Tag: Unrest Bangladesh

  • Bangladesh Hindu Attack: ফের বাংলাদেশে হামলার মুখে হিন্দু! প্রৌঢ়কে ধারাল অস্ত্রের কোপ, জ্যান্ত জ্বালানোর চেষ্টা

    Bangladesh Hindu Attack: ফের বাংলাদেশে হামলার মুখে হিন্দু! প্রৌঢ়কে ধারাল অস্ত্রের কোপ, জ্যান্ত জ্বালানোর চেষ্টা

    মাধ্যম নিউজ ডেস্ক: বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন (Bangladesh Hindu Attack) বেড়েই চলেছে। সম্প্রতি সেই তালিকায় নয়া সংযোজন হিন্দু প্রৌঢ় খোকন দাস। এবার ঘটনাস্থল শরিয়তপুরের ডামুড্যা। বুধবার রাতে কর্মস্থল থেকে বাড়ি ফিরছিলেন খোকনচন্দ্র দাস। রাস্তায় কয়েকজন দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে। মারধর করে। খোকনকে একদল উন্মত্ত জনতা ধারাল অস্ত্র দিয়ে কোপায় বলে অভিযোগ। এখানেই শেষ নয়। মারধর, শারীরিক নিগ্রহের পর তাঁর গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়! পেট্রোল ঢেলে জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা করা হয়। তবে কাছে থাকা পুকুরে ঝাঁপ দিয়ে কোনওরকমে প্রাণরক্ষা করেন তিনি।

    খোকনচন্দ্রের অবস্থা সঙ্কটজনক

    ডামুড্যা থানার পুলিশের তরফে জানানো হয়েছে, বুধবার রাত সাড়ে ৯টার দিকে ডামুড্যার কনেশ্বর ইউনিয়নের কেউরভাঙার কাছে এই ঘটনা ঘটে। খোকন পেশায় গ্রাম্য চিকিৎসক ও ওষুধ বিক্রেতা। তিনি অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। তাঁর কাছে টাকা ছিল। পথে দুষ্কৃতীরা সেই অটোরিকশা থামিয়ে খোকনকে নামিয়ে আনে ও তাঁকে মারধর শুরু করে। থানার এক আধিকারিক জানিয়েছেন, “দুষ্কৃতীরা খোকনের তলপেটে ছুরি মেরে তাঁর কাছে থাকা নগদ টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এরপর তাঁর শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। প্রাণ বাঁচাতে খোকন পুকুরে ঝাঁপ দেন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে শরিয়তপুর সদর হাসপাতালে নিয়ে যান।” তবে শেষ খবর পাওয়া পর্যন্ত খোকনের শারীরিক অবস্থা সঙ্কটজনক। তাঁকে ঢাকার হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

    কেন এই নির্মমতা? প্রশ্ন খোকনের স্ত্রীর

    ঘটনায় বাকরুদ্ধ খোকন দাসের (Bangladesh Hindu Attack) স্ত্রী সীমা। সর্বভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে সীমা বলেছেন, তিনি বুঝতে পারছেন না কেন তাঁর স্বামী খোকনচন্দ্র দাসকে এত নৃশংসভাবে আক্রমণ করা হল। এলাকায় তাঁদের কোনও শত্রু ছিল না বলেই দাবি সীমা দাসের। সীমার কথায়, “কারোর সঙ্গে কোনও বিষয়ে আমাদের বিরোধ নেই। আমরা বুঝতে পারছি না কেন হঠাৎ আমার স্বামীকে নিশানা করা হল।” এই কথা বলেই তিনি কান্নায় ভেঙে পড়েন। এক স্থানীয় বাসিন্দা জানান যে, চিকিৎসকরা খোকন দাসের একটি চোখে অস্ত্রোপচার করেছেন এবং তাঁকে শীঘ্রই আইসিইউ-তে স্থানান্তর করা হবে। বাংলাদেশে যাঁরা এই ঘটনার কথা বলেছেন, তাদের বেশিরভাগই পরিচয় গোপন রাখার অনুরোধ করেছেন। যা স্থানীয় সংখ্যালঘুদের মধ্যেকার ভয়ের মাত্রার ইঙ্গিত।

