Tag: Uma Bharti

Uma Bharti

  • Uma Bharti: এবার মদের কারবার বন্ধের দাবিতে আন্দোলনে উমা ভারতী

    Uma Bharti: এবার মদের কারবার বন্ধের দাবিতে আন্দোলনে উমা ভারতী

    মাধ্যম নিউজ ডেস্ক: মদের দোকান বন্ধ হওয়া দরকার, কারণ মদের কারণেই সাংসারিক অশান্তি চরমে ওঠে বিভিন্ন পরিবারে, এমনটাই মত বিজেপি নেত্রী উমা ভারতীর (Uma Bharti)। নেশামুক্ত সমাজ গড়তে এবার মধ্যপ্রদেশে পথে নামলেন নেত্রী (Uma Bharti)। তাঁর আরও দাবি, রাজ্যের সমস্ত মদের দোকান বন্ধ হোক, বদলে গড়ে উঠুক গোশালা। মদের ধারার বদলে দুগ্ধ ধারা! তাঁর দাবি, যত্রতত্র মহিলারা নির্যাতনের শিকার হচ্ছেন, তাঁদের বিভিন্ন ভাবে হেনস্থা করা হচ্ছে। মদের দোকান বন্ধ হলে সমাজের অপরাধ প্রবণতা অনেকটাই কমে যাবে বলে মনে করেন মধ্যপ্রদেশের এই প্রাক্তন মুখ্যমন্ত্রী।

    আরও পড়ুন: বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশের শিরোপা পাবে ভারত, কবে জানেন? 

    উমার (Uma Bharti) সক্রিয়তা……

    মদের দোকানগুলি বন্ধ করতে নিজেই উদ্যোগী হয়েছেন তিনি। জানা গেছে, কয়েকদিন আগে ঠিক সন্ধ্যাবেলায় তিনি একটি মন্দিরে গিয়েছিলেন। অযোধ্যা নগরের ওই মন্দির থেকে ঢিল ছোঁড়া দূরত্বে রয়েছে একটি মদের দোকান। উমা ভারতী (Uma Bharti) মন্দিরে ঢুকেই ঘোষণা করেন যে তিনি কয়েকদিন ধরে মন্দিরেই থাকবেন। এরমধ্যে যেন পুলিশ ব্যবস্থা নেয় মন্দির সংলগ্ন ওই মদের দোকানের বিরুদ্ধে। 

    আরও পড়ুন: শিলা পুজোর দিনেই রামমন্দির উড়িয়ে দেওয়ার হুমকি ফোন! তদন্তে অযোধ্যা পুলিশ

    উমার (Uma Bharti) আরও দাবি 

    এদিন তিনি আরও দাবি করেন, বেআইনি মদের কারবার ক্রমশই বাড়ছে। যেখানে সেখানে বেআইনিভাবে মদের দোকান গজিয়ে উঠছে। আর মদ খেয়ে মহিলাদের ওপর নির্যাতনের ঘটনাও বাড়ছে। তাই আগে মদের ব্যবসায় লাগাম টানতে পারলেই অনেক অপরাধ কমে যাবে বলে মনে করেন উমা ভারতী। মদের দোকানগুলি উঠিয়ে দিয়ে সেখানে গোয়ালঘর তৈরির দাবি জানিয়েছেন উমা (Uma Bharti)। তাঁর দাবি, মদ বিক্রির থেকে পশুপালন করা অনেক ভাল। তাহলে অন্তত অপরাধের প্রবণতা কমবে।

    আরও পড়ুন: শুক্রবার ত্রিপুরায় মেগা-শো বিজেপির, কারা কারা থাকবেন প্রচারে, জানেন?

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • Uma Bharti on Gyanvapi: অযোধ্যা, মথুরা ও কাশী বিবাদের নিষ্পত্তি একসঙ্গে করা উচিত ছিল, মত উমা ভারতীর

    Uma Bharti on Gyanvapi: অযোধ্যা, মথুরা ও কাশী বিবাদের নিষ্পত্তি একসঙ্গে করা উচিত ছিল, মত উমা ভারতীর

    মাধ্যম নিউজ ডেস্ক: অযোধ্যায় তো পহলি ঝাঁকি হ্যায়, কাশী মথুরা বাকি হ্যায়! অযোধ্যায় রাম-জন্মভূমি বাবরি মসজিদ (Ram Janmabhoomi-Babri Masjid) মামলা নিয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) ঐতিহাসিক রায় ঘোষণার পর এই ধ্বনি গর্জে উঠেছিল দেশে। এবার কাশীর জ্ঞানবাপী (Gyanvapi mosque) ও মথুরার শাহি ইদগাহ মসজিদ (Shahi Idgah) নিয়েও উঠতে শুরু করেছে দাবি যে সেখানেও হিন্দু মন্দির ভেঙেই তৈরি করা হয়েছে মসজিদ।

