মাধ্যম নিউজ ডেস্ক: রাজা হিসাবে তাঁর নাম ঘোষণা হওয়ার পর থেকেই বহু মানুষের রোষের মুখে পড়েছেন তিনি। তবে তিনি কোনও কিছুর তোয়াক্কা না করে গোটা ব্রিটেন জুড়ে সফর করছেন নতুন রাজা তৃতীয় চার্লস (King Charles)। সংবাদমাধ্যমে উঠে এসেছে, এর আগে একাধিকবার সাধারণ মানুষের রোষের মুখে পড়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। কিন্তু এবারে তাঁকে এক অন্য রূপেই দেখা গেল, তাও আবার একটি গুরুদ্বারে। সূত্রের খবর অনুযায়ী জানা গিয়েছে, ব্রিটেনের নয়া রাজা চার্লস ইংল্যান্ডের লুটনের একটি গুরুদ্বার পরিদর্শন করতে গিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি সেখানকার সম্প্রদায়ের নেতা, স্বেচ্ছাসেবক এবং ছাত্রদের সঙ্গে কথাও বলেছেন। তাঁর আসাতে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত হয়ে পড়েছিল গুরুদ্বারে উপস্থিত ভক্তরা।
At the newly built Guru Nanak Gurdwara, His Majesty met volunteers who run the Luton Sikh Soup Kitchen Stand.
The kitchen provides vegetarian hot meals 7 days a week, 365 days a year at the Gurdwara. pic.twitter.com/G6DaMkfkeW
— The Royal Family (@RoyalFamily) December 6, 2022
ব্রিটেন রাজার গুরুদ্বার পরিদর্শন
মঙ্গলবার ব্রিটেন ভ্রমণ করতে গিয়ে প্রথমে যান পূর্ব ইংল্যান্ডের বেডফোর্ডশায়ারের লুটনে। লন্ডন থেকে সামান্য দূরে এই লুটন নামক শহর, যেখানে তিনি (King Charles) জনসংযোগ করছিলেন। সেখানে গিয়ে তিনি পৌঁছে যান এক গুরুদ্বারে। লুটনে সেই নবনির্মিত গুরুদ্বারে প্রণাম করেন এবং ভক্তদের সঙ্গে মিশে যান তিনি। ইউনিয়ন জ্যাক এবং ‘নিশান সাহেব’-এর শিখ পতাকা ধরে তাঁকে স্বাগত জানাতে বিভিন্ন ধর্মের শিশুরা উপস্থিত ছিল। সূত্রের খবর সেদিন কিং চার্লসকে ভারতীয় বংশোদ্ভূত অধ্যাপক গুরচ রনধাওয়া, স্থানীয় শিখ ধর্মসভার সদস্য এবং বেডফোর্ডশায়ার বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য গবেষণা ইনস্টিটিউটের পরিচালক অভ্যর্থনা জানান।
When you come to the Gurdwara, all the worldly titles are left at the door. Whether a King or homeless..you are all treated the same, equally, as human beings first. 🧡🙏🏾 pic.twitter.com/zU7Pgbg1b1
— Singhwhenyourewinning (@pedalsingh) December 7, 2022
শিখ ঐতিহ্যের প্রতি সম্মান জানাতে রাজা চার্লস (King Charles) প্রার্থনা করার সময় তাঁর মাথায় একটি রুমাল পরেছিলেন এবং প্রার্থনা করার সময়ে তাঁকে মেঝেতে বসেই শিখ উপাসকদের সঙ্গে যোগ দিতে দেখা যায়। এমনকি গুরুদ্বারের লোকেদের সঙ্গে কথা বলার সময় কিং চার্লসকে ‘নমস্তে’ বলতেও দেখা যায়। এরপর তিনি গুরুদ্বারের লঙ্গর পরিদর্শনেও গিয়েছিলেন এবং সেখানকার লোকেদের সঙ্গে কথা বলেছেন।
[insta]https://www.instagram.com/p/Cl1pKZaMOoP/?utm_source=ig_web_copy_link[/insta]
উল্লেখ্য, এই গুরুদ্বারের নির্মাণ কাজ ২০২০ সালে শুরু হয়েছিল এবং এই গুরুদ্বারের লঙ্গন থেকে প্রতিদিন ৫০০ জনকে খাবার পরিবেশন করা হয়। আবার এক স্থানীয় সম্প্রদায় টাউন হলের বাইরে প্রতি রবিবার লুটন শিখ স্যুপ কিচেন পরিচালনা করে ও এখান থেকে প্রায় ১৫০ টি খাবার পরিবেশন করা হয়।
During the pandemic, the Gurdwara ran a pop-up Covid vaccine clinic, which was one of the first of its kind in the UK.
The Gurdwara also encouraged other places of worship to tackle misinformation regarding vaccine hesitancy. pic.twitter.com/bm43iEXLbC
— The Royal Family (@RoyalFamily) December 6, 2022