Tag: Train Sabotage

  • Rajdhani Express: ফের রেল নাশকতার ছক, উত্তরপ্রদেশে অল্পের জন্য রক্ষা পেল রাজধানী ও কাঠগোদাম এক্সপ্রেস

    Rajdhani Express: ফের রেল নাশকতার ছক, উত্তরপ্রদেশে অল্পের জন্য রক্ষা পেল রাজধানী ও কাঠগোদাম এক্সপ্রেস

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের বড়সড় রেল নাশকরাতর ছক উত্তরপ্রদেশে। রাজধানী (Rajdhani Express) ও কাঠগোদাম দুটি ট্রেনকে লাইনচ্যুত করার চেষ্টা! দুটি ক্ষেত্রেই চালকের তৎপরতায় বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেল ট্রেন দুটি ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের হরদোই জেলাতে। রেললাইনে কাঠের গুঁড়ি বেঁধে এই নাশকতা ঘটানোর চেষ্টা করা হয়।

    রাজধানীকে লাইনচ্যুত করার চেষ্টা (Rajdhani Express)

    সোমবারই নয়াদিল্লি থেকে অসমের ডিব্রুগড় যাচ্ছিল রাজধানী এক্সপ্রেস। সন্ধ্যায় ডালেনগর থেকে উমরতলি স্টেশনের মাঝামাঝি জায়গায় রেললাইনের (Uttar Pradesh) ওপর বিদ্যুতের তার জড়ানো কাঠের গুঁড়ি দেখতে পান চালক। এই সময়ে ট্রেনের গতিবেগ তুলনামূলক কম থাকায় ইমার্জেন্সি ব্রেক কষে দেন চালক। জানা গিয়েছে, এরপর ট্রেন চালক (Rajdhani Express) নিজেই ট্রেন থেকে নেমে কাঠের টুকরোটি সরিয়ে ট্রেনটিকে গন্তব্যে নিয়ে যান। সেই সঙ্গে, তৎক্ষণাৎ রেলওয়ে কর্তৃপক্ষকে খবরও দেন তিনি।

    কাঠগোদাম এক্সপ্রেসকে লাইনচ্যুত করার চেষ্টা

    সেই ঘটনার কিছু পরেই একই লাইন দিয়ে আসছিল কাঠগোদাম এক্সপ্রেস৷ সেই ট্রেনটিকেও লাইনচ্যুত করার চেষ্টা করা হয় বলে জানা গিয়েছে। এক্ষেত্রেও লাইনের ওপর তার জড়ানো গাছের গুঁড়ি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ট্রেনটি থামিয়ে দেন চালক। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, দুটি ক্ষেত্রেই চালকের তৎপরতায় অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া গিয়েছে ৷

    ঘটনাস্থলে পৌঁছান রেল আধিকারিকরা

    দুই এক্সপ্রেসের চালকের (Rajdhani Express) কাছে নাশকতার ষড়যন্ত্রের এমন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেলের আধিকারিকরা। তাঁদের সঙ্গে ছিল পুলিশ, আরপিএফ ও জিআরপি। পরিদর্শনের পর ঘটনাপ্রসঙ্গে প্রয়োজনীয় নির্দেশনা জারি করেন রেলের আধিকারিকরা। জানা গিয়েছে, ইতিমধ্যেই ঘটনা প্রসঙ্গে তদন্ত শুরু করেছেন স্থানীয় পুলিশও। বিষয়টি নিয়ে খতিয়ে দেখছে রেলও। সম্প্রতি, পহেলগাঁও হামলার পর থেকেই ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা ছড়িয়েছে ৷ সম্প্রতি, জম্মু-কাশ্মীরের রেল যোগাযোগের ওপরেও জঙ্গি হামলার আশঙ্কা করা হয়েছিল ৷ এই আবহে রাজধানী ও কাঠগোদাম এক্সপ্রেসকে লাইনচ্যুত করার চেষ্টা নিয়ে তদন্ত শুরু হয়েছে।

  • Train Sabotage: চালকের তৎপরতায় ভেস্তে গেল ট্রেন অন্তর্ঘাতের চেষ্টা, প্রাণে বাঁচলেন গরিব রথের যাত্রীরা

