Tag: Tomato

Tomato

  • Tomato: স্যালাড কিংবা তরকারিতে নিয়মিত একটা টম্যাটো খেলে কমবে পাঁচ রোগের ঝুঁকি! 

    Tomato: স্যালাড কিংবা তরকারিতে নিয়মিত একটা টম্যাটো খেলে কমবে পাঁচ রোগের ঝুঁকি! 

    তানিয়া বন্দ্যোপাধ্যায় পাল

    স্যালাড হিসেবে, কিংবা স্যান্ডুইচে কয়েক টুকরো টম্যাটো (Tomato) ব্যবহার করা হয়। অথবা, যে কোনও নিরামিষ কিংবা আমিষ তরকারিতেও দেওয়া হয় টম্যাটো। আর নিয়মিত টম্যাটো খেলে উপকার অনেক! চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, নিয়মিত অন্তত একটি টম্যাটো খেলে কমবে একাধিক রোগের ঝুঁকি। তাই ভারী খাবারের সঙ্গে স্যালাড হিসেবে কিংবা যে কোনও তরকারিতে টম্যাটো ব্যবহারের পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদদের একাংশ। জেনে নিন, কোন কোন রোগের ঝুঁকি কমায় টম্যাটো?

    হৃদরোগের ঝুঁকি কমায় (Tomato)

    হৃদ সমস্যা বাড়ছে। বিশেষত তরুণ প্রজন্মের মধ্যে হৃদরোগের একাধিক লক্ষণ দেখা দিচ্ছে। এমনকি দেশ জুড়ে বেড়েছে হার্ট অ্যাটাকের ঝুঁকি। টম্যাটো হৃদপিণ্ড ভালো রাখতে বিশেষ সাহায্য করে। বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, টম্যাটোতে রয়েছে একাধিক ভিটামিন এবং টম্যাটোয় শর্করার পরিমাণ কম থাকে। তাই হৃদরোগের ঝুঁকি কমাতে নিয়মিত টম্যাটো খেলে বিশেষ উপকার পাওয়া যাবে।

    রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়

    টম্যাটো রোগ প্রতিরোধ শক্তি বাড়ায়। বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, টম্যাটোতে (Tomato) থাকে ভিটামিন সি। এই ভিটামিন সি দেহে রোগ প্রতিরোধ শক্তি গড়ে‌ তোলে। তাই নিয়মিত টম্যাটো খেলে নানা ধরনের ভাইরাস ঘটিত রোগের বিরুদ্ধে লড়াই সহজ হয়। দেহে প্রতিরোধ শক্তি বেড়ে যায়।

    ডায়াবেটিস আক্রান্তদের বিশেষ সাহায্য করে (Tomato)

    ডায়াবেটিস আক্রান্তদের জন্য টম্যাটো বিশেষ উপকারী। বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, রক্তের শর্করা নিয়ন্ত্রণে টম্যাটো খুব কার্যকর ভূমিকা পালন করে। তাই ডায়াবেটিস রুখতে নিয়মিত টম্যাটো খাওয়ার পরামর্শ দিচ্ছেন পুষ্টিবিদদের একাংশ।

    কোষ্ঠকাঠিন্য দূর করে

    টম্যাটো অন্ত্রের জন্য ভালো। চিকিৎসকদের একাংশ জানাচ্ছেন, নিয়মিত টম্যাটো (Tomato) খেলে অন্ত্রের কার্যকারিতা ঠিকমতো হয়। এর জেরে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দূর হয়। 

    তবে, শিশু ও বয়স্কদের টম্যাটো খাওয়ার ক্ষেত্রে কিছুটা সতর্ক থাকা জরুরি বলেই জানাচ্ছেন পুষ্টিবিদদের একাংশ। তাঁরা জানাচ্ছেন, টম্যাটো অনেক সময় হজম করতে সময় লাগে। বিশেষত হজমের সমস্যা থাকলে টম্যাটো নিয়মিত খাওয়া উচিত নয়। তাতে নানান সমস্যা বাড়তে পারে। তাই শিশু ও বয়স্করা নিয়মিত টম্যাটো হজম করতে পারছে কিনা, সেদিকে নজর রেখেই মেনুতে টম্যাটো (Tomato) রাখা যাবে কিনা,তার সিদ্ধান্ত নিতে হবে।

