Tag: UIDAI

UIDAI

  • Aadhaar Update: আর বাকি মাত্র ১০ দিন! নিখরচায় আধার আপডেট করার শেষ তারিখ ১৪ সেপ্টেম্বর

    Aadhaar Update: আর বাকি মাত্র ১০ দিন! নিখরচায় আধার আপডেট করার শেষ তারিখ ১৪ সেপ্টেম্বর

    মাধ্যম নিউজ ডেস্ক: সরকারি-বেসরকারি যে কোনও কাজেই এখন গুরুত্বপূর্ণ নথি হল আধার কার্ড (Aadhaar Update)। কেন্দ্র সরকার আধার নিয়ে কড়া নিয়ম (Central Guidelines) জারি করেছে। নাগরিকদের আধার কার্ডে সঠিক তথ্য আপডেট করতে বলা হয়েছে। একই ভাবে প্রতি দশবছর অন্তর অন্তর আধারকে আপডেট করতে বলা হয়েছে। কীভাবে আধার আপডেট করবেন আসুন জেনে নিই-

    বিনামূল্যে আধার আপডেট (Aadhaar Update)

    আধার কার্ডে তথ্য আপডেট করার জন্য সরকার বিরাট সুযোগ দিয়েছে। তবে এই আপডেটে কোনও রকম টাকা খরচ করতে হবে না। সবটাই বিনামূল্যে করা যাবে। অনলাইনে আধার কার্ডে ব্যক্তিগত তথ্য হিসেবে নাম, ঠিকানা, বয়স, লিঙ্গ, ইমেল অ্যাড্রেসের মতো তথ্য আপডেট (Aadhaar Update) করতে হবে। বিনামূল্যে এই আপডেট করার শেষ সময় হল ১৪ সেপ্টেম্বর। তবে এই নির্ধারিত সময়ের পর থেকে আপডেট করতে গেলে ৫০ টাকা মূল্য দিয়ে করতে হবে। ফলে এখনও যারা আপডেট করেনি তাদের জন্য এই তথ্য (Central Guidelines) একান্ত প্রয়োজনীয়।

    আরও পড়ুনঃআরজি করে সিআইএসএফ-এর সঙ্গে অসহযোগিতা রাজ্যের, সুপ্রিম কোর্টে গেল শাহের মন্ত্রক

    কীভাবে অনলাইনে আধার আপডেট (Aadhaar Update) করবেন–

    ১>প্রথমে ইউআইডিএআই (UIDAI) পোর্টালে প্রবেশ করতে হবে। এরপর myaadhaar.uidai.gov.in-এ যান এবং আপনার রেজিস্টার্ড ফোন নম্বরে পাঠানো আপনার আধার নম্বর এবং ওটিপি ব্যবহার করে লগ-ইন করুন।

    ২>আপনার বিবরণ যাচাই করুন: আপনার প্রোফাইলে প্রদর্শিত পরিচয় এবং ঠিকানার বিশদ বিবরণ পরীক্ষা করুন। সঠিকতা নিশ্চিত করুন: বিশদটি সঠিক হলে, ট্যাবে ক্লিক করুন ‘I’ আই-ভেরিফিকেশন ভালো করে করতে হবে।

    ৩>এরপর নথি নির্বাচন করুন: ড্রপ-ডাউন মেনু থেকে আপনি যে পরিচয় এবং ঠিকানার নথিগুলি জমা দিতে চান তা চয়ন করুন (Aadhaar Update)৷

    ৪>প্রতিটি ফাইল দুই এমবি-র কম এবং জেপিইজি, পিএনজি বা পিডিএফ ফর্ম্যাটে নিশ্চিত করে নির্বাচিত নথিগুলি আপলোড করুন।

    ৫>আপডেটের জন্য জমা দিন: আপনার আধার বিবরণ আপডেট (Aadhaar Update) করতে আপনার নথিগুলি পর্যালোচনা করুন এবং জমা দিন।

    বায়োমেট্রিক্স, নাম, ফটোগ্রাফ বা মোবাইল নম্বরের আপডেটের জন্য, আপনাকে আপনার নিকটতম ইউআইদিএআই (UIDAI)-অনুমোদিত কেন্দ্রে যেতে হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • UPSC: আধার ভিত্তিক ভেরিফিকেশন ইউপিএসসি পরীক্ষায়, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

