Tag: UK Prime Minister Rishi Sunak

UK Prime Minister Rishi Sunak

  • David Cameron: ঋষির মন্ত্রিসভায় রদবদল, বিদেশমন্ত্রীর দায়িত্ব পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ক্যামেরন

    David Cameron: ঋষির মন্ত্রিসভায় রদবদল, বিদেশমন্ত্রীর দায়িত্ব পেলেন প্রাক্তন প্রধানমন্ত্রী ক্যামেরন

    মাধ্যম নিউজ ডেস্ক: ঋষি সুনকের মন্ত্রিসভায় রদবদল। প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন (David Cameron) হলেন বিদেশমন্ত্রী। ৭ বছর পরে ফের তাঁকে সক্রিয় রাজনীতিতে দেখা গেল। সোমবারই ঋষির মন্ত্রিসভায় রদবদল করা হয়। সেখানেই বিদেশ এবং উন্নয়ন বিষয়ক মন্ত্রী হিসেবে ক্যামেরনকে নিযুক্ত করা হয়। 

    ক্যামেরনের প্রথম বৈঠক ভারতের সঙ্গেই

    এ নিয়ে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন (David Cameron) সোশ্যাল মিডিয়াতে লিখেছেন, ‘‘প্রধানমন্ত্রী ঋষি সুনক আমাকে বিদেশমন্ত্রীর দায়িত্ব নেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন। আমি সানন্দে তা গ্রহণ করেছি।’’ আবার ঘটনাক্রমে, বিদেশমন্ত্রী পদের দায়িত্ব নিয়ে প্রাক্তন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্যামেরন প্রথম বৈঠকটি করেন ভারতের সঙ্গে। সোমবারই ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক হয় তাঁর। প্রসঙ্গত, ব্রিটেনের শাসক দল কনসারভেটিভ পার্টির শীর্ষ নেতা জেমস ক্লেভারলিকে সরিয়ে এই দায়িত্ব পেলেন ক্যামেরামন। মনে করা হচ্ছে, মধ্যপ্রাচ্যে যে ভূ-রাজনৈতিক উত্তেজনার পরিবেশ বর্তমানে তৈরি হয়েছে হামাস-ইজরায়েল যুদ্ধকে কেন্দ্র করে সেখানে কূটনীতিক হিসেবে ক্যামেরনের (David Cameron) মতো একটি পরিচিত মুখ খুবই দরকার। অন্যদিকে ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী পদে আনা হয়েছে ক্লেভারলিকে।

    সুয়েলা ব্রেভারম্যানকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া হল

    অন্যদিকে, সুয়েলা ব্রেভারম্যানকে স্বরাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া নিয়েও জোর চর্চা চলছে। কোনও কোনও মহলের দাবি, লন্ডন পুলিশের সমালোচনা করার জন্যই তাঁকে সরতে হল। প্রসঙ্গত, প্যালেস্তাইনের সমর্থনে লন্ডনে একটি মিছিলে হামাসবিরোধীদের সঙ্গে সংঘর্ষের একটি ঘটনা ঘটে। এখানে লন্ডন পুলিশ বেছে বেছে হামাস বিরোধীদের গ্রেফতার করছে বলে তোপ দাগেন স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যান। সেই সময় থেকেই ঋষি সুনকের উপর চাপ বাড়াতে থাকে কতগুলি গোষ্ঠী। যদিও স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য যে সরকারের বক্তব্য নয় তা বিবৃতি দিয়ে জানায় ঋষির সরকার। তবে ওয়াকিবহাল মহলে ধারনা, বিভিন্ন মহল থেকে চাপ বাড়তে থাকায় মন্ত্রিসভা থেকে সুয়েলা ব্রেভারম্যানকে সরানো হল। প্রসঙ্গত, আনুষ্ঠানিকভাবে ব্রিটেন ইজরায়েলের পাশেই রয়েছে।

