Tag: Tunisha Sharma

Tunisha Sharma

  • Tunisha Sharma: মাদক সেবনের জন্য নিয়মিত তুনিশার থেকে টাকা নিত শীজান! বিস্ফোরক অভিনেত্রীর মা বনিতা

    Tunisha Sharma: মাদক সেবনের জন্য নিয়মিত তুনিশার থেকে টাকা নিত শীজান! বিস্ফোরক অভিনেত্রীর মা বনিতা

    মাধ্যম নিউজ ডেস্ক: মাদক সেবন এবং নিজের প্রয়োজন মেটানোর জন্য তুনিশাকে চাপ দিত শীজান। তাঁকে ব্যবহার করত অর্থ উপার্জনের জন্য। শীজানের বিরুদ্ধে বিস্ফোরক অভিনেত্রী তুনিশার মা বনিতা শর্মা। এটা খুন নাকি আত্মহত্যা তা নিয়েও সংশয় প্রকাশ করেন বনিতা। তিনি জানান, নিজের প্রয়োজন মেটানোর জন্য গত তিন মাসে তুনিশাকে তিনি ৩ লাখ টাকা দিয়েছিলেন। তা-ও তুনিশা বন্ধুদের থেকে টাকা নিতেন এবং তা সম্ভবত শীজানকে দিতেন তাঁর নেশা পূরণের জন্য দাবি বনিতার।

    আত্মহত্যা না খুন!

    তুনিশা শর্মা মৃত্যুর পরেই তাঁর শেষ মুহূর্তের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। জানা যায় যে, ভিডিয়োটি হাসপাতালের সিসিটিভি ফুটেজ। যেখানে তুনিশার প্রাক্তন প্রেমিক শীজান খানকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যেতে দেখা যায় অভিনেত্রীকে। যে ভিডিয়োতে তুনিশা ছাড়াও আরও বেশকয়েকজনকে দেখা যায়। প্রাথমিকভাবে তাঁদের পরিচয় না জানা গেলেও তাঁরা ধারাবাহিকের কর্মী বলেই মনে করা হচ্ছে। এই হাসপাতাল নিয়ে যাওয়ার প্রসঙ্গেও শীজানের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন বনিতা। তিনি অভিযোগ করেন যে, যখন তুনিশাকে মেকআপরুমের ভেতর থেকে উদ্ধার করা হয়, তখনও তুনিশা বেঁচে ছিল। সেই সময় তাড়াতাড়ি কাছের কোনও হাসপাতালে না নিয়ে গিয়ে কেন তাঁকে দূরের হাসপাতালে নিয়ে গেল শীজান? তুনিশার মা বলেন, ‘এটা সুইসাইডও হতে পারে, খুনও হতে পারে। ওকে যখন উদ্ধার করা হয়। তখনও ও শ্বাস নিচ্ছিল। ওকে বাঁচানো সম্ভব হত।’ 

    আরও পড়ুন: “মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঠকিয়েছে”, শীজানের বিরুদ্ধে বিস্ফোরক তুনিশার মা

    গত ২৪শে ডিসেম্বর ‘আলিবাবা-দাস্তান-এ-কবুল’-এর মেকআপ রুমে আত্মহত্যা করেন সিরিয়ালের লিড নায়িকা তুনিশা শর্মা। পরদিন প্রয়াত অভিনেত্রী মায়ের আনা অভিযোগের ভিত্তিতে তুনিশাকে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগে গ্রেফতার হন সিরিয়ালের নায়ক তথা তুনিশার প্রাক্তন প্রেমিক শীজান খান। বনিতা জানান, সিরিয়াল চলাকালীন শীজানের সঙ্গে সম্পর্কে জড়ায় তুনিশা। তারপর থেকেই তুনিশা উর্দুতে কথা বলতে থাকেন। হিজাবও পরেন। তুনিশার মায়ের দাবি, শীজানের পরিবার তাঁকে এ বিষয়ে চাপ দিত। প্রসঙ্গত, এই মামলায় আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে তুনিশার প্রাক্তন শীজান খানকে। ইতমধ্যেই ভাসাই কোর্টে জামিনের আবেদন করেন শীজান। ১১ জানুয়ারি অবধি রায় স্থগিত রেখেছে আদালত। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Tunisha Sharma: তুনিশাকে ব্ল্যাকমেল করত শীজানের পরিবার! বিস্ফোরক দাবি মৃতার মায়ের

