Tag: Umran Malik

Umran Malik

  • Mohammed Shami: কেমন আছেন, কবে ফিরবেন মাঠে? শামির বিকল্প কি খুঁজছে বিসিসিআই?

    Mohammed Shami: কেমন আছেন, কবে ফিরবেন মাঠে? শামির বিকল্প কি খুঁজছে বিসিসিআই?

    মাধ্যম নিউজ ডেস্ক: গোড়ালিতে সার্জিকাল টেপ, বিছানার পাশে রাখা রয়েছে ক্রাচ! সোশ্যাল সাইটে নিজের ছবি পোস্ট করলেন ভারতের তারকা পেসার মহম্মদ শামি (Mohammed Shami)। বিষণ্ণ মুখে শামি জানালেন চোটের জন্য অস্ত্রোপচার হয়েছে। এখন তিনি সুস্থ আছেন। তবে চোট সারাতে সময় লাগবে। 

    কেমন আছেন শামি

    আগেই জানা গিয়েছিল যে, মহম্মদ শামির (Mohammed Shami) পক্ষে আসন্ন আইপিএল (IPL 2024) খেলা সম্ভব হবে না। বিসিসিআই সেই জল্পনায় সিলমোহর দিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ড বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘চলতি বছর, গত ২৬ ফেব্রুয়ারি ফাস্ট বোলার মহম্মদ শামির অস্ত্রোপচার হয়। ডান পায়ের গোড়ালিতে সমস্য়া হয়েছিল ওঁর। বিসিসিআইয়ের মেডিক্য়াল টিমের পর্যবেক্ষণে রয়েছেন শামি। আসন্ন আইপিএল থেকে ছিটকে গিয়েছেন তিনি।’

    এবার শামি সোশ্যাল সাইটে তাঁর কয়েকটি ছবি পোস্ট করে অস্ত্রোপচার পরবর্তী সময়ের আপডেট দিয়েছেন। দেখা যাচ্ছে শামির গোড়ালি মুড়েছে সার্জিকাল টেপ। স্পষ্ট বোঝা যাচ্ছে সেলাইয়ের দাগ। তিনি বসে আছেন বিছানায়। যার এক পাশে রয়েছে ক্রাচ! শামির (Mohammed Shami) মুখ বিষণ্ণ। তিনি ১ কোটি ৩৬ লক্ষ ফলোয়ার্সের উদ্দেশে লেখেন, ‘সবাইকে হ্য়ালো, আমার আরোগ্য সংক্রান্ত আপডেট দিতে চাই আপনাদের। ১৫ দিন হয়ে গেল আমার অস্ত্রোপচারের, সদ্য়ই আমার সেলাই কাটা হয়েছে। আমি যেভাবে এগিয়ে যাচ্ছি, তার জন্য় আমি কৃতজ্ঞ। আমি এগিয়ে যাচ্ছি। আমার নিরাময় যাত্রার পরের পর্যায়ের অপেক্ষায় আছি।’ শামির এই পোস্টটি শেয়ার করে তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছে ভারতীয় বোর্ড।

    আরও পড়ুুন: “রাজ্যের ক্ষমতা নেই আটকানোর, রাজনীতি করবেন না”, সিএএ নিয়ে মমতাকে ‘শাহি’ তোপ

    শামির বিকল্প

    অস্ট্রেলিয়ার মাটিতে টানা তিনটি সিরিজ জয়ের স্বপ্ন দেখছে ভারত। চলতি বছরের শেষে অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টের সিরিজ খেলতে যাবে ভারত। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য এই সিরিজ গুরুত্বপূর্ণ। সে কথা ভেবেই মহম্মদ শামির বিকল্প পেসার খোঁজার রাস্তা শুরু করে দিয়েছে বোর্ড। জোরে বোলিংয়ের জন্য উমরান মালিকের সঙ্গে চুক্তি করা তারই একটা ধাপ বলে মনে করছে ক্রিকেট মহল। অস্ট্রেলিয়ার মাটিতে জোরে বোলিং কাজে লাগবে। অস্ত্রোপচারের পর শামি কতটা সুস্থ থাকবেন তা নিয়ে অনেকেরই সন্দেহ রয়েছে। তাই উমরানকে বিকল্প হিসাবে তৈরি করা হচ্ছে। 

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Umran Malik: নিজের রেকর্ড নিজেই ভাঙলেন! ভারতের ইতিহাসে সব থেকে জোরে বলটা করলেন উমরান

