Tag: UPI Payment

UPI Payment

  • UPI in Quatar: কাতারে চালু ইউপিআই, বিদেশেও অর্থনীতির পথ সুগম করছে ভারতীয় অ্যাপ

    UPI in Quatar: কাতারে চালু ইউপিআই, বিদেশেও অর্থনীতির পথ সুগম করছে ভারতীয় অ্যাপ

    মাধ্যম নিউজ ডেস্ক: এবার থেকে কাতারেও চলবে ইউপিআই। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বৃহস্পতিবার কাতার ন্যাশনাল ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে। এর ফলে কয়েক দিনের মধ্যেই কাতারে চালু হয়ে যাবে ইউ পি আই (UPI in Quatar) । ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশনের তরফে তাঁদের আন্তর্জাতিক শাখা ইন্টারন্যাশনাল পেমেন্ট লিমিটেডের সঙ্গে (UPI Global) এই মৌ চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

    কাতারে ব্যবসায় সাহায্য করবে ইউপিআই (UPI in Quatar)

    প্রসঙ্গত কাতার ন্যাশনাল ব্যাংক আরব দুনিয়া এবং আফ্রিকার সবথেকে বড় অর্থনৈতিক প্রতিষ্ঠান। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া তরফে অনুভব শর্মা বলেন, “আমাদের বিশ্বাস (UPI in Quatar) এই উদ্যোগের ফলে যে সমস্ত ভারতীয় ওই দেশে বেড়াতে যাবেন বা বিভিন্ন কাজে যাবেন, তাঁরা উপকৃত হবেন। তাঁরা সহজেই তাঁদের ফোনের মাধ্যমে প্রদেয় অর্থ মিটিয়ে দিতে পারবেন। ভারতে সরাসরি ভিম অ্যাপের মাধ্যমে ইউপিআই ব্যবহার করা যায়। অন্যদিকে থার্ড পার্টি আর যেমন গুগল পে, আমাজন পে, ফোন পে, ভারত পে, পেটিএম ছাড়াও আরও অনেক অ্যাপের মাধ্যমে ইউপিআই ব্যবহার করা যায়।

    বহু দেশে চালু রয়েছে ইউপিআই (UPI Global)

    কাতার ন্যাশনাল ব্যাংক-এর আধিকারিক আলি আল মালকি জানিয়েছেন, এই নতুন (UPI in Quatar) পেমেন্ট ব্যবস্থার মাধ্যমে কাতারে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে একটা বড় বদল আসবে। এর মাধ্যমে মানুষের বেড়ানোর অভিজ্ঞতা আরও ভালো হবে। ইউপিআই (UPI Global) পেমেন্টের ফলে কাতারের ব্যবসায়ও লাভ হবে। সহজে লেনদেন লেনদেনের জন্য ইউপিআই খুবই ভালো ব্যবস্থা। কাতার ছাড়াও ওমান, সংযুক্ত আমিরশাহী, মালেশিয়া, সিঙ্গাপুর, ব্রিটেন, ফ্রান্স, মরিশাস, প্রতিবেশী ভুটান, নেপাল সহ আরও বহু দেশে ইউপিআই ব্যবস্থা লেনদেনের ক্ষেত্রে চালু রয়েছে।

     

     

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

     

  • UPI: বিশ্বে এক নম্বর! মোদি জমানায় মোবাইল ওয়ালেট পেমেন্টে শীর্ষে ভারত

    UPI: বিশ্বে এক নম্বর! মোদি জমানায় মোবাইল ওয়ালেট পেমেন্টে শীর্ষে ভারত

    মাধ্যম নিউজ ডেস্ক: ইউপিআই (UPI) পেমেন্টে ভারতের জয়জয়কার। ভারতের (Digital India) প্রায় ৯১ শতাংশ জনতা এখন অনলাইন পেমেন্ট ব্যবহার করে। ফিনান্সিয়াল সার্ভিসেস কনজিউমার সার্ভিসেস গ্লোবাল ডেটা ২০২৩ অনুসারে ভারত এখন মোবাইল ওয়ালেট পেমেন্টে এক নম্বর স্থান অর্জন করেছে। ভারতের ৯০.৮০ শতাংশ মানুষ এখন ব্যবহার করছে অনলাইন পেমেন্ট (UPI Payment)।

