Tag: UG Admission

UG Admission

  • Delhi University Admission: দিল্লী বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর বিষয়ের ভর্তির দিন বাড়িয়েছে

    Delhi University Admission: দিল্লী বিশ্ববিদ্যালয় স্নাতকোত্তর বিষয়ের ভর্তির দিন বাড়িয়েছে

    মাধ্যম নিউজ ডেস্ক: দিল্লি বিশ্ববিদ্যালয়  (Delhi University) সোমবার স্নাতক বিষয়ের ভর্তির তারিখ ১২ অক্টোবর পর্যন্ত বাড়িয়েছে। বিশ্ববিদ্যালয় একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, প্রথম আসন বরাদ্দের তালিকা ১৮ অক্টোবর প্রকাশিত হবে। আসন বরাদ্দের তিনটি রাউন্ড করা হবে  অন্তিমে রাউণ্ডে সিট বরাদ্দ করা হবে।

    দিল্লী ইউনিভার্সিটি গত মাসে ৭০ হাজার আসন ভর্তির জন্য বিজ্ঞপ্তি দেয়। এবছর দ্বাদশ শ্রেণীর রেজাল্টের পরিবর্তে ইউনিভার্সিটি প্রবেশিকা পরীক্ষার আয়োজন করেছিল।১২ সেপ্টেমর এক সাথেই সিট বরাদ্দের সাথে সাথে ভর্তি নেওয়া হবে ছাত্রটিকে। তিন ধাপে পরিচালিত এই সিস্টেমটির নাম দেওয়া হয়েছে সিএসএএস (Common Seat Allocation System)। আবেদনপত্র জমা, বিষয় নির্বাচন এবং সবশেষে আসন বরাদ্দ ও ভর্তি। সোমবার এই পোর্টালটি বন্ধ হবার কথা থাকলেও আরও দুদিন সময় বাড়ানো হয়েছে।

    সোমবার রাত ৮ টা পর্যন্ত এই পোর্টালে ২ লক্ষ ১৫ হাজার চারশো ছিয়াশি জন ছাত্র নিজের নাম নথিভুক্ত করেছে।

    [tw]


    [/tw]

    শুক্রবার দিল্লী ইউনিভার্সিটি একটি সিমুলেটেড তালিকা প্রকাশ করবে যার মাধ্যমে ছাত্রছাত্রীরা কোন কলেজে চান্স পেতে পারে তার সম্ভাব্য ধারণা পেয়ে যাবে। যদিও বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদের তাঁদের পছন্দগুলি পরিবর্তনের সুযোগ দেবে। সংশোধন করার জন্য দিল্লী বিশ্ববিদ্যালয়ের সংশোধনী পোর্টাল বুধবার বিকেল ৫ টা পর্যন্ত খোলা থাকবে। এর পরে আর নতুন করে কোনও সংশোধনের সুযোগ থাকবে না ছাত্রদের হাতে।

    আরও পড়ুন: দিল্লি বিশ্ববিদ্যালয়ের কোন কলেজ এবং প্রোগ্রামে সবথেকে বেশি পড়ুয়া আবেদন করেছেন, দেখে নিন

    বিশ্ববিদ্যালয় OBC-NCL, EWS, SC, ST, সংখ্যালঘু, PwBD এবং CW প্রার্থীদের জন্য পুনরায় নথি আপলোড করার সুবিধা দিয়েছেন। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, প্রাথমিক ক্ষেত্রে আপলোড করা নথির ভিত্তিতে সিট বরাদ্দ হলেও কলেজে নির্দিষ্ট দিনে শারীরিক ভাবে কাগজপত্র ভেরিফিকেশনের সময় কেউ ভুল তথ্য বা উপযুক্ত নথি দেখাতে না পারলে তার ভর্তি বাতিল করে হবে।

    প্রথম রাউন্ড ১৭ নভেম্বর ঘোষণা করা হবে। বরাদ্দকৃত আসন গ্রহণের প্রক্রিয়া ১৯ থেকে ২১ তারিখ পর্যন্ত চলবে।এর পর ধাপে ধাপে চলবে।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     
     
  • UGC to Universities: বিশ্ববিদ্যালয়গুলিকে স্নাতক স্তরে ভর্তির শেষ তারিখ চূড়ান্ত না করার আর্জি ইউজিসির

    UGC to Universities: বিশ্ববিদ্যালয়গুলিকে স্নাতক স্তরে ভর্তির শেষ তারিখ চূড়ান্ত না করার আর্জি ইউজিসির

    মাধ্যম নিউজ ডেস্ক: এখনও প্রকাশিত হয়নি সিবিএসই-র দ্বাদশ শ্রেণীর ফল (CBSE 12th Result 2022)। এবার স্নাতক স্তরে (UG) নতুন বর্ষে ভর্তি সংক্রান্ত বিষয়ে গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশ করল ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন (UGC)। বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়গুলিকে (Universities) সিবিএসই-র ফল বেরোনোর পরেই ভর্তির শেষ তারিখ চূড়ান্ত করার আর্জি জানিয়েছে ইউজিসি।

    আরও পড়ুন: কুয়েট পরীক্ষায় আবেদন ১১ লক্ষ পরীক্ষার্থীর, জানাল ইউজিসি 

    সিবিএসই সূত্রের খবর অনুযায়ী, জুলাই মাসের শেষ সপ্তাহে প্রকাশিত হবে দ্বাদশ শ্রেণীর ফল। এমতাবস্থায় সিবিএসই বোর্ডের পড়ুয়ারা যাতে স্নাতক স্তরের ভর্তির প্রক্রিয়া থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতেই ইউজিসির এই বিজ্ঞপ্তি।

    আরও পড়ুন: ইজিসি নেট পরীক্ষার দিন ঘোষণা এনটিএ-র, জেনে নিন তারিখ  

    বিষয়টি ট্যুইট করে জানান, ইউজিসি চেয়্যারম্যান জগদেশ কুমার (UGC Chairman Jagdesh Kumar)। তিনি লেখন, “বিশ্ববিদ্যালয়গুলিকে সিবিএসই-র ফল প্রকাশের পরেই স্নাতক স্তরে ভর্তির শেষ তারিখ চূড়ান্ত করার অনুরোধ করেছে ইউজিসি। যাতে ওই বোর্ডের পড়ুয়ারাও স্নাতক স্তরে ভর্তি হওয়ার জন্যে পর্যাপ্ত সময় পান।”  

    [tw]


    [/tw]

    সিবিএসই-র দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শেষ হয় ১৫ জুন। বেশির ভাগ রাজ্য বোর্ডগুলিই ইতিমধ্যে নিজেদের পরীক্ষার ফল প্রকাশ করেছে। এখন অপেক্ষা চলছে কেন্দ্রীয় বোর্ডের ফলাফলের। কবে ফল প্রকাশিত হবে এই নিয়ে চিন্তায় অভিভাবক এবং পড়ুয়ারা। আজ থেকে শুরু হয়েছে স্নাতকস্তরে ভর্তির প্রক্রিয়া। সিবিএসই বোর্ডের পড়ুয়ারা এখনও অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে ভয় পাচ্ছেন অভিভাবকরা। ইউজিসির এই বিজ্ঞপ্তিতে সেই চিন্তার মেঘ খানিকটা হলেও কাটবে।  

     

LinkedIn
Share