    Umran Malik: নিজের রেকর্ড নিজেই ভাঙলেন! ভারতের ইতিহাসে সব থেকে জোরে বলটা করলেন উমরান

    মাধ্যম নিউজ ডেস্ক: শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে প্রতি ঘণ্টায় ১৫৫ কিলোমিটার গতিতে বল করে ভারতীয় বোলারদের মধ্যে প্রতি ঘণ্টায় সবচেয়ে দ্রুত গতিতে বল করার নজির গড়েছিলেন উমরান। শ্রীলঙ্কার বিরুদ্ধেই প্রথম এক দিনের ম্যাচে সেই নজির ভেঙে দিলেন তিনি। বল করলেন প্রতি ঘণ্টায় ১৫৬ কিলোমিটার গতিতে। নিজের রেকর্ড নিজেই ভেঙে দুরন্ত গতির এক্সপ্রেস ছোটাচ্ছেন উমরান।

    উমরানের লক্ষ্য

    এদিনের খেলায় শ্রীলঙ্কার ইনিংসে ১৪তম ওভারে উমরানের হাত থেকে ভারতের ইতিহাসে সব থেকে জোরে বলটা বেরিয়ে আসে। ব্যাটার ছিলেন পাথুম নিশাঙ্ক। বল ছুঁতে পারেননি তিনি। গোটা ম্যাচ জুড়ে প্রতি ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করে গেলেন উপত্যকার এই পেসার। তার ফলও পেলেন। এদিন ৩টি উইকেট নিয়েছেন উমরান। ম্যাচ শেষে নিজের বোলিং প্রসঙ্গে উমরান বলেন, ‘‘পাটা উইকেট ছিল। আমি রোহিত ভাই, শামি ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম। ওরা বলেছিল উইকেট লক্ষ্য করে বল করতে। সেটাই করেছি। আমার কাজ হচ্ছে মাঝের ওভারে বল করতে এসে উইকেট তোলা। নিজের কাজটাই করছি। আশা করছি আগামী দিনে আরও ভাল বল করতে পারব।’’

    আরও পড়ুন: শচিনের রেকর্ডে ভাগ বসালেন বিরাট! শ্রীলঙ্কাকে হারিয়ে প্রথম একদিনের ম্যাচে জয় ভারতের

    এর আগে যশপ্রীত বুমরা ১৫৪ কিমি গতিতে বোলিং করেন। মহম্মদ শামিও ১৫৩ কিমিতে এবং নভদীপ সিং ১৫২ কিমিতে বোলিং করেন। সেদিক থেকে উমরান নিজেই ইতিহাস রচনা করলেন। তাঁর এই কৃতিত্ব বাকিদের ছাপিয়ে গেছে। এত গতিতে বোলিং এর আগে কোনও ভারতীয় বোলার করেননি। তাঁর এই বোলিং গতিবেগ হার মানায় বন্দে ভারত হাই স্পিড ট্রেনকেও। হাওড়া ও জলপাইগুড়ি এই ট্রেনের গতিবেগ প্রায় ১৩০ থেকে ১৬০ কিমি প্রতি ঘণ্টায়। উমরানও প্রতিদিন প্রায় এই গতিতেই বল করছেন। উমরানের নজর এখন পড়শি দেশ পাকিস্তানের দিকে। প্রাক্তন পাক পেসার শোয়েব আখতারের রেকর্ড ভাঙতে চান উমরান। ক্রিকেটে দ্রুততম বলের রেকর্ড এখনও শোয়েবের দখলে। ২০০৩ সালের বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে শোয়েবের একটি বলের গতি ছিল ঘণ্টায় ১৬১.৩ কিলোমিটার। যা এখনও পর্যন্ত দ্রুততম বল হিসাবে চিহ্নিত।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

  • Umran Malik: আগুন ঝড়ানো বোলিং! ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করে রেকর্ড উমরান মালিকের

    Umran Malik: আগুন ঝড়ানো বোলিং! ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করে রেকর্ড উমরান মালিকের

    মাধ্যম নিউজ ডেস্ক: গতির জন্যই ভারতীয় দলে সুযোগ পেয়েছিলেন জম্মু-কাশ্মীরের তরুণ পেসার উমরান মালিক। শ্রীলঙ্কার বিরুদ্ধে মুম্বইয়ের ওয়াংখেড়েতে প্রথম টি২০ ম্যাচে উমরান মালিকের (Umran Malik) হাত থেকে ধেয়ে এল আগুনের গোলা। এক্সপ্রেস গতির বোলার ফের একবার বুঝিয়ে দিলেন যে কেন তিনি আর গতি সমার্থক। ১৫৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করে তাক লাগিয়ে দিলেন জম্মুর তেইশ বছরের পেসার। এর আগে দেশের জার্সিতে, টি-২০ ফরম্যাটে কোনও ভারতীয় বোলার এত জোরে বল করেননি।