    Tunisha Sharma: তুনিশাকে ব্ল্যাকমেল করত শীজানের পরিবার! বিস্ফোরক দাবি মৃতার মায়ের

    মাধ্যম নিউজ ডেস্ক: তুনিশার (Tunisha Sharma) মৃত্যু আত্মহত্যা নয়, লভ জিহাদ-এর ফল, তুনিশা হিজাব পরতেও শুরু করেছিলেন, এমন দাবি করেছিলেন তুনিশার কাকা পবন শর্মা। আবার শীজানের বিরুদ্ধেও চরিত্র নিয়ে একাধিক দাবি করা হয়েছে। আর এবারে আরও এক বিস্ফোরক দাবি করলেন তুনিশার মা ভনিতা শর্মা। তিনি সংবাদমাধ্যমে শীজানের পরিবারের বিরুদ্ধে অভিযোগ করে জানান, শীজানের পরিবার তুনিশাকে ব্ল্যাকমেল করত ও তাঁকে জোর করে উর্দু শিখতে বলত।

    মৃতার মায়ের বিস্ফোরক দাবি

    গত ২৪ ডিসেম্বর তাঁর সিরিয়ালের সেটে উদ্ধার হয় অভিনেত্রীর (Tunisha Sharma) দেহ। তাঁর মৃত্যুর ঘটনায় গ্রেফতার করা হয়েছে প্রাক্তন প্রেমিক শীজান খানকে। পুলিশি হেফাজতে রাখা হয়েছে তাঁকে। আর এর পর থেকেই একাধিক অভিযোগ করা হয়েছে শীজানের বিরুদ্ধে। মৃতার মা জানিয়েছেন, শীজানের সঙ্গে তাঁর মেয়ে সম্পর্কে থাকাকালীন তুনিশার মধ্যে পরিবর্তন দেখা যাচ্ছিল। তাঁদের কাছ থেকে দূরে সরতে শুরু করেছিলেন তুনিশা। এমনকী তুনিশা নাকি উর্দুও শিখতে শুরু করেছিলেন।

    তিনি জানিয়েছেন, তাঁর একটি মাত্র সন্তান ছিল। তাঁকেও হারিয়ে ফেললেন। তাঁর মেয়েকে মাসের পর মাস ব্যবহার করেছে। তিনি সরাসরি কথাও বলেছিলেন মেয়ের প্রেমিকের সঙ্গে। কিন্তু কোনো লাভ হয়নি। শীজানকে তিনি ছাড়বেন না। তিনি আরও জানিয়েছেন, তুনিশার মা বিচার চান, জানতে চান সে দিন কী হয়েছিল তাঁর কুড়ি বছরের মেয়েটার সঙ্গে? এমন চরম সিদ্ধান্ত কেন নিয়ে ফেলেন তিনি?

    শীজানের পরিবারের বিরুদ্ধে অভিযোগ মৃতার মায়ের

    অভিনেত্রীর (Tunisha Sharma) মা ভনিতা শর্মা বলেছেন, “তুনিশাকে ফাঁদে ফেলা হয়েছিল। তাঁকে শীজানের পরিবারের সদস্যরা ব্ল্যাকমেল করেছিল। তাঁকে উর্দু শেখানো হয়েছিল, এবং সেও উর্দু বলতে শুরু করেছিল।” তুনিশা শর্মার মা ভনিতা শর্মার দাবি প্রকাশ্যে আসার পর তা নিয়ে ফের শোরগোল শুরু হয়েছে। 

