Tag: UPI Payments

  • Unified Payment Interface: পিন ছাড়াই ইউপিআই লেনদেন, এবার মুখ দেখিয়ে ও আঙুলের ছাপেই পেমেন্ট

    Unified Payment Interface: পিন ছাড়াই ইউপিআই লেনদেন, এবার মুখ দেখিয়ে ও আঙুলের ছাপেই পেমেন্ট

    মাধ্যম নিউজ ডেস্ক: বদলে যেতে চলেছে ইউপিআই (Unified Payment Interface) লেনদেনের অভিজ্ঞতা। সূত্রের খবর, আজ ৮ অক্টোবর বুধবার থেকে নাকি বড় বদল আসতে চলেছে ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস বা ইউপিআই নেটওয়ার্কে। এখন থেকে নাকি অনলাইনে পেমেন্টের ক্ষেত্রে বাধ্যতামূলক সংখ্যাভিত্তিক পিন দিতে হবে না। জানা গিয়েছে পিনের বদলে গ্রাহকরা আঙুলের ছাপ বা ফেসিয়াল রেকগনিশন ব্যবহার করে অনুমোদন দিতে পারবেন। কেন্দ্রীয় সরকারের ইউনিক আইডেন্টিফিকেশন সিস্টেম অর্থাৎ আধারের ডেটাবেস ব্যবহার করে এই বায়োমেট্রিক অথেন্টিকেশন হবে। নতুন এই পিন বিহীন ব্যবস্থা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক বা আরবিআই-এর সাম্প্রতিক গাইডলাইন মেনে চালু হচ্ছে।

    গ্লোবাল ফিনটেক ফেস্টিভালে প্রদর্শন

    বর্তমানে মুম্বাইতে চলা গ্লোবাল ফিনটেক ফেস্টিভালে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এনপিসিআই নয়া এই ফিচারটি প্রদর্শন করার পরিকল্পনা করেছে। ডিজিটাল লেনদেনে এক নতুন দিগন্ত খুলে দেবে এই ব্যবস্থা। পিন ছাড়া ইউপিআই হলে একাধিক সুবিধা হতে পারে। প্রথমত, কোনও পেমেন্টের সময় ৬টি বা ৪টি ডিজিট প্রেস করে তারপর পেমেন্ট হত। সেটা বন্ধ হবে। ফলে, একটা টাচেই পেমেন্ট ডান। এ ছাড়াও যাঁরা রোজ ইউপিআই ব্যবহার করেন না, তাঁরা অনেক সময় পিন মনে রাখতে পারেন না। আর সেই কারণেই পিন-মুক্ত লেনদেন ইউপিআই ব্যবহারকারী কোটি কোটি মানুষের জন্য স্বস্তিদায়ক হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

    বায়োমেট্রিক অথেন্টিকেশন-এর সুবিধা

    ইউপিআই (Unified Payment Interface) ভারতের ডিজিটাল পেমেন্ট ইকোসিস্টেমের মেরুদণ্ড হয়ে উঠেছে, প্রতি মাসে কোটি কোটি লেনদেন হয় এর মাধ্যমে। বায়োমেট্রিক প্রমাণীকরণ প্রবর্তনের ফলে ব্যবহারকারীদের সুবিধা এবং সুরক্ষা আরও বৃদ্ধি পাবে, পিনের উপর নির্ভরতা হ্রাস পাবে এবং সুরক্ষা মান বজায় থাকবে। বায়োমেট্রিক ভেরিফিকেশন পিন-ভিত্তিক সুরক্ষার চেয়ে অনেক বেশি নিরাপদ। এর ফলে আর্থিক প্রতারণার ঝুঁকি অনেকটাই কমে যাবে। পিন টাইপ করার ঝামেলা না থাকায় কেনাকাটার সময় বা অন্য যেকোনও জরুরি মুহূর্তে খুব দ্রুত পেমেন্ট করা সম্ভব হবে। ডিজিটাল প্রযুক্তি ব্যবহারে অনভ্যস্ত, যেমন গ্রামের মানুষ বা বয়স্ক ব্যক্তিরা, তাঁরাও সহজে এই পদ্ধতিতে লেনদেন করতে পারবেন। যেহেতু বায়োমেট্রিক তথ্য, যেমন মুখ বা আঙুলের ছাপ চুরি করা কঠিন, তাই ইউপিআই সম্পর্কিত জালিয়াতি উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে বলে আশা করা হচ্ছে। ব্যবহারকারীর বায়োমেট্রিক তথ্যের গোপনীয়তা রক্ষা করা এবং এটি যাতে কোনওভাবেই অপব্যবহার না হয়, তা নিশ্চিত করা একটি বড় চ্যালেঞ্জ। পরিকাঠামোগত উন্নয়ন এবং সমস্ত ব্যবহারকারীর কাছে এই প্রযুক্তি পৌঁছে দেওয়াও একটি গুরুত্বপূর্ণ দিক।

