Tag: US University

  • Divya Tyagi: আমেরিকায় ১০০ বছরের পুরনো গণিত সমস্যার সমাধান করলেন ভারতীয় বংশোদ্ভূত ছাত্রী

    Divya Tyagi: আমেরিকায় ১০০ বছরের পুরনো গণিত সমস্যার সমাধান করলেন ভারতীয় বংশোদ্ভূত ছাত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির ভারতীয় বংশোদ্ভূত ইঞ্জিনিয়ারিং ছাত্রী দিব্যা ত্যাগী (Divya Tyagi) ১০০ বছরের পুরনো গণিত সমস্যার সমাধান করলেন। দিব্যার এমন কাজে ইতিমধ্যে আলোড়ন পড়ে গিয়েছে বিজ্ঞান মহলে। প্রসঙ্গত, দিব্যা বায়ুগতিবিদ্যার এক শতাব্দী প্রাচীন একটি গণিত সমস্যার সমাধান করেছেন, যা বায়ু টারবাইন নির্মাণের জন্য নতুন পথকে প্রশস্ত করেছে। পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটির (US University) অফিসিয়াল ওয়েবসাইটে ইতিমধ্যে দিব্যার এই সফলতা তুলে ধরা হয়েছে। ওয়েবসাইটে লেখা হয়েছে, অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তরের ছাত্রী দিব্যা ত্যাগী (Divya Tyagi) ব্রিটিশ বায়ুগতিবিদ হারমান গ্লাউর্টের কাজকেই এগিয়ে নিয়ে যেতে সক্ষম হয়েছেন।

    শিক্ষক সোভেন স্মিটজ প্রশংসা করলেন দিব্যার

    এই গণিত সমস্যার সমাধানে বায়ু টারবাইনের গতিবিদ্যা সংক্রান্ত গবেষণা আরও সমৃদ্ধ হবে। উইন্ড এনার্জি সায়েন্স নামের পত্রিকায় দিব্যার এই সমাধান প্রকাশিত হয়েছে। দিব্যা ত্যাগীর (Divya Tyagi) শিক্ষক সোভেন স্মিটজ, তাঁর ছাত্রীর এমন কাজের ভূয়সী প্রশংসা করেছেন। দিব্যার এমন কাজ ভবিষ্যতে বায়ু টারবাইনে কীভাবে প্রভাব ফেলবে তাও ব্যাখ্যা করেছেন সোভেন স্মিটজ।

    দিব্যার কাজের ব্যাখ্যা দিলেন শিক্ষক

    দিব্যা ত্যাগীর শিক্ষক সোভেন স্মিটজ বিশেষভাবে উল্লেখ করেছেন যে হারমান গ্লাউর্ট কেবলমাত্র বিদ্যুৎ সহগকে (Power Coefficient) সর্বাধিক (Maximum) করার উপর মনোনিবেশ করেছিলেন, যার ফলে বায়ু শক্তি বিদ্যুতে রূপান্তরিত হতে পারবে। কিন্তু, গ্লাউর্টের গবেষণায় রোটরের উপর ক্রিয়াশীল মোট বল বিবেচনা করা হয়নি। সেইসঙ্গে টারবাইন ব্লেডের উপর বায়ুচাপের প্রভাব, বিশেষ করে চাপের মধ্যে কীভাবে তারা বেঁকে যেতে পারে, সেটাও উপেক্ষা করা হয়েছে। আর এই জায়গাকেই পূরণ করেছে দিব্যার সমাধান।

    সরল উদাহরণ দিয়ে বোঝালেন দিব্যার শিক্ষক

    দিব্যার শিক্ষক বলেন, ‘‘যদি আমার হাত দুটো ছড়িয়ে থাকে এবং কেউ সেই হাতের তালুতে চাপ দেয়, তাহলে সেই নড়াচড়াকে প্রতিহত করতে হবে। আমরা একে বলি নিম্নমুখী বাতাসের চাপ। বায়ু টারবাইনগুলিকেও এই চাপ সহ্য করতে হয়। এখন আমাদের বুঝতে হবে বায়ুর এই চাপের পরিমাণটা কত বেশি। ১০০ বছর আগে গ্লাউর্ট এটা বিবেচনা করেননি।’’

LinkedIn
Share