Tag: UFO

UFO

  • UFO: ইম্ফলের আকাশে ভিনগ্রহের যান? হদিশ পেতে নামল বায়ুসেনার রাফাল বিমান

    UFO: ইম্ফলের আকাশে ভিনগ্রহের যান? হদিশ পেতে নামল বায়ুসেনার রাফাল বিমান

    মাধ্যম নিউজ ডেস্ক: ইম্ফলের আকাশে কি এলিয়েনদের যান দেখা গেল? মণিপুরের আকাশে ভিনগ্রহীদের যান (UFO) খুঁজে বের করতে নামাল দুটি রাফাল বিমান। ইম্ফলের স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে রবিবার দুপুর আড়াইটা নাগাদ হঠাৎই বিমানবন্দরের উপর ভিনগ্রহীদের যানের মতো একটি উড়ন্ত চাকতিকে উড়তে দেখা যায়। এর ফলে বেশ কয়েকটি বিমানের উড়ান বাতিলও করতে হয়। কিছুক্ষণের মধ্যে আচমকাই যানটি (UFO) ভ্যানিশ হয়ে যায়। ইম্ফলের স্থানীয় প্রশাসন প্রথমে ভেবেছিল উড়ন্ত চাকতিটি আসলে ড্রোন। তবে পরে জানা যায় যে অত উঁচুতে কোনও ড্রোনের পক্ষেই ওড়া সম্ভব নয়। এরপর থেকেই শুরু হয় ভিনগ্রহীদের যান নিয়ে জল্পনা। কেউ কেউ সত্যি করেই মনে করছেন যে ওই উড়ন্ত চাকতি আসলে ছিল ইউএফও বা ভিনগ্রহীদের যান (UFO)।

    কী জানাল প্রতিরক্ষা মন্ত্রক?

    রহস্যময় ওই বস্তুকে (UFO) খুঁজে বের করতে তৎপরতাও দেখাল ভারতীয় বায়ুসেনা। অত্যাধুনিক প্রযুক্তির সেন্সর লাগিয়ে কম উচ্চতাতে জোড়া রাফাল বিমান নামানো হল ইউএফও-এর সন্ধানে। প্রথমে একটি রাফাল বিমান পাঠানো হয় পরে আরও একটি পাঠানো হয়। তবে জোড়া বিমানে কিছুই খুঁজে পাওয়া যায়নি। প্রতিরক্ষা মন্ত্রকের একটি সূত্র বলছে, ‘‘ইম্ফল বিমানবন্দরের কাছে ইউএফও সম্পর্কে তথ্য পাওয়ার পরে পরেই, কাছের একটি বিমানঘাঁটি থেকে একটি রাফাল যুদ্ধবিমানকে অনুসন্ধান অভিযানের জন্য পাঠানো হয়। উন্নত সেন্সর যুক্ত রাফাল জেটটি সন্দেহভাজন এলাকায় ঘুরে ঘুরে তল্লাশি চালায়। কিন্তু কিছুই খুঁজে পায়নি।’’

    কী জানাল বায়ুসেনা?

    ভারতীয় বায়ুসেনার ইস্টার্ন কমান্ডের মতে, ‘‘ভারতীয় বায়ুসেনা ইম্ফল বিমানবন্দর থেকে ভিডিয়ো সংগ্রহ করেছে। তার উপর ভিত্তি করে তার ‘এয়ার ডিফেন্স রেসপন্স মেকানিজম’ সক্রিয় করা হয়েছে। তবে যানটিকে দেখা যায়নি।’’

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share