    ভারতীয়দের মধ্যে সবচেয়ে আগে

    এই ম্যাচে ভারতীয় দলের অভিজ্ঞ পেসার জসপ্রীত বুমরাহের রেকর্ড ভেঙে দেন জম্মু-কাশ্মীরের তরুণ প্রতিভা উমরান মালিক। ভারতীয়দের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে এত দিন পর্যন্ত সব থেকে বেশি গতিতে বোলিং করার রেকর্ড ছিল বুমরাহের দখলে। ১৫৩.৩৬ কিমি/ ঘণ্টাতে বোলিং করেছিলেন তিনি। কিন্তু সেই রেকর্ড ভেঙে দেন উমরান। এই ম্যাচে ১৫৫ কিমি/ ঘণ্টা বেগে বোলিং করেন তিনি। গতির বিচারে ভারতীয়দের মধ্যে তৃতীয় স্থানে রয়েছেন মহম্মদ শামি যিনি ১৫৫.৩ কিমি/ ঘণ্টা বেগে বোলিং করে বর্তমানে তৃতীয় স্থানে রয়েছেন। চতুর্থ স্থানে রয়েছেন নভদীপ সাইনি (১৫২.৮৫ কিমি/ ঘণ্টা)।

    লক্ষ্য শোয়েব আখতারের রেকর্ড

    উমরান শ্রীলঙ্কার বিরুদ্ধে নামার আগেই শোয়েব আখতারকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন। ‘শ্রীনগর এক্সপ্রেস’ দাবি করেছিলেন যে, তিনি ঠিক মতো সুযোগ পেলে আখতারের রেকর্ড ভেঙে দেবেন! ২০০৩ সালের বিশ্বকাপে ‘রাওয়ালপিণ্ডি এক্সপ্রেস’ সর্বাধিক ১৬১.৩ কিলোমিটার প্রতি ঘণ্টায় বল করেছিলেন। উমরান বলেন, ‘‘যদি ভাল বল করতে পারি, যদি ভাগ্যের সহায়তা পাই, তা হলে শোয়েব আখতারের রেকর্ড ভেঙে দেব। তবে এই রেকর্ড নিয়ে আমি একদমই চিন্তিত নই। আমার লক্ষ্য একটাই। শুধু দেশের হয়ে ভাল খেলতে চাই।’’ গতির থেকেও এখন সঠিক জায়গায় বল রাখার উপর গুরুত্ব দিচ্ছেন তিনি। উমরান বলেছেন, ‘‘ম্যাচের সময় কত জোরে বল করছি সেটা বোঝা যায় না। খেলার পর সাজঘরে ফিরে আসার পর জানতে পারি কত জোরে বল করেছি। মাঠে আমার লক্ষ্য থাকে সঠিক জায়গায় বল ফেলে উইকেট তুলে নেওয়া।’’

    আরও পড়ুন: ম্যাচের নায়ক শিবম মাভি! প্রথম টি-২০ ম্যাচে শ্রীলঙ্কাকে ২ রানে হারাল ভারত

    মঙ্গলবার, ভারতের বিরুদ্ধে জয়ের জন্য ১৬৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। দ্রুত উইকেট হারালেও শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা হাল ধরেন। দলকে জয়ের দোড়গোড়ায় পৌঁছে দেন তিনি। ২৭ বলে ৪৫ রানে ব্যাট করছিলেন শনাকা। উমরানের গতিতে হতচকিত হয়ে গিয়ে তিনি মিসটাইমিং করে ফেলেন। বল সোজা উড়ে যায় এক্সট্রা কভারে। যুজেবেন্দ্র চাহাল লোপ্পা ক্যাচ পেয়ে যান। উমরান এদিন নির্ধারিত কোটার বল করে ২৭ রান দেন। তুলে নেন দুই উইকেট। আন্তর্জাতিক কেরিয়ারে মাত্র নয় ম্যাচের অভিজ্ঞতা উমরানের। এরমধ্যে পাঁচটি একদিনের ম্যাচ ও চারটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। তাতেই এই রেকর্ড। 

