Tag: Tipra Motha

Tipra Motha

  • Lok Sabha Election 2024: ত্রিপুরায় কিস্তিমাত! বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারে যোগ তিপ্রা মথার

    Lok Sabha Election 2024: ত্রিপুরায় কিস্তিমাত! বিজেপি নেতৃত্বাধীন জোট সরকারে যোগ তিপ্রা মথার

    মাধ্যম নিউজ ডেস্ক: লোকসভা নির্বাচনের (Lok Sabha Election 2024) প্রাক্কালে ত্রিপুরায় কিস্তিমাত বিজেপির! রাজ্যের প্রধান বিরোধী দল শরিক হল বিজেপি-আইপিএফটি জোট সরকারের। মন্ত্রী হলেন রাজ্যের বিরোধী দলনেতা বিধায়ক অনিমেষ দেববর্মণ। মন্ত্রগুপ্তির পাঠ পড়লেন তিপ্রা মথারই বিধায়ক বৃষকেতু দেববর্মণও। বৃহস্পতিবার রাজভবনে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, তিপ্র মথা সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মণ প্রমুখ।

    তিপ্রাল্যান্ডের দাবি (Lok Sabha Election 2024)

    ত্রিপুরার জনজাতি অধ্যুষিত অংশকে আলাদা (Lok Sabha Election 2024) তিপ্রাল্যান্ড বলে ঘোষণার দাবি জানিয়ে ২০২১ সালে আত্মপ্রকাশ করে তিপ্রা মথা। দলের প্রধান হন ত্রিপুরা রাজপরিবারের সদস্য প্রদ্যোত। ত্রিপুরা বিধানসভা নির্বাচনের আগে মথা জনজাতিদের সমস্যার সাংবিধানিক সমাধানের দাবি জানায় প্রদ্যোতের দল। দাবিপূরণ না হলে কোনও দলের সঙ্গেই হাত মেলাবেন না বলে জানিয়ে দিয়েছিলেন তিপ্রা মথার প্রধান।

    জোট সরকারের নেতৃত্ব দেয় বিজেপি

    তেইশের বিধানসভা নির্বাচনে ৬০ আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভায় ৩২টি আসনে জয়ী হয় বিজেপি। জোটসঙ্গী আইপিএফটি জেতে একটি আসন। তিপ্রা মথার ১৩ জন প্রার্থী জয়ী হন। ওই নির্বাচনে সিপিএম পেয়েছিল ১১টি আসন, কংগ্রেস ৩টি। প্রধান বিরোধী দলের মর্যাদা পায় তিপ্রা মথা। বিরোধী দলনেতা হন অনিমেষ। ত্রিপুরায় দুটি লোকসভা কেন্দ্র রয়েছে। ইতিমধ্যেই পশ্চিম ত্রিপুরা আসনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেবকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। পূর্ব ত্রিপুরা আসনে অবশ্য এখনও কারও নাম ঘোষণা করেনি বিজেপি।

    আরও পড়ুুন: ‘বাঘের’ চোখে জল! কেন্দ্রীয় গোয়েন্দাদের প্রশ্নবাণে কেঁদে ফেললেন শাহজাহান

    রাজনীতির কারবারিদের একাংশের মতে, পূর্ব ত্রিপুরা আসনটি জনজাতিদের জন্য সংরক্ষিত। এই আসনটি তিপ্রা মথাকে ছেড়ে দিতে পারে বিজেপি। অন্য অংশের মতে, রাজ্যের মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হয়েছে তিপ্রা মথার দুই বিধায়ককে। তার বিনিময়ে পূর্ব ত্রিপুরা কেন্দ্রে বিজেপি প্রার্থীকে সমর্থন করতে পারে তিপ্রা মথা। পদ্ম চিহ্নে রাজবাড়িরই কাউকে প্রার্থী করা হতে পারে বলে অসমর্থিত সূত্রে খবর।

    তিপ্রা ল্যান্ড আন্দোলনের কী হবে?  এ প্রশ্নের উত্তরে তিপ্র মথার তরফে নয়া মন্ত্রী বৃষকেতু বলেন, “বৃহত্তর তিপ্রা ল্যান্ড আমাদের পার্টির অ্যাজেন্ডা। এখন কেউ জিজ্ঞাসা করতে পারে, এটি কখন হবে? দেখুন, পাঁচশো বছরের সংগ্রামের পর তৈরি হল রাম মন্দির। আমাদের আন্দোলন তো শুরু হয়েছে মাত্র তিন বছর আগে (Lok Sabha Election 2024)।”

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Amit Shah: মানিকের শপথের দিনেই প্রদ্যোৎ-শাহ বৈঠক, বিজেপি-তিপ্রা মোথা জোটের ইঙ্গিত?

