Tag: Uttar Pradesh Accident

Uttar Pradesh Accident

  • Uttar Pradesh: মর্মান্তিক! ৬ বছরের নাতিকে ২ কিমি টেনে-হিঁচড়ে নিয়ে গেল ট্রাক, দুর্ঘটনায় মৃত্যু দাদুরও

    Uttar Pradesh: মর্মান্তিক! ৬ বছরের নাতিকে ২ কিমি টেনে-হিঁচড়ে নিয়ে গেল ট্রাক, দুর্ঘটনায় মৃত্যু দাদুরও

    মাধ্যম নিউজ ডেস্ক: ফের এক ভয়াবহ ঘটনা! দিল্লি নয়ডার পর এবার উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। রবিবার উত্তরপ্রদেশের মোহোবায় একটি ডাম্পার ট্রাকের সঙ্গে স্কুটির ধাক্কায় মৃত্যু হয় দাদু ও নাতির। পুলিশ সূত্রে খবর, ৬ বছরের ওই শিশুটিকে দু’কিলোমিটারেরও বেশি পথ টেনে-হিঁচড়ে নিয়ে যায় ট্রাকটি। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মোহোবায় কানপুর-সাগর জাতীয় সড়কে ঘটে দুর্ঘটনাটি। যাতে মৃত্যু হয়েছে ৬৭ বছরের উদিত নারায়ণ চানসোরিয়া এবং তাঁর নাতি ৬ বছরের সাত্ত্বিকের। দেহ উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    কী ঘটেছে?

    পুলিশ সূত্রে খবর, স্কুটি চালিয়ে যাচ্ছিলেন ৬৭ বছর বয়সী উদিত নারায়ণ চানসোরিয়া। তাঁর সঙ্গে ছিল ৬ বছরের এক শিশু সাত্ত্বিক। তাঁরা স্কুটি করে বাজারে যাওয়ার পথে একটি দ্রুতগামী ট্রাক ধাক্কা মারে তাঁদের। উদিত ঘটনাস্থলেই মারা যান। কিন্তু সেই ছোট্ট শিশু সাত্ত্বিকের দেহ ট্রাকের চাকার নিচেই আটকে যায়। সেই সঙ্গে আটকে যায়  দুই চাকার গাড়িও। এই পরিস্থিতিতেই ট্রাকের চালক দুই কিলোমিটারের বেশি পথ নৃশংসভাবে টেনে-হিঁচড়ে নিয়ে যায় খুদেটিকে। ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে শিউরে উঠছেন নেটিজেনরা।

    আরও পড়ুন: প্রেমিকার সঙ্গে সম্পর্ক, বন্ধুর মুণ্ডচ্ছেদ করে গোপন অঙ্গ কেটে ফেলল প্রেমিক

    স্থানীয় সূ্ত্রে খবর, সেখানকার আশেপাশের লোকজন তাকে সতর্ক করলেও সে থেমে যায়নি। সেই ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, ট্রাকের কাছে বেশ কয়েকটি বাইক চালককে তাকে সতর্ক করার চেষ্টা করতে দেখা যায়। কিন্তু তাতেও থামেনি সেই ট্রাক চালক। বরং সে ওই অবস্থায় পালানোর চেষ্টা করে। এক সময় পাথর ছুঁড়তে শুরু করেন তাঁরা। এরপর বাধ্য হয়ে ট্রাক থামায় চালক।  এর পর স্থানীয়রা ট্রাক চালককে হাতে পেতেই তাকে মারধর করে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ ও ট্রাকটি আটক করে চালককে হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশ ইতিমধ্যেই ট্রাক চালকের বিরুদ্ধে মামলা নথিভুক্ত করেছে ও মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানোর জন্য ব্যবস্থা নিয়েছে (Uttar Pradesh)।

    এর আগেও এমনই এক ভয়াবহ ঘটনা ঘটতে দেখা গিয়েছে রাজধানী দিল্লিতেও। দিল্লির সুলতানপুরীতে অঞ্জলি সিংকে বর্ষবরণের রাতে যেভাবে গাড়ির তলায় ছেঁচড়ে নিয়ে যাওয়া হয়েছিল তা দেখে শিউরে উঠেছিল দেশবাসী। প্রথমে অঞ্জলির স্কুটারে ধাক্কা মারে গাড়িটি। অঞ্জলি পড়ে গিয়ে গাড়ির তলায় আটকে যান। অভিযোগ, ওই অবস্থাতেই তাঁকে ছেঁচড়ে প্রায় ১২ কিলোমিটার রাস্তা এগিয়ে যায় ঘাতক গাড়িটি। কিছুদিন আগে উত্তরপ্রদেশেও (Uttar Pradesh) এমনই এক ঘটনা ঘটেছিল। সূত্রের খবর, স্কুটি চালিয়ে যাচ্ছিলেন এক মহিলা। তাঁকে ধাক্কা মারে ট্রাক। মহিলার শরীর আটকে যায় ট্রাকের নিচে। ওই অবস্থায় প্রায় ৩ কিলোমিটার এগিয়ে যায় ট্রাকটি। শেষে ট্রাকটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় মহিলার।