    UPSC: আধার ভিত্তিক ভেরিফিকেশন ইউপিএসসি পরীক্ষায়, বড় সিদ্ধান্ত কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC)-কে আধার ভিত্তিক ভেরিফিকেশন বা তথ্য যাচাইয়ের অনুমতি দিল কেন্দ্র। এবার থেকে রেজিস্ট্রেশনের সময় যেমন আধারের তথ্য লাগবে, তেমনই পরীক্ষা ও নিয়োগের সময়ও আধার কার্ড খুঁটিয়ে পরীক্ষা করা হবে। পূজা খেড়কর (Puja Khedkar) নিয়ে চলা বিতর্কের মাঝেই ইউপিএসসি (UPSC) পরীক্ষায় পরীক্ষার্থীদের পরিচয় যাচাইয়ের নিয়মে বড় বদল আনল কেন্দ্র (Central Government)। 

    কেন্দ্রের নির্দেশিকা

    নয়া নিয়ম অনুযায়ী, ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষায় আধার ভিত্তিক ভেরিফিকেশন করা হবে। ফলে, এবার থেকে রেজিস্ট্রেশনের সময় আধারের তথ্য দিতেই হবে পরীক্ষার্থীদের। এদিকে পরে পরীক্ষা ও নিয়োগের সময়ও আধার কার্ড খতিয়ে পরীক্ষা করা হবে। কেন্দ্রের নির্দেশিকায় জানানো হয়েছে, ইউপিএসসি-তে এবার আধার ভিত্তিক ভেরিফিকেশনের অনুমতি দেওয়া হয়েছে। রেজিস্ট্রেশনের সময় আবেদনকারীর পরিচয় যাচাই করতে আধার অথেনটিকেশন করা হবে। এছাড়া পরীক্ষা ও নিয়োগের বিভিন্ন ধাপেও ই-কেওয়াইসি (e-KYC) পদ্ধতিতে প্রার্থীর পরিচয় যাচাই করা হবে। ইউআইডিএআই(UIDAI)-এর নিয়ম ও নির্দেশ মেনেই ইউপিএসসি (UPSC) এই ভেরিফিকেশন করবে বলেই জানিয়েছে কেন্দ্র। সূত্রের খবর, আধার ভিত্তিক ফিঙ্গারপ্রিন্ট অথেন্টিকেশন, ফেসিয়াল রেকগনিশন, ই-অ্যাডমিটের কিউআর কোড স্ক্যান, লাইভ আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক সিসিটিভি সার্ভিসের ব্যবহার করা হবে এবার থেকে। 

    কেন এই নয়া নিয়ম

    সম্প্রতিই পূজা খেড়কর নামক একজন ট্রেনি আইএএস অফিসারের ভুয়ো নথি ও তথ্য দিয়ে ইউপিএসসি পাশ করা এবং প্রতারণা করে চাকরি পাওয়ার ঘটনা ফাঁস হয়ে যায়। পূজার প্রার্থীপদ বাতিল করে ইউপিএসসি। এই ধরনের ঘটনা যাতে আর ভবিষ্যতে না ঘটে তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা স্পষ্ট। কবে থেকে এই প্রক্রিয়া শুরু হবে তা এখনও জানানো হয়নি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের তরফে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Aadhaar Update: আধারের তথ্য বিনিময়ে হতে পারে প্রতারণা! বিপদ এড়াতে কী করবেন?

    Aadhaar Update: আধারের তথ্য বিনিময়ে হতে পারে প্রতারণা! বিপদ এড়াতে কী করবেন?

    মাধ্যম নিউজ ডেস্ক: আধার কার্ড (Aadhaar Update) সংক্রান্ত তথ্য বিনিময় করা নিয়ে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া নাগরিকদের বিশেষ সতর্কবার্তা দিয়েছে। তারা জানিয়েছে, সাইবার চোরাকারবারিরা হোয়াটসঅ্যাপ বা ই-মেলে নানা রকম বার্তা পাঠিয়ে তথ্য জানতে চায়। আর সেই তথ্য যাচাই করতে গিয়েই নাগরিক সমাজকে বিপদের মুখে পড়তে হতে পারে। তাই আধার-দুর্নীতি নিয়ে সতর্ক করল আধার আপডেট সংস্থা ইউআইডিএআই।

    কীভাবে হয় প্রতারণা (Aadhaar Update)?

