Tag: Twitter New Features

Twitter New Features

  • Twitter: ট্যুইটারে আসতে চলেছে বড় আকারের ট্যুইট সহ একাধিক ফিচার, ঘোষণা ইলন মাস্কের

    Twitter: ট্যুইটারে আসতে চলেছে বড় আকারের ট্যুইট সহ একাধিক ফিচার, ঘোষণা ইলন মাস্কের

    মাধ্যম নিউজ ডেস্ক: টেসলার কর্ণধার ইলন মাস্ক ট্যুইটার অধিগ্রহণ করার পর থেকেই একের পর এক বিতর্কে জড়িয়ে পড়ছেন। কর্মী ছাঁটাইয়ের জন্য একাধিক বিতর্কে জড়িয়ে পড়েন ইলন। কিন্তু এবার আর কর্মী ছাঁটাই, বিতর্ক নয়, ট্যুইটারে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনার কথা ঘোষণা করলেন মাস্ক। তিনি জানিয়েছেন, এবার থেকে ছোট ট্যুইট নয়, বড়সড় ট্যুইট করতে পারবেন ব্যবহারকারীরা। ট্যুইটার ইন্টারফেসকে এক নতুন রূপ দিতে ইলন মাস্ক আনতে চলেছেন একাধিক বৈশিষ্ট্য। তবে সেই বৈশিষ্ট্যগুলো কী কী জেনে নিন।

    ট্যুইটারের ইন্টারফেসে একাধিক পরিবর্তন

    রবিবার ট্যুইট করে মাইক্রোব্লগিং সাইটটির সিইও ইলন মাস্ক জানিয়েছেন, ট্যুইটারের বহু প্রতীক্ষিত ‘ইউজার ইন্টারফেস’ (ইউআই)-এ বদল আসতে চলেছে। তার মধ্যে অন্যতম হল ২৮০ ক্যারেক্টারের বেশি ট্যুইট করার সুবিধা। এছাড়াও তিনি ট্যুইটারে লিখেছেন, “চলতি সপ্তাহের শেষ থেকে রেকমেন্ডড ট্যুইট বা অনুসরণ করা ট্যুইট ডান বা বাঁ-দিকে সহজে সরিয়ে ট্যুইট দেখা যাবে।” ট্যুইটারে এবার ওয়েব ব্রাউজারের মত ‘বুকমার্ক বাটন’-ও থাকবে বলে জানিয়েছেন মাস্ক। ওই ট্যুইটে তিনি আরও লিখেছেন, “এক সপ্তাহ পরে ট্যুইটে ‘বুকমার্ক বাটন’ দেখা যাবে। ফেব্রুয়ারির প্রথম থেকে বড় আকারের ট্যুইট আসছে।”

    নতুন বৈশিষ্ট্য নিয়েও বিতর্ক

    ট্যুইটারের নয়া মালিক ইলন মাস্ক ইউজার ইন্টারফেস পরিবর্তনের কথা ঘোষণা করলে এটি নিয়েও নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। ট্যুইটার ইউজারদের মতে, ২৮০ ক্যারেক্টারের বেশি ট্যুইটের কোনও প্রয়োজনই নেই। নির্দিষ্ট ক্যারেক্টারের মধ্যে বা সংক্ষিপ্ত রূপই ট্যুইটারের বিশেষ বৈশিষ্ট্য। কিন্তু ২৮০-এর বেশি ক্যারেক্টারের পরিবর্তনটি আনলে ট্যুইটারের বিশেষত্বই থাকবে না। যাঁরা ট্যুইটারের এই পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলছেন, তাঁরা জানিয়েছেন, সংক্ষিপ্ত ট্যুইটের সঙ্গে যে খবরের ‘থ্রেড’ জুড়ে দেওয়া হয়, সেখানে ‘ক্লিক’ করলেই গোটা বিষয়টি সবিস্তার জানা যায়। তাই বড় আকারের ট্যুইটের কোনও প্রয়োজনই নেই।

  • Twitter Circle: ট্যুইটারে আসতে চলেছে এই নতুন ফিচার! জানেন কি?