  • Tunisha Sharma: এটি লভ জিহাদের ঘটনা! হিজাব পরাও শুরু করেছিলেন তুনিশা! দাবি অভিনেত্রীর কাকার

    Tunisha Sharma: এটি লভ জিহাদের ঘটনা! হিজাব পরাও শুরু করেছিলেন তুনিশা! দাবি অভিনেত্রীর কাকার

    মাধ্যম নিউজ ডেস্ক: অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma) মৃত্যুতে তোলপাড় বিনোদন জগৎ। তুনিশা শর্মার অকালমৃত্যু ঘিরে ক্রমশ গভীর হচ্ছে রহস্য। এর মাঝেই একাধিক বিস্ফোরক অভিযোগ করলেন অভিনেত্রীর কাকা পবন শর্মা ও ঘনিষ্ঠ বন্ধু রায়া লাবিব। পবন শর্মা তুনিশা শর্মার মৃত্যু ১০০ শতাংশ ‘লভ জিহাদ’ বলে দাবি করেন। তিনি আরও দাবি করেছেন, তুনিশা ও তাঁর প্রাক্তন প্রেমিক শীজানের মধ্যে ধর্ম যাতে বাঁধা হয়ে না দাঁড়ায়, তার জন্য তুনিশা হিজাব পরতেও শুরু করেছিলেন। আবার তুনিশার বান্ধবী রায়া দাবি করেছেন, একই সঙ্গে ৬ থেকে ১০ জন নারীর সঙ্গে সম্পর্কে থাকতেন শীজান। তাঁর যৌন চাহিদা ছিল অত্যধিক আর শুধুমাত্র যৌন চাহিদার জন্যই মেয়েদের সঙ্গে সম্পর্কে জড়াতে শীজান।

    তুনিশার কাকার শীজানের বিষয়ে কী কী বললেন?

    ২৪ ডিসেম্বর সিরিয়ালের সেটে ঝুলন্ত দেহ উদ্ধার হয় তুনিশার (Tunisha Sharma)। এর পরেই প্রাক্তন প্রেমিক শীজান খানের বিরুদ্ধে খুনের অভিযোগ এনেছে অভিনেত্রীর পরিবার। সেই অভিযোগের ভিত্তিতেই পুলিশ গ্রেফতার করেছে শীজানকে। পুলিশ হেফাজতেই রয়েছেন তিনি। এর পরেই একের পর এক চাঞ্চল্যকর দাবি করে চলেছেন মৃতার কাকা পবন শর্মা। তিনি বলেছেন, “আমি ১০০% নিশ্চিত, এর পিছনে লভ জিহাদের হাত রয়েছে। আমি চাই, সেটা নিয়ে পুলিশ তদন্ত করুক। আমরা চাই এই মৃত্যুর ঘটনায় পুলিশ সবরকম দিক খতিয়ে দেখে তদন্ত করুক। আমি জানি না, এটা আত্মহত্যা নাকি অন্য কিছু। আমরা তো কোনও ভিডিও রেকর্ডিং পাইনি।”

    আরও পড়ুন: “মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঠকিয়েছে”, শীজানের বিরুদ্ধে বিস্ফোরক তুনিশার মা

    তিনি আরও দাবি করেন, হিজাব পরতে শুরু করেছিলেন তুনিশা (Tunisha Sharma)। সহ-অভিনেতা শীজান খানের সঙ্গে সম্পর্কের মাঝে ধর্ম যাতে বাধা না হয়ে দাঁড়ায়, তার সব রকম ব্যবস্থা করতে মরিয়া হয়ে উঠেছিলেন তুনিশা। ভাইঝির মধ্যে এ সব পরিবর্তন লক্ষ করেছিলেন বলে জানান কাকা।

    তুনিশার বান্ধবী রায়া কী বললেন?

