Tag: TET SCAM

TET SCAM

  • Primary TET Scam: মানিকের অপসারণ বহাল, এখনই চাকরি পাবেন না ২৬৯ জন, নির্দেশ হাইকোর্টের

    Primary TET Scam: মানিকের অপসারণ বহাল, এখনই চাকরি পাবেন না ২৬৯ জন, নির্দেশ হাইকোর্টের

    মাধ্যম নিউজ ডেস্ক: প্রাথমিক শিক্ষক নিয়োগ সংক্ষেপে টেট কেলেঙ্কারির (TET Scam) তদন্ত করবে সিবিআই (CBI)। আগেই এই রায় দিয়েছিল কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) সিঙ্গল বেঞ্চ। সিঙ্গল বেঞ্চের সেই রায় বহাল রাখল হাইকোর্টের ডিভিশন বেঞ্চও। শুধু তাই নয়, যে ২৬৯ জনের চাকরি খোয়া গিয়েছিল, তাঁদেরও এখনই পুনর্বহাল করা যাবে না বলেও রায় দিয়েছে ওই বেঞ্চ। শুক্রবার বিচারপতি সুব্রত তালুকদার ও লপিতা বন্দ্যোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চ (Division Bench) এই মামলায় বহাল রাখল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের (Single Bench) রায়ই। পর্ষদ সভাপতির পদ থেকে মানিক ভট্টাচার্যকে সরিয়ে দেওয়ার নির্দেশও সমর্থন করেছে ডিভিশন বেঞ্চ।
    প্রাথমিক শিক্ষকের চাকরি পেতে গেলে বসতে হয় টেট পরীক্ষায়। ২০১৪ সালে জারি হয়েছিল নিয়োগের বিজ্ঞপ্তি। পরের বছর ১১ অক্টোবর ওই পরীক্ষা হয়। ফল প্রকাশ হয় ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে। প্রকাশিত হয় মেধাতালিকা। পরের বছর ডিসেম্বরে ফের বের হয় মেধাতালিকা। পরীক্ষায় বসেছিলেন ২৩ লক্ষ কর্মপ্রার্থী। নিয়োগপত্র পেয়েছিলেন ৪২ হাজার। এই দ্বিতীয় তালিকা বেআইনি বলে আদালতে জানিয়েছিলেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং সুদীপ্ত দাশগুপ্ত। পরে ২৬৯ জনের চাকরি বাতিল করে হাইকোর্ট। 
    ওই নিয়োগে ব্যাপক অনিয়ম হয়েছিল বলে সিঙ্গল বেঞ্চ জানিয়েছিল। যে ২৭৩ জনকে অতিরিক্ত এক নম্বর দেওয়া হয়েছিল, তার কারণ কী জানতে চেয়েছিলেন বিচারপতি। সেই সংক্রান্ত নথিও চেয়ে পাঠানো হয়। যদিও কর্তৃপক্ষ তা দিতে ব্যর্থ হয়। ওই ২৭৩ জনকে কেন অতিরিক্ত এক নম্বর দেওয়া হয়েছিল, তার কারণও দর্শাতে পারেনি বোর্ড। আদালতে হাজির করতে পারেনি ওএমআর শিটও। তার পরেই মানিককে সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় আদালত। এদিন ডিভিশন বেঞ্চ জানায়, সিঙ্গল বেঞ্চের রায় যথাযথ। বেআইনি নিয়োগের তদন্তের ভার যে সিবিআইকে দেওয়া হয়েছিল, এদিন তাও বহাল রাখে ডিভিশন বেঞ্চ। আদালতে মানিক জানিয়েছিলেন অযথা তাঁর নাম নেওয়া হচ্ছে, কলঙ্ক লেপন করা হচ্ছে যা সংবিধানের ২১ নম্বর ধারার পরিপন্থী।