    ইউপিআই ব্যবহারে শীর্ষে ভারত

    ২০২৪-এর এপ্রিল মাসে ভারতের (India) ইউপিআই পেমেন্ট ব্যবস্থা ব্যবহারর ক্ষেত্রে এই যাবৎকালের শীর্ষে ছিল। দৈনিক ১৯.৬৪ লক্ষ কোটি টাকা ইউপিআই পেমেন্ট হয়েছে দেশজুড়ে। চলতি বছর মে মাসেও ইউপিআই ধারাবাহিকতা ধরে রাখতে সক্ষম হয়েছিল। যদিও মে মাসে একটু কম ইউপিআই (UPI) ব্যবহার হয়েছে। ১৫ মে পর্যন্ত দৈনিক গড়ে ১০.৭০ লক্ষ কোটি টাকার ইউপিআই পেমেন্ট ব্যবহার হয়েছে।

    প্রধানমন্ত্রীর স্বপ্ন ডিজিটাল ইন্ডিয়া (Digital India)

    ডিজিটাল পেমেন্টের এই ব্যাপক অগ্রগতি ভারতের যুব সমাজের ডিজিটাল প্রযুক্তিকে আপন করে নেওয়ার একটা বড় প্রমাণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) আগেই ডিজিটাল ইন্ডিয়ার (Digital India) লক্ষ্যে একাধিক প্রকল্প ঘোষণা করেছেন। এরই অঙ্গ ছিল ইউপিআই পেমেন্ট ব্যবস্থা। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী প্রচারেও ইউপিআই পেমেন্টকে তুলে ধরা হয়েছে। মোদি জমানায় ডিজিটাল ব্যবস্থাকে বিশ্ব দরবারে তুলে ধরা হয়েছে। ভারতের রূপে কার্ড (Rupay Card) ব্যবস্থা বিশ্বের নানা প্রান্তে ব্যবহার হচ্ছে।

    কোভিডের সময় ইউপিআই-এর উত্থান

    প্রসঙ্গত কোভিড মহামারি ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে ক্ষেত্রে একটা বড় ধাক্কা দিয়েছিল। কোভিডর (Covid-19) সময় অনলাইন পেমেন্ট এক ধাক্কায় অনেকটাই বেড়ে যায়। সেই সময় সামাজিক দূরত্ব বিধি ইউপিআই পেমেন্টকে সাহায্য করেছিল। দেখা গেছে কোভিডের সময় থেকেই মোবাইল ওয়ালেট, ইউপিআই এবং ভিম (BHIM) পেমেন্ট ব্যবস্থা সহ সমস্ত ধরনের অনলাইন পেমেন্ট (Digital India) ব্যবস্থার গ্রাফ ঊর্ধ্বমুখী ছিল। গ্লোবাল ডেটা এনালিস্ট রবি শর্মা জানিয়েছেন, সারা পৃথিবীতেই কোভিড পরবর্তী সময়ে অনলাইন পেমেন্ট ব্যবস্থা কদর বেড়েছিল। হংকং এর মত ছোট দেশেও কোভিড পরবর্তীকালে নগদ টাকার ব্যবহার কমে যায়।

    আরও পড়ুন: Google Wallet: গুগল পে, ফোন পে-র দিন কি শেষ! ভারতে চলে এল গুগল ওয়ালেট

    কিন্তু পরবর্তীকালে দেখা যায় বিভিন্ন দেশে নগদ টাকার ব্যবহার ফের ফিরে আসে। ভারতে সেটা হয়নি। ডিজিটাল ভারতের (Digital India) ঘরে ঘরে ফোর জি কিংবা ফাইভ জি অ্যান্ড্রয়েড। তাই ইউপিআই (UPI) পেমেন্ট শহর হোক কিংবা মফস্বল অঞ্চল, সব জায়গায় মানুষ এখন মোবাইল পেমেন্টে স্বাচ্ছন্দ্যবোধ করেন। প্রত্যন্ত গ্রামেও ব্যবহার হচ্ছে ডিজিটাল পেমেন্ট।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • Google Wallet: গুগল পে, ফোন পে-র দিন কি শেষ! ভারতে চলে এল গুগল ওয়ালেট

    Google Wallet: গুগল পে, ফোন পে-র দিন কি শেষ! ভারতে চলে এল গুগল ওয়ালেট

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতে এল গুগল ওয়ালেট (Google Wallet) । তবে চিন্তার কারণ নেই। এখনই বন্ধ হচ্ছে না গুগল পে। তবে গুগল পে থাকতে কেন প্রয়োজন হল গুগল ওয়ালেটের (Google wallet)?