    Train Sabotage: চালকের তৎপরতায় ভেস্তে গেল ট্রেন অন্তর্ঘাতের চেষ্টা, প্রাণে বাঁচলেন গরিব রথের যাত্রীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: কিছুদিন বন্ধ থাকার পর রেলে ফের অন্তর্ঘাতের (Train Sabotage) চেষ্টা! চালকের তৎপরতায় প্রাণে বাঁচলেন যাত্রীরা। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) দিলওয়ার নগর ও রহিমাবাদ স্টেশনের মাঝের ঘটনা। দুষ্কৃতীরা রেললাইনের ওপর কাঠের ব্লক ফেলে রেখেছিল। তাতে একটা গামছা জড়ানো। গামছায় লেখা ছিল ‘রাম’ নাম। গভীর রাতে ওই লাইনে আসছিল গরিব রথ। ট্রেন ধাক্কা খায় কাঠের ব্লকে। তবে ট্রেনটির গতি কম থাকায় এড়ানো গিয়েছে দুর্ঘটনা। চালক সঙ্গে সঙ্গে ঘটনাটি জানান সংশ্লিষ্ট রেল কর্তৃপক্ষকে। কর্তৃপক্ষ লখনউ থেকে আসা ০৫৫৭৭ সহরসা আনন্দ বিহার গরিব রথ নামের ওই ট্রেনটিকে থামিয়ে দেন মাহিলাবাদ স্টেশনে। ঘটনাস্থলে গিয়ে কাঠের ব্লক সরিয়ে দেয় পুলিশ। উদ্ধার করা হয় রাম নাম লেখা গামছা। সন্দেহজনক এই সব জিনিসপত্র পাওয়া গিয়েছে ১১০৯/১১ নম্বর পোলের কাছে। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করেছে আরপিএফ এবং উত্তরপ্রদেশ পুলিশের একটি দল। রেললাইনে পাওয়া জিনিসপত্রের ফরেনসিক পরীক্ষাও করবে পুলিশ।

    লাইনে কাঠের ব্লক (Train Sabotage)

    দুষ্কৃতীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সম্ভাব্য সব দিক খতিয়ে দেখছে। জানা গিয়েছে, গরিব রথকে লাইনচ্যুত করতে দুর্বৃত্তরা দিলাওয়ার নগর ও রহিমাবাদের মধ্যে প্রায় আড়াই ফুট লম্বা ও ছয় ইঞ্চিরও পুরু একটি কাঠের ব্লক আড়াআড়িভাবে রেখেছিল রেলওয়ে ট্র্যাকের ওপর। অন্তর্ঘাতের দিক থেকে নজর ঘোরাতে লাইনের ওপর ফেলে রাখা হয়েছিল কিছু সবুজ গাছের ডালপালাও। তদন্তকারী এক পদস্থ পুলিশ কর্তা বলেন, “যে সময়ে (রাত ২.৪৩ মিনিট), যে অবস্থানে এবং যে পদ্ধতিতে বাধাটি স্থাপন করা হয়েছিল, তাতে ব্যাপক প্রাণহানির উদ্দেশে একটি সুপরিকল্পিত পরিকল্পনা ছিল বলে ইঙ্গিত মিলেছে।” তিনি বলেন, “আমরা পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছি এবং ঘটনাটিকে অগ্রাধিকারের ভিত্তিতে অন্তর্ঘাতের চেষ্টা হিসেবে বিবেচনা করছি।”

    অন্তর্ঘাতের চেষ্টা হয়েছে আগেও

    এর আগে গত বছর একাধিকবার ট্রেন দুর্ঘটনা ঘটিয়ে নাশকতার ছক কষা হয়েছিল। সময়মতো রেলকর্মী ও স্থানীয়দের তৎপরতায় সেগুলি ভেস্তে যায়।  উত্তরপ্রদেশেরই কানপুরে বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পায় কালিন্দী এক্সপ্রেস। সেবার কানপুরের শিবরাজপুরের কাছে রেললাইনের ওপর রাখা ছিল রান্নার গ্যাসের সিলিন্ডার (Train Sabotage)। সিলিন্ডার উদ্ধারের পাশাপাশি আরপিএফ ওই জায়গা থেকে সন্দেহজনক কয়েকটি জিনিসও উদ্ধার করে। সিলিন্ডারটি যেখানে (Uttar Pradesh) রাখা ছিল, সেখানে একটি হলুদ রংয়ের পদার্থও উদ্ধার করে পুলিশ (Train Sabotage)। কখনও রায়বরেলীতে রেললাইনের ওপর সিমেন্টের ব্লক ফেলে রাখা হয়। আবার কোথাও রেললাইনে ডাঁই করা মাটি, তো কোথাও আবার মোটরসাইকেলের স্ক্র্যাপ ফেলে রাখা হয়। কোথাও ফিশপ্লেট খুলে রাখা হয়। ফের একবার, রেলে নাশকতা তৈরির ছক বানচাল করা হল।

LinkedIn
Share