    আধারের (Aadhaar Update) ক্ষেত্রে নাগরিকরা সংশোধনের বিষয় নিয়ে আবেদন করেই থাকেন। আর এই সংশোধনের ফাঁকেই চোরাকারবারিরা বিভিন্ন রকমের ফাঁদ পেতে থাকে। তাই এই সাইবার চোরাকারবারিদের থেকে নাগরিকদের বাঁচাতে বিশেষ সতর্কতা জারি করল ইউআইডিএআই।

    ইউআইডিএআই-এর বক্তব্য

    আধার (Aadhaar Update) সংস্থা ইউআইডিএআই থেকে জানানো হয়েছে, তারা কখনই এমন ভাবে ই-মেলে বা মেসেজ করে আপডেট করার পিআইও PIO বা POA চায় না। তাই গ্রাহকদের এই সংক্রান্ত যে কোনও বার্তা উপেক্ষা করতে হবে। এই সংস্থা থেকে আরও বলা হয়, প্রয়োজন হলে মাইআধার ওয়েবসাইটে গিয়ে গ্রাহক নিজের আধার আপডেট করতে পারেন। এছাড়াও নিকটবর্তী আধার কেন্দ্রে গিয়ে এই আপডেটের কাজ করাতে পারেন। অপরিচিত কোনও ব্যক্তি বা সংস্থা থেকে কোনও প্রকার মেসেজ এলে, তাকে উপেক্ষা করাটাই একমাত্র কাজ। আধার সংস্থা আরও জানিয়েছে, আধার ডকুমেন্ট আপডেট করার সময় ১৪ই সেপ্টেম্বর ২০২৩ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

    বিনামূল্যে আধার আপডেট কীভাবে?

    প্রথমে আধার (Aadhaar Update) নম্বর দিয়ে https://myaadhaar.uidai.govt.in লগ ইন করতে হবে। এরপর ‘প্রসিড টু আপডেট অ্যাড্রেস’-এ ক্লিক করতে হবে। এরপরে নথিভুক্ত মোবাইল নম্বরে একটা ওটিপি চাইবে। সেটা হলে ডকুমেন্ট আপলোড করে তথ্য দিতে হবে। এবার তথ্যগুলি যাচাইয়ের পর হাইপার লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর নিজের পরিচয় এবং ঠিকানাগুলিকে ঠিক করতে হবে। এরপর ঠিকানার তথ্য সংক্রান্ত প্রমাণপত্র আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। তারপরই আবেদন গ্রহণ করে সংস্থা থেকে ১৪ সংখার একটি আবেদন নম্বর প্রদান করা হবে।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Aadhaar Number: কোনও আধার নম্বর বাতিল হয়নি, জানাল কেন্দ্র, সমস্যা হলে কী করণীয়?

    Aadhaar Number: কোনও আধার নম্বর বাতিল হয়নি, জানাল কেন্দ্র, সমস্যা হলে কী করণীয়?

    মাধ্যম নিউজ ডেস্ক: দেশের নাগরিকদের কারও আধার (Aadhaar Number) বাতিল করা হয়নি, বলে স্পষ্ট জানাল কেন্দ্র। এ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।  যে কোনওরকম বিভ্রান্তিতে কী করতে হবে তাও জানানো হল সরকারের তরফে। বাংলায় আধার কার্ড বাতিলের আতঙ্ক কাটাতে কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে।  প্রযুক্তিগত ত্রুটির কারণে আধার বাতিলের চিঠি গিয়ে থাকতে পারে।

    কী বলছেন আধার কর্তৃপক্ষ

    আধার (Aadhaar Number) কর্তৃপক্ষ জানিয়েছে, কখনও কখনও নতুন তথ্য অন্তর্ভুক্তির জন্য কিছু প্রযুক্তিগত সমস্যা দেখা দেয়। তখন নিচের লিংকে প্রয়োজনীয় তথ্য আপলোড করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা যেতে পারে। ক্লিক করতে হবে এই লিঙ্কে –  https://uidai.gov.in/en/contact-support/feedback.html৷ লোকসভা ভোটের মুখে জেলা জেলা থেকে আসছে আধার কার্ড বাতিলের অভিযোগ। নদিয়ার নাকাশিপাড়ায় একাধিক ব্যক্তির আধার কার্ড বাতিলের খবর সামনে এসেছে। আধার বাতিলের জেরে ফর্ম ফিল আপ করতে পারেননি কাঁকসার কলেজ ছাত্রী। এই আবহেই ইউআইডিএআই (Unique Identification Authority of India) জানিয়ে দিল, কোনও আধার কার্ড বাতিল হয়নি। 

