Tag: Uttarakhand tunnel

Uttarakhand tunnel

  • Hooghly: সুড়ঙ্গে আটক হুগলির ২ শ্রমিক, সাহায্যের জন্য বিজেপি বিধায়ক চিঠি দিলেন মোদিকে

    Hooghly: সুড়ঙ্গে আটক হুগলির ২ শ্রমিক, সাহায্যের জন্য বিজেপি বিধায়ক চিঠি দিলেন মোদিকে

    মাধ্যম নিউজ ডেস্ক: উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে হুগলির ২ শ্রমিক। পরিবারকে সাহায্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি লিখলেন হুগলির পুরশুড়ার (Hooghly) বিজেপি বিধায়ক বিমান ঘোষ। বিধায়ক বলেন, এই শ্রমিক পরিবারদের আর্থিক অবস্থা স্বচ্ছল নয়। অভাবের সংসার। তাই প্রশাসনের মাধ্যমে যদি কিছু সাহায্য করা যায়, তাহলে ভীষণ উপকার হবে। সেই সঙ্গে রাজ্যে পরিযায়ী শ্রমিকদের বিষয়কে তুলে ধরে বিজেপির অভিযোগ, এই রাজ্যে কাজ নেই, তাই অন্য রাজ্যে গিয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করতে হয়।

    কী বললেন বিজেপি বিধায়ক (Hooghly)

    হুগলির (Hooghly) পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ বলেন, “উত্তরকাশীতে রাস্তার সুড়ঙ্গে ৪১ জন শ্রমিক আটকে পড়েছেন। গত দুই সপ্তাহের বেশি সময় ধরে ওই সুড়ঙ্গে রয়েছেন তাঁরা। পশ্চিমবঙ্গের মোট ৩ জন শ্রমিক সুড়ঙ্গে আটকে রয়েছেন। এই জেলারও রয়েছেন দুই জন শ্রমিক। তাঁদের একজন হলেন শৌভিক পাখিরা এবং অপরজন জয়দেব প্রামাণিক। রাজ্যের তৃণমূল সরকার কাজ দিতে না পারায় অন্য রাজ্যে গিয়ে কাজ করতে হচ্ছিল এই শ্রমিকদের।” দুইজন শ্রমিকের পরিবারের আর্থিক অবস্থার কথা বলতে গিয়ে আরও বলেন, “প্রধানমন্ত্রীর ৭ রেসকোর্সের ঠিকানায় চিঠি পাঠানো হয়েছে। এই শ্রমিকদের বাড়িতে একমাত্র উপার্জনকারী হলেন তাঁরাই। সুড়ঙ্গে আটকে থাকায় তাঁদের বাড়ির লোকজন খুব অসহায়বোধ করছেন। তাঁদের উভয়ের বাড়িতে অসুস্থ রোগী এবং বাচ্চাদের পড়াশুনার খরচ জোগাড় করতে রীতিমতো সমস্যার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তাই এই অবস্থায় প্রধানমন্ত্রী পরিবারের পাশে থেকে সাহায্য করলে খুব ভালো হয়। দ্রুত তাঁদের উদ্ধার করে বাড়িতে ফিরিয়ে আনার ব্যবস্থা করলে পরিবারের দুশ্চিন্তা কমবে।”

    চারধামের সরল পথ এই সুড়ঙ্গ

    উত্তরকাশীর সুড়ঙ্গ পথে সড়কের কাজ চলাকালীন উপর থেকে ধসের কারণে পাথর ভেঙে রাস্তা বন্ধ হয়ে যায়। আটকে পড়েন ৪১ জন শ্রমিক। রয়েছেন হুগলির (Hooghly) দুই শ্রমিক। এই সুড়ঙ্গের মাধ্যমে উত্তরাখণ্ডের গঙ্গোত্রী, যমুনোত্রী, কেদারনাথ এবং বদ্রীনাথ এই চারধামের যাত্রা পথকে আরও সরল সহজ করতে রাস্তা নির্মাণের কাজ চলছিল। আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করতে খননের কাজ খুব জোর কদমে চলছে। ৪১ টি অ্যাম্বুল্যান্স রাখা হয়েছে সুড়ঙ্গের বাইরে। স্থানীয় হাসপাতাল এবং স্বাস্থ্য দফতরকে সতর্ক রাখা হয়েছে। মনে করা হয়েছে আজ বিকেলের মধ্যেই উদ্ধার করা সম্ভব হবে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