    আরও পড়ুন : টেট মামলায় আদালতে হাজিরা কেষ্ট কন্যার, উঠল ‘গরু চোর’ স্লোগান

    ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, পুরো পরিস্থিতি বিচার করেই রায় দিয়েছে সিঙ্গল বেঞ্চ। বিচার করলেই হবে না, রায়টাকে কার্যকরও করতে হবে। এদিনও ২৭৩ জন চাকরি প্রার্থীকে কেন অতিরিক্ত এক নম্বর দেওয়া হয়েছে, তারও ব্যাখ্যা দিতে পারেনি বোর্ড। আদালত জানায়, এ রকম একজন ব্যক্তি (মানিক ভট্টাচার্য) অতিরিক্ত কোনও সুবিধা দাবি করতে পারেন না। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত ওই ২৭৩ জনকে চাকরিতে পুনর্বহালও করা যাবে না। আদালতের নির্দেশ, কেলেঙ্কারির তদন্ত করবে সিবিআই। এই সংস্থাই তদন্ত করবে আর্থিক কেলেঙ্কারিরও। আদালতের নজরদারিতেই হবে তদন্ত। সিঙ্গল বেঞ্চের রায়ে হস্তক্ষেপ করা হবে না। যে ২৭৩ জনকে অতিরিক্ত এক নম্বর দেওয়া হয়েছিল, তার মধ্যে ২৬৯ জনের কোনও দাবিই মান্যতা পাবে না।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Subiresh Bhattacharya: সিল খুলে সুবীরেশের ফ্ল্যাটে সিবিআই তল্লাশি, কীভাবে এত দ্রুত উত্থান উপাচার্যের?

    Subiresh Bhattacharya: সিল খুলে সুবীরেশের ফ্ল্যাটে সিবিআই তল্লাশি, কীভাবে এত দ্রুত উত্থান উপাচার্যের?

    মাধ্যম নিউজ ডেস্ক: শিক্ষক নিয়োগ দুর্নীতি (TET Scam) মামলায় এবার সিবিআই (CBI)- এর নজরে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের (North Bengal University) উপাচার্য (VC) সুবীরেশ ভট্টাচার্য (Subiresh Bhattacharya)। এসএসসি-র চেয়্যারম্যান পদে নিযুক্ত ছিলেন তিনি। বুধবার সুবীরেশ ভট্টাচার্যের উত্তরবঙ্গের বাড়ি এবং দফতরে হানা দেয় কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। সিল করে দেওয়া হয়েছে তাঁর বাঁশদ্রোণীর ফ্ল্যাট (Bansdroni Flat)। 

    আরও পড়ুন: সিবিআই হেফাজতে আসতে পারেন পার্থ! ১৩১টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের সন্ধান

    বৃহস্পতিবার শিলিগুড়ি থেকে কলকাতা এসে পৌঁছন সুবীরেশ ভট্টাচার্য। আর তার পরেই সেদিন বিকেলেই বাঁশদ্রোণীর ফ্ল্যাটের সিল খুলে তল্লশি চালায় সিবিআই। মাঝ রাত অবধি চলে সেই তল্লাশি। গোয়েন্দা সূত্রের খবর, সুবীরেশের বাড়ি থেকেও উদ্ধার হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। তবে কোন কোন নথি পাওয়া গিয়েছে সেই বিষয়ে এখনও কিছু জানা যায়নি। 

    ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত এসএসসির চেয়ারম্যান পদে নিযুক্ত ছিলেন সুবীরেশ ভট্টাচার্য। বৃহস্পতিবার কলকাতা বিমানবন্দরে নেমেই সুবীরেশ জানিয়েছিলেন, তাঁর আমলে নিয়োগে কোনও দুর্নীতি হয়নি। জানা গিয়েছে গতকালের টানা তল্লাশির মাঝেও সুবীরেশ ভট্টাচার্যকে জেরা করেছে সিবিআই। উত্তরে উপাচার্য জানিয়েছেন, যথাযথ নিয়ম মেনেই কাজ করেছেন তিনি। 

    কিন্তু কীভাবে হল সুবীরেশের এই উত্থান? এই গল্প যেকোনও সিনেমার প্লটকেও হার মানাবে। এমনকি পশ্চিমবঙ্গের আদি বাসিন্দাও নন তিনি। তাহলে শিক্ষা ব্যবস্থার অলিন্দে ঢুকলেন কীভাবে? এখন সেই প্রশ্নই ভাবাচ্ছে সিবিআই আধিকারিকদের। 

    আরও পড়ুন: বিনা টেটে সুকন্যার মাস্টারি কাঠগড়ায় তুলল ব্রাত্যকে!