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।  

  • India vs NZ: ওয়েলিংটনে নীল জলরাশির মাঝে হার্দিক, শ্রেয়স, ওয়াশিংটন সুন্দররা! জেনে নিন কবে কোথায় ম্যাচ

    India vs NZ: ওয়েলিংটনে নীল জলরাশির মাঝে হার্দিক, শ্রেয়স, ওয়াশিংটন সুন্দররা! জেনে নিন কবে কোথায় ম্যাচ

    মাধ্যম নিউজ ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতা এখন অতীত। সামনের দিকে তাকাতে চান হার্দিক পান্ডিয়ারা। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলতে নামার আগে ভারতীয় ক্রিকেটাররা বেশ ফুরফুরে মেজাজে। নিউজিল্যান্ডের মাটিতে ভারত তিনটি টি-টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে ম্যাচ খেলবে। তবে এই সফরে নেই রোহিত শর্মা, বিরাট কোহলির মতো তারকারা। তাদের বিশ্রাম দেওয়া হয়েছে। টি-টোয়েন্টি সিরিজে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। তাঁকে ২০২৪ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে অধিনায়ক হিসেবে অনেকেই চাইছেন। সেই অর্থে এই সিরিজ হার্দিকের কাছে গুরুত্বপূর্ণ। একদিনে সিরিজে ভারতকে নেতৃত্ব দেবেন শিখর ধাওয়ান।

    জলরাশির মাঝে

    ওয়েলিংটনে নীল জলরাশির হাতছানি উপেক্ষা করতে পারেননি শ্রেয়স আইয়ার, ওয়াশিংটন সুন্দররা। জার্সি খুলে, শটশ পরে তাঁরা নেমে পড়েছিলেন জলে। ওয়াশিংটন সুন্দর একটি ভিডিও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে খালি গায়ে বিচের উপর দিয়ে হেঁটে আসছেন হার্দিকরা। তাদের সিক্স প্যাক দেখে অনেকেই ফিটনেস নিয়ে প্রশংসা করেছেন। আসলে ভারতীয় ক্রিকেটাররা নিজেদের ফিট রাখার জন্য এখন অনেক বেশি সময় কাটান জিমে। শরীর গঠনের ওপরও তারা বাড়তি জোর দেন। খাদ্যাভাসেও এসেছে বদল। তাই শ্রেয়াস আইয়ারদের  এহেন ছবি ধরা পড়েছে।

     
     
     
     
     
    View this post on Instagram
     
     
     
     
     
     
     
     
     
     
     

    A post shared by Washington Sundar (@washisundar555)

    হার্দিক যা বললেন

    শুক্রবার ওয়েলিংটনে প্রথম ম্যাচ। হার্দিক বলেছেন, ” বিশ্বকাপ জিততে না পারার ব্যথা এখনও পুরোপুরি যায়নি। তবে আমাদের সামনের দিকে তাকাতে হবে। এই দলে যাঁরা আছে, তাঁরা প্রত্যেকেই দারুন প্রতিভাবান ও দক্ষ। আমার বিশ্বাস সিনিয়রদের অভাব বোঝা যাবে না। দু’বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপ। হাতে অনেকটা সময়। আশা করছি এখন থেকেই আমরা সঠিক দিশা ধরে এগিয়ে যেতে পারবো।”

    কবে-কখন-কোথায়

    ভারত বনাম নিউজিল্যান্ড টি২০ সিরিজের সূচি:

    প্ৰথম টি২০ শুরু হচ্ছে আগামী শুক্রবার, ১৮ নভেম্বর। ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে।
    দ্বিতীয় টি২০ হবে রবিবার (২০ নভেম্বর), মাউন্ট মাউনগানুইয়ের বে ওভাল স্টেডিয়ামে।
    তৃতীয় টি২০ মঙ্গলবার (২২ নভেম্বর), নেপিয়ারেট ম্যাকলিয়ন পার্কে।

    আরও পড়ুন: নেই কামিন্স, এলেন শার্দুল! কলকাতা নাইট রাইডার্সে নতুন মুখ

    ভারত বনাম নিউজিল্যান্ড ওয়ানডে, টি২০ সিরিজ কোথায় দেখা যাবে?

