Tag: thalassery court

  • Kerala CPM: আরএসএসের জোড়া কর্মী খুনে অভিযুক্ত ১৪ জনকেই বেকসুর খালাস দিল কেরলের আদালত

    Kerala CPM: আরএসএসের জোড়া কর্মী খুনে অভিযুক্ত ১৪ জনকেই বেকসুর খালাস দিল কেরলের আদালত

    মাধ্যম নিউজ ডেস্ক: আরএসএসের (RSS) জোড়া কর্মী খুনে অভিযুক্ত ১৪ জনকেই বেকসুর খালাস করে দিল কেরলের (Kerala CPM) থালাসেরি অতিরিক্ত সেশনস কোর্ট। ২০১০ সালের মায়ি এলাকায় ওই খুনের ঘটনা ঘটেছিল। ২০১০ সালের ২৮ মে মায়িতে আদালতে হাজিরা দিয়ে ফেরার পথে নৃশংসভাবে খুন করা হয় আরএসএস কর্মী বিজিত ও শিনোজকে।

    নৃশংসভাবে খুন (Kerala CPM)

    হামলাকারীরা নিউ মায়ির কাছে পেরিংগাড রোডে তাঁদের মোটরসাইকেল থামিয়ে প্রথমে বোমা ছোড়ে। পরে ধারালো অস্ত্র দিয়ে কোপায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় আরএসএসের এই দুই কর্মীর। অভিযুক্তদের মধ্যে ১৬ জন সিপিএম কর্মী ছিলেন। তাঁদের মধ্যে কোডি সুনি, মহম্মদ শফি এবং কে শিনোজ ২০১২ সালের ৪ মে বাদাকারা (কোজিকোড জেলা)-তে বিদ্রোহী সিপিএম নেতা টিপি চন্দ্রশেখরনকে হত্যার দায়ে জেল খেটেছেন। সিপিএমের অন্য অভিযুক্তরা হলেন টি শ্রীজিত, এনকে সুনীলকুমার, টিকে সুনীশ, কেকে মহম্মদ সফি, টিপি সামিল, একে শামাস, কেকে আব্বাস, রাহুল, বিনীশ, পিভি বিজিত, কে শিনোজ, ফয়সল, শেরিশ এবং টিপি সাজির। বিচার চলাকালীন মৃত্যু হয়েছে সিকে রাজনীকান্ত ও মহম্মদ রাজিসের।

    আরএসএস কর্মীরা হতাশ

    আদালতের এই রায়ে হতাশ আরএসএস কর্মীরা। তাঁদের দাবি, যেহেতু এই মামলায় স্পষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়েছিল আদালতে, তাই এই রায় তাঁদের হতবাক করেছে। এই রায়ের প্রেক্ষিতে (Kerala CPM) তাঁরা হাইকোর্টে যাওয়ার কথা ভাবছেন। পুলিশ রেকর্ডের সত্যতা নিয়েও সংশয় প্রকাশ করেছেন স্বয়ংসেবকরা। তাঁদের অভিযোগ, বিচার প্রক্রিয়ায় এই রেকর্ডগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। প্রসঙ্গত, ১৯৬৯ সালের এপ্রিল মাসে সিপিএমের গুন্ডাদের হাতে নিহত হন আরএসএসের প্রথম শহিদ। তার পর থেকে এ পর্যন্ত কেরালায় খুন হয়েছেন ৩০০-রও বেশি সংঘ বা ভারতীয় জনসংঘ বা বিজেপি কর্মী। এঁদের অধিকাংশই সিপিএমের ঘাঁটি কন্নুর জেলার বাসিন্দা ছিলেন (RSS)।

    কমিউনিস্টরা (Kerala CPM) মূলত ফ্যাসিস্ট। তারা নিজেদের মতাদর্শ ছাড়া অন্য কোনও মতবাদ সহ্য করে না। সম্প্রতি কন্নুর জেলায় সিপিএমের একটি ফ্লেক্স বোর্ডে লেখা ছিল, “আরএসএস নিষিদ্ধ অঞ্চল”। এটি তাদের মতাদর্শগত প্রতিপক্ষের প্রতি দীর্ঘস্থায়ী বৈরিতারই প্রতিফলন বলে ধারণা ওয়াকিবহাল মহলের।

LinkedIn
Share