Tag: Tunisha-Kangana

Tunisha-Kangana

  • Tunisha Sharma: এটি লভ জিহাদের ঘটনা! হিজাব পরাও শুরু করেছিলেন তুনিশা! দাবি অভিনেত্রীর কাকার

    Tunisha Sharma: এটি লভ জিহাদের ঘটনা! হিজাব পরাও শুরু করেছিলেন তুনিশা! দাবি অভিনেত্রীর কাকার

    মাধ্যম নিউজ ডেস্ক: অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma) মৃত্যুতে তোলপাড় বিনোদন জগৎ। তুনিশা শর্মার অকালমৃত্যু ঘিরে ক্রমশ গভীর হচ্ছে রহস্য। এর মাঝেই একাধিক বিস্ফোরক অভিযোগ করলেন অভিনেত্রীর কাকা পবন শর্মা ও ঘনিষ্ঠ বন্ধু রায়া লাবিব। পবন শর্মা তুনিশা শর্মার মৃত্যু ১০০ শতাংশ ‘লভ জিহাদ’ বলে দাবি করেন। তিনি আরও দাবি করেছেন, তুনিশা ও তাঁর প্রাক্তন প্রেমিক শীজানের মধ্যে ধর্ম যাতে বাঁধা হয়ে না দাঁড়ায়, তার জন্য তুনিশা হিজাব পরতেও শুরু করেছিলেন। আবার তুনিশার বান্ধবী রায়া দাবি করেছেন, একই সঙ্গে ৬ থেকে ১০ জন নারীর সঙ্গে সম্পর্কে থাকতেন শীজান। তাঁর যৌন চাহিদা ছিল অত্যধিক আর শুধুমাত্র যৌন চাহিদার জন্যই মেয়েদের সঙ্গে সম্পর্কে জড়াতে শীজান।

    তুনিশার কাকার শীজানের বিষয়ে কী কী বললেন?

    ২৪ ডিসেম্বর সিরিয়ালের সেটে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তুনিশার (Tunisha Sharma)। এর পরেই প্রাক্তন প্রেমিক শীজান খানের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে অভিনেত্রীর পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ গ্রেফতার করেছে শীজানকে। পুলিশ হেফাজতেই রয়েছেন তিনি। এর পরেই একের পর এক চাঞ্চল্যকর দাবি করে চলেছেন মৃতার কাকা পবন শর্মা। তিনি বলেছেন, “আমি ১০০% নিশ্চিত, এর পিছনে লভ জিহাদের হাত রয়েছে। আমি চাই, সেটা নিয়ে পুলিশ তদন্ত করুক। আমরা চাই এই মৃত্যুর ঘটনায় পুলিশ সবরকম দিক খতিয়ে দেখে তদন্ত করুক। আমি জানি না, এটা আত্মহত্যা নাকি অন্য কিছু। আমরা তো কোনও ভিডিও রেকর্ডিং পাইনি।”

    আরও পড়ুন: “মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঠকিয়েছে”, শীজানের বিরুদ্ধে বিস্ফোরক তুনিশার মা

    তিনি আরও দাবি করেন, হিজাব পরতে শুরু করেছিলেন তুনিশা (Tunisha Sharma)। সহ-অভিনেতা শীজান খানের সঙ্গে সম্পর্কের মাঝে ধর্ম যাতে বাধা না হয়ে দাঁড়ায়, তার সব রকম ব্যবস্থা করতে মরিয়া হয়ে উঠেছিলেন তুনিশা। ভাইঝির মধ্যে এ সব পরিবর্তন লক্ষ করেছিলেন বলে জানান কাকা।

    তুনিশার বান্ধবী রায়া কী বললেন?

    তুনিশার ঘনিষ্ঠ বান্ধবী রায়া লাবিব শীজানের চরিত্র নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “শীজানের সুন্দর চেহারা ও স্বভাবের কারণে মেয়েরা চট করে ওর প্রেমে পড়ত। আর শুধু যৌন চাহিদার জন্যই সম্পর্কে জড়াতেন। নিজের যৌন লালসা মেটানোর জন্য আরও অনেক মেয়েকে ব্যবহার করেছেন। ভালোবাসা আর প্রতিশ্রতির নামে সবাইকে ঠকিয়েছেন শীজান।” তিনি আরও বলেছেন, “আমার মনে হয় তুনিশা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। ওষুধ খেয়ে অ্যাবরশন করেছেন।”

    মুখ খুললেন কঙ্গনা রানাউত

    তুনিশা শর্মার (Tunisha Sharma) মৃত্যুতে এবারে মুখ খুললেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি সোশ্যাল মিডিয়ায় ভারত সরকারকে অনুরোধ করলেন যাতে দেশে মেয়েদের নিরাপত্তা জোরদার করে ‘বহুবিবাহ ও অ্যাসিড আট্যাক’-এর উপর কড়া ব্যবস্থা নেওয়া হয়। তিনি তাঁর দীর্ঘ নোটে হ্যাশট্যাগ দিয়েছেন তুনিশা শর্মার। তিনি তাঁর পোস্টে লেখেন, “আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে অনুরোধ করছি… যেমন কৃষ্ণ দ্রৌপদীর জন্য সোচ্চার হয়েছিলেন, যেমন রাম অবস্থান নিয়েছিলেন সীতার পক্ষে, আমরা আশা করি আপনিও বহুবিবাহের বিরুদ্ধে ও অ্যাসিড অ্যাটাকের বিরুদ্ধে শক্তিশালী আইন প্রণয়ন করবেন। মহিলাদের বিরুদ্ধে এসব করে যারা, তাদের টুকরো টুকরো করা উচিত। বিচার ছাড়াই অবিলম্বে মৃত্যুদণ্ড দেওয়া হোক।”

LinkedIn
Share