    আমরা হিন্দু! শুধু শান্তিতে বাঁচতে চাই

    খোকনের স্ত্রী সীমা দাস বলেন, “আমরা হিন্দু। আমরা শুধু শান্তিতে বাঁচতে চাই। হামলাকারীরা মুসলিম এবং পুলিশ তাদের গ্রেফতারের চেষ্টা করছে। আমি সরকারের কাছে সাহায্যের জন্য অনুরোধ করছি।” তিনি আরও জানান, হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা তাঁর স্বামী হামলাকারীদের মধ্যে দু’জনকে চিনতে পেরেছেন। সীমার দাবি, “এ কারণেই ওরা আমার স্বামীর মাথা ও মুখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়।” এই ঘটনা সামনে আসার পর বাংলাদেশে হিন্দুদের (Bangladesh Hindu Attack) নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে। কারণ গত দুই সপ্তাহে মধ্যে এরকম ঘটনা তিনবার ঘটল। কিছুদিন আগে দীপুচন্দ্র দাসকে জ্যান্ত জ্বালিয়ে খুন করে দুষ্কৃতীরা। তারপর রাজবাড়িতে সম্রাট নামে এক যুবকেরও গণপিটুনিতে মৃত্যু হয়। উল্লেখ্য, এর আগে গত ২৪ ডিসেম্বর বাংলাদেশের কালিমোহর ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় ২৯ বছরের যুবক অমৃত মণ্ডলকে পিটিয়ে খুন করা হয় বলে অভিযোগ। গত ১৮ ডিসেম্বর ময়মনসিংহের ভালুকা উপজেলায় ২৫ বছরের দীপু চন্দ্র দাসকে পিটিয়ে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়। এরপর আগুন লাগানো হয় শরীরে। আর এবার খুনের চেষ্টা করা হল খোকনকে।

    সংখ্যালঘুদের নিরাপত্তা কেন নিশ্চিত করা হবে না?

    খোকন দাস রাজধানী ঢাকা থেকে ১৫০ কিলোমিটার দূরে তাঁর গ্রামে ওষুধের দোকান ও মোবাইল ব্যাঙ্কিংয়ের ব্যবসা করতেন। বুধবার দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে তাঁর ওপর এই হামলা হয়। অগ্নিদগ্ধ অবস্থায় তিনি একটি পুকুরে ঝাঁপ দিতে পেরেছিলেন। ফলে তাঁর মাথা ও মুখ আগুনে পুড়ে গেলেও শরীরের বাকি অংশটা ঠিক আছে। বীভৎস নির্যাতনের পর হামলাকারীরা পালিয়ে যায়। খোকনকে খুনের চেষ্টার ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়েছে কি না জানা যায়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত চলছে। এর আগে দুই যুবকের মৃত্যুর খবরে ক্ষোভ প্রকাশ করেছিল ভারত। হিন্দু বা সংখ্যালঘুদের নিরাপত্তা কেন নিশ্চিত করা হবে না? সেই প্রশ্ন তুলেছিল ভারতের বিদেশ মন্ত্রক।

    হিন্দু হামলার নিন্দা

    সীমা দাস ও খোকন দাসের তিন সন্তান রয়েছে। সন্তানদের (Bangladesh Hindu Attack) মধ্যে একজন জানিয়েছে যে, তাদের বাবার শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং শরীরকে স্থিতিশীল করতে অন্তত ছয় ইউনিট রক্ত ​​প্রয়োজন। খোকনের স্ত্রীর বক্তব্য, “কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে জানি না। আমরা বিচার চাই। আমার স্বামী সরল মানুষ। কারও ক্ষতি করেননি।” মহম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে বাংলাদেশে হিন্দু-সহ সংখ্যালঘুদের ওপর হিংসা বেড়ে চলেছে, যা বিশ্বজুড়ে ক্ষোভ তৈরি করছে। বেশ কয়েকটি মানবাধিকার সংগঠন এই হামলার নিন্দাও করেছে। ইউনূসের সঙ্গে কর্মরত আধিকারিকরা সংখ্যালঘুদের সুরক্ষা দিচ্ছেন বলে দাবি করলেও, বাস্তব পরিস্থিতি ভিন্ন।

LinkedIn
Share