    তুনিশার ঘনিষ্ঠ বান্ধবী রায়া লাবিব শীজানের চরিত্র নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “শীজানের সুন্দর চেহারা ও স্বভাবের কারণে মেয়েরা চট করে ওর প্রেমে পড়ত। আর শুধু যৌন চাহিদার জন্যই সম্পর্কে জড়াতেন। নিজের যৌন লালসা মেটানোর জন্য আরও অনেক মেয়েকে ব্যবহার করেছেন। ভালোবাসা আর প্রতিশ্রতির নামে সবাইকে ঠকিয়েছেন শীজান।” তিনি আরও বলেছেন, “আমার মনে হয় তুনিশা অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন। ওষুধ খেয়ে অ্যাবরশন করেছেন।”

    মুখ খুললেন কঙ্গনা রানাউত

    তুনিশা শর্মার (Tunisha Sharma) মৃত্যুতে এবারে মুখ খুললেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। তিনি সোশ্যাল মিডিয়ায় ভারত সরকারকে অনুরোধ করলেন যাতে দেশে মেয়েদের নিরাপত্তা জোরদার করে ‘বহুবিবাহ ও অ্যাসিড আট্যাক’-এর উপর কড়া ব্যবস্থা নেওয়া হয়। তিনি তাঁর দীর্ঘ নোটে হ্যাশট্যাগ দিয়েছেন তুনিশা শর্মার। তিনি তাঁর পোস্টে লেখেন, “আমি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজিকে অনুরোধ করছি… যেমন কৃষ্ণ দ্রৌপদীর জন্য সোচ্চার হয়েছিলেন, যেমন রাম অবস্থান নিয়েছিলেন সীতার পক্ষে, আমরা আশা করি আপনিও বহুবিবাহের বিরুদ্ধে ও অ্যাসিড অ্যাটাকের বিরুদ্ধে শক্তিশালী আইন প্রণয়ন করবেন। মহিলাদের বিরুদ্ধে এসব করে যারা, তাদের টুকরো টুকরো করা উচিত। বিচার ছাড়াই অবিলম্বে মৃত্যুদণ্ড দেওয়া হোক।”

  • Sheezan Khan: অভিনেত্রীর রহস্য মৃত্যুতে গ্রেফতার সহ অভিনেতা, জানুন কে

    Sheezan Khan: অভিনেত্রীর রহস্য মৃত্যুতে গ্রেফতার সহ অভিনেতা, জানুন কে

    মাধ্যম নিউজ ডেস্ক: অভিনেত্রীর রহস্য মৃত্যুতে গ্রেফতার সহ অভিনেতা। ধৃতের নাম শেজান মহম্মদ খান (Sheezan Khan)। শনিবার মহারাষ্ট্রের পালঘর জেলার ভাসাইয়ে একটি টিভি শোয়ের সেটের বাথরুম থেকে উদ্ধার হয় অভিনেত্রী টিউনিশা শর্মার (Tunisha Sharma) ঝুলন্ত দেহ। অভিযোগ, টিউনিশা আত্মহত্যা করেছেন। পুলিশ জানিয়েছে, ওই ঘটনায় গ্রেফতার করা হয়েছে শেজান মহম্মদ খানকে। তাঁর বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠেছে। সোমবার তাঁকে আদালতে পেশ করা হবে। এদিকে, শনিবারই মুম্বইয়ের জেজে হাসপাতালে টিউনিশা শর্মার দেহের ময়নাতদন্ত হয়েছে। এক পুলিশ আধিকারিকের কথায়, ভোর সাড়ে চারটে পর্যন্ত টিউনিশা শর্মার দেহের ময়নাতদন্ত হয়েছে। পুরো পর্বটিতে উপস্থিত ছিলেন চার থেকে পাঁচ জন পুলিশ কর্মী। ওই আধিকারিক জানান, দেহ রাখা হয়েছে হিমঘরে।

