Tag: Tesla Car

Tesla Car

  • Tesla: মোদি-মাস্ক বৈঠকের পরই ভারতে কর্মী নিয়োগের ঘোষণা টেসলার

    Tesla: মোদি-মাস্ক বৈঠকের পরই ভারতে কর্মী নিয়োগের ঘোষণা টেসলার

    মাধ্যম নিউজ ডেস্ক: মার্কিন ধনকুবের ইলন মাস্কের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকের পরেই ভারতে কর্মী নিয়োগের ঘোষণা করল টেসলা (Tesla)। আপাতত দিল্লি এবং মুম্বই জুড়ে ১৩টি পদের জন্য কর্মী চাইছে তারা। ভারতে কারখানা তৈরিতে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করার ভাবনা রয়েছে টেসলার। ভারতীয় মার্কেট নিয়ে টেসলা আগেও আগ্রহ দেখিয়েছে। কিন্তু চড়া আমদানি শুল্কের জেরে ধীরে চলো নীতি নেয় এই সংস্থা। সম্প্রতি ভারত সরকার ৪০ হাজার ডলারের বেশি মূল্যের হাইএন্ড গাড়িতে কাস্টমস ডিউটি কমানোর পরই এ দেশের বাজার নিয়ে ফের ভাবনা চিন্তা শুরু করেছে টেসলা।

    কোথায় কত কর্মী নিয়োগ

    প্রাথমিক পর্যায়েই (Tesla Recruitment) টেসলা ভারতের জন্য ২ হাজার শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে বলে জানা গিয়েছে। ইঞ্জিনিয়ারিং, সেলস বা অপারেশনে অভিজ্ঞতা (Tesla Plan) থেকে থাকলে আপনিও বিশ্বের বৃহত্তম সংস্থার অংশ হতে পারবেন বলেই জানিয়েছেন ইলন মাস্ক। ভারতে বড় মাপের উৎপাদন কেন্দ্র গড়ে তুলবে ব্যাটারি উৎপাদনকারী (Elon Musk) সংস্থা টেসলা পাওয়ার। এই সংস্থা ভারতে তার ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছে। সোমবার টেসলার পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। টেসলা পাওয়ার ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর কাবিন্দর খুরানা জানিয়েছেন যে, ‘আমরা ভারতে আমাদের ব্যবসা চালিয়ে যাচ্ছি এবং তা সম্প্রসারণের চেষ্টা করছি। নানারকম উদ্ভাবনের মাধ্যমে টেকসই লক্ষ্যমাত্রা অর্জন করতে প্রতিভাবান ব্যক্তিদের গুরুত্বপূর্ণ ভূমিকাকে স্বীকৃতি দিই। আমরা আমাদের টিমে সবসময় নতুন প্রতিভাকে স্বাগত জানাতে চাই। আমাদের লক্ষ্যকে আরও এগিয়ে নিতে তাদের অবদানগুলিকে কাজে লাগাতে পেরে আমরা যারপরনাই খুশি।’

    ১৩টি বিভিন্ন পদে নিয়োগ

    মোট ১৩টি বিভিন্ন পদে হবে এই নিয়োগ। সার্ভিস টেকনিশিয়ান, অ্যাডভাইজরি পদের জন্য মুম্বই ও দিল্লিতে নিয়োগ হবে এবং কাস্টমার এনগেজমেন্ট ম্যানেজার এবং ডেলিভারি অপারেশনস স্পেশালিস্ট পদের জন্য নিয়োগ করা হবে মুম্বইতে। ২০১৯ সালেই প্রথম ভারতে ব্যবসা শুরু করার অনুমতি চায় টেসলা (Tesla)। সেই থেকে মাস্ক ও মোদি প্রশাসনের মধ্যে আলোচনা চলছে। এবার হয়তো দুপক্ষ সহমত হয়েছে, লিঙ্কডইন পোস্ট থেকেই সেই ইঙ্গিত মিলেছে।

