Tag: Tilottama Sen Won Bronze Medal

Tilottama Sen Won Bronze Medal

  • ISSF World Cup: শ্যুটিং বিশ্বকাপে ব্রোঞ্জ বাঙালি কন্যা তিলোত্তমার, সোনা জয় ঐশ্বরীর, পদক জয়ের শীর্ষে ভারত

    ISSF World Cup: শ্যুটিং বিশ্বকাপে ব্রোঞ্জ বাঙালি কন্যা তিলোত্তমার, সোনা জয় ঐশ্বরীর, পদক জয়ের শীর্ষে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের বাঙালি ক্রীড়াবিদের জয়জয়কার বিদেশের মাটিতে। কায়রোতে চলছে আইএসএসএফ শ্যুটিং বিশ্বকাপ। আর সেই বিশ্বকাপে ১০ মিটার এয়ার রাইফেল ইভেন্টে ভারতকে ব্রোঞ্জ এনে দিল ১৪ বছরের তিলোত্তমা সেন। জানা গিয়েছে, কোয়ালিফিকেশন রাউন্ডে রুমিতা এবং নর্মদা নামে আরও দুই ভারতীয় শ্যুটার ছিল। কিন্তু যোগ্যতা অর্জন করেন তিলোত্তমা এবং রমিতা। আর এই দুজনের মধ্যে তিলোত্তমা শেষ পর্যন্ত ২৬২ পয়েন্ট পেয়ে ব্রোঞ্জ পদক জিতে নিয়েছে। অন্যদিকে আইএসএসএফ বিশ্বকাপে পদক পাওয়ার ক্ষেত্রে শীর্ষ স্থানে রয়েছে ভারত। ভারতীয় ক্রীড়াবিদরা চারটি স্বর্ণ পদক ও তিনটি ব্রোঞ্জ পদক এনে দিয়েছে দেশকে।

    বিশ্ব মঞ্চে বাঙালির জয়গান!

    ইজিপ্টের রাজধানী কায়রোতে বসেছে এই শ্যুটিং বিশ্বকাপের আসর। সেখানেই তার পারফরম্যান্সের মধ্যে দিয়ে সকলের নজর কাড়লেন এই তরুণী শ্যুটার। সূত্রের খবর, তিলোত্তমা বাঙালি হলেও সে বাংলায় থাকে না, থাকে বেঙ্গালুরুতে। তবে বাংলায় না থাকলেও তিলোত্তমা সেনের এই জয় কার্যত বাঙালিকে যে গর্বিত করে তুলেছে, সে ব্যাপারে কোন সন্দেহ নেই।

    ১০ মিটার এয়ার রাইফেলে সোনা জিতেছেন গ্রেট ব্রিটেনের সিওনেড ম্যাকিনটস। দ্বিতীয় স্থানে শেষ করেছেন সুইজারল্যান্ডের নিনা ক্রিস্টেন। তিলোত্তমা ছাড়াও এই ইভেন্টে লড়াই করেছেন আরও দুই ভারতীয়। লড়াই করেছেন নর্মদা রাজু এবং রমিতা জিন্দাল। নর্মদা চলতি বিশ্বকাপে সপ্তম স্থানে ও রমিতা শেষ করেছেন চতুর্থ স্থানে। অন্যদিকে রমিতার থেকে সামান্য একটু বেশি স্কোর করে তৃতীয় হয়েছেন তিলোত্তমা‌। তিনি স্কোর করেছেন ২৬২ পয়েন্ট।

    সোনা জিতলেন ভারতীয় শ্যুটার ঐশ্বরী প্রতাপ সিং তোমার

    শ্যুটিং বিশ্বকাপে পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে সোনার পদক জিতে নিলেন ভারতের ঐশ্বরী প্রতাপ সিংহ তোমার। শ্যুটিং বিশ্বকাপ থেকে এই নিয়ে দ্বিতীয়বার পদক জিতলেন ঐশ্বরী। ২০২১ সালে নয়াদিল্লিতে অনুষ্ঠিত এই ইভেন্ট থেকেই সোনা জিতেছিলেন ঐশ্বরী। সোনা জয়ের ম্যাচে তিনি হারিয়ে দেন আলেকজান্ডার স্কিমরিলকে। খেলার ফল ঐশ্বরীর পক্ষে ১৬-৬।

    আইএসএসএফ বিশ্বকাপে পদক জয়ের শীর্ষে ভারত

    মিশরের কায়রোতে ২০২৩ ইন্টারন্যাশনাল শ্যুটিং স্পোর্ট ফেডারেশন বিশ্বকাপে ভারত চারটি সোনা এবং তিনটি ব্রোঞ্জ নিয়ে মেডেল টেবিলের শীর্ষে রয়েছে। ঐশ্বরী প্রতাপ সিং তোমার পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে, রুদ্রাঙ্কশ বালাশেব পাটিল দুটি স্বর্ণ পদক, বরুণ তোমার এবং রিদিম সাংওয়ান জুটিতে ১০ মিটার এয়ার পিস্তল জিতে চতুর্থ স্বর্ণ পদক পেয়েছেন। আবার অনীশ ভানওয়ালা ২৫ মিটার দ্রুত ফায়ার পিস্তলে, বরুণ তোমার পুরুষদের ১০ মিটার এয়ার পিস্তলে ও তিলোত্তমা সেন মহিলাদের ১০ মিটার এয়ার রাইফেলে ব্রোঞ্জ পদক পেয়েছেন।

    অন্যদিকে, মাত্র দুটি সোনা ও একটি রূপা পেয়ে হাঙ্গেরি দ্বিতীয় স্থানে শেষ করেছে। একটি সোনা ও একটি রূপা নিয়ে তৃতীয় হয়েছে ইতালি। পরবর্তী আইএসএসএফ বিশ্বকাপ ভারতের ভোপালে হতে চলেছে, যা ২০ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত হবে।

LinkedIn
Share