    আরও পড়ুন: সন্দেশখালির নির্যাতিতাদের পাশে রাজ্যপাল, রাজভবনে খোলা হল ‘পিস হোম’

    ভুল প্রচার

    আধার বাতিল( Aadhaar Number)নিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই অভিযোগকে সর্বৈব মিথ্যে বলে দাবি করা হয়েছে বিজেপি শিবির থেকে। শুভেন্দু অধিকারী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘আধার কার্ডের রাঁচি আঞ্চলিক দফতরের ভুলে সমস্যা তৈরি হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা হয়েছে। দ্রুত সমস্যা মিটে যাবে’, পোস্ট শুভেন্দু অধিকারীর। কেন্দ্রীয় জাহাজ প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর  আশ্বাস দিয়ে জানিয়েছেন, ‘যাঁদের আধার কার্ড ডিঅ্যাক্টিভেট করা হয়েছে, তাঁদের জন্য আলাদা ই মেল আইডি, হোয়াটস অ্যাপ নম্বর, আলাদা অ্যাক্টিভেশন ফর্ম দেওয়া হবে, ফর্ম ফিল-আপ করে হোয়াটসঅ্যাপে পাঠালেই হবে।’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • UIDAI: আপনার কি দশ বছর পুরনো আধার কার্ড? আজই আপডেট করুন, নয়তো পাবেন না এই সুবিধাগুলো

    UIDAI: আপনার কি দশ বছর পুরনো আধার কার্ড? আজই আপডেট করুন, নয়তো পাবেন না এই সুবিধাগুলো

    মাধ্যম নিউজ ডেস্ক: আপনার কি দশ বছর পুরনো আধার? তবে আজই আধারের তথ্যকে আপডেট করে নিন। নয়তো পরে হতে পারে সমস্যা। UIDAI -এর তরফে বিবৃতি জারি করে জানানো হয়েছে, যে সব ব্যক্তির আধার নম্বর ১০ বছর পুরনো অথবা তারও আগে ইস্যু করেছে তাঁদের সেই নথি আপডেট করার অনুরোধ জানানো হচ্ছে। UIDAI জানিয়েছে, My Aadhaar পোর্টাল থেকে এই কাজ করা যাবে। অথবা নিকটবর্তী আধার সেন্টারে গিয়েও নথি আপডেট করতে পারবেন।

    তবে কেন আধার আপডেট প্রয়োজন?

    আধার নম্বর দিয়ে ব্যক্তির পরিচয়ের প্রমাণ ও বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেতে ব্যবহার করা হয়। তাই UIDAI থেকে জানানো হয়েছে, সরকারের বিভিন্ন সুবিধা ও প্রকল্পের সুবিধা পেতে আধারের তথ্য আপডেটেড রাখতে হবে যাতে আধারের প্রমাণ ও যাচাইয়ের সময় কোনও অসুবিধা না হয়। চলতি বছর অগাস্টে UIDAI ঘোষণা করেছিল আধার নম্বর না থাকলে অথবা এনরোলমেন্ট স্লিপ না থাকলে সরকারি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন নাগরিকরা। তাই আপডেটেড আধার প্রয়োজন। তবে UIDAI থেকে জানানো হয়নি যে, এই আপডেট করা বাধ্যতামূলক কিনা।

    কীভাবে অনলাইনে আপডেট করবেন?