    ২০টি ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করেছে গুগল

    গুগল ওয়ালেট (Google Wallet) গ্রাহকের অনলাইন ডিজিটাল নথি একত্রে এবং সুরক্ষিত রাখতে সাহায্য করবে। সংস্থার দাবি, এই ডিজিটাল ওয়ালেট উপভোক্তার দৈনন্দিন কাজ সহজতর করে তুলবে। ভারতের বড় বড় ২০টি খ্যাতনামা ব্র্যান্ডের সঙ্গে চুক্তি করেছে গুগল। যার মধ্যে রয়েছে, কোচি মেট্রো, পিভিআর, আইনক্স, এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো, ফ্লিপকার্ট, পাইন ল্যাবস এবং অভিবাস নামে একটি সংস্থা। গুগল ওয়ালেটের মাধ্যমে সিনেমা দেখা, ইভেন্টে যোগদান, বাসে বা গাড়িতে ঘোরাফেরা, গিফট কার্ড সংগ্রহ ইত্যাদিকরা যাবেন। এই গুগল ওয়ালেটে গ্রাহকের ডিজিটাল নথিপত্র যথাযথভাবে সংরক্ষিত থাকবে

    গুগল ওয়ালেটের লাভ (Google wallet)

     গুগল ওয়ালেটের (Google Wallet) মাধ্যমে বিভিন্ন ধরণের কার্ড, লয়ালটি কার্ড, গিফট কার্ড ইত্যাদি সঞ্চয় করে রাখতে পারেন। যদিও এই মুহুর্তে যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন, শুধু তারাই এই গুগল ওয়ালেট ব্যবহার করতে পারবেন বলে জানা গিয়েছে।

    আরও পড়ুন: প্রাইভেট মোডে নজরদারী! ৫০০ কোটি ডলার ক্ষতিপূরণ দিতে হবে গুগল-কে

    বুধবার (Google Wallet) শুরু হল পথচলা

    বুধবার ভারতে গুগল পিক্সেল এইট এ-র সঙ্গে লঞ্চ হয়েছে গুগল ওয়ালেট অ্যাপ। ইতিমধ্যেই প্লে স্টোরে ৫০ কোটির বেশি অ্যাপ ডাউনলোড হয়েছে। এই ওয়ালেটের মাধ্যমে দৈনন্দিন কেনাকাটা থেকে শুরু করে টিকিট কাটার ফলে যে গিফট কার্ড পাওয়া যায় তা সঞ্চয় করা যাবে। তবে এখনই ভারতে গুগল ওয়ালেটে নিজস্ব ব্যাংকের ক্রেডিট বা ডেবিট কার্ডের তথ্য লিংক করা যাবে না। এই পরিষেবা আধুনিক বিশ্বের কয়েকটি দেশে আগে থেকে উপলব্ধ রয়েছে। সংস্থার তরফে জানানো হয়েছে গুগল ওয়ালেট চালু হলেও গুগল পে নিয়ে চিন্তার কোনও কারণ নেই। দুটি অ্যাপই পাশাপাশি ব্যবহার করা যাবে। তবে শুধুমাত্র এন্ড্রয়েড ভার্সনেই পাওয়া যাচ্ছে গুগল ওয়ালেট। ভারতে গুগল ওয়ালেটের বিটা ভার্সন চালু হয়েছে। যাতে শুধুমাত্র লয়ালিটি কার্ড, গিফট কার্ড ও ট্রান্সপোর্ট পাস অপশন পাওয়া যাচ্ছে। ওয়ালেট পূর্ণাঙ্গ চালু হতে এখনো বেশ কয়েকদিন লাগবে বলে সংস্থা সূত্রে খবর।

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের  Whatsapp, FacebookTwitter, Telegram এবং Google News পেজ।

  • UPI Payment: নেপালে ইউপিআই দিয়ে পেমেন্ট! খুশি ভারতীয় পর্যটকরা

    UPI Payment: নেপালে ইউপিআই দিয়ে পেমেন্ট! খুশি ভারতীয় পর্যটকরা

    মাধ্যম নিউজ ডেস্ক: ভারতীয়রা নেপালে ইউপিআই-এর (UPI Payment) মাধ্যমে টাকার লেনদেন করতে পারবেন। শ্রীলঙ্কা, ফ্রান্স, মালদ্বীপের মতো এবার ভারতীয় পর্যটকরা নেপালে গিয়ে গুগল পে, ফোন পে, পেটিএম ব্যবহার করে লেনদেন করতে পারবেন। কোনও পর্যটকের কাছে নগদ টাকা না থাকলে সমস্যায় পড়তে হবে না। স্বাভাবিকভাবেই নেপালে ইউপিআই চালু হলে, নেপাল ও ভারতের নাগরিকদের মধ্যে আর্থিক লেনদেন সহজসাধ্য হবে।

