পড়তে বলে কারণ সেখানে প্রায়ই এমন গুলির শব্দ শোনা যায়। কিন্তু এর পরে বাইরে চলে যায় আমরেজ। এরপর যখন তামহীদ তার ভাইয়ের খোঁজ করে তাকে দেখতে যায়, তখন রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে। তারপর তৎক্ষণাৎ সেনাকর্মীদের সঙ্গে যোগাযোগ করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তার মৃত্যু হয়।

    প্রসঙ্গত উল্লেখ্য গতকালই রাজৌরিতে সেনা-জঙ্গি সংঘর্ষে নিহত হয়েছে ২ সন্ত্রাসবাদী, এই হামলায় শহীদ হয়েছেন ৩ জওয়ানও। আরও দুজনের অবস্থা আশঙ্কা জনক। তাঁদের হাসপাতালে চিকিৎসা চলছে। গতকালের রেশ কাটতে না কাটতেই ফের হামলার শিকার আরও এক পরিযায়ী শ্রমিক। গত কয়েক মাসে এই নিয়ে একের পর এক খুন হয়েই চলেছে ভূস্বর্গে। 

  • Let Terrorist: ফের এনকাউন্টার কাশ্মীরে! রাতভর অভিযানে নিকেশ লস্কর জঙ্গি

    Let Terrorist: ফের এনকাউন্টার কাশ্মীরে! রাতভর অভিযানে নিকেশ লস্কর জঙ্গি

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের উত্তপ্ত ভূস্বর্গ। সেনার সঙ্গে সংঘর্ষে জম্মু কাশ্মীরে (Jammu Kashmir) খতম হল ১ লস্কর জঙ্গি। রবিবার ভোরে জম্মু ও কাশ্মীরের বারামুল্লায় (Baramulla) জঙ্গি (Terrorists) দমন ও তল্লাশি অভিযান চালায় পুলিশ ও নিরাপত্তা বাহিনী। এরপরেই বারামুল্লার বিন্নার (Binner) এলাকায় জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলির লড়াই শুরু হয়। এনকাউন্টারে লস্কর-ই-তৈবা (Lashkar-e-Taiba) জঙ্গি সংগঠনের এক জঙ্গিকে নিকেশ করা হয়েছে।

    আরও পড়ুন: লস্কর জঙ্গিকে খালি হাতে পাকড়াও, কেমন ছিল সেই রোমহর্ষক রাত?

    পুলিশ সূত্রে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার সন্ধ্যায় অভিযানে নামে পুলিশ ও নিরাপত্তা বাহিনী। তাদের কাছে খবর ছিল বিন্নার এলাকায় লুকিয়ে আছে সন্ত্রাসবাদীরা। সেই মতো তারা অভিযান শুরু করে৷ তবে তল্লাশির সময় যৌথ বাহিনীকে দেখে গুলি চালায় ওই জঙ্গি৷ তখন পুলিশ ও নিরাপত্তা বাহিনী দুইই পাল্টা গুলি চালায়। দীর্ঘক্ষণ লড়াই শেষে ওই জঙ্গিকে এনকাউন্টারে খতম করা হয় ও পরে মৃতদেহ উদ্ধার করা হয়৷ পরে তার নাম-পরিচয়ও জানা যায়৷

    জম্মু-কাশ্মীর পুলিশের (Jammu Kashmir Police) তরফে টুইট করে জানানো হয়, নিহত জঙ্গির নাম ইরসাদ আহমেদ ভাট (Irshad Ahmd Bhat )। এই জঙ্গি বারামুল্লার পাট্টান (Pattan) জেলার বাসিন্দা। তার কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এগুলোর মধ্যে একটি একে রাইফেল, দুটি ম্যাগাজিন ও ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। লস্কর-ই-তৈবা জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত ছিল ওই যুবক, এমনটাই জানা গিয়েছে। ইতিমধ্যে বাকি জঙ্গিদের খোঁজে এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে যৌথ বাহিনী।

    আরও পড়ুন: অমরনাথ যাত্রার আগেই কাশ্মীরে জোড়া এনকাউন্টারে খতম ৪ জঙ্গি

    [tw]


    [/tw]

  • Jammu & Kashmir: কুপওয়ারায় খতম ২ সন্দেহভাজন জঙ্গি, উদ্ধার প্রচুর অস্ত্র

    Jammu & Kashmir: কুপওয়ারায় খতম ২ সন্দেহভাজন জঙ্গি, উদ্ধার প্রচুর অস্ত্র

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের কাশ্মীরে (Kashmir) জঙ্গি (Terrorist) দমনে বড় সাফল্য পেল নিরাপত্তা বাহিনী। বুধবার কাশ্মীর উপত্যকার কুপওয়ারায় (Kupwara) LoC-এর কাছে সেনা ও জঙ্গির ওভারগ্রাউন্ড কর্মীদের সংঘর্ষে ২ জন ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের (Overground Workers) (OGWs) নিকেশ করা হয়।

    পুলিশ সূত্রে জানা যায়, নিহত ব্যক্তিদের থেকে প্রচুর অস্ত্র ও মাদক দ্রব্য উদ্ধার করা হয়েছে। সেনাদের থেকে জানা যায়, গতকাল অর্থাৎ ২৮ জুন কুপওয়ারার বিচু (Bichu) নামক এলাকায় ইন্ডিয়া গেটের কাছে এই ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের দেখে সন্দেহ হয় সেনাদের। তারপরেই সেনা ও জঙ্গিদের সঙ্গে গুলির লড়াইয়ে এই দুজন জঙ্গিকে খতম করা হয়। পুলিশ জানিয়েছে, নিহত জঙ্গিদের থেকে   ৪টি একে রাইফেল (AK rifle), মাদকের দুটো প্যাকেট, আটটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। অন্যজনের থেকে দুটো রাইফেল সহ ৮টি গ্রেনেড(Grenades) উদ্ধার করা হয়।

    আরও পড়ুন:’মৃত’ জঙ্গিকে ‘গ্রেফতার’, ধূসর তালিকা থেকে বেরোতে মরিয়া পাকিস্তান?