     

    DISCLAIMER: এই প্রতিবেদনটি বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী লেখা। এর সঙ্গে মাধ্যম-এর কোনও সম্পর্ক নেই। মাধ্যম এর কোনও দায় নিচ্ছে না। এখানে বলা যে কোনও উপদেশ পালন করার আগে অবশ্যই কোনও চিকিৎসক বা বিশেষজ্ঞের পরামর্শ নিন।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Tomato Price: মূল্যবদ্ধির জের, নেপাল থেকে আমদানি হবে টমেটো, লোকসভায় জানালেন নির্মলা

    Tomato Price: মূল্যবদ্ধির জের, নেপাল থেকে আমদানি হবে টমেটো, লোকসভায় জানালেন নির্মলা

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার নেপাল থেকে টমেটো (Tomato Price) আমদানি করা হবে ভারতে। বৃহস্পতিবার এমনই কথা বলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। লোকসভায় তাঁর বক্তব্য চলাকালীন অর্থমন্ত্রী বলেন যে নেপাল থেকে আমদানি করার পরে শুক্রবার সেগুলোকে পৌঁছে দেওয়া হবে বারাণসী, লক্ষ্ণৌ এবং কানপুরের বিভিন্ন শহরে। জানা গিয়েছে, আমদানিকৃত টমেটো বিক্রি করা হবে ৭০ টাকা প্রতি কেজিতে।

    কেন বেড়েছে টমেটোর (Tomato Price) দাম?

    প্রসঙ্গত, টমেটোর (Tomato Price) দাম বেড়েছে ১৪ শতাংশ। পাইকারি বাজারে প্রতি কেজি টমেটোর দাম পৌঁছেছে ১৪০ টাকায়। গত তিন মাস ধরেই চলছে এই মূল্যবৃদ্ধি। অনাবৃষ্টি এবং ভাইরাস আক্রমণের কারণেই টমেটোর উৎপাদন সেভাবে হয়নি বলে জানা গিয়েছে। জানা গিয়েছে, ইতিমধ্যে  টমেটো সংগ্রহ করার কাজ চলছে মহারাষ্ট্র, অন্ধপ্রদেশ এবং কর্নাটক থেকেও। এরই মধ্যে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস টমেটোর দাম বৃদ্ধি  নিয়ে বলেন, ‘‘শীঘ্রই সবজি দামে উল্লেখযোগ্য পরিবর্তন হতে পারে।’’

    আরও পড়ুন: লোকসভা থেকে অনির্দিষ্টকালের জন্য সাসপেন্ড অধীর চৌধুরী

    কবে নাগাদ কমবে দাম? 

    প্রসঙ্গত চলতি বছরের জুন এবং জুলাই মাসে থেকেই অত্যধিক  মূল্যবৃদ্ধি হয়েছে টমেটোর।  ফসলের দাম সাধারণত অগাস্ট থেকেই কম হওয়ার কথা। কিন্তু এবার সেসবের কোনও বালাই নেই। যদিও চাষিরা মনে করছেন চলতি বছরের অক্টোবর মাস থেকেই দাম কমবে সবজির (Tomato Price)। সবজির দামের এই মূল্য বৃদ্ধির কারণে, পরিস্থিতি তৈরি হয়েছে মুদ্রাস্ফীতির মতো। প্রসঙ্গত, বৃহস্পতিবার লোকসভায় তাঁর ভাষণে নির্মলা সীতারমন জানিয়েছেন যে ভারত ক্রমশই অর্থনীতিতে এগিয়ে চলেছে। দক্ষিণ ভারতের কর্নাটক দেশের মধ্যে টমেটো উৎপাদনে তৃতীয় স্থান অধিকার করে। কিন্তু চলতি বছরে সে রাজ্যের টমেটো (Tomato Price) চাষীরা যথেষ্ট হতাশ। ফলন হয়নি সেভাবে। চাষীরা বলছেন, ‘‘এবছরে অত্যধিক গরম, কম বৃষ্টিপাত এবং নানারকম ভাইরাসের আক্রমণে ব্যাপক ক্ষতি হয়েছে টমেটোর উৎপাদনে।’’