    নেপালে ইউপিআই-এর সুবিধা

    এনসিপিসিআই ইন্টারন্যাশনাল পেমেন্টস লিমিটেড (NIPCL), ন্য়াশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার (NPCI) আন্তর্জাতিক শাখা ও ফোন পে পেমেন্টস সার্ভিস লিমিটেড, নেপালের পেমেন্ট নেটওয়ার্কের তরফে সম্প্রতি ঘোষণা করা হয় দুই দেশের নাগরিকদের মধ্যে ইউপিআই-এর মাধ্যমে নগদের লেনদেনে আর বাধা রইল না। ভারতীয় নাগরিকরা বা ইউপিআই (UPI Payment) ব্যবহারকারীরা কিউআর কোড স্ক্যান করে নেপালি ব্যবসায়ীদের পেমেন্ট করতে পারবেন। এনআইপিএল-এর চিফ এক্সিকিউটিভ অফিসারের কথায়, ‘আমরা নেপালে ইউপিআই পেমেন্ট পদ্ধতি চালু করতে পেরে ও ফোন-পে-এর সঙ্গে হাত মেলাতে পেরে আনন্দিত। আমাদের এই উদ্যোগ একদিকে ডিজিটাল পেমেন্টে মানুষকে আরও বেশি উৎসাহিত করবে। অপরদিকে ব্যবসায়িক দিক থেকে সুবিধাজনক হবে। নতুন এক দিক খুলে দেবে। এর ফলে দুই দেশের বন্ধন আরও মজবুত হবে।’

    আরও পড়ুন: ১৫ মার্চের মধ্যেই ২ নির্বাচন কমিশনার নিয়োগ! বৈঠকে বসছেন মোদি

    জনপ্রিয় মাধ্যম ইউপিআই

    বর্তমানে সিঙ্গাপুর, ফ্রান্স, কানাডা, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহি সহ একাধিক দেশে ইউপিআই অ্যাপ (UPI Payment) ব্যবহার করে ডিজিটাল পদ্ধতিতে নগদের লেনদেনের সুবিধা মিলছে। ডিজিটাল পেমেন্টের বিভিন্ন মাধ্যমের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ইউপিআই। টাকা পাঠানো, কেনাকাটা করা, ফোনের রিচার্জ কিংবা বিদ্যুতের বিল দেওয়া— সর্বত্রই এখন ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ‘ইউপিআই’-এর মাধ্যমে লেনদেন বাড়ছে। এনআইপিএলের প্রধান নির্বাহী কর্মকর্তা রিতেশ শুক্লা এ প্রসঙ্গে বলেন, “এই উদ্যোগটি শুধুমাত্র ডিজিটাল পেমেন্ট সেক্টরে উদ্ভাবনের প্রতি আমাদের প্রতিশ্রুতিই প্রতিফলিত করে না, বরং বাণিজ্যের জন্য নতুন রাস্তা তৈরি করার, দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদার করার প্রতি আমাদের উদ্দাম আগ্রহকেও প্রতিফলিত করে। অন্যদিকে, ফোনপে (Fonepay) এর প্রধান কার্যনির্বাহী আধিকারিক ডি কুমার দাবি করেছেন যে এর (UPI) ফলে দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক, বাণিজ্য ও পর্যটনের উল্লেখযোগ্য উন্নতি হবে। এটি অর্থনৈতিক সমৃদ্ধি ও অগ্রগতির দিকে নিয়ে যাবে। 

     

    দেশের খবরদশের খবরসব খবরসবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • Digital Panchayat: স্বাধীনতা দিবস থেকেই পঞ্চায়েতে ডিজিটাল লেনদেন, নির্দেশ কেন্দ্রের

    Digital Panchayat: স্বাধীনতা দিবস থেকেই পঞ্চায়েতে ডিজিটাল লেনদেন, নির্দেশ কেন্দ্রের