    জ্ঞানবাপী মসজিদ যে মন্দির ভেঙেই তৈরি করা হয়েছিল, তা নিয়ে দাবি ক্রমশ জোরালো হচ্ছে। এবার এই দাবি নিয়ে সরব হলেন বিজেপি নেত্রী উমা ভারতী (Uma Bharti)। বারাণসীর জ্ঞানবাপী মসজিদে শিবলিঙ্গ এবং শেষনাগের ভাস্কর্য পাওয়া গিয়েছে বলে দাবি হিন্দুত্ববাদী একাধিক সংগঠনের। সেই প্রেক্ষিতেই উমার দাবি, কাশীতে বিশ্বনাথের মন্দির ভেঙেই তৈরি হয়েছিল মসজিদ। ১৯৯১ সালে সংসদে যখন উপাসনালয় আইন ’৯১ উত্থাপিত হয়, তখনই তিনি দাবি করেছিলেন কেবল রামমন্দির ইস্যুই নয়, কাশীর জ্ঞানবাপী এবং মথুরার মসজিদ বিবাদের সমাধান একসঙ্গে করা উচিত। একটি বৈদুতিন সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে একথা বলেন উমা।

    আরও পড়ুন : মন্দির ভেঙেই জ্ঞানবাপী মসজিদ! প্রমাণ মিলল ইতিহাসেও

    কাশী বিশ্বনাথ মন্দির চত্বরেই রয়েছে জ্ঞানবাপী মসজিদ। হিন্দুত্ববাদী একাধিক সংগঠনের দাবি, বিশ্বেশ্বরের মন্দির ভেঙেই তৈরি হয়েছে মসজিদ। হিন্দু-মুসলমান দুই ভিন্ন সম্প্রদায়ের আলাদা আলাদা দাবির মধ্যে মসজিদে সমীক্ষা চালানো হয় আদালতের নির্দেশে। দুটি সমীক্ষার রিপোর্ট ফাঁস হয়ে যাওয়ায় অনেক বড় বড় তথ্য প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, মসজিদের ওজুখানার জলাধারে রয়েছে শিবলিঙ্গ। মসজিদ চত্বরে রয়েছে শেষনাগও। মসজিদের দেওয়ালে হিন্দু দেবদেবীর মূর্তিও রয়েছে বলে দাবি হিন্দুত্ববাদী বিভিন্ন সংগঠনের।

    আরও পড়ুন : শিবলিঙ্গের পর এবার শেষনাগের দেখা মিলল জ্ঞানবাপী মসজিদে!

    এমতাবস্থায় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছিলেন উমা। তাঁর দাবি, জ্ঞানবাপী মসজিদ এলাকায় শুরু থেকেই মন্দির ছিল। মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করা হয়। তিনি বলেন, ১৯৯১ সালে সংসদে যখন উপাসনালয় আইন ’৯১ উত্থাপিত হয়, তখনই আমি দাবি করেছিলাম  কেবল রামমন্দির ইস্যুই নয়, কাশীর জ্ঞানবাপী এবং মথুরার মসজিদ বিবাদের সমাধান একসঙ্গে করা উচিত।  

    আরও পড়ুন : “ঐতিহাসিক তথ্যগুলিকে এখনই…”, জ্ঞানবাপী নিয়ে বড় মন্তব্য আরএসএসের

    মন্দির ভেঙে যে মসজিদ হয়েছে, তার প্রমাণ সাপেক্ষে যুক্তিও পেশ করেন উমা। তিনি বলেন, জ্ঞানবাপী মসজিদের পরিবর্তে সেখানে মন্দির ছিল। তাই আজও বিশ্বনাথ মন্দিরে নন্দীর মুখ জ্ঞানবাপী মসজিদের দিকে। মন্দির নির্মাণের জন্য একটি শান্তিপূর্ণ উপায় বের করা উচিত। অযোধ্যা, মথুরা, কাশী একসঙ্গে বিবাদের নিষ্পত্তি করা উচিত ছিল বলে মনে করেন তিনি। জ্ঞানবাপী চত্বরে সমীক্ষায় যেসব তথ্য উঠে আসছে, তার পরে আর নতুন করে মন্দিরের অস্তিত্ব প্রমাণ করার দরকার নেই বলেও মনে করেন মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

LinkedIn
Share