    বাম আমলেই ত্রিপুরা থেকে বাংলায় এসেছিলেন সুবীরেশ। রাজ্যে আসতেই তিনি হয়ে ওঠেন বাম নেতাদের প্রিয় পাত্র। কিন্তু ক্ষমতা হস্তান্তরের সঙ্গে সঙ্গেই রঙ বদলে ফেলেন অধ্যাপকও। অর্থাৎ লাল ডেরা থেকে সোজা ঘাসফুল চত্বর। অনেকেই বলছেন, প্রশ্নাতীত আনুগত্যই সুবীরেশের সাফল্যের চাবিকাঠি। ক্ষমতায় টিকে থাকতে তিনি যখন যেখানে দায়িত্বে ছিলেন সেখানেই নিয়ম ভেঙে কাছের লোকজনকে নানা সুবিধা পাইয়ে দিয়েছেন বলে অভিযোগ তুলেছে শিক্ষামহলের একাংশই।  

    শিক্ষা দফতর সূত্রের খবর, তৃণমূল বিধায়ক ও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের হাত ধরেই তৃণমূলে পা রাখেন সুবীরেশ। বাম আমলে ওয়েবকুটার শীর্ষস্থানীয় নেতা ছিলেন এই মানিক ভট্টাচার্য। অধ্যক্ষ সমিতির দায়িত্বও সামলেছেন দীর্ঘদিন। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর সিপিএম ছেড়ে ঘাসফুলে এসে জোটেন মানিক। তিনি সঙ্গে করে দলে এনেছিলেন আরও দুই অধ্যাপককে। তাঁদের মধ্যে একজন সুবীরেশ ভট্টাচার্য। সবুজ শিবিরের নেতাদের ঘনিষ্ঠ হয়ে ওঠেন খুব দ্রুত। আর তারপরেই এই উত্থান। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • CBI on TET Scam: সিবিআই হেফাজতে আসতে পারেন পার্থ! ১৩১টি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান 

    CBI on TET Scam: সিবিআই হেফাজতে আসতে পারেন পার্থ! ১৩১টি ব্যাংক অ্যাকাউন্টের সন্ধান 

    মাধ্যম নিউজ ডেস্ক: পার্থ চট্টোপাধ্যায়কে (Partha Chatterjee) ইতিমধ্যেই শিক্ষক নিয়োগ দুর্নীতি (TET Scam) মামলায় গ্রেফতার করেছে সিবিআই (CBI)। তাঁরই সঙ্গে গ্রেফতার করা হয়েছে তাঁর ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কেও। গতকাল একই মামলায় সিবিআই আটক করেছে ব্যবসায়ী প্রদীপ সিং- কে। 

    আরও পড়ুন: পার্থ-কাণ্ডে এবার উঠে এল এক ব্যাঙ্ক দম্পতির নাম! কালো টাকা সাদা করতে এরাই কি সাহায্য করত ?

    ব্যবসায়ীকে তাঁর নিজের বাড়ি থেকে গ্রেফতার করার পর তাকে জেরা করে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি হাতে পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। আজ প্রদীপকে আলিপুর সিবিআই আদালতে তোলা হলে তাঁকে সাত দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দেন বিচারক। আদালতে সিবিআই-এর পক্ষ থেকে বলা হয়, প্রদীপ সিং এর নাম শান্তি প্রসাদের কাছ থেকে পাওয়া গিয়েছে।    
     
    শান্তি প্রসাদ সিনহা গোয়েন্দাদের জানিয়েছেন, যারা শিক্ষকের নিয়োগের চাকরির পরীক্ষায় অকৃতকার্য হত বা অনেক পেছনের দিকে নাম থাকত, তাদের নামের তালিকা বানিয়ে দিতেন প্রদীপ। প্রদীপ সরাসরি তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে গিয়ে যোগাযোগ করতেন। গোয়েন্দাদের ধারণা পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে ভালো পরিচয় রয়েছে এই প্রদীপ সিং- এর। 

    আরও পড়ুন: এসএসসি নিয়োগ কেলেঙ্কারি মামলায় গোপন জবানবন্দি দিচ্ছেন পার্থ ঘনিষ্ঠ অর্পিতা?

    সিবিআই এর পক্ষ থেকে বারবার বলা হয়েছে, “এটি একটি বড় ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের সঙ্গে ছোট দালাল থেকে বড় মাথা সবাই যুক্ত। কেউ নিস্তার পাবে না।” তাহলে কী এবার পার্থ চট্টোপাধ্যায়কেও হেফাজতে (Custody) নেবে সিবিআই? ইডির থেকে হাত বদলি হয়ে পার্থ যাবেন সিবিআই- এর ডেরায়? এখন এই নিয়েই রাজ্যজুড়ে জল্পনা তুঙ্গে। 