    টেসলা ভারতে যে সব পোস্টে কর্মী নিয়োগ করবে সেগুলি হলঃ

    সার্ভিস টেকনিশিয়ান

    সার্ভিস ম্যানেজার

    ইনসাইড সেলস অ্যাডভাইজার

    কাস্টমার সার্পোট সুপারভাইজার

    কাস্টমার সার্পোট স্পেশালিস্ট

    অর্ডার অপারেশন স্পেশালিস্ট

    সার্ভিস অ্যাডভাইজার

    টেসলা অ্যাডভাইজার

    পার্টস অ্যাডভাইজার

    ডেলিভারি অপারেশন স্পেশালিস্ট

    বিজ়নেস অপারেশন অ্যানালিস্ট

    স্টোর ম্যানেজার

    ভারতীয় বাজারে টেসলার আগ্রহ

    টেসলা (Tesla) ভারতীয় বাজারে প্রবেশের জন্য আগে দুবার চেষ্টা করেছে, কিন্তু উভয় প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। প্রথমত, ভারতে উচ্চ আমদানি শুল্ক—যা পূর্বে ১১০% পর্যন্ত ছিল। এই আমদানি শুল্কের ফলে টেসলা গাড়িগুলি অত্যন্ত ব্যয়বহুল হয়। দ্বিতীয় সমস্যা ছিল সরকারের পক্ষ থেকে অভ্যন্তরীণ উৎপাদন প্রতিষ্ঠার অনুরোধ। সরকার চাইছিল যে টেসলা আমদানি না করে, বরং ভারতে একটি উৎপাদন কেন্দ্র স্থাপন করুক, কিন্তু কোম্পানিটি একটি উন্নয়নশীল বাজারে এমন বড় পরিমাণে বিনিয়োগ করতে দ্বিধা করে। এছাড়া, ভারতের বৈদ্যুতিক গাড়ির চাহিদা এখনও বড় বাজারগুলির তুলনায় অনেক কম, যদিও সাম্প্রতিক সময়ে কিছুটা বৃদ্ধি পাচ্ছে।

    ভারত কি টেসলার জন্য প্রস্তুত?

    ভারতের বাজারে ধীরে ধীরে বৈদ্যুতিন গাড়ির চাহিদা বেড়ে চলেছে। টেসলার (Tesla) সম্প্রসারণের ফলে এই বাজার আরও দ্রুত ত্বরান্বিত হবে। টেসলার এই তৃতীয় প্রচেষ্টা এমন সময়ে আসছে যখন ভারতে বৈদ্যুতিক গাড়ির চাহিদা বাড়ছে। মোদি সরকারের পক্ষ থেকে সহায়ক নীতিও গ্রহণ করা হয়েছে। সরকারি উদ্যোগের মাধ্যমে, বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ির উপর ১১০% আমদানি শুল্ক কমিয়ে ৭০% করা হয়েছে, যার ফলে টেসলার গাড়িগুলি এখন আরও যুক্তিসঙ্গত দামে পাওয়া যাবে। এর পাশাপাশি, ভারতে বৈদ্যুতিক গাড়ির বাজারটি সম্প্রতি বৃদ্ধি পাচ্ছে। ফেডারেশন অফ অটোমোবাইল ডিলারস অ্যাসোসিয়েশনের (FADA) তথ্য অনুসারে, ২০২৩ সালে ৮২,৬৮৮ ইউনিট থেকে ২০২৪ সালে ৯৯,১৬৫ ইউনিট বৈদ্যুতিক গাড়ি বিক্রি হয়েছে, যা ১৯.৯৩% বৃদ্ধি পেয়েছে। এই বাড়তি চাহিদা, চার্জিং অবকাঠামোর উন্নতি এবং আরও বেশি উৎপাদকদের সাশ্রয়ী মূল্যে মডেল বাজারে আনার মাধ্যমে, ২০২৫ সালে বৈদ্যুতিক গাড়ির বিক্রি দ্বিগুণ হতে পারে।

    পরিবর্তনের আশা

    চিনের বাজার ক্রমশ হ্রাস পাওয়ায় টেসলা ভারতের দিকে ঝুঁকেছে। তবে, দাম এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ টাটা মোটরস, মহিন্দ্রা & মহিন্দ্রা, হুন্ডাই এবং মারুতি সুজুকির মতো কোম্পানিগুলি ভারতের ভোক্তাদের জন্য সস্তা ইভি বিক্রি করছে। ২০১৯ সালেই প্রথম ভারতে ব্যবসা শুরু করার অনুমতি চায় টেসলা। সেই থেকে মাস্ক ও মোদি প্রশাসনের মধ্যে আলোচনা চলছে। এবার দুপক্ষ সহমত হয়েছে। যদি টেসলা সফল হয়, তবে এর আগমন ভারতীয় গাড়ির বাজারে আমূল পরিবর্তন আনবে।

  • Tesla Car: শীঘ্রই ভারতে গাড়ি উৎপাদন করবে মাস্কের ‘টেসলা’, কেন্দ্রের অনুমোদন জানুয়ারির মধ্যেই?