  • Uttarakhand tunnel: উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে স্বামী! দুশ্চিন্তায় তুফানগঞ্জের হাসপাতালে ভর্তি স্ত্রী

    Uttarakhand tunnel: উত্তরকাশীর সুড়ঙ্গে আটকে স্বামী! দুশ্চিন্তায় তুফানগঞ্জের হাসপাতালে ভর্তি স্ত্রী

    মাধ্যম নিউজ ডেস্ক: ১০ দিন ধরে উত্তরকাশীতে সিল্কিয়ারা সুড়ঙ্গে (Uttarakhand tunnel) আটকে থাকা ৪১ জনের শ্রমিকের মধ্যে রয়েছেন তুফানগঞ্জের এক শ্রমিক। মঙ্গলবার প্রশাসনের তরফ থেকে খোঁজ নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পাশপাশি পরিবার সূত্রে জানা গিয়েছে, আতঙ্কের মধ্যে দিয়ে পরিবারের লোকজন দিন গুনছেন। স্বামীর জন্য দুশ্চিন্তায় ইতিমধ্যেই স্ত্রী অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। প্রশাসন জোর কদমে অত্যন্ত তৎপরতার সঙ্গে সুড়ঙ্গ থেকে শ্রমিকদের উদ্ধারে প্রচেষ্টা চালাচ্ছেন।

    আটকে পড়া শ্রমিকের পরিচয় (Uttarakhand tunnel)

    উত্তরাখণ্ডের সুড়ঙ্গে (Uttarakhand tunnel) উদ্ধার কাজে প্রশাসন নেমেছে। মঙ্গলবার ৬ ইঞ্চি পাইপ লাইনের মাধ্যমে আটকে থাকা শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে। শ্রমিকদের অনেকেই পরিবারের সঙ্গে কথা বলেছেন। আটকে থাকা শ্রমিকের মধ্যে তুফানগঞ্জের এক শ্রমিকের পরিচয় জানা গিয়েছে। তাঁর নাম মানিক তালুকদার। বাড়ি কোচবিহারের তুফানগঞ্জে। তাঁর সঙ্গে পরিবারের সারাসরি কথা না হলেও প্রশাসনের সঙ্গে যোগাযোগ রয়েছে বলে জানা গিয়েছে। অপরে স্বামীর চিন্তায় স্ত্রী মণি তালুকদার অস্থির হয়ে অসুস্থ্য হয়ে পড়েন। পরে তাঁকে তুফানগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়।

    শ্রমিকদের ভিডিও ধরা পড়েছ

    সুড়ঙ্গের  (Uttarakhand tunnel) মধ্যে আটকে থাকা শ্রমিকদের এন্ডোস্কোপিক ফ্লেক্সি ক্যামেরা সুড়ঙ্গের ভিতরে প্রবেশ করিয়ে ভিতের খবরাখবর নেওয়া হয়। একটি ভিডিও প্রকাশিত হয়েছে। পাইপের মাধ্যেমেই পাঠানো হয় মোবাইল ফোন, চার্জার। এর মাধ্যমেই বাইরের প্রশাসন এবং পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা গিয়েছে। এই পাইপের মধ্যে দিয়েই খিচুড়ি, ডালিয়া এবং নানা রকম ফল সরবরাহ করা হয়েছে। সেই সঙ্গে শ্রমিকদের দেওয়া হয়েছে মনোবল।

    উদ্ধার কাজে আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল

    উত্তরকাশীতে ৬০ মিটারের বেশি গভীর সুড়ঙ্গের  (Uttarakhand tunnel) মধ্যে আটকে রয়েছেন ৪০ জন শ্রমিক। এই সুড়ঙ্গ হল চারধামকে সংযোগ করার একটি সরল সড়ক। ভিতরে চারিদিকে ধ্বংসস্তূপের অবশেষ জমে রয়েছে। উদ্ধার কাজ করতে আন্তর্জাতিক বিশেষজ্ঞদলও ঘটনাস্থলে কাজ করে চলেছে বলে জানা গিয়েছে। পাশ থেকে সুড়ঙ্গে ঢোকা সম্ভব নয়, তাই উপর থেকে মাটি খুঁড়ে শ্রমিকদের উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে। উদ্ধারে আরও চার থেকে পাঁচ দিন সময় লাগার সম্ভাবনা রয়েছে বলে জানা গিয়েছে।  

     

    দেশের খবর, দশের খবর, সব খবর, সবার আগে পেতে ফলো করুন আমাদের Facebook, Twitter এবং Google News পেজ।

LinkedIn
Share