    অপরদিকে ইডি (ED) যত পার্থ মামলার গভীরে ঢুকছে ততই নতুন নতুন দুর্নীতির খবর সামনে আসছে। আর  সন্ধান মিলছে পার্থ-অর্পিতার বিপুল সম্পত্তির। গোয়েন্দা সূত্রের খবর, এখনও পর্যন্ত অর্পিতার ফ্ল্যাট থেকে পাওয়া নগদ টাকা, সোনা-গয়না এবং দুটি সংস্থার নামে সম্পত্তি ও  ১৩১টি অ্যাকাউন্টে লেনদেনের ভিত্তিতে প্রায় ১৫০ কোটি টাকার সন্ধান পাওয়া গিয়েছে। কিন্তু সম্পত্তি এখানেই শেষ একথা মানতে নারাজ গোয়েন্দারা।  তদন্তকারীদের দাবি, দুর্নীতির শিকড় আরও অনেক গভীরে। সেখানে পৌঁছলে, এই সম্পত্তি ও টাকার অঙ্ক ৩০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। গোয়েন্দাদের আরও দাবি, শুধু পার্থ-অর্পিতাই নন, চাকরি দুর্নীতির টাকার ভাগ পেয়েছেন রাজ্যের আরও বেশ কিছু প্রভাবশালী রাজনীতিবিদ। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • Primary TET Scam: ইডি দফতরে হাজির মানিক ভট্টাচার্য, পার্থ-অর্পিতার মুখোমুখি বসিয়ে জেরা?

    Primary TET Scam: ইডি দফতরে হাজির মানিক ভট্টাচার্য, পার্থ-অর্পিতার মুখোমুখি বসিয়ে জেরা?

    মাধ্যম নিউজ ডেস্ক: এসএসসি শিক্ষক নিয়োগ দুর্নীতির (SSC Teacher Recruitment scam) পাশাপাশি প্রাথমিক টেট নিয়োগ দুর্নীতিতেও (primary teacher recruitment scam) পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) নাম উঠে আসায় এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যকে (Manik Bhattacharya) তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। 

    আজ, বুধবার, মানিককে বেলা ১২ টায় সিজিও কমপ্লেক্সে ইডি (ED) দফতরে হাজির হতে বলা হলেও তিনি সকাল পৌনে ১০টা নাগাদ পৌঁছে যান সিজিও কমপ্লেক্সে। এর আগে গত শুক্রবার, পার্থর বাড়িতে যে সময় তল্লাশি চালান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, সেই একই সময় মানিকের বাড়িতেও চলেছিল তল্লাশি। ইডি হানার তালিকায় ছিল মানিক ভট্টাচার্যের বাড়িও। 

    সেদিন মানিককে দীর্ঘ সময় জিজ্ঞাসাবাদ করেছিল ইডি। তৃণমূল বিধায়কের বাড়ি থেকে বেশ কিছু নথি ও সিডি উদ্ধার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। সেই সূত্রেই মানিক ভট্টাচার্যকে তলব করা হয়েছে বুধবার। 

    আরও পড়ুন: বিধানসভায় ফিরল পার্থ চট্টোপাধ্যায়ের গাড়ি, ছাড়তে চলেছেন মন্ত্রিত্ব? জল্পনা

    সূত্রের খবর, পার্থর বাড়ি থেকে উদ্ধার হওয়া নথিতে মানিক ভট্টাচার্যের নোট ছিল। এদিন, মানিককে বেশ কিছু নির্দিষ্ট নথি, ব্যাঙ্কের নথিও আনতে বলা হয়েছে ইডি-র তরফে। আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়ে প্রাক্তন পর্ষদ সভাপতিকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে ইডি সূত্রে খবর। 

    কিন্তু, কেন এখন তলব করা হল মানিককে? সূত্রের খবর, পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করে বেশ কিছু নতুন তথ্য পাওয়া গিয়েছে। সেই তথ্য যাচাই করার জন্য মানিক ভট্টাচার্যকে তলব করেছেন তদন্তকারী। এমনকী, প্রয়োজনে পার্থ ও মানিককে মুখোমুখি বসিয়েও জেরা করতে হতে পারে। 

    এখানে বলে দেওয়া দরকার, মানিক ভট্টাচার্য হলেন নদিয়া জেলার পলাসীপাড়ার বিধায়ক। তিনি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্যদের (West Bengal Primary Education Board)  প্রাক্তন সভাপতি। আদালতের নির্দেশেই তাঁকে সরিয়ে দেওয়া হয়েছিল সভাপতির পদ থেকে। তৃণমূল কংগ্রেস (TMC) সূত্রের খবর তিনিও মমতা (Mamata) বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত। একটা সময় হাজরা ল কলেজের প্রিন্সিপাল ছিলেন তিনি।

    আরও পড়ুন: শুধু এসএসসি নয়, পার্থ-অর্পিতা জড়িত প্রাথমিক টেট দুর্নীতিতেও! আদালতে দাবি ইডি-র

LinkedIn
Share