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook এবং Twitter পেজ।

  • Kanpur Road Accidents: ভয়াবহ জোড়া গাড়ি দুর্ঘটনা উত্তরপ্রদেশে, নিহত কমপক্ষে ৩১, শোকপ্রকাশ মোদি – যোগীর

    Kanpur Road Accidents: ভয়াবহ জোড়া গাড়ি দুর্ঘটনা উত্তরপ্রদেশে, নিহত কমপক্ষে ৩১, শোকপ্রকাশ মোদি – যোগীর

    মাধ্যম নিউজ ডেস্ক: খুব কম সময়ের ব্যবধানে উত্তর প্রদেশে (Uttarpradesh) ঘটে গেল একের পর এক পথ দুর্ঘটনা। দুটি ঘটনাই শনিবার মধ্যরাতে কানপুরে ঘটেছে। জোড়া দুর্ঘটনায় কানপুরে নিহত কমপক্ষে ৩১ (Kanpur Accidents)। গুরুতর আহত ২৭ জন। প্রথমের দুর্ঘটনায় পুণ্যার্থী বোঝাই একটি গাড়ি পুকুরে উল্টে যায়। আর সেই দুর্ঘটনাস্থল থেকে ভয়াবহ ছবি সামনে এসেছে। আর দ্বিতীয় দুর্ঘটনায় দুরন্ত গতিতে ছুটে আসা একটি লরি সজোরে একটি টেম্পোয় ধাক্কা মারে। প্রথমের ভয়ঙ্কর গাড়ি দুর্ঘটনায় কমপক্ষে মৃত ২৬ জন পুণ্যার্থী। তাঁদের মধ্যে বেশির ভাগই মহিলা এবং শিশু রয়েছে বলে খবর। আর দ্বিতীয় ঘটনায় প্রাণ হারিয়েছেন ৫ জন।

    সূত্রের খবর অনুযায়ী, ট্রাক্টর-ট্রলিতে মোট ৫০ জন পুণ্যার্থী ছিলেন। তাঁরা উন্নাও-এর চন্দ্রিকা দেবী মন্দির থেকে ফিরছিলেন। সেই সময় কানপুরের ঘটামপুর এলাকায় ঘটে যায় দুর্ঘটনাটি। রাস্তায় পিছলে গিয়ে নিয়ন্ত্রণ হারায় গাড়িটি এবং পড়ে যায় পাশের পুকুরে। শনিবার সন্ধ্যায় এই ভয়ঙ্কর দুর্ঘটনাটি ঘটে। এরপরেই প্রায় ১১ জন শিশু-সহ ২৪ জনের দেহ উদ্ধার করা হয়। রবিবার সেই মৃতের সংখ্যা বেড়ে হল ২৬। গুরুতর আহত হয়েছেন ২০ জন। মৃতদের মধ্যে অধিকাংশই মহিলা এবং শিশু বলে জানা গিয়েছে। এছাড়াও বহু গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার পর স্থানীয়রাই তড়িঘড়ি উদ্ধারকার্যে নামেন। তার পর খবর দেওয়া হয় পুলিশে। কিন্তু পুলিশ ঘটনাস্থলে অনেক দেরিতে এসে পৌঁছয় বলে অভিযোগ। ফলে স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিককে সাসপেন্ড করা হয়েছে।

    এই ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রদধামন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তিনি ঘোষণা করেছেন যে, মৃতদের পরিবারকে মাথাপিছু ২ লক্ষ টাকা ক্ষতিপূরণ ও আহতদের মাথাপিছু ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।

    আবার অন্য দিকে, দ্বিতীয় দুর্ঘটনাটি ঘটে এর কয়েক ঘণ্টা পরেই। আহিরওয়ান উড়ালপুলের কাছে দুরন্ত গতিতে ছুটে আসা একটি লরি সজোরে একটি টেম্পোকে ধাক্কা মারে। এতে ৫ জনের মৃত্যু হয়। আহত হন ১০ জন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    একের পর এক দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Yogi Adityanath)। মৃতদের পরিবার-পরিজনকে সমবেদনা জানিয়েছেন তিনি। নিজের সরকারের সিনিয়র মন্ত্রী রাকেশ সাচান এবং অজিত পালকে ঘটনাস্থলে পাঠিয়েছেন ও পরিস্থিতি পরিদর্শন করে সবকরকম সাহায্যের নির্দেশ দিয়েছেন। এর পাশাপাশি যাতায়াতের জন্য ট্র্যাক্টর ট্রলির ব্যবহার বন্ধ করতেও সকলকে অনুরোধ করেছেন যোগী। তিনি জানিয়েছেন, শুধুমাত্র কৃষিকাজেই ট্র্যাক্টর ট্রলির ব্যবহার করা উচিত।

LinkedIn
Share