     

     

     

     

     

     

  • UPI Payments: এবার থেকে আরও দ্রুত লেনদেনের সুবিধা ভোগ করতে পারবেন ইউপিআই ব্যবহারকারীরা

    UPI Payments: এবার থেকে আরও দ্রুত লেনদেনের সুবিধা ভোগ করতে পারবেন ইউপিআই ব্যবহারকারীরা

    মাধ্যম নিউজ ডেস্ক: আজ, সোমবার ১৬ জুন থেকেই ভারতের ইউপিআই (UPI Payments) ব্যবহারকারীরা আরও দ্রুত লেনদেনের সুবিধা উপভোগ করতে পারছেন। এই মর্মে নয়া নির্দেশিকা প্রকাশ করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (এনপিসিআই) (NPCI)। এখন থেকে ইউপিআইয়ের লেনদেনের সময় ৩০ সেকেন্ড থেকে কমিয়ে ১৫ সেকেন্ড করা হয়েছে।

    পরিবর্তন প্রযোজ্য কোন কোন ক্ষেত্রে?

    জানা গিয়েছে, এই পরিবর্তন প্রযোজ্য হবে ফোন পে, গুগল পে এবং পেটিএম-এর মতো শীর্ষস্থানীয় পেমেন্ট অ্যাপে। এছাড়াও, এনপিসিআই পেমেন্টের স্থিতি নিশ্চিত করার প্রক্রিয়াটিও সহজ করেছে। আগে ব্যবহারকারীদের লেনদেন সফল হয়েছে কি না, তা জানতে ৩০ সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করতে হত। এখন সেই সময় কমিয়ে মাত্র ১০ সেকেন্ডে আনা হয়েছে, যার ফলে ব্যবহারকারীরা আরও দ্রুত আপডেট পাবেন এবং পেমেন্টের সময় বিভ্রান্তিও কমবে। উদাহরণস্বরূপ, কেউ যদি কোনও দোকানে ইউপিআই কিউআর স্ক্যান করে ৫০০ টাকা দেয়, তাহলে আগের তুলনায় এখন প্রায় অর্ধেক সময়ে অর্থাৎ প্রায় ১৫ সেকেন্ডেই লেনদেন সম্পন্ন হবে। এর ফলে চেকআউটের সময় দ্রুত নিশ্চিতকরণ সম্ভব হবে এবং ব্যস্ত সময়ে বিভ্রান্তি অনেকটাই কমবে।

    মুলতুবি লেনদেন পরিচালন পদ্ধতিও উন্নত

    এনপিসিআই ব্যাঙ্ক ও পেমেন্ট অ্যাপগুলির জন্য মুলতুবি লেনদেন পরিচালন পদ্ধতিও উন্নত করেছে। আগে কোনও লেনদেনে দেরি হলে তার অবস্থা জানার জন্য ৯০ সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করতে হত। নয়া ব্যবস্থায় লেনদেন শুরু হওয়ার ৪৫ থেকে ৬০ সেকেন্ডের মধ্যেই তারা অবস্থা যাচাই করতে পারবে। এর ফলে ব্যর্থ বা বিলম্বিত লেনদেনের আরও দ্রুত সমাধান করা সম্ভব হবে (UPI Payments)। যে সব ক্ষেত্রে কোনও পেমেন্ট কখনও ইউপিআই সিস্টেমে পৌঁছায় না (নেটওয়ার্ক সমস্যা বা প্রযুক্তিগত ত্রুটির কারণে), সে সব লেনদেন এখন স্বয়ংক্রিয়ভাবে “ব্যর্থ” বলে চিহ্নিত হবে। এতে সময় বাঁচবে এবং ব্যবহারকারীদের আর অপ্রয়োজনীয়ভাবে স্টেটাস আপডেটের জন্য অপেক্ষা করতে হবে না।

    সিস্টেমে যাতে অতিরিক্ত চাপ না পড়ে, তাই এনপিসিআই স্টেটাস চেকের সংখ্যা সীমিত (NPCI) করেছে। এখন প্রতিটি পেমেন্ট অ্যাপ বা ব্যাংক সর্বোচ্চ তিনবার পর্যন্ত দু’ঘণ্টার মধ্যে, কোনও লেনদেনের স্টেটাস যাচাই করতে পারবে (UPI Payments)।

LinkedIn
Share