    শ্যুটিং চলাকালীন…

    জানা গিয়েছে, শনিবার বাথরুমে গিয়ে দীর্ঘক্ষণ আর বের হননি বছর কুড়ির টিউনিশা শর্মা (Sheezan Khan)। শ্যুটিং চলাকালীন চায়ের বিরতির সময় তিনি বাথরুমে যান। ওয়ালিভ থানার পুলিশ জানিয়েছে, টিউনিশা দীর্ঘক্ষণ বাথরুম থেকে না বেরনোয় সন্দেহ হয় তাঁর সহ কর্মীদের। বাথরুমের দরজা ভেঙে বের করা হয় টিউনিশাকে। সহকর্মীরাই তাঁকে নিয়ে যান স্থানীয় হাসপাতালে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। অভিনেত্রী টিউনিশার সহকর্মীদের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। তদন্ত শুরু করে পুলিশ। পুলিশের দাবি, কোনও সুইসাইড নোট উদ্ধার হয়নি, আত্মহত্যার ক্ষেত্রে যা সচরাচর হয়ে থাকে। পুলিশ জানিয়েছে, খুন এবং আত্মহত্যা ঠিক কোনটি হয়েছে, তা জানতে শুরু হয়েছে তদন্ত। অভিনেত্রী মেয়ের মৃত্যুর ঘটনায় সহ অভিনেতা শেজান মহম্মদ খানের নামে অভিযোগ দায়ের করেন টিউনিশার মা। শেজান আলিবাবা: দস্তান-ই-কাবুল শোয়ে প্রধান চরিত্রে অভিনয় করেন শেজান। টিউনিশার মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় তাঁকে।

    আরও পড়ুন: কাশীর পর মথুরা! শাহি ইদগাহ মসজিদে সমীক্ষার নির্দেশ আদালতের

    প্রসঙ্গত, ‘ভারত কা বীর পুত্র-মহারাণা প্রতাপ’ সিরিয়ালে শিশু শিল্পী হিসেবে দেখা গিয়েছিল টিউনিশাকে (Sheezan Khan)। ওই সিরিয়ালে তিনি চাঁদ কানওয়ারের ভূমিকায় অভিনয় করেছিলেন। পরে ‘গব্বর পুঞ্চওয়ালা’, ‘শের ই পাঞ্জাব: মহারাজ রঞ্জিত সিং’, ‘চক্রবর্তী অশোক সম্রাট’ সহ একাধিক সিরিয়ালে অভিনয় করেন তিনি। বলিউডের ‘ফিতুর’, ‘বারবার দেখো’ সহ একাধিক সিনেমায়ও অভিনয় করেছিলেন টিউনিশা।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     
  • Tunisha Sharma: “মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঠকিয়েছে”, শীজানের বিরুদ্ধে বিস্ফোরক তুনিশার মা

    Tunisha Sharma: “মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ঠকিয়েছে”, শীজানের বিরুদ্ধে বিস্ফোরক তুনিশার মা

    মাধ্যম নিউজ ডেস্ক: অভিনেত্রী তুনিশা শর্মার (Tunisha Sharma) মৃত্যুতে তোলপাড় বিনোদন জগৎ। এর মাঝেই বিস্ফোরক অভিযোগ করলেন অভিনেত্রীর মা। শনিবার বিকেলে সিরিয়ালের শুটিং সেটেই বছর কুড়ির তুনিশার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আত্মহত্যা করেছেন তুনিশা। কী কারণে আত্মহত্যা করেছেন অভিনেত্রী, তা নিয়ে থেকে গিয়েছে নানা প্রশ্ন। এবার মেয়ের সহ অভিনেতা সম্পর্কে বড় অভিযোগ করলেন তুনিশার মা। প্রাক্তন প্রেমিক অভিনেতা শীজান খানের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে অভিনেত্রীর মা বলেন, “আমার মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে, পরে সম্পর্ক ভেঙেছে শীজান। আগে একটি মেয়ের সঙ্গে সম্পর্কে ছিল শীজান। তাঁর সঙ্গে সম্পর্কে থাকতে থাকতেই তুনিশার সঙ্গে রিলেশনশিপে জড়ায় সে। তিন চার মাস ধরে ওকে ব্যবহার করে। তারপর ব্রেক আপ করে নেয়। আমার আর্জি শীজানকে যেন ছেড়ে দেওয়া না হয়। আমার বাচ্চা চলে গেল।”

    কী জানা গেল? 