    Twitter Circle: ট্যুইটারে আসতে চলেছে এই নতুন ফিচার! জানেন কি?

    মাধ্যম নিউজ ডেস্ক: মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম নামেই বেশি পরিচিত ট্যুইটার (Twitter)। তবে এর মধ্যেই ট্যুইটারে নতুন বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হয়েছে, যার নাম ট্যুইটার সার্কেল (Twitter Circle)।

    তবে এই বৈশিষ্ট্যটি নিয়ে এখনও পরীক্ষা করা হচ্ছে। এই বৈশিষ্ট্যটি অনেকটা ইনস্টাগ্রামের ক্লোজ ফ্রেন্ড (Instagram’s Close Friends) -এর বৈশিষ্ট্যের মত করা হয়েছে, যেখানে আপনার পছন্দের মত আপনার কাছের বন্ধুদের নিয়ে একটি সার্কেল তৈরি করতে পারবেন এবং শুধুমাত্র তাঁরাই আপনার সেই পোস্টটি দেখতে পারবেন। সুতরাং কারা আপনার সেই ব্যক্তিগত পোস্টটি দেখতে পারবেন তা আপনি বাছাই করে একটি সার্কেল তৈরি করে নিতে পারবেন। যদিও এই বৈশিষ্ট্যটি সমস্ত ট্যুইটার ব্যবহারকারীদের কাছে পৌঁছতে পারেনি।

    ট্যুইটার কোম্পানির স্পিকার জোসেফ নুনেজ (Joseph Nunez) জানিয়েছেন, এই ফিচারটিকে নিয়ে এখনও পরীক্ষা করা হচ্ছে, সকল ব্যবহারকারীদের কাছে এখনও এই ফিচারটি ট্যুইটার আনেনি। অ্যানড্রয়েড (Android), আইওএস (IOS), ওয়েব সাইটে এই ফিচারটিকে নিয়ে পরীক্ষা করা হচ্ছে ও ট্যুইটার ব্যবহারকারীদের থেকে ফিডব্যাক নেওয়া হচ্ছে।

    এই ফিচারটিকে আপনার ট্যুইটারে পেতে গেলে প্রথমে আপনার ট্যুইটার আপডেট করুন, তারপর একটি নতুন ট্যুইট লিখুন এবং এটি পোস্ট করার সময় ‘Everyone’ বলে অপশন আসলে ‘Circle Option’ –এ ক্লিক করুন। এখানে আপনার Circle Option –এ এডিটের অপশনও রয়েছে, ফলে আপনি আপনার পোস্ট অনুযায়ী  Contacts পরিবর্তন করতে পারবেন।

    এর আরেকটি সুবিধা হল ট্যুইটার সার্কেলে কাউকে Add করার পর কারোর কাছে কোনও নোটিফিকেশন যায় না। আরেকটি বিষয় হল আপনার সেই পোস্টে ‘Circle Only’ এই ট্যাগটি থাকবে। এখনও পর্যন্ত কোনও একটি ট্যুইটার সার্কেলে আপনি আপনার বন্ধুদের মধ্যে মাত্র ১৫০ জনকে রাখতে পারবেন।

    বর্তমানে ট্যুইটারে অনেক রকমের বৈশিষ্ট্যই অন্তর্ভুক্ত করতে দেখা যাচ্ছে। এলন মাস্ক (Elon Musk) ট্যুইটারের দায়িত্ব নেওয়ার পরেই অনেক রকমের উদ্যোগ নিতে দেখা যাচ্ছে। ভবিষ্যতে ট্যুইটারে আর কী কী পরিবর্তন আসতে চলেছে সেটিই এখন দেখার।

LinkedIn
Share