    Amit Shah: মানিকের শপথের দিনেই প্রদ্যোৎ-শাহ বৈঠক, বিজেপি-তিপ্রা মোথা জোটের ইঙ্গিত?

    মাধ্যম নিউজ ডেস্ক: ত্রিপুরায় বিজেপি-আইপিএফটি জোট সরকারের শপথের দিনেই বৈঠক করলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) এবং টিপ্রা মোথার সুপ্রিমো প্রদ্যোৎকিশোর দেববর্মা। এই বৈঠক কি তবে বিজেপি, টিপ্রা মোথার বৈঠকের দিকে ইঙ্গিত করছে? তাহলে কি এবার মুখ্যমন্ত্রী মানিক সাহার সরকারে তিপ্রা যোগ দিতে চলেছে? সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শাহ এবং বিজেপি সভাপতি জেপি নড্ডার উপস্থিতিতে জোট সরকারের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেন মানিক সাহা। তাঁর সঙ্গেই বিজেপির ৭ এবং সহযোগী  আইপিএফটির এক বিধায়ক শুক্লাচরম নোয়াতিয়াও মন্ত্রী হিসাবে শপথ নেন। এর পর তিপ্রা প্রধান প্রদ্যোত বিক্রম মাণিক্য দেব বর্মনের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন শাহ।   

    বুধবার এই বৈঠকের পরেই টিপ্রা সুপ্রিমো জানান, আদিবাসীদের জন্য সাংবিধানিক সমাধানের ব্যাপারে সম্মত হয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। বুধবার বিজেপির সঙ্গে জোট আলোচনার কথা ছিল টিপ্রামোথার। কিন্তু তা শুরুর আগে টিপ্রামোথা সুপ্রিমো প্রদ্যোৎকিশোর মাণিক্য দেববর্মা ট্যুইটে জানান, তিনি আপোশ করেননি। অনুগামীদের উদ্দেশে প্রদ্যোত বিক্রম বলেন, অপেক্ষা করুন, দেখতে পাবেন। তিনি আবার সেই ট্যুইটের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন।

    আরও পড়ুন: কেষ্টকে জেরা করতে গঠন ৬ সদস্যের বিশেষ দল! কী কী প্রশ্ন করবে ইডি?

    সেই ছবিতে টিপ্রা সুপ্রিমো প্রদ্যোৎকিশোরের সঙ্গে দেখা যায় পার্টির সভাপতি বিকে হ্র্যাংখাওলকে। এরপরেই অমিত শাহের সঙ্গে বৈঠক হয় টিপ্রার দুই শীর্ষ নেতার (Amit Shah)। বৈঠকে আরও উপস্থিত ছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও ত্রিপুরার সদ্য নির্বাচিত মুখ্যমন্ত্রী মানিক সাহা। 

    জানা গিয়েছে, এদিন বৈঠকে টিপ্রা সুপ্রিমো প্রদ্যোৎকিশোর দেববর্মা ত্রিপুরার জনজাতি-আদিবাসীদের জন্য সাংবিধানিক সমাধান চেয়ছিলেন। সেই দাবি নিয়েই বিস্তারিত আলোচনা হয় এদিন। বিজেপি এদিন জানায়, তাঁরা ত্রিপুরার মতো ছোট রাজ্যের মধ্যে এই বিভাজন চায় না। তাই ত্রিপুরা উপজাতি স্বায়ত্তশাসিত কাউন্সিলকে আরও আইন প্রণয়নের ক্ষমতা, আর্থিক ও নির্বাহী ক্ষমতা দেওয়া হবে।   

    তবে এদিন টিপ্রামোথার সঙ্গে বিজেপি জোটের বিষয়ে বিশেষ কিছু আলোচনা হয়নি বলে জানা গিয়েছে। তবে টিপ্রামোথার সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় বিজেপি। টিপ্রামোথাও ত্রিপুরার আদিবাসী মানুষদের উন্নতির জন্যে বিজেপিকেই ভরসা করছে। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share