    Tesla Car: শীঘ্রই ভারতে গাড়ি উৎপাদন করবে মাস্কের ‘টেসলা’, কেন্দ্রের অনুমোদন জানুয়ারির মধ্যেই?

    মাধ্যম নিউজ ডেস্ক: ইলন মাস্কের গাড়ি সংস্থা টেসলা (Tesla Car) যাতে ভারতে তাড়াতাড়ি উৎপাদন শুরু করতে পারে, সেজন্য দ্রুত গতিতে কাজ শুরু করল মোদি সরকার। জানা গিয়েছে, গাড়ি কারখানা তৈরির যাবতীয় অনুমোদন ২০২৪ সালের জানুয়ারির মধ্যেই ইলন মাস্কের সংস্থাকে দিতে চলেছে কেন্দ্র। বৈদ্যুতিক গাড়ি তৈরি নিয়ে বিভিন্ন দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর দফতরের বৈঠক অনুষ্ঠিত হয় চলতি সপ্তাহের সোমবার। সেই বৈঠকেই টেসলার (Tesla Car) বিনিয়োগ প্রস্তাব নিয়ে একপ্রস্থ আলোচনা হয় বলে সূত্র মারফত জানা গিয়েছে। ওই বৈঠকের বিষয়ে ওয়াকিবহাল এক শীর্ষ আধিকারিকের কথায়, ‘‘যদিও বৈদ্যুতিক গাড়ি নিয়ে সাধারণ নীতি নির্ধারণের জন্য বৈঠক ডাকা হয়েছিল, তাও ২০২৪ সালের জানুয়ারি মাসের মধ্যে টেসলার প্রস্তাবিত বিনিয়োগের বিষয়টির দ্রুত নিষ্পত্তি নিয়েও আলোচনা হয়।’’

    চলতি বছরের জুনে বৈঠক হয় মোদি-মাস্কের

    প্রসঙ্গত, চলতি বছরের জুন মাসেই মার্কিন সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই তাঁর সঙ্গে বৈঠক হয় টেসলা (Tesla Car) কর্তা ইলন মাস্কের। এরপরই ভারতে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেন ‘এক্স’-এর মালিক। এরপরেই কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রক, ভারী শিল্পমন্ত্রক টেসলার এই পরিকল্পনাকে কত দ্রুত বাস্তবায়িত করা যায়, সেই বিষয়ে আলোচনা শুরু করে। এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে, ইলন মাস্ক আবেদন করেছেন বৈদ্যুতিক গাড়ির উপর ৪০ শতাংশ হারে আমদানি শুল্ক নেওয়ার।

    পরিবেশ বান্ধব গাড়ি উৎপাদন ও বিক্রিতে উৎসাহ দিচ্ছে কেন্দ্র

    বর্তমানে ৪০ হাজার মার্কিন ডলারের কম মূল্যের গাড়ি আমদানির ক্ষেত্রে ৬০ শতাংশ হারে এবং তার বেশি দামের গাড়ি আমদানির ক্ষেত্রে ১০০ শতাংশ শুল্ক নেওয়া হয়। আমাদের দেশ ভারতবর্ষে বৈদ্যুতিক গাড়ি এবং চিরাচরিত ইঞ্জিন চালিত গাড়িগুলির ক্ষেত্রে আমদানি শুল্কের কোনও ফারাক নেই। দুটোর ক্ষেত্রেই একই শুল্ক (Tesla Car) দিতে হয়। বর্তমান সময়ে পরিবেশ বান্ধব গাড়ি উৎপাদন ও বিক্রিতে উৎসাহ দিচ্ছে কেন্দ্র। সে ক্ষেত্রে ওয়াকিবহাল মহলের ধারণা, শুল্ক কমই নেওয়া হবে। তবে এই সুবিধা যে শুধু টেসলা পাবে এমন নয়। সমস্ত বৈদ্যুতিক গাড়ি উৎপাদনকারী সংস্থাকেই  এই সুবিধা দেওয়া হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের , Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share