Tag: Tilting Train

Tilting Train

  • Tilting train: বাঁকেও বজায় থাকবে গতি, ২০২৬- এর মধ্যে ১০০ টিলটিং ট্রেন থাকবে ভারতের

    Tilting train: বাঁকেও বজায় থাকবে গতি, ২০২৬- এর মধ্যে ১০০ টিলটিং ট্রেন থাকবে ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: যাত্রীদের উন্নততর পরিষেবা দিতে সর্বদাই সচেষ্ট থাকেন রেল আধিকারিকরা। ভারতের রেল ব্যবস্থাকে আন্তর্জাতিক স্তরে নিয়ে যাওয়ার লক্ষ্যে আরও এক বড় পদক্ষেপ নিল ভারতীয় রেল। সম্প্রতি চালু হয়েছিল অত্যাধুনিক পরিষেবাযুক্ত বন্দে ভারত এক্সপ্রেস। এবার আরও একধাপ এগিয়ে আগামী কয়েক বছরের মধ্যেই আত্মপ্রকাশ করতে চলেছে নয়া টিল্টিং ট্রেন (Tilting Train)। ২০২৬- এর মধ্যে অন্তত ১০০টি টিলটিং ট্রেন থাকবে ভারতের। এমনটাই জানাল রেলমন্ত্রক। 

    কী এই টিলটিং ট্রেন? 

    বিশেষ প্রযুক্তিতে তৈরি এই ট্রেন (Tilting Train)। সাধারণ রেল লাইনেই দিব্য চলবে। আপাত দৃষ্টিতে দেখতে সাধারণ হলেও, এই ট্রেনকে সাধারণ ভাবার ভুল এক্কেবারে করবেন না। এই বিশেষ ট্রেন চলার পথে বাঁক এলেও সমান গতি বজায় রাখতে সক্ষম। আর এখানেই এই ট্রেন বাকিদের থেকে আলাদা। 

    আরও ভেঙে বলতে গেলে, যখন কোনও দ্রুতগতিবিশিষ্ট ট্রেন (Tilting Train) রাস্তায় কোনও বাঁকের মুখে এসে পড়ে, তখন ট্রেনের ভিতরে থাকা ব্যক্তি কিংবা বস্তু এমন এক ধরনের ‘টান’ অনুভব করেন। বিজ্ঞানের পরিভাষায় এই বিশেষ টানকে ‘সেন্ট্রিফিউগাল ফোর্স’ বলা হয়। সেই টানের কারণেই নিজের আসন থেকে ছিটকে যেতে পারেন যাত্রী, গড়িয়ে পড়তে পারে ব্যাগপত্র। বসে থাকা যাত্রীরাও হেলে পড়তে শুরু করেন একে অপরের উপর।

    আরও পড়ুন: রাজ্যে পারদ পতন, উত্তুরে হাওয়ায় কলকাতায় শীতের আমেজ 

    কিন্তু বিশেষ প্রযুক্তির এই টিলটিং ট্রেনে (Tilting Train) এমনটা হওয়ার আশঙ্কা নেই।  টিল্টিং ট্রেন বাঁকের মুখে এলেই হেলে পড়বে বাঁকের উল্টো দিকে, যাতে, সেন্ট্রিফিউগাল ফোর্সকে প্রশমিত করে ভারসাম্য রক্ষা করা সম্ভব হবে। এর ফলে, ট্রেন সমান গতিতে চললেও ভিতরে থাকা যাত্রীরা ট্রেন যে বাঁক দিয়ে চলছে তা বুঝতেই পারবেন না। এমনকী, গতিশীল যানবাহনে চড়ে যাঁদের ‘মোশন সিকনেস’ অর্থাৎ, গা গোলানো কিংবা মাথা ঘোরার মতো সমস্যা থাকে, এই নতুন ট্রেনে সেই সমস্যার হাত থেকেও রেহাই পাবেন তাঁরা। 

    বেশ কয়েকটি দেশে ইতিমধ্যেই রয়েছে এই ট্রেনের (Tilting Train) পরিষেবা। রাশিয়া, চেক রিপাবলিক, ব্রিটেন, সুইজারল্যান্ড, চিন, জার্মানি, রোমানিয়া, ইতালি, পর্তুগাল, স্লোভেনিয়া এবং ফিনল্যান্ডে রয়েছে এই ট্রেন। রেলমন্ত্রক জানিয়েছে, সব ঠিক থাকলে ২০২৫ সালেই এই ট্রেনে চড়তে পারবেন ভারতীয় যাত্রীরা। ইতিমধ্যেই বিভিন্ন বিদেশি সংস্থার সঙ্গে প্রযুক্তিগত বিষয়ে পার্টনারশিপের ব্যাপারে কথা বলা হচ্ছে। ভারতে তৈরি ১০০টি বন্দে ভারত ট্রেনকে প্রাথমিকভাবে প্রযুক্তির সাহায্যে টিল্টিং ট্রেনে পরিণত করা হবে বলে জানিয়েছে ভারতীয় রেল। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

LinkedIn
Share