মাধ্যম নিউজ ডেস্ক: নতুন বছরে নেশার জন্য বাড়তি টাকা গুনতে হবে ধূমপায়ীদের! দাম বেড়ে যাচ্ছে সিগারেট, তামাক, পানমশলার (Tobacco Pan Masala Tax Hike)। কেন্দ্রীয় সরকার ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে তামাকজাত দ্রব্য ও পানমশলার উপর বাড়তি কর আরোপের সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে। জিএসটি কমপেনসেশন সেস (GST Compensation Cess) তুলে দিয়ে তার জায়গায় চালু হচ্ছে নতুন এক্সাইজ ডিউটি এবং স্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তা সেস (Health and National Security Cess)। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নতুন কর কাঠামো বিদ্যমান জিএসটি হারের উপর অতিরিক্তভাবে বসবে।
কেন্দ্রের বিজ্ঞপ্তি, কবে থেকে কার্যকর
প্রায় সাত বছর পরে ফের তামাকজাত পণ্যের উপরে আবগারি শুল্ক বসাতে চলেছে কেন্দ্র। লক্ষ্য রাজস্ব আদায় বাড়ানো এবং তামাকজাত পণ্যের ক্ষেত্রে করফাঁকি ঠেকানো। সম্প্রতি সরকারের তরফে একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে তামাকজাত পণ্যের উপর অতিরিক্ত আবগারি শুল্ক এবং পানের মশলার উপর নতুন স্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তা সেস কার্যকর হবে। জিএসটি হারের উপরে অতিরিক্ত হিসেবে এই নতুন কর ব্যবস্থা আরোপ করা হবে। সে ক্ষেত্রে বর্তমানে যে ক্ষতিপূরণ সেস বা কম্পেনসেশন সেস এই তথাকথিত ‘সিন গুডস’ এর উপরে নেওয়া হচ্ছিল, তা সম্পূর্ণ ভাবে তুলে নেওয়া হবে। উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে সংসদে দুটি পৃথক বিল পাশ হয়, যার মাধ্যমে পানের মশলা উৎপাদনের উপর স্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তা সেস আরোপ এবং তামাকজাত পণ্যের উপর অতিরিক্ত আবগারি শুল্ক নেওয়ার আইনি প্রক্রিয়া তৈরি হয়। সেই বিলগুলির অনুমোদনের পরেই সরকার তা কার্যকর করার তারিখ ঘোষণা করল। অর্থ মন্ত্রকের তরফে স্পষ্ট করা হয়েছে, ১ ফেব্রুয়ারি থেকে বর্তমান জিএসটি ক্ষতিপূরণ সেস আর বলবৎ থাকবে না।
কোন দ্রব্যে কত কর
সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে পানের মশলা (Tobacco Pan Masala Tax Hike), সিগারেট, তামাক এবং অনুরূপ তামাকজাত পণ্যের উপর ৪০ শতাংশ হারে পণ্য ও পরিষেবা কর বা জিএসটি প্রযোজ্য হবে। অন্যদিকে, বিড়ির ক্ষেত্রে জিএসটি হার নির্ধারিত হয়েছে ১৮ শতাংশ। তবে এখানেই করের বোঝা শেষ হচ্ছে না। জিএসটির পাশাপাশি পানের মশলার উপরে আরোপ করা হবে নতুন স্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তা সেস, আর তামাক ও তামাকজাত অন্যান্য পণ্যের ক্ষেত্রে নেওয়া হবে অতিরিক্ত আবগারি শুল্ক। চিউয়িং ও জর্দা সেন্টেড তামাক এবং গুটখার উপরে যথাক্রমে ৮২ শতাংশ এবং ৯১ শতাংশ হারে আবগারি শুল্ক ধার্য করা হবে। অর্থাৎ, জিএসটির বাইরে পৃথকভাবে এই কর আদায় করা হবে, যা সংশ্লিষ্ট পণ্যের চূড়ান্ত দাম আরও বাড়িয়ে দেবে। সিগারেটের ফিল্টারের আকার এবং দৈর্ঘ্যের উপর ভিত্তি করে শুল্ক ধার্য করা হবে। সে ক্ষেত্রে দাম ১৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে বলে বিশেষজ্ঞদের দাবি।
কর ফাঁকি দেওয়া কঠিন
বুধবার এই সংক্রান্ত আর একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তিও জারি করেছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। ‘চিউইং টোব্যাকো, জর্দা সেন্টেড টোব্যাকো এবং গুটখা প্যাকিং মেশিনস (ক্যাপাসিটি ডিটারমিনেশন অ্যান্ড কালেকশন অব ডিউটি) রুলস, ২০২৬’ নামে নতুন নিয়ম কার্যকর করার কথা জানানো হয়েছে। এই নিয়মে তামাক ও গুটখা উৎপাদনে ব্যবহৃত প্যাকিং মেশিনের উৎপাদন ক্ষমতার ভিত্তিতে শুল্ক নির্ধারণ ও আদায়ের একটি কাঠামো তৈরি করা হয়েছে। সরকারের বক্তব্য, এর ফলে কর ফাঁকি রোধ করা সহজ হবে এবং উৎপাদনের প্রকৃত পরিমাণ অনুযায়ী রাজস্ব আদায় নিশ্চিত করা যাবে। এই নিয়মে, তামাকজাত পণ্য, গুটখা এবং পান মশলার প্যাকেজিং ও পাউচ প্রস্তুতকারী সংস্থাগুলিকে ১ ফেব্রুয়ারি থেকে তাদের কারখানায় যেখানে প্যাকিং মেশিন রয়েছে, সেখানে সিসিটিভি-র ব্যবস্থা করতে হবে। কমপক্ষে দু’বছরের জন্য এই সিসিটিভি-র ফুটেড সংরক্ষণ করতে হবে সংশ্লিষ্ট সংস্থাকে।
জনস্বাস্থ্যেই এই পদক্ষেপ
এর পাশাপাশি উৎপাদনকারী সংস্থাকে কারখানায় কতগুলি মেশিন রয়েছে এবং তাদের উৎপাদন ক্ষমতা কত তা আবগারি দফতরের আধিকারিকদের জানাতে হবে। কমপক্ষে ১৫ দিন কোনও মেশিন বন্ধ থাকলে তা জানিয়ে আবগারি শুল্কে ছাড়ের দাবিও জানাতে পারবে সংস্থাগুলি। সরকারের দাবি, জনস্বাস্থ্য সুরক্ষা এবং জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ করা হয়েছে। তামাক ও পানের মশলা ব্যবহারের ফলে জনস্বাস্থ্যের উপরে যে নেতিবাচক প্রভাব পড়ে, তা নিয়ন্ত্রণের পাশাপাশি এই ক্ষেত্র থেকে রাজস্ব আদায়ের কাঠামো আরও স্বচ্ছ ও কার্যকর করাই এই পরিবর্তনের মূল উদ্দেশ্য। তবে শিল্প মহলের একাংশের আশঙ্কা, করের অতিরিক্ত বোঝার ফলে উৎপাদন খরচ ও খুচরো দাম বাড়তে পারে, যার প্রভাব পড়বে ক্রেতাদের উপরে।