    জানা গিয়েছে প্রেমিকের সঙ্গে বিচ্ছেদের পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন ওই অভিনেত্রী (Tunisha Sharma)। তদন্তে নেমে পুলিস জানতে পারে ১৫ দিন আগেই তুনিশার সঙ্গে ব্রেক আপ হয়েছিল শীজানের। শনিবারই শীজানের নামে থানায় অভিযোগ দায়ের করেন তুনিশার মা। মৃত অভিনেত্রীর মায়ের দাবি, তুনিশা শর্মাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন সহ অভিনেতা! মুম্বই পুলিশের কাছে এই মর্মেই অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রীর মা। শনিবার রাতে এ কথা জানিয়েছেন মুম্বই পুলিশের ডিসি চন্দ্রকান্ত যাদব।

    ডিসিপি যাদব জানিয়েছেন, “তুনিশার (Tunisha Sharma) সহ অভিনেতা শীজান খানের বিরুদ্ধে মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলেছেন তাঁর মা। পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। তুনিশার মায়ের অভিযোগ পেয়ে শীজ়ানকে জিজ্ঞাসাবাদ করার প্রক্রিয়া শুরু হয়েছে।” সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় পুলিশ খুন এবং আত্মহত্যা— দু’টি দিকই খতিয়ে দেখবে। ঘটনার সময় সেটে হাজির কলাকুশলীকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হবে।

    তুনিশার (Tunisha Sharma) মৃত্যুর পর শীজানকে ফোন করে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। প্রাথমিক ময়নাতদন্তের পরে জানা যায় যে, গায়ে কোনও আঘাতের দাগ নেই তুনিশার। গলায় দড়ি দিয়ে ওয়াশরুমে আত্মহত্যা করেন অভিনেত্রী। সেখানেই তাঁর মৃত্যু হয়। যদিও তুনিশার কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। তবে তাঁর মায়ের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় শীজানকে। রবিবার তাঁকে পাঠানো হয়েছে চারদিনের পুলিশি হেফাজতে।

    আরও পড়ুন: ব্যাংক প্রতারণার অভিযোগে গ্রেফতার ভিডিওকনের কর্ণধার বেনুগোপাল ধুত   

    ‘আলিবাবা: দাস্তান-ই কাবুল’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করতেন তুনিশা (Tunisha Sharma)। শিশুশিল্পী হিসেবে কেরিয়ার শুরু করেছিলেন বলিউডে। ‘ভারত কা বীর পুত্র: মহারানা প্রতাপ’ সিরিয়াল দিয়ে তাঁর যাত্রা শুরু হয়। ‘আলিবাবা: দাস্তান-ই-কাবুল’-এ রাজকুমারী মরিয়মের ভূমিকায় অভিনয় করতেন তুনিশা। তাঁর আত্মহত্যায় স্তব্ধ গোটা হিন্দি সিরিয়াল ইন্ডাস্ট্রি। শুধু টেলিভিশন সিরিয়ালে নয়, ‘ফিতুর’, ‘বার বার দেখো’, ‘কহানি ২’, ‘দুর্গা রানি সিংহ’, ‘দাবাং ৩’-এর মতো ছবিতেও অভিনয় করেছিলেন তুনিশা। ‘ফিতুর’ এবং ‘বার বার দেখো’তে ক্যাটরিনা কইফের শৈশবের চরিত্রে অভিনয় করেন তিনি। তাঁর সিরিয়াল ‘ইন্টারনেট ওয়ালা লাভ’ বেশ জনপ্রিয়তা পায়। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

     
     

      

LinkedIn
Share