Tag: Test Series

Test Series

  • India vs South Africa: ব্যর্থ ব্যাটাররা! বড় রান পেলেন না বিরাট-রোহিত, প্রথম দিনেই চাপে ভারত

    India vs South Africa: ব্যর্থ ব্যাটাররা! বড় রান পেলেন না বিরাট-রোহিত, প্রথম দিনেই চাপে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: সেঞ্চুরিয়ানে দক্ষিণ আফ্রিকার (India vs South Africa) বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিনেই চাপে ভারত। মঙ্গলবার পুরো দিন খেলা হলে হয়তো ভারতের সব উইকেট এদিনই পড়ে যেত। শেষ বেলায় বৃষ্টির জন্য খেলা বন্ধ হয়ে যায়। দিনের শেষ ৮ উইকেটে ২০৮ রান করে ভারত। তার মধ্যে পাঁচটি উইকেটই নিয়েছেন কাগিসো রাবাডা। অভিষেকেই নজর কেড়েছেন বার্গার। দুই উইকেট নেন তিনি।

    শুরু থেকেই সমস্যা 

    এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা। খেলা শুরু হওয়ার আগে বৃষ্টি হওয়ায় পিচ থেকে অতিরিক্ত সুবিধা পাচ্ছিলেন প্রোটিয়া-পেসাররা। ভারতের দুই ওপেনার রোহিত শর্মা ও যশস্বী জয়সওয়াল শুরু থেকে সমস্যায় পড়ছিলেন। কাগিসো রাবাডা ও মার্কো জানসেনের বল সুইং করছিল। রাবাডার বলে পুল মারার লোভ সামলাতে না পেরে ৫ রানের মাথায় আউট হন রোহিত। ১৭ রানের মাথায় বার্গারের বলে খোঁচা মেরে আউট হন যশস্বী। প্রস্তুতি ম্যাচে শতরান করা শুভমন গিলও বেশি ক্ষণ থাকেননি। লেগ স্টাম্পের বাইরে যাওয়া বার্গারের বল গ্লাভসে লাগিয়ে উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। ২ রান করেন শুভমন। মধ্যাহ্নভোজের বিরতিতে ভারতের রান দাঁড়ায় ৩ উইকেটে ৯১। 

    রাহুলের অর্ধশতরান

    সাময়িক পতন রুখে খেলা ধরেন বিরাট ও শ্রেয়স। কিন্তু মধ্যাহ্নভোজের বিরতির পর চমক দেখান রাবাডা। প্রথমে শ্রেয়স ও তার পরে বিরাটকে আউট করে ভারতকে বড় ধাক্কা দেন তিনি। শ্রেয়স করেন ৩১ রান। বিরাটের ব্যাট থেকে আসে ৩৮ রান। ৮ রান করে ফেরেন রবিচন্দ্রন অশ্বিনও। রাবাডার বলেই ২৪ রানের মাথায় আউট হন শার্দুল ঠাকুর। মিস্টার ডিপেনডেবলের মতোই রাহুল-স্যারের অনুকরণে একদিক আগলে রাখলেন লোকেশ রাহুল। তাঁর অর্ধশতরানে ভর করে দুশোর গন্ডি টপকায় টিম ইন্ডিয়া। বার্গারের বলে ছক্কা হাঁকিয়ে মাইলস্টোন স্পর্শ করেন ডানহাতি ব্যাটার।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

     

LinkedIn
Share