    প্রথমে UIDAI -এর অফিশিয়াল ওয়েবসাইটে লগ ইন করুন। ওয়েবসাইটে হোমপেজে My Aadhaar অপশন সিলেক্ট করুন। এবার Update Your Aadhaar বিভাগে Update Address in Your Aadhaar অপশনে ক্লিক করুন। এবার একটি লগ ইন পেজ খুলে যাবে, এখানে নিজের আধার নম্বর দিয়ে ক্যাপচা ভেরিফাই করুন। আধারের সঙ্গে লিংক থাকা মোবাইল নম্বরে একটি OTP আসবে। UIDAI ওয়েবসাইটে এই OTP দিয়ে দিন। এখানে Aadhaar data filed(s) to update এর অধীনে Address সিলেক্ট করুন। Update Aadhaar অপশন সিলেক্ট করুন। এখানে নতুন ঠিকানার প্রমাণপত্র আপলোড করে Proceed to update Aadhaar সিলেক্ট করুন। যে কোন বদলের প্রিভিউ এখানে দেখতে পাবেন। স্থানীয় ভাষার সঙ্গেই ইংরাজিতে সব তথ্য টাইপ করে Submit সিলেক্ট করুন। এই কাজ শেষ হওয়ার পরে পেমেন্ট পোর্টালে পৌঁছে যাবেন। ৫০ টাকা দিতে হবে। UPI, নেট ব্যাংকিংয়ের মাধ্যমে পেমেন্ট করা যাবে। পেমেন্ট সফল হবে আপনার কাছে আপডেটেড রিকুয়েস্ট নম্বর (URN) আসবে। পরে আপডেটের স্ট্যাটাস দেখার জন্য URN ব্যবহার করা যাবে। পেমেন্টের অ্যাকনলেজমেন্টের কপি ডাউনলোড করে প্রিন্ট করে রাখতে পারেন।

  • Aadhar Face Authentication: বাড়ি বসেই আধারের ফেস অথেন্টিকেশন, নতুন সুবিধা নিয়ে হাজির ইউআইডিএআই 

    Aadhar Face Authentication: বাড়ি বসেই আধারের ফেস অথেন্টিকেশন, নতুন সুবিধা নিয়ে হাজির ইউআইডিএআই 

    মাধ্যম নিউজ ডেস্ক: আধারকার্ড (Aadhar Card) ব্যবহারকারীর পরিচয়কে নিশ্চিত করতে ফেস অথেন্টিকেশনের (Face Authentication) নতুন পদ্ধতি নিয়ে এল UIDAI। ফেস অথেন্টিকেশনের মাধ্যমেই এবার থেকে নিজেদের পরিচয় নিশ্চিত করতে পারবেন আধারকার্ডধারীরা। এখন থেকে আর স্থানীয় আধার কেন্দ্রে গিয়ে ফিঙ্গারপ্রিন্ট ও আইরিস স্ক্যান করতে হবে না। এর জন্যে নতুন অ্যাপও নিয়ে এসেছে ইউআইডিএআই (UIDAI)। অ্যাপটির নাম আধার ফেস আরডি (Aadhar Face RD)। অ্যাপটি ইনস্টল করে নিজের ফোন থেকেই আধার অথেন্টিকেশন করা যাবে।  

    আরও পড়ুন: বার্ষিক ২০ লক্ষের বেশি টাকার লেনদেন করছেন? এখন থেকে নতুন নিয়ম মানতে হবে

    গুগল প্লে স্টোর (Google Play Store) থেকে সম্পূর্ণ বিনামূল্যে এই অ্যাপ ডাউনলোড করা যাবে। এই অ্যাপ ব্যবহার করে স্মার্টফোনের সাহায্যে যে কোনও জায়গা থেকে যে কোনও সময় আধার অথেন্টিকেশন করা যাবে। এই পদ্ধতির মাধ্যমে UIDAI ডেটাবেস থেকে আধার হোল্ডারের পরিচয় ভেরিফাই করা যাবে। 

    আরও পড়ুন: সদ্যোজাতরাও পাবে আধার কার্ড! নয়া পরিকল্পনা ইউআইডিএআই-এর

    একটি ট্যুইট করে বিষয়টি জানিয়েছে UIDAI। ট্যুইটারে তারা লিখেছে, “নাগরিকরা আধার ফেস আরডি অ্যাপ ডাউনলোড করে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে আধারের পরিচয় নিশ্চিত করতে পারবেন। জীবনপ্রমাণ, পিডিএস, স্কলারশিপ স্কিম, কোউইন, ফার্মার ওয়েলফেয়ার প্রকল্পে পরিচয় নিশ্চিত করা যাবে।” 

    [tw]


    [/tw]

    কীভাবে ব্যবহার করবেন অ্যাপটি: 

