Tag: U19 Women Cricket World Cup

  • U19 Women Cricket World Cup: টি২০ বিশ্বকাপজয়ী ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা দলকে ৫ কোটি টাকা পুরস্কার বোর্ডের

    U19 Women Cricket World Cup: টি২০ বিশ্বকাপজয়ী ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা দলকে ৫ কোটি টাকা পুরস্কার বোর্ডের

    মাধ্যম নিউজ ডেস্ক: টানা দুবার বিশ্বজয়। দ্বিতীয়বার টি-২০ বিশ্বকাপের খেতাব জয় করল ভারতের অনূর্ধ্ব-১৯ মহিলা ক্রিকেট দল। রবিবার, তারা ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৯ উইকেটে হারায়। ফাইনাল ম্যাচে ভারতের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স করলেন গঙ্গাদি তৃষা। টিম ইন্ডিয়ার এই পারফরম্যান্সের কথা মাথায় রেখে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড বিশাল অঙ্কের আর্থিক পুরস্কার ঘোষণা করল। বোর্ডের তরফে জানানো হয়েছে, গোটা দলের হাতে ৫ কোটি টাকা পুরস্কার তুলে দেওয়া হবে।

    ৫ কোটি টাকার আর্থিক পুরস্কার

    ২০২৩ সালে প্রথমবার মহিলাদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ আয়োজিত হয়েছিল। সেখানে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত। সেই দলে ছিলেন রিচা ঘোষ, তিতাস সাধুর মতো ক্রিকেটাররা। দুবছর পর সেই সাফল্য ধরে রাখলেন তৃষারা। গোটা টুর্নামেন্টে একের পর এক প্রতিপক্ষকে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছিল ভারত। খেতাবি লড়াইয়েও দক্ষিণ আফ্রিকাকে ধরাশায়ী করলেন নিকি প্রসাদরা। দুর্ধর্ষ জয়ের পর গোটা দলকে বিশেষ বার্তা দিয়েছে বিসিসিআই। বোর্ডের তরফে বলা হয়েছে, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের তাজ ধরে রাখার জন্য মহিলা ব্রিগেডকে আন্তরিক অভিনন্দন। এই সাফল্যকে সম্মান জানাতেই আর্থিক পুরস্কার ঘোষণা করছে বিসিসিআই। কোচ নুহসিন আল খাদের, প্রত্যেক ক্রিকেটার এবং সাপোর্ট স্টাফ- গোটা দলের জন্য ৫ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে।’

    ভারতের দাপট

    প্রায় একতরফা ভাবে ফাইনাল জিতে নিল ভারতীয় দল। টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন দক্ষিণ আফ্রিকার অনূর্ধ্ব-১৯ মহিলা দলের অধিনায়ক কায়লা রেনেকে। কিন্তু তাঁর সিদ্ধান্তের মর্যাদা দিতে পারেননি দলের ব্যাটাররা। ভারতের বোলিং আক্রমণের কোনও জবাবই দিতে পারলেন না দক্ষিণ আফ্রিকার ব্যাটারেরা। কুয়ালা লামপুরের বাইশ গজে প্রথম থেকেই অস্বস্তিতে ছিলেন তাঁরা। নিয়মিত ব্যবধানে উইকেট হারানোর চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। ভারতের সফলতম বোলার গঙ্গাদি তৃষা ১৫ রানে ৩ উইকেট নিয়েছেন। বিশ্বকাপের জন্য ৮৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুধু ওপেনার জি কমলীনির (৮) উইকেট হারিয়েই জয় ছিনিয়ে নেয় ভারতীয় দল। অন্য ওপেনার তৃষা ৩৩ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেন। ৮টি চার এসেছে তাঁর ব্যাট থেকে। তিন নম্বরে নামা সনিকা চালকে অপরাজিত থাকেন ২২ বলে ২৬ রান করে। ৪টি বাউন্ডারি মারেন তিনি।

    শুভেচ্ছা বার্তা

    পাশাপাশি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের সভাপতি রজার বিনিও এই বিজয়ী দলকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, ‘অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী আমাদের দেশের মেয়েদের জন্য একরাশ শুভেচ্ছা রইল। এই অভিযান যথেষ্ট কঠিন ছিল। সেই লড়াইয়ে অপরাজিত থাকা কম বড় কথা নয়। গতকাল রাতে নমন অ্যাওয়ার্ড চলাকালীন ওদের পারফরম্যান্স নিয়ে আমরা কথা বলছিলাম। আর আজই ওরা গোটা দেশকে গৌরবান্বিত করল। ভারতীয় মহিলা ক্রিকেট যে উন্নতির পথে এগিয়ে চলেছে, সেটা এই খেতাবই স্পষ্ট করে দিচ্ছে।’

LinkedIn
Share