    পুলিশ সূত্রে খবর, নিহত ওই ওভারগ্রাউন্ড ওয়ার্কারদের নাম মজিদ ছেচি (Majid Chechi) ও  সামসুদিন বেইগ (Samsudin Beigh)। পুলিশ জানায়, এই ওয়ার্কাররা মাদক ও অস্ত্রগুলো নিতে ও জঙ্গিদের রাউতা নর (Rauta nar) নামক এলাকায় প্রবেশ করাতে এসেছিল। তিনি আরও জানান, অভিযান চলাকালীন একটি ওয়ারলাইক স্টোর (Warlike store) উদ্ধার করা হয় যেখান থেকে একে ৪৭ ও ৫৬ রাইফেল সহ প্রচুর মাদক, গ্রেনেড পাওয়া যায়। এখনও এই নিয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

    উল্লেখ্য, কিছুদিন আগেই সন্ত্রাসবিরোধী অভিযান (Anti-Militancy Operation) চলাকালীন কাশ্মীরে ৪ জন জঙ্গিকে খতম করা হয়েছে। চলতি মাসেই ২৮ জন জঙ্গিকে নিকেশ করা হয়, এর মধ্যে ১১ জনকে তিনদিনের মধ্যে খতম করা হয়েছিল। এই বছরে এখনও পর্যন্ত মোট ১১৮ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে কাশ্মীর পুলিশ জানিয়েছে। জঙ্গি হামলা দিনের পর দিন বেড়ে চলায় কাশ্মীরের কুপওয়ারায় যৌথভাবে তল্লাশি অভিযান চালানোর বিশেষ ব্যবস্থা নিয়েছে পুলিশ ও সেনা।

    আরও পড়ুন: অমরনাথ যাত্রার আগেই কাশ্মীরে জোড়া এনকাউন্টারে খতম ৪ জঙ্গি

  • Pakistani Drone: চোরাচালানের ছক! পাঞ্জাব সীমান্তে পাক ড্রোন গুলি করে নামাল বিএসএফ, উদ্ধার প্রচুর মাদক

    Pakistani Drone: চোরাচালানের ছক! পাঞ্জাব সীমান্তে পাক ড্রোন গুলি করে নামাল বিএসএফ, উদ্ধার প্রচুর মাদক

    মাধ্যম নিউজ ডেস্ক: পাঞ্জাব (Punjab) সীমান্তে একটি পাকিস্তানি ড্রোন গুলি করে নামাল সীমান্তরক্ষী বাহিনী (BSF)। সোমবার ভোরে সীমানা পেরিয়ে ভারতে ঢুকে পড়ে ড্রোনটি। সঙ্গে সঙ্গে বিএসএফ জওয়ানরা গুলি চালিয়ে সেটিকে নামিয়ে আনেন। ড্রোনটি থেকে প্রায় ১০ কিলোগ্রাম হেরোইন (Heroin) উদ্ধার হয়। 

    বিএসএফ সূত্রে জানা গিয়েছে, এদিন অমৃতসরের সীমান্তবর্তী ভারোপাল গ্রামে একটি পাকিস্তানি ড্রোন দেখতে পান নিরাপত্তারক্ষীরা। সঙ্গে সঙ্গে বিএসএফ জওয়ানরা গুলি চালিয়ে সেটিকে নামিয়ে আনেন। ড্রোনটি থেকে প্রায় ১০ কিলোগ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। ওই মাদকের মূল্য ভারতীয় বাজারে প্রায় ৪৫ কোটি টাকা বলে মনে করা হচ্ছে। 

    বিএসএফের তরফে একটি ট্যুইটে জানানো হয়েছে, “পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে মাদক পাচার করার আরও একটি প্রচেষ্টা ভেস্তে দিয়েছে বিএসএফ। পাকিস্তান থেকে আসা ড্রোনটিকে গুলি করে নামিয়ে আনেন জওয়ানরা। সেই ড্রোন থেকে ন’টি প্যাকেটে মোড়া ১০ কেজি হেরোইন পাওয়া গিয়েছে।”    

    রবিবার পাঞ্জাবের তরন তারান থেকে দুই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি শক্তিশালী আইইডি উদ্ধার করা হয়। নিরাপত্তা বাহিনী মনে করছে, পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে ওই বোমাটি ভারতে পাচার করা হয়েছিল।  

    মূলত অস্ত্রশস্ত্র ও মাদক দ্রব্য ছড়াতেই সীমান্তরেখা পেরিয়ে এই ড্রোনগুলিকে ভারতে পাঠায় পাকিস্তান। নাশকতার কোনও ছকও থাকতে পারে কিনা তাও খতিয়ে দেখা হয়। অতিমারীর সময় থেকেই সীমান্তে পাক হামলার ঘটনা বেড়েছে। কিন্তু ভারতীয় সেনার একের পর এক প্রত্যাঘাতে নাকাল হতে হচ্ছে পাকিস্তানকে। তাই এখন ড্রোনের মাধ্যমে সীমান্ত পেরিয়ে অস্ত্র পৌঁছে দেওয়ার ষড়যন্ত্র করছে পাকিস্তান।

     

LinkedIn
Share