    • প্রথমে গুগল প্লেস্টোরে গিয়ে অ্যাপটি ইনস্টল করুন।
    • এবার ফেস অথেন্টিকেশনের জন্য স্ক্রিনের উপরে নির্দেশাবলী অনুসরণ করুন।
    • আলোর দিকে তাকিয়ে অথেন্টিকেশন শুরু করতে হবে। তাহলে ফেস অথেন্টিকেশনে সুবিধা হবে।
    • ক্যামেরার কাছে এসে ফেস অথেন্টিকেশন করুন।
    • ব্যাকগ্রাউন্ড পরিষ্কার রাখার চেষ্টা করুন।
    • সবার আগে ক্যামেরার লেন্স পরিস্কার করে নিন। 

     

  • Aadhaar: সদ্যোজাতরাও পাবে আধার কার্ড! নয়া পরিকল্পনা ইউআইডিএআই-এর

    Aadhaar: সদ্যোজাতরাও পাবে আধার কার্ড! নয়া পরিকল্পনা ইউআইডিএআই-এর

    মাধ্যম নিউজ ডেস্ক: এ বার সদ্যোজাতরাও পাবে আধার নম্বর। বায়োমেট্রিক (biometric) তথ্য নিয়ে সাময়িকভাবে  ওই আধার নম্বর দেওয়া হবে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI) এর এক কর্তা এই কথা জানান। তাঁর কথায়, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তথ্যই লিঙ্ক করা হবে আধার কার্ডের সঙ্গে। আধার কার্ডের অপব্যবহার রুখতেই এই সিদ্ধান্ত নিতে চলেছে ইউআইডিএআই। এই বিষয়ে কাজ করার জন্য ইউআইডিএআই দুটি পাইলট প্রোগ্রাম (Pilot Programme) চালু করার প্রস্তুতি নিচ্ছে যা নাগরিকদের জন্ম থেকে মৃত্যুর তথ্য ১২ সংখ্যার আধার নম্বরের (Aadhaar Number) সঙ্গে যোগ করবে।

    আধার কর্তৃপক্ষ নবজাতকদের জন্য সাময়িক আধার নম্বর জারি করার পরিকল্পনা করছে। ইউআইডিএআই-এর এক শীর্ষ কর্মকর্তার মতে,‘‘এক জন ব্যক্তির সমগ্র জীবনচক্রের তথ্য আধারের সঙ্গে যোগ করার পিছনে আসল উদ্দেশ্য হল, আধার কার্ডের অপব্যবহার রোধ করা। এই উদ্যোগ দেশবাসীর পক্ষে সুবিধার হবে। কেন্দ্রীয় সরকারের বিশ্বাস যে, জন্ম-মৃত্যুর তথ্য একত্রিত করা হলে কল্যাণমূলক প্রকল্পগুলির অপব্যবহার রোধ করা সম্ভব হবে এবং কোনও পরিবার সরকারি প্রকল্পগুলির সুবিধা ভোগ করা থেকে বঞ্চিত হবে না।’’

    আরও পড়ুন: ডিজিটাল ভারতের নয়া যুগ, 5G-তে পা

    ২০১০ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর আমলে আধার কার্ডের সূচনা হয়। বিশ্বের বৃহত্তম বায়োমেট্রিক আইডেন্টিটি ডেটাবেস হিসেবে চিহ্নিত, এটি ভারতের প্রায় সমস্ত প্রাপ্তবয়স্ক জনসংখ্যাকে নথিভুক্ত করেছে। পিছিয়ে থাকা জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনতে মোদি সরকার ব্যাপকভাবে আধার ব্যবহার করেছে। কেন্দ্রের দাবি, গত আট বছরে আধার সিস্টেমগুলি দরিদ্র, কৃষক এবং অন্যান্যদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি অর্থ স্থানান্তর করতে সহায়তা করেছে।

    বর্তমানে পাঁচ বছর বয়সি শিশুরাই আধার কার্ডের জন্য আবেদন করতে পারে। এখন খুব সহজেই আধার কার্ড আপডেট করার প্রক্রিয়াও চালু হয়েছে। অনলাইন ও অফলাইন— দু’ভাবেই আপনি আপনার আধার কার্ডের বিভিন্ন তথ্য বদল করতে পারেন।

LinkedIn
Share