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Narayana Murthy: চারমাসের নাতিকে ইনফোসিসের ২৪০ কোটি টাকার শেয়ার উপহার নারায়ণ মূর্তির

    Narayana Murthy: চারমাসের নাতিকে ইনফোসিসের ২৪০ কোটি টাকার শেয়ার উপহার নারায়ণ মূর্তির

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের একবার খবরের শিরোনামে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি (Narayana Murthy)। নিজের চার মাস বয়সের নাতি একাগ্র মূর্তিকে ২৪০ কোটি টাকারও বেশি শেয়ার উপহার দিয়েছেন তিনি। এই শেয়ার কেনার পরেই চার মাস বয়সি একাগ্র ভারতবর্ষের কোটিপতিদের তালিকায় চলে এসেছে। সংস্থার তরফে শেয়ার মার্কেটে দাখিল করা নথি থেকে জানা যাচ্ছে, একাগ্র এখন ইনফোসিসের ১৫ লক্ষ শেয়ারের মালিক, যা সংস্থার ০.০৪ শতাংশ মালিকানার সমান।

    ২০২৩ সালের নভেম্বরে জন্মগ্রহণ করে একাগ্র

    একাগ্র জন্মগ্রহণ করে গত বছরেরই নভেম্বর মাসে। বর্তমানে সে চার মাসে পা দিয়েছে। নারায়ণ মূর্তির (Narayana Murthy) ছেলে রোহন মূর্তি এবং পুত্রবধূ অপর্ণা কৃষ্ণনের সন্তান হল একাগ্র। নারায়ণ মূর্তি এবং তাঁর স্ত্রী সুধা মূর্তির তৃতীয় নাতি একাগ্র। একাগ্র ছাড়াও নারায়ণ মূর্তির অপর দুই নাতনিও রয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের স্ত্রী হলেন নারায়ণ মূর্তির কন্যা অক্ষতা মূর্তি। সেই সুবাদে ব্রিটিশ প্রধানমন্ত্রী দম্পতির দুই কন্যা নারায়ণ মূর্তির নাতনি।

    মহাভারত থেকে এসেছে একাগ্র নাম 

    একাগ্র নামটিতে বেশ নতুনত্ব রয়েছে। পারিবারিক সূত্রে জানা গিয়েছে, মহাভারতের অর্জুন চরিত্র থেকেই এই নামটি নেওয়া হয়েছে। একাগ্র শব্দের অর্থ হল সংকল্প এবং গভীর মনোযোগ। প্রসঙ্গত অর্জুনেরও এমন সংকল্প এবং গভীর মনোযোগের কাহিনী জানা যায় মহাভারতের গল্পে। যেখানে গাছের উপরে একটি কাঠের পাখি রেখে তার চোখকে নিশানা করতে বলেছিলেন গুরু দ্রোণাচার্য। বাকিরা না পারলেও নিজের গভীর মনোযোগের কারণে লক্ষ্যভেদ করেন অর্জুন।

    ইনফোসিসের যাত্রা শুরু ১৯৮১ সাল থেকে

    ইনফোসিস কোম্পানির (Narayana Murthy) যাত্রা শুরু হয়েছিল ১৯৮১ সাল থেকে। সে সময় ১০ হাজার টাকার সামান্য বিনিয়োগে যাত্রা শুরু করেছিল এই কোম্পানি। তারপর থেকে তা বর্তমানে ভারতের দ্বিতীয় বৃহত্তম আইটি কোম্পানিতে পরিণত হয়েছে। নারায়ণ মূর্তির দূরদর্শিতা এবং সুধা মূর্তির নিষ্ঠা সহকারে কাজ, সংস্থাকে এই উচ্চতায় নিয়ে গিয়েছেন। সুধা মূর্তি একজন বিশিষ্ট লেখিকা এবং সমাজসেবী বলেও পরিচিত। সম্প্রতি, ভারতীয় সংসদের উচ্চ কক্ষ রাজ্যসভায় তিনি মনোনীত হয়েছেন।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share