Tag: UP Coromandel Express

UP Coromandel Express

  • Coromandel Express: গন্তব্য চেন্নাই, হাজার হাতের প্রার্থনা নিয়ে যাত্রা শুরু আপ করমণ্ডল এক্সপ্রেসের

    Coromandel Express: গন্তব্য চেন্নাই, হাজার হাতের প্রার্থনা নিয়ে যাত্রা শুরু আপ করমণ্ডল এক্সপ্রেসের

    মাধ্যম নিউজ ডেস্ক: ৫ দিন আগে চালক মোহান্তি শালিমার থেকে চাকা গড়িয়েছিলেন করমণ্ডলের (Coromandel Express)। তখনও অবশ্য মোহান্তি জানতেন না বালাসোরে ঠিক কী ভয়ঙ্কর অভিজ্ঞতা অপেক্ষা করছে ট্রেনযাত্রীদের জন্য! শুক্রবার সন্ধ্যায় সেই ভয়ানক দুর্ঘটনাকে সামলে উঠে ফের গড়াল করমণ্ডলের চাকা। বুধবার শালিমার স্টেশন থেকে দুপুর ৩টে ২০ মিনিটে ছাড়ল এক্সপ্রেস। প্রায় ১২০ ঘণ্টা পরে প্ল্যাটফর্মের মাইকে পরিচিত রেকর্ডিং বেজে উঠল, ‘‘এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ১২৮৪১ আপ করমণ্ডল এক্সপ্রেস ছাড়তে চলেছে।’’ আগের রুট ধরেই ২৭ ঘণ্টার জার্নি শেষে করমণ্ডল পৌঁছবে তার গন্তব্য চেন্নাইতে। অভিশপ্ত বাহানাগা স্টেশন পার হবে ঠিক সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে। ট্রেনের যাত্রীরা দেখবেন সেই মৃত্যুপুরী যা দিনকয়েক আগেও হাহাকার, কান্না, উদ্বেগের সাক্ষী থেকেছে। মায়ের কাছ থেকে ছেলে কেড়েছে, সন্তানের কাছ থেকে কেড়েছে বাবা! বালাসোরের যে ট্রাকে স্পর্ধার সঙ্গে উচ্চগতিতে সাইরেন বাজিয়ে এগিয়ে চলত রেল, সেখানেই সারিবদ্ধ ভাবে সোয়ানো ছিল মৃতদেহগুলি। কেউ যাচ্ছিলেন ডাক্তার দেখাতে, কেউ বা পরিযায়ী শ্রমিকের কাজে। আজ অবশ্য একবারের জন্য হলেও বাহানাগা স্টেশন পেরতে গিয়ে আবেগপ্রবণ হবেন ট্রেনের চালক থেকে যাত্রী প্রত্যেকেই! সন্ধ্যার আবছা আলোয় যাত্রীরা জানলা দিয়ে খোঁজার চেষ্টা করবেন দুর্ঘটনার চিহ্নগুলিকে। চালকও নিশ্চয় দেখবেন মেইন লাইন ও লুপ লাইনের সংযোগস্থলটি।

    ট্রেন ছাড়ার সময়কার দৃশ্য

    এদিন নির্ধারিত সময়ের ৬ মিনিট পরে যাত্রা শুরু করে করে করমণ্ডল। যাত্রীরা পরস্পরের সঙ্গে শুক্রবার দুর্ঘটনার আলোচনা করতে থাকেন। ট্রেন যখন ছাড়ল কেউ কেউ চাপা উত্তেজনায় তাকালেন জানলার বাইরে। তেমনই এক যাত্রী চেন্নাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন। তাঁর কথায়, ‘‘কী করব, কাজের জন্য যেতে তো হবেই। ভগবান ভরসা।’’

    ৫১ ঘণ্টা পরে সারাই হয় ট্রাক, চোখে জল রেলমন্ত্রীর

    দুর্ঘটনার ৫১ ঘণ্টা পরে রেললাইন মেরামতের কাজ সম্পূর্ণ হয়। পরীক্ষামূলকভাবে চালানো হয় মালগাড়ি। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে থেকে প্রার্থনা করতে থাকেন রেলমন্ত্রী। মালগাড়ির চাকা গড়াতেই চোখে জল আসে অশ্বিনী বৈষ্ণবের। মঙ্গলবার দক্ষিণ-পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বলেন, ‘‘রেলপথ সারাইয়ের কাজ হয়ে গিয়েছে। আগের রুট ধরেই এগিয়ে যাবে করমণ্ডল এক্সপ্রেস।’’

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

LinkedIn
Share