    মাধ্যম নিউজ ডেস্ক: পঞ্চায়েত স্তরে আর্থিক দুর্নীতি ঠেকাতে দেশের সব পঞ্চায়েতে (Digital Panchayat) এই স্বাধীনতা দিবস থেকে ডিজিটাল পেমেন্ট বাধ্যতামূলক করা হল। পঞ্চায়েতগুলিতে ডিজিটাল লেনদেন চালু করতে রাজ্যগুলিকে নির্দেশ পাঠাল পঞ্চায়েত মন্ত্রক। কেন্দ্রের যুক্তি, এই নয়া পদ্ধতি আর্থিক স্বচ্ছতা আনবে। আর্থিক অনিয়ম নিয়ে গ্রামবাসীদেরও কোনও অভিযোগ থাকবে না। এই মর্মে দেশের সব রাজ্যের মুখ্য সচিবদের চিঠি পাঠিয়েছে কেন্দ্রীয় পঞ্চায়েতি রাজ মন্ত্রক। 

    পঞ্চায়েতে ইউপিআই লেনদেন

    চলতি বছরের ১৫ই অগস্টের পর থেকে, উন্নয়নমূলক কাজ হোক বা রাজস্ব সংগ্রহ – পঞ্চায়েত (Digital Panchayat) স্তরের কোনও কাজে নগদ লেনদেন করা যাবে না। সার্ভিস প্রোভাইডারদের সঙ্গে দেশের প্রত্যেকটি পঞ্চায়েতকে বৈঠক করার নির্দেশ দেওয়া হয়েছে। আজ শুক্রবার (৩০ জুন), এই বৈঠক করতে হবে। ৩০ জুলাইয়ের মধ্যে এই ব্যবস্থা চূড়ান্ত করতে হবে। ইউপিআই লেনদেনে সক্ষম হওয়ার পর, প্রত্যেক রাজ্যের মুখ্যমন্ত্রী বা সংশ্লিষ্ট রাজ্যের সাংসদ বা বিধায়কদের উপস্থিতিতে, সেই পঞ্চায়েতগুলিকে ডিজিটাল লেনদেনে সক্ষম বলে ঘোষণা করা উচিত বলে জানিয়েছে পঞ্চায়েতি রাজ মন্ত্রক।

    দুর্নীতি দমন করবে ডিজিটাল লেনদেন

    রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে এই মন্ত্রকের তরফে লেখা একটি চিঠিতে বলা হয়েছে যে, প্রায় ৯৮ শতাংশ পঞ্চায়েত (Digital Panchayat) ইতিমধ্যেই ইউপিআই ভিত্তিক আর্থিক লেনদেন শুরু করেছে। পাবলিক ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের (PMFS) মাধ্যমে প্রায় ১.৫ লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে। এখন পঞ্চায়েতগুলি থেকে ডিজিটালভাবে টাকার লেনদেন করা হবে। চেক ও নগদ অর্থ প্রদান প্রায় বন্ধ হয়ে যাবে। পঞ্চায়েতি রাজ মন্ত্রকের সচিব, সুনীল কুমার জানিয়েছেন,“পাবলিক ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম এর মাধ্যমে প্রায় ১.৫ লক্ষ কোটি টাকার অর্থপ্রদান করা হয়েছে। পঞ্চায়েতগুলিতে অর্থপ্রদান এখন ডিজিটাল পদ্ধতিতেই করা হচ্ছে। চেক এবং নগদে অর্থপ্রদান প্রায় বন্ধই হয়ে গিয়েছে। এখন প্রায় সব পঞ্চায়েতেই ডিজিটাল পেমেন্ট শুরু হয়ে গিয়েছে। আমরা ইতিমধ্যেই প্রায় ৯৮ শতাংশ পঞ্চায়েত কভার করে ফেলেছি।”

    আরও পড়ুুন: বাদল অধিবেশনেই সংসদে পেশ অভিন্ন দেওয়ানি বিধি বিল! ভাবনা মোদি সরকারের

    পঞ্চায়েতি রাজ মন্ত্রকের প্রতিমন্ত্রী কপিল মোরেশ্বর পাতিলের দাবি, ডিজিটাল লেনদেন দুর্নীতি দমনে সাহায্য করবে। তিনি বলেছেন, “বেশিরভাগ পঞ্চায়েত এখন ডিজিটাল পেমেন্ট ব্যবহার করছে। এটি দুর্নীতি রোধে সাহায্য করবে। পরিকল্পনা থেকে অর্থপ্রদান, সবকিছুই আজকাল ডিজিটালভাবে করা হচ্ছে।”

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের FacebookTwitter এবং Google News পেজ।

  • UPI Credit Card Link: এবার ক্রেডিট কার্ডও আসছে UPI পেমেন্টের আওতায়! কী বলছে RBI?

