Tag: U19 Asia Cup

U19 Asia Cup

  • U19 Asia Cup: বাইশ গজে মুখোমুখি ভারত-বাংলাদেশ! বিধ্বংসী বৈভব, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ইন্ডিয়া

    U19 Asia Cup: বাইশ গজে মুখোমুখি ভারত-বাংলাদেশ! বিধ্বংসী বৈভব, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ইন্ডিয়া

    মাধ্যম নিউজ ডেস্ক: বাইশ গজে ফের মুখোমুখি ভারত-বাংলাদেশ। লড়াই কাপ দখলের। শ্রীলঙ্কাকে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের (U19 Asia Cup) ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। এদিন ৭ উইকেটে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়েছে বৈভব সূর্যবংশীরা (Vaibhav Suryavanshi)। অন্যদিকে, পাকিস্তানকে হারিয়ে ফাইনালে পৌঁছেছে বাংলাদেশও। রবিবার, ৮ ডিসেম্বর অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে এবার একে অপরকে টেক্কা দেওয়ার পালা।

     বৈভবের বিধ্বংসী ব্যাটিং

    শুক্রবার  অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের (U19 Asia Cup) সেমি ফাইনালে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। ৮ রানের মধ্যেই ৩ উইকেট হারায় সিংহলীরা। একমাত্র লড়াই চালায় লাকভিন আবেসিঙ্ঘে। ১১০ রানে ৬৯ রান করে সে। শারুজান শানমুগানাথান ৭৮ বলে ৪২ করে। শেষ পর্যন্ত ৪৬.২ ওভারে শ্রীলঙ্কার ইনিংস থেমে যায় মাত্র ১৭৩ রানে। ভারতের হয়ে চেতন শর্মা ৩৪ রান দিয়ে তুলে নিয়েছেন শ্রীলঙ্কার ৩ উইকেট। আয়ুষ মাত্রের শিকার ২ উইকেট। বাংলার পেসার যুধাজিৎ গুহ ১৯ রান দিয়ে পেয়েছেন ১ উইকেট। ১৭৪ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই অর্ধেক রান তুলে নেন বৈভব সূর্যবংশী ও আয়ুষ মাত্রে। ২৮ বলে ৩৪ রান করে আউট হন আয়ুষ। আন্দ্রে সিদ্ধান্ত ২৭ বলে করেন ২২ রান। ৩৬ বলে ৬৭ রানে আউট হন ১৩ বছর বয়সি বৈভব। তাঁর ইনিংসে রয়েছে ৫টি ছক্কার সঙ্গে ৬টি চার। বাকি কাজ শেষ করেন অধিনায়ক মহম্মদ আমান ও কার্তিকেয় কেপি। ২১.৪ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। 

    আইপিএলের নিলামকে কেন্দ্র করে প্রচারের আলোয় আসেন সূর্যবংশী (Vaibhav Suryavanshi)। ১৩ বছরের ক্রিকেটারকে ১ কোটি ১০ লক্ষতে কেনে রাজস্থান রয়্যালস। তারপর থেকেই সবার নজর তাঁর দিকে। প্রথমে মুস্তাক আলি, তারপর জাতীয় জুনিয়র দলের হয়ে রান পাচ্ছেন বৈভব। ভারতকে সেমিফাইনালে তোলার পেছনেও তাঁর অবদান অনস্বীকার্য।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • U19 Asia Cup: ব্যাটে-বলে নায়ক আর্শিন! অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে জয় দিয়ে যাত্রা শুরু ভারতের

    U19 Asia Cup: ব্যাটে-বলে নায়ক আর্শিন! অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে জয় দিয়ে যাত্রা শুরু ভারতের

    মাধ্যম নিউজ ডেস্ক: দুবাইতেই বসবে আইপিএল-২০২৪ (IPL) এর মিনি নিলামের আসর। তার আগে দুবাইতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে (U19 Asia Cup) দুরন্ত ছন্দে ভারতের নতুন প্রতিভা আর্শিন কুলকার্নি। শুক্রবার অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে জয় দিয়ে যাত্রা শুরু করেছে ভারত। ব্যাটে-বলে আর্শিন কুলকার্নির অলরাউন্ড পারফরম্যান্সের উপর ভিত্তি করে আফগানিস্তানকে ৭ উইকেটে হারিয়ে দেয় ভারত। 

    দুরন্ত ছন্দে আর্শিন

    ভারতের অধিনায়ক উদয় সাহারান টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন। আর্শিন ৮ ওভারে ২৯ রানে ৩ উইকেট নেন। রাজ লিম্বানি ১০ ওভারে ৪৬ রানে ৩ উইকেট নেন। আফগানিস্তানের হয়ে সর্বোচ্চ রান ওপেনার জামশিদ জাদরানের (৪৩)। ৫০ ওভারে ১৭৩ রানেই থেমে যায় আফগানিস্তানের ইনিংস। জবাবে ভারত শুরুতেই হারায় ওপেনার আদর্শ সিংহকে। ১৪ রানে আউট হন তিনি। এর পর রুদ্র পটেলও (৫) ফিরে যান। তবে লম্বা ইনিংস গড়ে ভারতকে জিতিয়ে দেন আর্শিন (অপরাজিত ৭০) এবং মুশির খান (অপরাজিত ৪৮)। 

    এ বারের যুব এশিয়া কাপের তারকাদের দিকে ফোকাস রয়েছে আইপিএল ফ্র্যানচাইজিদের। কেকেআর, চেন্নাই, মুম্বইয়ের মতো দলগুলো আইপিএল নিলাম থেকে নিজেদের দলের জন্য এই উঠতি ক্রিকেটারদের কিনে নিতে পারেন। এর আগে ২০২২ সালে যুব বিশ্বকাপের পর যশ ধুল, রাজবর্ধন হাঙ্গারগেকর, হর্ষিত রানাদের মতো তারকাদের আইপিএলের একাধিক দলগুলো নিলাম থেকে নিয়েছিল। অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে ভারতের হয়ে দুরন্ত পারফরম্যান্স করার সুবাদে নেটদুনিয়ায় আলোচনা চলছে অর্শিন কুলকার্নিকে নিয়ে। দুবাইতে হতে চলা নিলামে তাঁকে নেওয়ার জন্য লড়াই হতে পারে একাধিক দলের। দুবাইয়ে আফগানদের বিরুদ্ধে ব্যাটে-বলে দুরন্ত পারফর্ম করেছেন অর্শিন কুলকার্নি। যার ফলে সত্যিই তিনি আইপিএল নিলামে কোনও দলে সুযোগ পেতেই পারেন। ভবিষ্যতের কথা ভেবে কলকাতা, চেন্নাই বা মুম্বই অর্শিনের মতো অনূর্ধ্ব-১৯ অলরাউন্ডারকে নেওয়ার জন্য ঝাঁপাতেই পারে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share