    আরও পড়ুন: ‘‘আমাদের কাছে উত্তর-পূর্ব ভারত হল কলিজার টুকরো’’, মণিপুর ইস্যুতে বললেন প্রধানমন্ত্রী

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ। 

  • Tomato: ‘‘টমেটোর দাম শীঘ্রই কমবে’’, রাজ্যসভায় বললেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে

    Tomato: ‘‘টমেটোর দাম শীঘ্রই কমবে’’, রাজ্যসভায় বললেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী চৌবে

    মাধ্যম নিউজ ডেস্ক: খুচরো বাজারে যোগান না থাকার কারণেই দাম বাড়ছে টমেটোর (Tomato), এমনটাই মনে করছেন উপভোক্তা বিষয়ক মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে। তবে এর সমাধানও বাতলে দিয়েছেন মন্ত্রী। তিনি বলেন, ‘‘মহারাষ্ট্র এবং মধ্যপ্রদেশ থেকে আমদানি করা হচ্ছে নতুন টমেটো, তা দেশের খুচরো বাজারে দেওয়া হবে।’’

    আরও পড়ুুন: মমতার ভাষণে ২১ জুলাইয়ের কোনও কথাই নেই, শুধুই মণিপুর আর ১০০ দিনের বকেয়া!

    রাজ্যসভার সাংসদের প্রশ্নের পরিপ্রেক্ষিতে কী বললেন মন্ত্রী?

    রাজ্যসভায় শুক্রবার নির্দল সাংসদ কার্তিকেয় শর্মা টমেটোর দাম বৃদ্ধির প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি জানিয়েছিলেন দিল্লি পাঞ্জাব চন্ডিগড় আন্দামান-নিকোবরে টমেটোর (Tomato) দাম ১৫০ টাকা ছুঁয়েছে। দিল্লিতে টমেটোর দাম ১৩০ টাকা প্রতি কিলো। সেই অবস্থায় সাধারণ মানুষ সমস্যার মধ্যে পড়ছেন। এদিন কার্তিকেয় শর্মার প্রশ্নের জবাবে বিবৃতি দেন উপভোক্তা বিষয়ক মন্ত্রী। এদিন উপভোক্তা মন্ত্রী বলেন, ‘‘সরকারের নজর রয়েছে গোটা পরিস্থিতির ওপরে। এবং কীভাবে টমেটো ন্যায্য মূল্যে জনগণকে দেওয়া যায়, তার চিন্তাভাবনা চলছে। ইতিমধ্যে শুরু হয়েছে টমেটো সংগ্রহের কাজও।’’ মন্ত্রীর আরও সংযোজন, ‘‘অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক থেকে টমেটো সংগ্রহ করে তা, দিল্লি, বিহার সমেত একাধিক রাজ্যের খুচরো বাজারে পৌঁছে দেওয়ার কাজ চলছে।’’

    অশ্বিনী চৌবের আরও বক্তব্য

    মন্ত্রীর আরও বক্তব্য, টমেটোর (Tomato) দাম ৯০ টাকা/কেজি থেকে কমে ৮০ টাকা/কেজি হয় চলতি মাসের ১৬ তারিখে, পরে ২০ জুলাই তা আরও কমে হয় ৭০ টাকা/কেজি। এছাড়াও টমেটোর ফলন কম হওয়ার পেছনে একাধিক পয়েন্ট উল্লেখ করেছেন মন্ত্রী। তিনি জানিয়েছেন টমেটো মূলত মরসুমি ফসল। মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, কর্নাটকের কোলার টমেটো উৎপাদনে দেশের মধ্যে উল্লেখযোগ্য স্থান দখল করে। কিন্তু চলতি বছরে, সাদা মাছির উপদ্রব বেড়েছিল। পাশাপাশি হরিয়ানা এবং হিমাচল প্রদেশে প্রচন্ড বৃষ্টির কারণে টমেটোর ফলন সেভাবে হয়নি। এই সমস্ত কারণের জন্যই টমেটোর দাম হু হু করে বাড়তে থাকে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share