    UPI Credit Card Link: এবার ক্রেডিট কার্ডও আসছে UPI পেমেন্টের আওতায়! কী বলছে RBI?

    মাধ্যম নিউজ ডেস্ক: বুধবার রেপো রেট (Repo Rate) বাড়ানোর ঘোষণা করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India)। একইসঙ্গে ‘রুপে’ ক্রেডিট কার্ড (Rupay Credit Card) নিয়েও বড়সড় ঘোষণা করলেন শীর্ষ ব্যাঙ্কের গভর্নর শক্তিকান্ত দাস (Shaktikanta Das)। 

     

    আরবিআই (RBI) গভর্নর এদিন বলেন, “দেশে এবার ধীরে ধীরে ক্রেডিট কার্ডকেও ইউপিআই (UPI পেমেন্টের আওতায় অন্তর্ভুক্ত করা হবে। প্রথমে রুপে ক্রেডিট কার্ডকে ইউপিআই প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত করা যাবে। পেমেন্ট ইনফ্রা ফান্ড স্কিমে পরিবর্তন আনা হবে। পরবর্তীকালে, সবকটি ক্রেডিট কার্ডকেই আনা হবে।”

    আরও পড়ুন: দুমাসে দুবার! ফের রেপো রেট বাড়াল রিজার্ভ ব্যাঙ্ক, কতটা সমস্যায় মধ্যবিত্ত?

    বর্তমানে দেশে ইউনিফায়েড পেমেন্ট ইন্টারফেস (Unified Payments Interface) বা ইউপিআই প্ল্যাটফর্ম ব্যবহারের প্রবণতা খুব বেড়েছে। সব মিলিয়ে এই মুহূর্তে প্রায় ২৬ কোটি দেশবাসী ইউপিআই প্ল্যাটফর্ম  ব্যবহার করেন। এছাড়াও ৫ কোটি ব্যবসায়ীও বিভিন্ন ইউপিআই প্ল্যাটফর্মগুলিতে রয়েছেন। চলতি বছরের মে মাসেই ইউপিআই-এর মাধ্যমে ১০.৪ লক্ষ কোটি টাকা লেনদেন করা হয়েছে। মোট ৫৯৪ কোটি বার লেনদেন হয়েছে। এদিন গভর্নর বলেন, “ভারতের ইউপিআই ব্যবস্থা এতটাই জনপ্রিয় হয়েছে যে, বিভিন্ন দেশ এই প্রক্রিয়াকে রপ্ত করতে চাইছে।”

    আরও পড়ুন: ৪০ বেসিস পয়েন্ট রেপো রেট বাড়ানোর ঘোষণা আরবিআই-এর, শেয়ার বাজারে ব্যাপক ধস

    ইউপিআই পেমেন্ট (UPI Payment) প্ল্যাটফর্মের সঙ্গে রুপে ক্রেডিট কার্ডকে লিঙ্ক (UPI-Rupay Credit Card Link) করা হলে, ইউপিআই-এর মাধ্যমে রুপে ক্রেডিট কার্ড থেকে পেমেন্ট করা যাবে। এতদিন পর্যন্ত ইউপিআই ব্যবহারকারীরা শুধুমাত্র ডেবিট কার্ডের মাধ্যমে সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট লিঙ্ক করে লেনদেন করতেন। এবার ক্রেডিট কার্ড সংযুক্ত করার সুবিধাও পাবেন তাঁরা। শক্তিকান্ত দাস এবিষয়ে বলেন, “নতুন এই ব্যবস্থায় ইউপিআই প্ল্যাটফর্মের মাধ্যমে টাকা লেনদেনের ক্ষেত্রে গ্রাহকদের আরও সুযোগ-সুবিধা বাড়বে।”           

    ইউপিআই প্ল্যাটফর্মে একই সঙ্গে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টকে সংযুক্ত করে টাকা লেনদেনের সুবিধা পেয়ে থাকেন ব্যবহারকারীরা। ব্যবসায়ীদেরও নির্দিষ্ট কিছু সুবিধা দিয়ে থাকে এই প্ল্যাটফর্ম। তাই অল্প সময়েই দেশে জনপ্রিয় হয়ে উঠেছে ইউপিআই প্ল্যাটফর্মগুলি (UPI Platform)। 

     

LinkedIn
Share