    ভারত বনাম নিউজিল্যান্ড টি২০ এবং ওয়ানডে লাইভ স্ট্রিমিং উপভোগ করা যাবে আমাজন প্রাইমে। টিভিতে সরাসরি ম্যাচ দেখা যাবে না।

    ভারতের টি২০ স্কোয়াড:

    হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্থ, ঈশান কিষান, শুভমান গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আইয়ার, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, দীপক চাহার, কুলদীপ যাদব, জুজবেন্দ্র চাহাল, হর্শল প্যাটেল, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, আর্শদীপ সিং, উমরান মালিক

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ। 

     

  • India Squad: আইপিএলে সাফল্যের পুরস্কার! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে উমরান, অর্শদীপ

    India Squad: আইপিএলে সাফল্যের পুরস্কার! দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-২০ সিরিজে উমরান, অর্শদীপ

    মাধ্যম নিউজ ডেস্ক: আইপিএল (IPL 2022) থেকে সোজা জাতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। এমনই লম্বা উড়ান দিলেন সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) ফাস্ট বোলার উমরান মালিক (Umran Malik) এবং পাঞ্জাব কিংসের (PBKS) বোলার অর্শদীপ সিং (Arshdeep Singh)। সাউথ আফ্রিকার বিরুদ্ধে (South Africa) টি-২০ সিরিজের (T-20 Series) ১৮ জনের ভারতীয় দলে জায়গা করে নিলেন এই দুই তরুণ ক্রিকেটার। জুন মাসের ৯ তারিখ থেকে শুরু হচ্ছে এই সিরিজ। 

    চলতি বছরই উমরান মালিককে দলে টেনেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। ১৩টি ম্যাচ খেলে ২১টি উইকেট নিয়েছেন তিনি। বল করার গড় গতিবেগ প্রতি ঘণ্টায় ১৫০ কিলোমিটার। পাঞ্জাব কিংসের হয়ে এই মরশুমে ১০টি উইকেট নিয়েছেন অর্শদীপ সিং। 

    টি-২০ সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন কেএল রাহুল (KL Rahul)। এই সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিত শর্মা (Rohit Sharma) ও বিরাট কোহলিকে (Kohli)। বিশ্রামে থাকবেন জসপ্রীত বুমরাহও (Bumrah)। লোকেশ রাহুলের সহকারীর দায়িত্ব পালন করবেন ঋষভ পন্ত (Pant)। 

    আরও পড়ুনঃ আইপিএলে অনন্য কীর্তি বিরাটের, ছুঁলেন এই মাইলস্টোন

    যেখানে বড় নামী ক্রিকেটাররা বাদ গেছেন সিরিজ থেকে সেখানে এই দুই তরুণ ক্রিকেটারদের দলে স্থান পাওয়ায় বিস্মিত হয়েছেন অনেকেই। শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) মতো অভিজ্ঞ ক্রিকেটারও এবার নিজের জায়গা করে নিতে পারেননি দলে। উমরান ও অর্শদীপ ছাড়া জায়গা পেয়েছেন হর্ষল প্যাটেল (Harshal Patel) ও আবেশ খান (Avesh Khan)। 

    রাহানে এবং চিতেশ্বর পুজারা এবছরের শুরুতেই শ্রীলঙ্কা সিরিজে নিজেদের জায়গা করতে পারেননি। যদিও পরবর্তীতে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজে খেলার সুযোগ পেয়েছিলেন। চারটে সেঞ্চুরি নিয়ে কামব্যাক করেন রাহানে। 

    আরও পড়ুনঃ উমরান মালিক থেকে লকি ফার্গুসন, একনজরে দেখে নিন আইপিএলের ফাস্ট বোলারদের

    পুরোনোদের মধ্যে দীনেশ কার্তিক (Dinesh Karthik) এবং হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) রয়েছেন দলে। ফর্মে না থাকা সত্ত্বেও স্থান পেয়েছেন ইশান কিষান (Ishan Kishan)। 

    এক নজরে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ভারতীয় টি-২০ দল: 

    লোকেশ রাহুল (অধিনায়ক), রুতুরাজ গায়কোয়াড়, ইশান কিষাণ, দীপক হুডা, শ্রেয়স আয়ার, ঋষভ পন্থ (উইকেটকিপার ও সহ-অধিনায়ক), দীনেশ কার্তিক, হার্দিক পান্ডিয়া, ভেঙ্কটেশ আয়ার, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, অক্ষর প্যাটেল, রবি বিষ্ণোই, ভুবনেশ্বর কুমার, হর্ষল প্যাটেল, আবেশ খান, অর্শদীপ সিং ও উমরান মালিক।  

     
     

LinkedIn
Share